বিসমিল্লাহির রহমানির রহিম
আজকে আমি আপনাদের মাঝে যে ব্লগটি শেয়ার করবো সেটা হচ্ছে কাপড় কেনাকাটা নিয়ে আশা করছি আপনাদের ভালো লাগবে। কিছুদিন আগে আমার এক ছোট চাচাতো ভাই আমাক বলতেছে যে ভাই চল আজকে পদাগঞ্জে যাবো? তা আমি ওকে বলতেছি যে পদাগঞ্জে গিয়ে কি করবি, তা ও আমাক বলতেছে যে ভাই শার্ট আর প্যান্ট কেনা লাগবে। তা আমি ওকে বললাম আর কে কে যাবে তা ও আমাক বলতেছে যে রিয়াদ ও যাবে ।তা আমি ওকে বললাম যে ঠিক আছে এখন খুব রোদ,একটু পরে রোদ পড়লে যাবো। তা ও আমাক বলতেছে যে ঠিক আছে তোমরা বের হয়ে আমাক ফোন দেন। তারপর আমরা বিকাল বেলা তিনজন পদাগঞ্জের উদ্দেশ্যে রওনা দিলাম। আমাদের পদাগঞ্জ পৌঁছাতে প্রায় দশ মিনিট এর মত লাগছে। আমরা পদাগঞ্জে যে দোকানে ভালো কাপড় পাওয়া যায় ঐ দোকানে ঢুকলাম।
ঢুকে আমরা শার্ট প্যান্ট দেখা শুরু করলাম। আমি আমার ছোট ভাইকে দেখাইতেছি যে দেখ কোনটা শার্ট তোর পছন্দ হয় । তা ও আমাক বলতেছে ভাই আমার এগুলো পছন্দ হচ্ছে না। তারপর আমি বললাম যে ঠিক আছে তাহলে প্যান্ট দেখ কোনটা পছন্দ হয় , তা ও বলতেছে যে কালো রঙের প্যান্টটা আমার পছন্দ হইছে তোমরা দাম ঠিক করো। তারপর আমি দাম ঠিক করে নিয়ে দিলাম। এরপর আমরা অন্য একটা দোকানে ঢুকলাম ঢুকে দেখি নতুন নতুন মডেলের শার্ট কালার গুলাও খুব সুন্দর। সুন্দর সুন্দর শার্ট দেখে আমার আর মন মানলো না আমিও আমার ছোট ভাইয়ের সাথে দুইটা শার্ট নিলাম। আমার আর আমার ছোট ভাইয়ের কেনাকাটা শেষ।
তারপর আমার বন্ধু বলতেছে যে আমি জুটা কিনব আমার জুতাটা ছিঁড়ে গেছেতো।তা আমি ওকে বললাম চল আমার চাচার দোকান আছে। তারপর ওকে নিয়ে আমি চাচার দোকানে গেলাম তা ও যে জুতা পছন্দ করছে, ঐ জুতা ঐ দোকানে এখন নাই শেষ হয়ে গেছে। আমরা ঐ দোকান থেকে বের হয়ে অন্য কয়েকটা দোকান ঘুরলাম কিন্তু কোথাও ঐ জুতা নাই। অনেক ঘোরাঘুরি করে শেষ পর্যায়ে এক দোকানে ঐ জুতা পাইলাম কিন্তু কালার পছন্দ হচ্ছে না।পরে আমি ওকে বললাম চল পরশুদিন রংপুরে গিয়ে জুতা কিনবো।তা ও আমাক বললো যে ঠিক আছে। তারপর আমরা হালকা পাতলা নাস্তা করে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম।
আমার আজকের ব্লগটি আমি এখানেই শেষ করলাম।আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আমার আজকের ব্লগটি । ভালো লাগলে অবশ্যই লাইক,কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন।আজ এই পর্যন্তই।আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।
আমার বাংলা ব্লগের ভাইয়া ও আপুদের সবাইকে ধন্যবাদ ।সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।
আল্লাহ হাফেজ
Device | Motorola g34 5g |
---|---|
Camera | 52 MP |
County | Bangladesh |
Location | Rangpur, Bangladesh |