আমার পরিচয় : @adiyal

in hive-129948 •  2 years ago  (edited)

আসসালামু আলাইকুম

শুভ সন্ধ্যা

1690222924606-01.jpeg

আমি @adiyal আজকে সবার কাছে আমার পরিচয় দিতে আসলাম। প্রথমত বলতে স্টিমিট প্ল্যাটফর্মের কথা। স্টিমিটের ব্যাপারে আমি আমার বন্ধু @badsha1 এর কাছে জেনেছি। জেনেই অত্যন্ত আগ্রহী হই স্টিমিটে কাজ করার জন্য। কারণ আমার মনে হয়েছে এটা আমার জন্য অত্যন্ত উপযোগী একটা জায়গা। যেখানে আমি নিজেকে তুলে ধরতে পারবো, নিজের সম্পর্কে জানাতে পারবো, অনেক কিছু শিখতে পারবো, হয়তো কিছু জিনিস আপনাদের সবাইকে জানাতে পারবো।

এরপরই আমি অল্পদিনে এই কমিউনিটির কথা জানতে পারি।
আমার বাংলা ব্লগ!
কি দারুণ উদ্যোগ!

আমাদের মাতৃভাষায় মনের ভাব প্রকাশ করার অপূর্ব সুযোগ। আমার বাংলা ব্লগ আসার আগে আমরা বাংলা ভাষাভাষী মানুষেরা ইংরেজিতে বা অন্য ভাষায় কেউ পারদর্শী হলে ব্লগিং করেছি। কিন্তু
''বিনে স্বদেশী ভাষা, মিটে কি আশা?''
এরই প্রেক্ষিতেই হয়তো @rme দাদা এই কমিউনিটির সম্মানিত ফাউন্ডার এই কমিউনিটির প্রতিষ্ঠা করেছেন। বাংলা ভাষা সারাবিশ্বে সবচেয়ে ব্যবহৃত ভাষা গুলোর মধ্যে একটি। পৃথিবীতে সাড়ে তিন হাজারের বেশী ভাষা রয়েছে।কিন্তু বাংলা ভাষার স্বীকৃতি আদায়ের জন্য রক্ত দিতে হয়েছে।এমন উদাহরণ বিশ্বে বিরল। তেমনই বাংলাকে এক অনন্য স্বীকৃতি, অনন্য গৌরব এই প্ল্যাটফর্মে পাইয়ে দিতে যে
পরিশ্রম,মেধা এবং অবিস্মরণীয় উদ্যোগ এবং পরিকল্পনার দরকার ছিলো তা @rme দাদার দ্বারাই সম্ভব হয়েছে। এর জন্য প্রাপ্য সম্মানটুকুর তিনি দাবি রাখেন, এবং তার তা পাওয়া উচিত।

20220921_175400.jpg

এবার আসি আমার নিজের পরিচয়ে। আমার নাম @adiyal আমার জন্ম বাংলাদেশের উত্তরাঞ্চলের একটি জেলা জয়পুরহাটে। আমার বয়স ২৩ বছর। আমি মুসলিম। আমি বাংলাদেশী।আমি স্নাতক শ্রেণিতে পড়াশোনা করছি। বাংলাদেশের একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে। বিশ্ববিদ্যালয়ের নাম ইসলামী বিশ্ববিদ্যালয়। যার অবস্থান বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের একটি জেলা কুষ্টিয়া যা বাংলাদেশের সাংস্কৃতিক রাজধানী নামে খ্যাত। বিখ্যাত বাউল শিল্পী লালন এবং কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এর স্মৃতি বিজরিত এই অঞ্চল বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা গুলোর মধ্যে একটি, এবং একটি বাণিজ্যিক অঞ্চল ও বটে।

আমার বেশ কিছু শখ রয়েছে। ছোটবেলা থেকে আঁকা আঁকি করতাম। তারপর ক্রিকেট নিয়ে পাগল ছিলাম।ক্রিকেট খেলতাম, খেলোয়াড়দের ছবি আঁকতাম, নাম টুকে রাখতাম, খবরের কাগজ থেকে ছবি কেটে রাখতাম। পত্রিকা হাতে পেলেই খেলার পাতা আগে পড়তে হবে। কুইজ করতাম। সাধারণ জ্ঞান খুব ভালো লাগতো। ভূগোল, অজানাকে জানার একটা তীব্র আগ্রহ ছিল। ছোটবেলা থেকেই খুব কৌতুহলী ছিলাম।

IMG_20230716_003252.jpg

তৃতীয় শ্রেণিতে থাকতেই নিজে নিজে হিন্দি লেখা শিখেছিলাম।পরবর্তীতে আরবি,রাশিয়ান, গ্রীক শিখেছি। ভাষার প্রতি ও একটা টান আছে আমার।

Notes_230724_223443_119.jpg

মুভি দেখা ও অন্যতম শখ আমার। এযাবৎ পর্যন্ত বিশ্বের অর্ধশতাধিক দেশ/অঞ্চল /ভাষার হাজার খানেক মুভি দেখেছি।

IMG_20230724_224055.jpg
source: www.mytravmap.com

ঘুরে বেড়াতে ভালো লাগে। বাংলাদেশের ৭০ ভাগ দেখা শেষ।

গান শুনতে ও গাইতে ভালো লাগে। ছবি তুলতে ভালো লাগে। আড্ডা দিই বন্ধু, সিনিয়র, জুনিয়রদের সাথে। স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে যুক্ত আছি।

আজ আর দীর্ঘায়িত করবো না। আস্তে আস্তে হয়তো বিভিন্ন প্রেক্ষিতে আরও বিভিন্ন বিষয় চলে আসবে।
ধন্যবাদ সবাইকে

IMG_20230725_001142.jpg

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

This is a manual curation from the @tipU Curation Project. Your post was promoted on Twitter by the account josluds

@tipu curate

thank you

আপনার ভেরিফিকেশন পোস্টে যথেষ্ট ভুল রয়েছে, আপনি আপনার পোস্টে উল্লেখ করুন আপনি কিভাবে স্টিমেট সম্পর্কে জানতে পেরেছেন।
এবং ভেরিফিকেশন পোস্টে অবশ্যই #abb-intro ট্যাগ ব্যবহার করতে হবে

দুঃখিত!
লিখেছি তো
আমার বন্ধুর কাছ থেকে জেনেছি
আরও কিছু লিখতে হবে?
আচ্ছা ট্যাগ টি অ্যাড করে দিচ্ছি

আপনি আপনার যে বন্ধুর মাধ্যমে আমার বাংলা ব্লগ সম্পর্কে জানতে পেরেছেন উনার নাম এবং উনার ইস্টিমিট আইডি এখানে উল্লেখ করুন । যদি উনি আমার বাংলা ব্লগে ব্লগিং নাও করে সেটা ও উল্লেখ করুন।
ধন্যবাদ।

বুঝিয়ে বলার জন্য আপনাকে ধন্যবাদ

@adiyal জয়েন discord, আজ লেভেল-১ এর ক্লাস আছে জয়েন থাকবেন।

আপনাকে আমার বাংলা ব্লগ কমিউনিটি তে স্বাগতম।

আপনাকে সঠিকভাবে পোস্ট করতে হলে অবশ্যই আমাদের লেভেল ওয়ান এর ক্লাস এ জয়েন হতে হবে। সর্বপ্রথম আপনাকে Discord এ জয়েন হয়ে এসে ক্লাসগুলো এটেন্ড করতে হবে এবং আমাদের কমিউনিটির নিয়ম মেনে পোস্ট করতে হবে।

কিভাবে খুব সহজে Discord Account খুলবেন।

আমাদের Discord Link https://discord.gg/5aYe6e6nMW

নিয়ম কানুন ও গুরুত্বপূর্ন তথ্য।

"আমার বাংলা ব্লগের" অত্যাবশ্যকীয় গুরুত্বপূর্ণ কমিউনিটি পোস্টগুলির হাইপার লিঙ্কগুলির আর্কাইভ