# DIY-এসো নিজে করি (ফুল হাতে একটি কাপলের চিত্র অঙ্কন)"লাজুক শেয়ালের জন্য 10 শতাংশ বরাদ্দ"

in hive-129948 •  3 years ago 

হ্যালো স্টিমিট বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমি ভালো আছি। আশা করি উপরওয়ালার অশেষ রহমতে আপনারা সবাই সুস্থ আছেন। বাংলাদেশ এবং কলকাতা সহ বাংলা ভাষাভাষী নানান অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে "আমার বাংলা ব্লগ" কমিউনিটির সদস্যরা। যে যেখানে থাকুন নিজের এবং কাছের মানুষদের খেয়াল রাখবেন।আজ আমি আপনাদের সামনে আরও একটি ডাই প্রজেক্ট এ অংশগ্রহন করতে যাচ্ছি। আশাকরি আপনাদের সবার ভালো লাগবে।

আজকে আমি আপনাদের সামনে ফুল হাতে একটি কাপলের চিত্র অঙ্কন এর পদ্ধতিগুলো উপস্থাপন করব:

আমার অংকন করা কাপলের পরিপূর্ণ চিত্রটি

IMG-20211101-WA0016.jpg

প্রয়োজনীয় উপকরণ

IMG-20211101-WA0012.jpg

  • অফসেট পেপার
  • পেন্সিল
  • রাবার
  • কাটার

প্রথম ধাপ

IMG-20211101-WA0002.jpg

প্রথমে ছেলের মাথার অংশ অংকন করে নেই। মাথার অংশে চশমা, কান এবং চুল অংকন করি।

দ্বিতীয় ধাপ

IMG-20211101-WA0011.jpg

এ ধাপে মাথার নিচে শরীরের অংশের শার্ট অংকন করে নেই।

তৃতীয় ধাপ

IMG-20211101-WA0003.jpg

এ ধাপে ছেলের হাত এবং হাতের ফুল অংকন করি।

চতুর্থ ধাপ

IMG-20211101-WA0006.jpg

এ ধাপে ছেলের মাথার পাশে মেয়ের মাথার ছবি অঙ্কন করি।

পঞ্চম ধাপ

IMG-20211101-WA0009.jpg

এ ধাপে মেয়ের শরীরের অংশতে গলার হার, হাত এবং শাড়ি অঙ্কন করি।

ষষ্ঠ ধাপ

IMG-20211101-WA0000.jpg

এ ধাপে শাড়ির অংশটুকু আরব বর্ধিত করি।

সপ্তম ধাপ

IMG-20211101-WA0008.jpg

এধাপে মেয়ের হাতের অংশ পরিপূর্ণ করে হাতে ফুল এঁকে নেই।

চূড়ান্ত ধাপ

IMG-20211101-WA0014.jpg

এ ধাপে আমার অংকন করা কাপলের চিত্রের নিচে আমার স্টিমিট আইডি নামের লোগো যুক্ত করি।

উপরোক্ত ধাপগুলো অনুসরণ করে আমি আমার অংকন করা কাপলের চিত্রটি সম্পন্ন করলাম। অংকন করা চিত্রটি কেমন লাগলো তা মন্তব্য করে অবশ্যই জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং কাছের মানুষদের খেয়াল রাখবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

অসাধারণ একটি রোমাঞ্চকর দৃশ্য অংকন করেছেন ভাই। ফুল হাতে একটি জোড়া কাপল। আহ দেখতে খুবই সুন্দর লাগছে। এমন কাপল দেখতে বাস্তবেও অনেক ভালো লাগে। সুন্দর ভাবে শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের মাঝে উপস্থাপন করার জন্যে আপনাকে অসংখ্য ধন্যবাদ

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

আপনি একটি রোমান্টিক চিত্র অংকন করেছেন যা আমার খুব ভালো লেগেছে। আপনার উপস্থাপনা অসাধারণ ছিলো। আপনি প্রতিটি ধাপ নিখুঁত ভাবে উপস্থাপন করেছেন। শুভকামনা রইলো আপনার জন্য।

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

কাপলের ছবিটি খুবই সুন্দর একেছেন। আপনার আর্টের প্রশংসা করতে হয়। এবং এদের দুজনকে দেখে আমার এদেরকে ডরিমন সিরিজের নবিতা এবং সিজুকার মতো লাগল। যাইহোক ভালো উপস্থাপনা ছিল।

গঠণমূলক মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ ভাই।

ফুল হাতে একটি কাপলের চিত্র অঙ্কন অসাধারণ হয়েছে। আপনি প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করেছেন। আপনার অঙ্কিত চিত্রটি আমার অনেক ভালো লেগেছে। আপনার জন্য শুভকামনা রইলো।

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

আপনার কাপলের ছবিটি খুবই সুন্দর হয়েছে। আমার কাছে খুবই ভালো লেগেছে।আমার কাছে বেশি ভালো লেগেছে ছেলেটিকে। অনেক কিউট লাগছে ছেলেটিকে।। শুভকামনা রইল আপনার জন্য।

আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

বাহ রোমান্টিক কাপলের চিত্র অংকন তাও আবার ফুল হাতে খুবই সুন্দর হয়ছে। প্রতিটা ধাপ অনেক সুন্দর ভাবে উপস্থাপনা করা হয়ছে। শুভকামনা রইল আপনার জন্য

ধন্যবাদ আপনাকে।

ফুল হলো ভালোবাসার প্রতীক।কাপলের চিত্র অংকন খুবই সুন্দর হয়েছে। আপনার আর্ট করার দক্ষতা অনেক ভালো। আপনি সুন্দর ভাবে উপস্থাপনও করেছেন। শুভকামনা রইল আপনার জন্য ভাই।

এত সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

আমি শুধু অবাক ভাই এতো দারুন চিত্র কিভাবে আকেন ভাই।নিখুত ভাবে কেমনে সম্ভব অবশ্যই চেষ্টা থাকলে সব সম্ভম অসাধারন একেছেন ভাই আমার খুবই ভালো লেগেছে।ধাপ গুলো খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন।

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

বাহ খুব সুন্দর লিখেছেন তো খুব চমকপ্রদ লাগছে। আপনার আঁকা অঙ্কন দেখতেছি আর ভাবতেছি কবে থেকে আমাদের এরকম একটা ছবি হবে। 😍

😍🥰..দোয়া করি যাতে খুব তাড়াতাড়ি মনের মানুষ পেয়ে যান।ধন্যবাদ আপনাকে।

আপনার আঁকা কাপলের চিত্র টি দেখে ডোরেমন কার্টুনের নোবিতা এবং সিজুকার মত লাগছে। অসম্ভব সুন্দর একটি আর্ট করেছেন ভাইয়া। অনেক শুভকামনা রইল আপনার জন্য।

আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

কাপল চিত্রটি দেখে মনে হলো নবিতা আর সিজুকা কে বোঝাতে চেয়েছেন।এবংআপনি খুব সুন্দর ভাবে কাপেলের চিত্র টি তুলে ধরেছেন।বিশেষ করে ছেলেটাকে সত্যি সত্যি খুব মিষ্টি দেখতে লাগছে। খুব সুন্দর ভাবে ধাপে ধাপে উপস্থাপন করেছেন। অনেক ধন্যবাদ আপনাকে।

আপনাকে অসংখ্য ধন্যবাদ দিদি।

আপনি অনেক সুন্দর করে একটি রোমান্টিক চিত্র আমাদের মাঝে তুলে ধরেছেন, আপনার আর্ট টি অনেক সুন্দর হয়েছে, আপনার জন্য শুভকামনা।

আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

ভাইয়া আপনার এই কাপলের চিত্র টা আমার কাছে খুব ভালো লেগেছে। কারণ কাপলদের কে দেখতে খুব সুন্দর লাগে। কারন কাপেল রাই সব সময় ভালোবাসার মানুষটাকে ধরে রাখতে পারে। সেজন্য আপনার চিত্রাংকন টা আমরা অসাধারণ লেগেছে অনেক ধন্যবাদ আপনাকে ভাইয়া

আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু।

এক সময় খুব পছন্দের কার্টুন ছিল এই ডোরেমন আমার কাছে। নবিতাকে সব সময় খুব ভালো লাগতো আর আপনার অঙ্কনে নবিতার পাঞ্জাবি পরা দেখে তো আমি একেবারে মুগ্ধ হয়ে গেলাম। আমার কাছে সিজুকার অংকন এর চেয়ে নবিতা কে অঙ্কন করা টাই বেশি সুন্দর লেগেছে। অনেক ধন্যবাদ ভাই আপনাকে।

আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

কাপলদের চিত্রটি খুবি সুন্দর হয়েছে। বিশেষ করে ফুল হাতে নিয়ে এরকম সুন্দর রোমান্টিক ভাবে দাঁড়িয়ে থাকার আমার অনেক ভালো লেগেছে। আপনার জন্য শুভকামনা রইল।

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

আপনি খুব সুন্দর একটি রোমান্টিক চিত্র অঙ্কন করেছেন। আপনার চিত্রাংকন দেখে আমি মুগ্ধ। সত্যি আপনি খুব সুন্দর চিত্র অঙ্কন করেন। শুভকামনা রইল।

আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।