আমার বাংলা ব্লগে সকল সদস্য গন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি।
পরিচয় এবং ঠিকানাঃ
আমি মোঃ আবুবকর গ্রামঃ দপর পাড়া, পোষ্ট অফিসঃ আকন্দ পাড়া, ইউনিয়নঃ বাহাদুরাবাদ, থানাঃ দেওয়ানগঞ্জ, জেলাঃ জামালপুর, বিভাগঃ ময়মনসিংহ, আমরা ৭ ভাই বোন। ৪ ভাই ৩ বোন আমি সবার ছুটো এখন বতমানে আমরা ৩ জন আছি বাবা মা ও আমি। ভাই ৩ টি বিয়ে করে আলাদা আর বোন ৩ টি বিয়ে হয়েছে ।এখন আমার বয়স 25 বছর।
আমার কি অবস্থাঃ
এখন আমার অবস্থা আমি একজন শারীরিক প্রতিবন্ধী হুইল চেয়ার দিয়ে চলাফেরা করতে হয়। ২০১১ সালে গাছ থেকে পড়ে যায়। পড়ার পড়ে ঘাড়ের মেরুদন্ড আঘাত পায় তার পর থেকে হাটাচলা আরতে পারিনা।ঢাকায় এক বছর চিকিৎসা নিয়েছি। ঢাকা বাংলাদেশ ইসপাইন অর্থবিডী হসপিটালে অপারেশন করেছি সেখানে ১ মাস চিকিৎসা নিয়েছি তার পর ঢাকা সাভার সি আর পি হসপিটালের চিকিৎসা নিয়েছি। তার পরউ যখন ঠিক হয়লোনা তখন ২০১৮ সালে ভারত চেন্নাই সি এম সি হসপিটালে চিকিৎসা নিতে যায় সেখান থেকে সরাসরি না করে দেয় যে এটা আর ঠিক হবেনা। আল্লাহ যত দিন হায়াত দিয়েছে ততদিন এভাবেই থাকতে হবে তখন সেখান থেকে ফিরে আসি। ২০১১ সাল থেকে ২০২২ সাল পযন্ত হুইলচেয়ার দিয়ে চলাফেরা করতেছি।
কি কাজ করিঃ
বতমানে আমি গ্রাফিক্স ডিজাইনার হিসেবে কাজ করতেছি।২০১৮ থেকে বাড়িতে বসে থেকে গ্রামের মানুষের আর ইস্কুলে ছাএ ছাএী দের ছবির কাজ করতাম। এখন আমি গ্রাফিক্স ডিজাইনের হিসাবে কাজ করি।
কাজ শিখেছি
আমি কাজ শিখেছি STI Graphics Design Bach 2022 তে ২০/০৪/২০২১ ইং সালে এখান থেকে গ্রাফিক্স ডিজাইন কাজ শিখেছি
গ্রাফিক্স ডিজাইন এর পাসাপাসি Steemit.com তে কাজ করতে চায়। আমি খুব খুশি হবো যদি আমার বাংলা ব্লগে কাজ করার সুযোগ পায়। ধন্যবাদ
My Review Rating:
100 / work aptitude:
★
★
★
★
★(5/5)
সব বাধা অতিক্রম করে এগিয়ে চলার নামই জীবন। মেরুদন্ডে আঘাত পেয়ে হুইল চেয়ারে চলাফেরা করার পরেও আপনি থেমে থাকেননি।
আপনার সম্বন্ধে জানতে পেরে খুব ভালো লাগলো। আপনার জন্য শুভকামনা রইলো ভাইয়া।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমি আরো এগিয়ে যেতে পারবো যদি আপনারা আমাকে আমার বাংলা ব্লগে কাজ করার সুযোগ করে দেন তাহলেই আমি সাফল্য
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনাকে পোস্ট করতে আমি না করেছি, আপনাকে মন্তব্য করা হয়েছে, আপনি আমাদের discord এ জয়েন করুন, নিউ মেম্বার নেয়ার সঠিক সময় জানিয়ে দেয়া হবে, সেই সময় আপনি পরিচিতমুলক পোস্ট করবেন। আপনি যদি আবার পোস্ট করেন তাহলে আপনার পোস্ট মিউট করতে বাধ্য হবো। ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit