হাতে হাত রেখে চলি অসীমের তরে
সুখে দুখে পথচলা সারাজীবন ধরে
ভালোবাসার নায়ে যাই মোরা ভেসে
যত দিন আছে প্রাণ যাব ভালোবেসে
তুমি আমি আমরা মিলে বেঁধেছি যে ঘর
থাকবো মোরা নিজের মত জনম ভর
কালো মেঘে চোখ যদিও রাঙায় মোদের দিকে
একসাথে রবো মোরা ভালোবাসা না হোক ফিকে