আসসালামু আলাইকুম
আমি @adiyal আশা করি সবাই ভালো আছেন। আমি আজ শেয়ার করবো গত ১৭ জুলাই কাটানো আমার একটা সুন্দর দিনের গল্প।
আমার সেমিস্টার ফাইনাল পরীক্ষা চলছে। সেদিন ছিল তৃতীয় পরীক্ষা। আর সবচেয়ে কঠিন! ইকোনোমেট্রিক্স পরীক্ষা! 🥲 আশঙ্কা ছিল পাশ করব কিনা!🙂 কিন্তু সে হিসেবে বেশ ভালোই পরীক্ষা হয়েছে । পরীক্ষা শেষ করতে না করতেই দেখি এক ফ্রেন্ড আমাকে ফোন দিয়েছে যে তারাও শহরে যেতে চায় ক্যাম্পাস থেকে। শহরে তাদের সাথে একসাথে প্রথমে একটা পার্সেল আসার কথা ছিল সেটা রিসিভ করতে গেলাম। রিসিভ করলাম। করে গেলাম নদীর পাড়ে।
এই যে এই ফোনেরই পার্সেল এসেছিলো। ফ্রেন্ড নতুন ফোন অর্ডার করেছিলো।
শহরের মধ্যে এটাই একমাত্র জায়গা যেখানে একটু সুন্দর সময় কাটানো যায়। নদীর পাশে। নদী দেখতে আর বাতাসে বেশ ভালোই লাগে। আর সেদিন আবহাওয়া বেশ ভালো ছিল। বাতাসও ছিল। আর আকাশে সুন্দর মেঘ ছিল। বেশ মনোরম পরিবেশ
নদীতে নৌকা করে মানুষ ঘুরে বেড়ায়। সেদিন ছুটির দিন না হলেও মানুষের বেশ ভীড় ছিলো। সচরাচর অফ ডে ছাড়া এত ভীড় হয় না। আবহাওয়া ভালো ছিলো বলেই হয়তো আমাদের মত সবাই ঘুরতে গিয়েছিলো ওদিকটাই।
পরে আমরাও নৌকায় উঠলাম। বেশ ভালো লাগছিলো। আকাশ টা এত সুন্দর ছিলো। সাথে নদীর ঠান্ডা বাতাস।বেশ স্বস্তির ছিলো। আমরা নৌকায় করে নদীর ওপারে গেলাম। নদীর ওপাশটা তুলনামূলক কম মানুষ ভীড় করে। ওদিক একবারে গ্রামের মত ছিল আগে। এখন অনেকটায় শহুরে হয়ে যাচ্ছে দিনে দিনে।
এই খাবারের লোভেই মূলত আসা এদিকে। এই রেস্টুরেন্ট টা বেশ চমৎকার। এখানে মূলত কাবাব পাওয়া যায়৷ চিকেন কাবাব৷ হরেক রকম চিকেন কাবাব। বটি কাবাব,মুরগ মাক্ষনওয়ালা কাবাব, হারিয়ালি কাবাব, মালাই টিক্কা কাবাব, কাবাব প্ল্যাটার বা থালি সাথে থাকে মোমো আর লুচি।আর দুই প্রকার সস।
আর একটা আকর্ষণীয় ব্যাপার হলো এখানে আছে ফ্লোরে পানি। আর পানিতে ভেসে বেড়ায় রঙিন মাছ। খুবই দারুণ একটা এক্সপেরিয়েন্স ছিলো এটা। মাছ গুলো পায়ের আশেপাশে ঘুরাঘুরি করছিলো। পায়ে ঠোকর দিচ্ছিলো।বেশ সুড়সুড়ি লাগছিলো। এটা একটা দারুণ অনুভূতি ছিলো।
এই ছিলো মোটামুটি সেদিনের গল্প।আশাকরি আপনাদের ভালো লাগবে৷
ধন্যবাদ
আসলে এই ধরনের স্প্যামিং পোস্ট এই প্লাটফর্মের জন্য ক্ষতিকর। তাই যেভাবে সেভাবে যেথায় সেথায় পোস্ট করবেন না। আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন ধন্যবাদ।।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দুঃখিত! বুঝিনি কেন স্প্যামিং পোস্ট বলছেন আপনি। আমি এই প্ল্যাটফর্মে নতুন। দয়া করে যদি বুঝিয়ে বলতেন
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit