"আমার বাংলা ব্লগ" প্রকৃতির ফটোগ্রাফি প্রতিযোগিতা (১০% বরাদ্দ থাকল লাজুক শিয়ালের জন্য)

in hive-129948 •  3 years ago  (edited)
আসসালামু আলাইকুম /আদাব-নমস্কার,হ্যালো স্টিমিট বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমি ভালো আছি। আশা করি উপরওয়ালার অশেষ রহমতে আপনারা সবাই ভালোই আছেন। আমার আজকের পোষ্টের জন্য আমি প্রথমে ধন্যবাদ দিতে চাই আমাদের প্রাণপ্রিয় মডারেটর @shuvo35. যিনি "আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে প্রকৃতির ফটোগ্রাফি প্রতিযোগিতার আয়োজন করেছেন।


বাংলাদেশ প্রাকৃতিক সৌন্দর্যের দেশ। এদেশের প্রকৃতির সবুজ অরণ্য, সোনালী ধান ক্ষেত এবং নদীর বহমানতা মুগ্ধ করেছে সকল প্রকৃতিপ্রেমীদের। এদেশের প্রকৃতি শুধু যে প্রকৃতিপ্রেমীদের কে মুগ্ধ করেছে তা নয়, কবি সাহিত্যিক সাধারণ মানুষ থেকে শুরু করে যাবতীয় সকল লোকজনকেই মুগ্ধ করেছে এদেশের সবুজ প্রকৃতি। তাইতো কবি সাহিত্যিকদের লেখাতেও প্রাধান্য পেয়েছে প্রকৃতির রূপ, লাবণ্য এবং সৌন্দর্য।প্রকৃতির প্রেমে পড়েনি এমন লোকের সংখ্যা খুবই নগণ্য।

নদীমাতৃক দেশ বাংলাদেশ

বাংলাদেশ নদীমাতৃক দেশ হয় এদেশের প্রকৃতির সৌন্দর্যতে ছোট বড় নদী গুলো অনেকাংশেই জড়িত রয়েছে। বর্ষা মৌসুমে এদেশের নদীগুলো কানায় কানায় পূর্ণ থাকে। নদীর ঢেউ এবং নদীতে নৌকার চলার সৌন্দর্য মুগ্ধ করে সকল প্রকৃতিপ্রেমীদের। আর নদীগুলো শুকিয়ে গেলে নদীতে যে চর পড়ে তার সৌন্দর্যও অন্যরকম।

IMG-20210927-WA0001.jpg

IMG-20210927-WA0004.jpg

IMG-20210927-WA0002.jpg

IMG-20210928-WA0026.jpg

IMG_20210923_101201.jpg

মুক্ত আকাশ:

প্রকৃতির সৌন্দর্যের আরেকটি প্রধান উপাদান হলো মুক্ত আকাশ। বিভিন্ন ঋতুতে মুক্ত আকাশ বিভিন্ন রূপ ধারণ করে। তবে শরতের মুক্ত আকাশে সাদা মেঘের ভেলা মুগ্ধ করে যে কাউকে।

IMG-20210928-WA0029.jpg

IMG-20210928-WA0031.jpg

IMG-20210928-WA0034.jpg

IMG-20210928-WA0044.jpg

IMG_20210923_101201.jpg

শরতের কাশফুল

প্রকৃতির সৌন্দর্যের আরেকটি উপাদান পাওয়া যায় শরৎকালে। শরতের সাদা কাশফুলের সৌন্দর্যও প্রকৃতিপ্রেমীদের মন কেড়ে নেয়। তাইতো শরৎকাল এলেই সবাই ছুটে চলে কাশ ফুল বাগান দেখতে।

IMG-20210928-WA0025.jpg

IMG-20210928-WA0024.jpg

IMG-20210927-WA0021.jpg

IMG-20210927-WA0000.jpg

IMG_20210923_101201.jpg

বিস্তৃর্ণ খোলা মাঠ:

এদেশের প্রকৃতির বেশিরভাগ অংশ জুড়ে রয়েছে বিস্তীর্ণ খোলা মাঠ এবং ফসলের ক্ষেত। ফসলের কাঁচা ধানের সবুজ ক্ষেত এবং ধান পাকার পর সোনালী ক্ষেত ও মুগ্ধ করে প্রকৃতির প্রেমীদের।

IMG-20210928-WA0030.jpg

IMG-20210927-WA0007.jpg

IMG-20210928-WA0033.jpg

IMG-20210928-WA0028.jpg

IMG_20210923_101201.jpg

received_1011943279568625.jpeg
প্রকৃতির সঙ্গে ফ্রেমে আবন্ধ একটি ছবি।

w3w

ডিভাইসমডেললোকেশন
i-phone12ফুলছড়ি ঘাট
Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

ধন্যবাদ আপনাকে আমাদের কমিউনিটির প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য। শুভেচ্ছা রইল আপনার জন্য।

আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাই।

ভাইয়া প্রকৃতিকে ঘিরে অনেক সুন্দর ফটোগ্রাফি করেছেন। ফটোগ্রাফির সাথে সাথে উপস্থাপন অনেক ভাল ছিল। শুভেচ্ছা ও অভিনন্দন রইল।

আপনাকে ধন্যবাদ ভাই।

প্রকৃতির সকল ফটোগ্রাফি গুলো অসাধারণ হয়েছে। সাথে বর্ননাটা বেশ মানান সইও ছিল। শুভ কামনা রইল।

আপনাকে ধন্যবাদ ভাই।

আপনার ফটোগ্রাফি গুলো নদী কেন্দ্রিক নদ-নদী আমাকে অনেক ভালো লাগে। আপনি আমার মনের ভালো লাগাগুলো তুলে ধরেছেন। আপনার বর্ণনা অসাধারণ হয়েছে ভাই। আপনার জন্য শুভকামনা রইলো

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই আপনার সুন্দর মন্তব্যের জন্য।

নদী, বিস্তীর্ণ আকাশ, কাশফুল, খোলা মাঠ সবকিছু মিলে চমৎকার কিছু ফটোগ্রাফি।

ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর মন্তব্যের জন্য।

আপনার ফটোগ্রাফি গুলো অসাধারণ হয়েছে ভাই।সেই সঙ্গে লেখার উপস্থাপনাও বেশ ভালো ছিল।সব মিলে ধন্যবাদ আপনাকে।

আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাই।

অসংখ্য নদী খাল বিল বাংলা প্রকৃতির অন্যতম আকর্ষণ। আপনার সেই আকর্ষণ প্রকৃতির ছবি গুলোর মধ্যে ফুটে উঠেছে। ধন্যবাদ ।

আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাই।

প্রত্যেকটি ছবি সুস্পষ্ট।দেখে খুবই ভালো লাগলো।সুন্দর বর্ননা করেছেন।ধন্যবাদ ভাইয়া।

আপনাকেও অসংখ্য ধন্যবাদ দিদি।

খুব ভালো ছিল ছবিগুলো। শুভ কামনা রইল আপনার জন্য 💌

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

  ·  3 years ago (edited)

প্রকৃতির ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর করে তুলেছেন ভাই প্রত্যেকটা ছবি আমার কাছে অনেক ভালো লেগেছে আপনার জন্য শুভকামনা রইল ধন্যবাদ আপনাকে

আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাই আপনার সুন্দর মন্তব্যের জন্য।