ভর্তির উদ্দেশ্যে ওসমানপুর মাদ্রাসায় একদিন।

in hive-129948 •  4 months ago 

বিসমিল্লাহির রহমানির রহিম

আসসালামুয়ালাইকুম এবং হিন্দু ভাই ও বোনদের প্রতি আমার আদাব। আমার বাংলা ব্লগের আপনারা সবাই কেমন আছেন, আশা করি সবাই অনেক ভালো আছেন । আমিও আপনাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি। আশা করি আমার ব্লগটি আপনাদের ভালো লাগবে। আমার ব্লগটি যদি আপনাদের কাছে একটুও ভালো লাগে তাহলে আপনারা আমাকে লাইক,কমেন্ট করে উৎসাহিত করবেন। তাহলে চলুন এবার শুরু করা যাক।

1000003650.jpg

আজকে আমি আপনাদের মাঝে যে ব্লগটি শেয়ার করবো সেটা হচ্ছে ভর্তির উদ্দেশ্যে ওসমানপুর মাদ্রাসা যাওয়া নিয়ে। আশা করি আপনাদের ভালো লাগবে। আমার কম বেশি সব বন্ধুরাই ওসমানপুর মাদ্রাসায় ভর্তি হয়েছে। আমি শুধু ভর্তি হতে পারি নাই। আমি ভর্তি হতে পারি নাই তারও বেশ কিছু কারণ আছে।একটা কারণ হচ্ছে আমি ভর্তির সময় ঢাকায় ছিলাম।আর একটা কারণ হচ্ছে আমার ওখানে ভর্তি হওয়ার ইচ্ছা ছিল না। মোটামুটি এই দুইটা কারণে আর কি ভর্তি হওয়া হয় নি।তা বেশ কয়েক মাস হয় আমি বাসায় আসছি।তা এখন ভাবতেছি যে আমি তো এখন বাসায় আছি যাই একদিন গিয়ে ভর্তি হই।তা একদিন আমার এক বন্ধুকে ফোন দিলাম ফোন দিয়ে বলতেছি যে বন্ধু এখন কি ওসমানপুর মাদ্রাসায় ভর্তি হওয়া যাবে? তা ও আমাক বলতেছে যে আমি সঠিক বলতে পারবো না। তুই আমার কাছ থেকে স্যারের নাম্বার নিয়ে কথা বলে দেখতে পারিস।তা আমি বললাম ঠিক আছে তুই আমাক স্যারের নাম্বার দে আমি ফোন দিয়ে কথা বলতেছি। তারপর আমি স্যারের সাথে কথা বললাম তা স্যার আমাক বললো যে কালকে তুমি মাদ্রাসায় আসো তারপর আমি তোমার বিষয়টা দেখতেছি।তা আমি বললাম যে ঠিক আছে স্যার আমি কালকে মাদ্রাসায় যাবো এই কথা বলে আমি ফোন কেটে দিলাম।

1000003649.jpg

তারপর আমি আমার দুই বন্ধুকে ফোন দিলাম দিয়ে বললাম যে কালকে চল মাদ্রাসায় যাবো?তা ওরা বললো যে ঠিক আছে কখন যাবি?তা আমি বললাম যে ১০ টার দিক বের হবো। তারপরের দিন ঠিক ১০ টার সময় আমরা তিন বন্ধু এক সাথে হয়ে মাদ্রাসার উদ্দেশ্যে রওনা দিলাম।এক থেকে দেড় ঘণ্টার মতো সময় লাগছে আমাদের মাদ্রাসায় পৌঁছাতে। তারপর আমরা মাদ্রাসার ভিতরে প্রবেশ করলাম। হুজুরদের সাথে কথা বললাম স্যারের সাথে কথা বললাম। কথা বলে জানতে পারলাম যে এখন আর ভর্তি নিবে না।তার কারণ হচ্ছে ভর্তির সময় শেষ, এমনকি রেজিস্ট্রেশন পর্যন্ত নাকি হয়ে গেছে।এই কথা শুনে তো আমার ভীষণ মন খারাপ হলো। তারপর আমরা ক্লাস রুমে চলে গেলাম গিয়ে দেখি যে ক্লাস একদম ফাঁকা কেউ আসে নি।তাই আমরা আর ওখানে দেরি না করে দুই একটা ছবি তুলে ওখান থেকে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম।

1000003651.jpg

আমার আজকের ব্লগটি আমি এখানেই শেষ করলাম।আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আমার আজকের ব্লগটি । ভালো লাগলে অবশ্যই লাইক,কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন।আজ এই পর্যন্তই।আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।
আমার বাংলা ব্লগের ভাইয়া ও আপুদের সবাইকে ধন্যবাদ ।সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।

আল্লাহ হাফেজ

ক্যামেরা পরিচিতি
DeviceMotorola g34 5g
Camera52 MP
CountyBangladesh
LocationRangpur
Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!