আমার পরিচয়

in hive-129948 •  4 years ago  (edited)

received_169507221936295.jpeg
received_2906631866218157.jpeg

যেকোনো জায়গায় নিজেকে উপস্থাপনের জন্য নিজের পরিচয় অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পরিচয় সুষ্ঠু ভাবে উপস্থাপনের মাধ্যমে সকলের দৃষ্টি আকর্ষণ করা যায়।এজন্য আমি এই কমিউনিটিতে পরিচয়পর্ব উপস্থাপনার মাধ্যমে লেখালেখির সূচনা করছি।

আমার নাম মোঃ আবু সালেহ নাহিদ। বাবা মা ও ছোট ভাইসহ আমার পরিবারের মোট সদস্য সংখ্যা ৪ জন। আমার মা গৃহিনী এবং বাবা পুলিশের কনস্টেবল। বাবা-মা দুজনেই আমার ভীষণ প্রিয়। তাদের সঙ্গে সময় কাটাতে আমার ভীষণ ভালো লাগে। ছোটবেলা থেকেই বেশিরভাগ সময় আমার ঘরবন্দী কেটেছে। ফলে বন্ধু-বান্ধবের সংখ্যা খুবই নগণ্য। আমার ছোট বেলার সময় গুলো বাবা-মার সঙ্গে কেটে গেছে। তবে একটু বড় হওয়ার পর সঙ্গী হিসেবে পেয়েছি আপন ছোট ভাইকে।

দেশের বাড়ি রংপুর, বাংলাদেশ। বাসা রংপুর হলেও দেশের বিভিন্ন স্থানের সঙ্গে সখতা গড়ে ওঠে। বাবা পুলিশের চাকরি করায় বিভিন্ন সময়ে দেশের বিভিন্ন স্থানে বদলি হয়েছেন। সেই সুবাদে ছোটবেলা থেকেই বিভিন্ন জেলা এবং থানার সঙ্গে পরিচিত হতে পেরেছি। বিশেষ করে দেশের উত্তরবঙ্গের বেশিরভাগ জেলা শহরে থাকা হয়েছে। রংপুর, নীলফামারী,বগুড়া, সিরাজগঞ্জ,নওগাঁ ও পাবনা জেলায় কিছু না কিছু সময় অবস্থান করেছি। তবে বেশিরভাগ সময় নিজ জন্মভূমি রংপুরে অতিবাহিত হয়েছে।

বাবার বিভিন্ন স্থানে বদলি হওয়ার কারণে পড়াশোনাও এক এক সময়ে বিভিন্ন জেলার ভিন্ন ভিন্ন স্কুলে সম্পন্ন হয়েছে। বিভিন্ন স্কুলে পড়াশোনা করলেও মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক নিজ জেলা রংপুর থেকেই শেষ করেছি। মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক যথাক্রমে ২০১২ ও ২০১৪ সালে রংপুর পুলিশ লাইন স্কুল ও কলেজ থেকে শেষ করেছি। এরপর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় এর পরিসংখ্যান বিভাগ থেকে ২০২০ সালে স্নাতক শেষ করেছি।

আমার পরিচিতি সব মিলে আপাতত এতোটুকুই। আশা করি আমার লেখা নিয়মিত পড়ার মাধ্যমে আপনারা সবাই আমার পাশে থাকবেন।

received_949213385923674.jpeg

received_356046342880003.jpeg

@rex-sumon
@shuvo35

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  
Loading...
Loading...

একটি পেপারে আপনার একাউন্টের নাম লিখে সে পেপারসহ সেলফি উঠে এই পোস্টের মধ্যে আপলোড করুন। অন্যথায় আপনার অ্যাকাউন্ট ভেরিফাই হবে না।

পরিচয় এর পোস্ট কি আবার করতে হবে ভাই??

নতুন করে পোস্ট করার দরকার নেই। এই পোস্টের মদ্ধেই একটি ভেরিফিকেশন ফটো যুক্ত করে দিন ইডিট করে।

যে কোন সমস্যা সম্পর্কে আমাদের সাথে কথা বলতে আমাদের ডিস্কোর্ড সার্ভারে জয়েন করুন।

ডিস্কোর্ড সার্ভার লিংক: https://discord.gg/VsD5U7GS

ভাই আমার আইডি কি এখন ভেরিফিকেশন হলো??

আপনাকে আমার বাংলা ব্লগে স্বাগতম। আমাদের সাথেই থাকুন।

ধন্যবাদ ভাই।

আগে ফেরিফিকেশন পোস্ট করুন।

ভেরিফিকেশন পোস্টের জন্য কি করতে হবে ভাই??

@rex-sumon ভাই যে কমেন্টস করছে । সেটা করুন। আচ্ছা আপনার আপ লিভার কে বলেন তো ।কার মাধ্যমে আমার বাংলা ব্লগের কথা জানতে পেরেছেন। এই কথাটা আগে বলুন।

ভাই আমার আপলিডার @mithu khandokar.

কাগজে আমার বাংলা ব্লগ এর নিচে আইডি এবং তারিখ টা লিখে দিন।