আমার বাংলা ব্লগ এর সকল মেম্বার আসসালামু আলাইকুম, আশা করি Steemit কমিউনিটি সকল সদস্য গন সবাই ভালো আছেন । আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকের বিষয় গ্রাফিক্স ডিজাইনের বিজনেস ফ্লায়ার নিয়ে কিছু কথা ।
ম্যাটেরিয়াল বিজনেস ফ্লায়ার ডিজাইন
আজ আমি কীভাবে ফ্লায়ার ডিজাইন করতে হয় তা নিয়ে আলোচনা করব । এবং কীভাবে অ্যাডবি ফটোশপ অথবা অ্যাডবি ইলাস্টেটর দিয়ে কোম্পানির বিজনেস ফ্লায়ার করতে হয় তা নিয়ে বিস্তারিত আলোচনা করব ।
আমার নিজের করা ডিজাইন
ফ্লায়ার ডিজাইন কী
কোনো কোম্পানির প্রোডাক্ট বা পন্য প্রচার করার জন্য কভারে কোম্পানির লোগো আর কোম্পানির ইমেজ থাকে সেটিকে ফ্লায়ার বলে । বর্তমানে এটির চাহিদা অনেক । আপনি বা আমরা ছোট ও মাঝারি আকারের ব্যবসা প্রচার করার জন্য দক্ষ গ্রাফিক্স ডিজাইনার দ্বারা সুন্দর্য দিয়ে একটি ফ্লায়ার ডিজাইন করে থাকি ।
আমার নিজের করা ডিজাইন
কেন আমরা ফ্লায়ার ডিজাইন করি
বর্তমান যুগ, ইন্টারনেট যুগ। বিভিন্ন ধরনের অনলাইনে মাধ্যমে কোম্পানির প্রচার করার জন্য ফ্লায়ার ডিজাইন করে থাকি। এই বিশ্বে অনেক ব্যবসায়িক প্রতিষ্ঠান গড়ে উঠেছে। সাধারণত ব্যবসায়িক প্রতিষ্ঠানেরে ইভেন্ট ও পণ্যের প্রচার করার জন্য ফ্লায়ার ডিজাইন করতে হয়। আর যে কোন ব্যবসায়িক ও প্রতিষ্ঠান পরিচিতি জন্য সবচেয়ে বড় একটি অস্ত্র সুন্দর বিজনেস ফ্লায়ার ডিজাইন।
আমার নিজের করা ডিজাইন
ডিজাইন
ফ্লায়ার ডিজাইন সাধারণত A4 সাইজ হয়ে থাকে। আমি ইচ্ছা করলে সহজেই ফ্লায়ার ডিজাইন করতে পারি। এক জন ডিজাইনার ফ্লায়ার ডিজাইন করতে চাইলে প্রথমত কোম্পানির লোগো প্রয়জন লোগোর কালার উনুযায়ি ফ্লায়ার ডিজাইন করতে হয়। ফ্লায়ার ডিজাইন আপনি যে কোন সফ্টার ব্যবহার করতে পারি প্রথমে অ্যাডবি ফোটোশপ অথবা অ্যাডবি ইলাস্টেটর দিয়ে করে নিতে পারেন।
বাহ্ আপনার তো দেখছি দারুন দক্ষতা ,এতো এতো সুন্দর ডিজাইন আপনি করেছেন সত্যি দেখার মতো। ভালো লাগলো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit