বাস্তবিক জ্ঞানের শিক্ষা ভান্ডার প্রকৃতি ( লাজুক শিয়ালের জন্য দশ শতাংশ বরাদ্দ রয়েছে)

in hive-129948 •  3 years ago  (edited)

received_320376983185486.jpeg

received_229300445911960.jpeg

আমাদের জীবন খুব ক্ষণস্থায়ী । ক্ষণস্থায়ী জীবনে বেশিরভাগ মানুষ নানান ধরনের চিন্তা চেতনায় লিপ্ত থাকে। মানসিক ডিপ্রেশন, পারিবারিক কলহ থেকে শুরু করে আরো কত ধরনের চিন্তা প্রতিনিয়ত মানুষের মনকে চূর্ণ করে দিচ্ছে।ক্ষণস্থায়ী জীবনে চিন্তাভাবনা না করে জীবনকে উপভোগ করাই শ্রেয়।

আর জীবনকে উপভোগের জন্য সবচেয়ে উত্তম উপায় হল প্রকৃতির কাছাকাছি যাওয়া। সৌন্দর্যে শোভিত প্রকৃতির মাঝে কিছু সময় কাটানো। প্রকৃতির সৌন্দর্য গুলোকে নিজের মনে ধারণ করা। প্রাকৃতিক সৌন্দর্যে নিজের মনকে রাঙ্গিয়ে প্রকৃতির মতোই বিশাল রূপ নিজের মধ্যে ধারণ করা। প্রকৃতি প্রতিনিয়ত আমাদের বিভিন্ন ধরনের শিক্ষা দিয়ে থাকে। নদী এত গভীর এবং বিশাল হওয়া সত্বেও নেই কোন অহংকার, শান্তভাবে বয়ে চলে। যা বিশাল মনের অধিকারীর বহিঃপ্রকাশ ।দিগন্ত জুড়ে বিস্তৃত বিশাল আকাশ আমাদের মনকে প্রসারিত হওয়ার শিক্ষাই দেয় । আবার বৃক্ষ শুধু নিঃস্বার্থভাবে নিজেকে বিলিয়ে দিয়ে যাচ্ছে অন্যের কাছে। ফুল, ফল ও ছায়া প্রদানকারী এবং অন্যান্য প্রাণীর আশ্রয় স্থল হলো বৃক্ষ। আবার আমাদের বেঁচে থাকার প্রধান উপাদান অক্সিজেন প্রদান করে বৃক্ষ। আবার সকাল বেলা ঘুম থেকে উঠলে সতেজ হওয়া মনকে চাঙ্গা করে তোলে। সূর্য,চন্দ্র থেকে শুরু করে প্রকৃতির সকল উপাদান থেকে প্রতিনিয়তই শিক্ষা গ্রহণ করছি। সূর্য আমাদেরকে শেখায় কিভাবে নিজেকে জ্বলে পুড়ে ছারখার করে মানুষের মত মানুষ হওয়া যায়। সারাদিনের তীব্র গরমের পর পড়ন্ত বিকালের সুন্দর আবহাওয়া শেখায় দুঃখ-কষ্ট সারা জীবনের জন্য নয়। ধৈর্য ধারণ করে পরিশ্রম করতে থাকলে, এক সময় সফলতা আপনা আপনি চলে আসে।

নদী আমাদের বিশাল মনের অধিকারী হতে শেখায়, বৃক্ষ শেখায় নিঃস্বার্থভাবে অন্যের উপকারে নিজেকে সঁপে দিতে, আর সকাল বেলার প্রকৃতি আমাদেরকে নিরব এবং কোমলতার শিক্ষা দেয়।এভাবে প্রতিনিয়ত আমরা প্রকৃতির কাছ থেকে শিখছি এবং জানছি । আমাদের জানার এবং শেখার শেষ নেই বাস্তবিক জ্ঞানের শিক্ষা ভান্ডার প্রকৃতির কাছ থেকে।

IMG-20210927-WA0004.jpg

received_550138602718305.jpeg

received_590603942297872.jpeg

সবগুলো ছবির লোকেশনঃ
Image Source

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

প্রকৃতি থেকে প্রাপ্ত শিক্ষা গুলো নিয়ে খুব সুন্দর আলোচনা করেছেন। নদী,গাছ, মুক্ত আকাশ সবকিছু থেকে প্রাপ্ত শিক্ষা গুলো নিয়ে খুব সুন্দর আলোচনা করেছেন। ধন্যবাদ ভাই।

আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাই।

আমার কাছে মনে হয় প্রকৃতি আমাদের বড় শিক্ষক। প্রকৃতি প্রতিনিয়ত আমাদের কে শিখিয়ে চলেছে তবুও আমরা বে পথে।দারুন লিখেছেন।

ধন্যবাদ ভাই আপনার সুন্দর মতামতের জন্য।

সুমন ভাইয়ের চৌর্যবৃত্তির লিস্টে আপনার নাম দেখলাম,আপনি চেষ্টা করুন আপনার সমস্যাগুলো সমাধান করার জন্য এবং ভালোভাবে কাজ করুন ।শুভেচ্ছা রইল ।

১২ দিন আগের পোস্টের চৌর্যবৃত্তির রিপোর্ট ওটা।এখন থেকে আমি আরও সাবধান হবো চৌর্যবৃত্তির ক্ষেত্রে।ধন্যবাদ আপনাকে। আজকের পোস্ট কেমন লাগলো বললেন না যে??

1.PNG

পরবর্তী সময়ে আর ইমেজ সোর্স না লিখে লোকেশন লিখব।বিষয়টা আমি বুঝতে পারিনি ভাই। ভুলটা ধরে দেয়ার জন্য আপনাকে ধন্যবাদ ভাই।