আমার বাংলা ব্লগ এর কমিউনিটির সকল মেম্বার আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন । আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আবারো স্টাইল বিজনেস ব্রোশিয়ার ডিজাইন নিয়ে আলোচনা করতেছি।
আমার নিজের তৈরী ডিজাইন।
আমার নিজের তৈরী ডিজাইন।
ব্রোশিয়ার (Brochure) ডিজাইন কি?
ব্রোশিয়ার এর অর্থ অনেক হতে পারে আমরা জানি ব্রোশিয়ার অর্থ পুস্তিকা, লিফলেট, ফ্লায়ার, বিজ্ঞপ্তি, বিজ্ঞাপন ইত্যাদি। এক কথায় বলতে হলে ছোট একটি ম্যাজিনে কোনও পণ্য বা পরিষেবা সম্পর্কিত ইমেজ এবং অনেক গুলো তথ্য রয়েছে।
আমার নিজের তৈরী ডিজাইন।
ব্রোশিয়ার ডিজাইন কেন করা হয়
ব্রোশিয়ার ডিজাইন এটি একটি ছোট প্রচারপত্র। ব্রোশিয়ার ডিজাইন মার্কেটিং একটি পণ্য বা পরিষেবা চালু করার সরঞ্জাম। উদাহরণস্বরূপ যদি কোন ব্যক্তি সবেমাত্র ছোট একটি ব্যবসায়ের দোকান খোলেছে এর পর ব্যবসায় প্রচারের জন্য গ্রাহকদের কাছে ছড়িয়ে দেওয়া।
ব্রোশিয়ার সাধারনত ২ ধরনের হতে পারে।
১. বােইফোল্ড ব্রোশিয়ার
২. ট্রাইফোল্ড ব্রোশিয়ার
আমার নিজের তৈরী ডিজাইন।
আমরা জানি যে কোন দেশে হাজারও ধরেন কোম্পানি আছে সেই কোম্পানি গুলো সবার সাথে পরিচিতি করার জন্য ছোট একটি কাগজের টুকরা হাতে দিয়ে সবার সাথে পরিচয় হওয়ার ভালো একটি মাধ্যম যদিও সবার কাছে পোছাতে সম্ভব হয়না । কোম্পানির টার্গেট থাকে গ্রাহকদের হাতে হাতে কত গুলো দিবে।
আমরা জানি গ্রাহকদের কাছে একের পর এক কোম্পানির ব্রোশিয়ার বা ফ্লাইয়ার হস্তান্তর করে থাকে । সাবার কাছে পরিচিতি করার ভালো মাধ্যম যা অন্যন ভাবে করার সম্ভব হবেনা।
শেষ কথা
আমি যত টুকু জানি তত টুকু লিখেছি ও আমি আমার মত করে লেখার চেষ্ঠা করেছি ভুল হয়লে ধরিয়ে দিবেন সংশুধন করার চেষ্ঠা করবো। ধন্যবাদ,
গ্রাফিক্সের কাজ শেয়ার করুন তবে শুধু আউটপুট এর ছবি দিলেই হবে না। ধাপে ধাপে কিভাবে কাজটা করলেন সেটা গুছিয়ে ছবি দিয়ে লিখতে হবে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ঠিক আছে ভাইয়া এর পর থেকে পোস্ট করবো
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit