আজ আমি গ্রাফিক ডিজাইন নিয়ে কিছু কথা বলবো? পাঠঃ-01

in hive-129948 •  3 years ago  (edited)

আজকে বলবো Digital Business Card.

1.গ্রাফিক ডিজাইন কী?

গ্রাফিক শব্দটি জার্মান শব্দ গ্রাফিক হতে এসেছে। গ্রাফিক শব্দটির অর্থ চিত্র বা রেখা।গ্রাফ শব্দের অর্থ চিত্র এবং ডিজাইন অর্থ নকশা।সহজ ভাষায়, চিত্র দ্বারা নকশা তৈরি করা বা করার প্রক্রিয়াকে বলে গ্রাফিক ডিজাইন।অন্য কথায়, ড্রইং ছবি বা কোনো ইমেজ এবং অক্ষর শিল্পই হচ্ছে গ্রাফিক ডিজাইন।

Bus1iness card.jpg

2.ডিজাইন কি?
ডিজাইন অর্থ নকশা করা। ডিজাইন হচ্ছে কোনো নির্দিষ্ট ক্ষেত্রের উপর বস্তুর পরিকল্পিত অবস্থান। অর্থাৎ একটি ছবি বা চিত্র তৈরি করতে যে নকশা করা হয় তাকেই বলা হয় ডিজাইন। নকশা তৈরীর মূল সূত্র সমূহ সঠিক ভাবে ব্যবহার করার মাধ্যমে একটি সঠিক নকশার জন্ম হয়। সংক্ষেপে বলা যায় কোনো সৃজনশীল কর্মের প্রাথমিক কাঠামোই হচ্ছে ডিজাইন।

business-cards11.jpg

ডিজাইন করতে ২ ধরনের জিনিস প্রয়োজন হয়।
১। এলিমেন্টস
২। ইকুইপমেন্ট

এলিমেন্টস অফ ডিজাইনঃ

  1. Lines
  2. Shapes
  3. Colors
  4. Textures
  5. Spaces

mockup2.jpg

আমি মোঃ আবুবক্কর। আমি একজন ফ্রিল্যান্সার ও গ্রাফিক ডিজাইনার।ডিজাইনার হিসেবে কাজ করি এবং গত দুই বছর যাবত ফ্রিল্যান্সিং পেশাতে আছি। শিখতে ভালো লাগে, ভালো লাগে শেখাতে।

আমার পর্যালোচনা রেটিং:

Quality: (5/5

কাজের কোয়ালিটি

Quality: (5/5

ক্লাস কোয়ালিটি

Quality: (5/5
Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

@abubakkor
আজকের পোষ্ট পড়ে আপনার সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম, তবে আমার বাংলা ব্লগে পোস্ট করতে হলে নিচের নিয়ম ফলো করুন।

আমার বাংলা ব্লগে পোস্ট করতে হলে, সর্বপ্রথম একটি পরিচিতিমূলক পোস্ট লিখতে হবে।
আর অবশ্যই পোস্ট বাংলাতে হতে হবে।

পোস্টে অবশ্যই #abb-intro ট্যাগ ব্যাবহার করতে হবে। একটি পরিস্কার কাগজে আমার বাংলা ব্লগ, আপনার স্টিমিট আইডি এবং তারিখ লিখে সেই কাগজসহ আপনার ছবি তুলতে হবে। এই ছবির সাথে আরও নূন্যতম তিন চারটি ছবি এবং ২৫০ শব্দের একটি পরিচিতি মূলক পোস্ট লিখতে হবে। আপনার সম্পর্কে আরও তথ্য লিখতে হবে যেমন আপনার শিক্ষাগত যোগ্যতা, পরিবার, জাতীয়তা, এলাকা সম্পর্কে সব তথ্য উল্লেখ করতে হবে। আপনাকে সঠিকভাবে ভেরিফিকেশন পোস্ট করতে হলে এই সকল নিয়ম মেনে আবার পোস্ট করতে হবে। আপনার পোস্টে রেফারার সম্পর্কে লিখতে হবে অথবা এই কমিউনিটির ব্যাপারে কোন 'মাধ্যম' থেকে জানতে পেরেছেন তা উল্লেখ করতে হবে অবশ্যই।
👇
তবে এই মুহুর্তে আমার বাংলা ব্লগে নিউ মেম্বার নেয়া হচ্ছে না। আপনি আমাদের কমিউনিটি Discord এ জয়েন থাকুন। নিউ মেম্বার নেয়ার সঠিক সময় discord এর মাধ্যমে জানিয়ে দেয়া হবে।
Discord link : লিংক ঃ https://discord.gg/tKYdf9GN

নিচের লিংক টি ক্লিক করে দেখে নিতে পারেনঃ আমার বাংলা ব্লগ এর সর্বশেষ আপডেট নিয়মাবলী
👉 [লিংক] ঃ https://steemit.com/hive-129948/@rme/last-updated-rules-of-amar-bangla-blog-community-29-sep-21

আপা আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন। আপু আমি একজন শারীরিক প্রতিবন্ধী হুইল চেয়ার দিয়ে চলাফেরা করি। আমি STI GRAPHIC DESIGN BACH 2022 থেকে Graphic design কাজ শিখেছি। এখন বাড়িতে বসে কাজ করতেছি এর সাথে Steemit কাজ করতে চায় তাই দয়া করে আমার বাংলা ব্লগে মেম্বার হিসাবে যুক্ত করে নিবেন।যুক্ত করলে আমি উপকৃত হবো। শারীরিক প্রতিবন্ধী হিসেবে কোন জায়গায় কাজ করতে পারিনা তবে বসে থেকে যেগুলো কাজ পারি সেগুলো করার চেষ্টা করি। ধন্যবাদ আপনাকে

অনেক দুঃখ প্রকাশ করছি আপনার সম্পর্কে জানতে পেরে। আমি আপনাকে আমাদের discord লিংক দিয়েছি আপনি discord জয়েন করুন।নিউ মেম্বার নেওয়ার সঠিক সময় জানিয়ে দেয়ার পরই আপনি পরিচিত মূলক পোস্ট করবেন। ধন্যবাদ ভাইয়া।

পরিচিত মূলক পোস্ট করছি দয়া কররে আমাকে এই গুরুপের মেম্বোর করে নিন

আপনি নতুন ইউজার হিসেবে ভাল লিখেছেন । ভালো একটি তথ্য উপস্থাপন করেছেন । তবে ভাই এখানে জেনারেল পোস্ট করার আগে আপনাকে পরিচিত মূলক পোস্ট করতে হবে । এরপর আমাদের ডিসকর্ড চ্যানেল যুক্ত হতে হবে । সেখানে ক্লাস করতে হবে এবং আপনার লেভেল আপ করতে হবে । এরপর থেকে আপনি জেনারেল পোস্ট করতে পারবেন । ধন্যবাদ আপনাকে।

আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই। দয়া করে ক্লাসে লিংকটি দিবেন আর কোন দিন কোন সময় ক্লাস হয় একটু জানাবেন।

ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন।ভাইয়া আমি একজন শারীরিক প্রতিবন্ধী হুইল চেয়ার দিয়ে চলাফেরা করি। আমি STI GRAPHIC DESIGN BACH 2022 থেকে Graphic design কাজ শিখেছি। এখন বাড়িতে বসে কাজ করতেছি এর সাথে Steemit কাজ করতে চায় তাই দয়া করে আমার বাংলা ব্লগে মেম্বার হিসাবে যুক্ত করে নিবেন।যুক্ত করলে আমি উপকৃত হবো। শারীরিক প্রতিবন্ধী হিসেবে কোন জায়গায় কাজ করতে পারিনা তবে বসে থেকে যেগুলো কাজ পারি সেগুলো করার চেষ্টা করি। ধন্যবাদ আপনাকে

আপনি ডিসকোর্ড সার্ভারে জয়েন হোন। : https://discord.gg/bqmpevQk

হয়েছি