DIY-(এসো নিজে করি) একটি কলসের উপর আম পাতা ও নারিকেল এর মান্ডালা আর্ট ||১০% প্রিয় লাজুক-খ্যাক এর জন্য

in hive-129948 •  3 years ago 

হ্যালো বন্ধুরা

আসসালামুআলাইকুম 😊

আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই সৃষ্টিকর্তার রহমতে ভালই আছেন। আলহামদুলিল্লাহ আমি খুবই ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি একটি নতুন পোস্ট নিয়ে।পোস্ট টি হলো একটা আর্ট নিয়ে। আর্টটি হলো একটি কলসির মান্ডালা আর্ট। আমি চেষ্টা করেছি আমার আর্টটি আপনাদের সামনে ফুটিয়ে তোলার জন্য। আশা করি আপনাদের ভালো লাগবে আমার আর্টটি।আর্ট টি করতে কি কি প্রয়োজন ও কিভাবে তৈরি করেছি তা আমি নিচে বর্ণনা করেছি।

20211029_170418.jpg

20211029_170354.jpg

আর্ট এর জন্য প্রয়োজনীয় উপকরণ সমূহঃ

  • সাদা কাগজ
  • পেন্সিল
  • কালো কলম
  • রাবার

20211029_175133.jpg

★★★আর্টটি তৈরি করার পদ্ধতি ★★★

প্রথম স্টেপ

প্রথমে কলসটিকে পেন্সিল দিয়ে হালকা করে এঁকে নিলাম।

20211029_103407.jpg

দ্বিতীয় স্টেপ

তারপর কলসের নিচের তিনটি ফুল এঁকে নিলাম ।
20211029_103651.jpg

তৃতীয় স্টেপ

তারপর কলস এর মাথায় কয়েকটি আমপাতা এঁকে নিলাম।

20211029_103815.jpg

চতুর্থ স্টেপ

তারপর কলসটির মাথায় আরো কয়েকটি আম পাতা ও একটি নারিকেল এঁকে নিলাম।

20211029_104352.jpg

পঞ্চম স্টেপ

এখন নিচের ফুলগুলোকে একটু সাজিয়ে নিলাম।

20211029_104637.jpg

ষষ্ঠ স্টেপ

এখন আমি কলসের নিচের ফুলগুলোর ভিতরের আরেকটু কালো করে নিলাম।

20211029_110640.jpg

সপ্তম স্টেপ

এখন আমি আমপাতা গুলোকে একটু ডিজাইন করে নিলাম।

20211029_111031.jpg

অষ্টম স্টেপ

তারপর নারিকেলটিকে একটু ডিজাইন করে নিলাম।
20211029_111242.jpg

নবম স্টেপ

এখন কলসের মুখে একটু ডিজাইন করে নিলাম।

20211029_111532.jpg

দশম স্টেপ

এখন আমি কলস টির মধ্যে আরও কিছু ডিজাইন করে নিলাম।

20211029_112915.jpg

ফাইনাল স্টেপ

পরিশেষে আমি কলসটিকে পুরো ডিজাইন করে নিলাম।

20211029_170415.jpg

আমার আটটি এখন সম্পূর্ণ তৈরি

20211029_170403.jpg

আমার আর্ট এর সাথে আমার ছবি

20211029_170639.jpg

আশা করি আপনাদের সকলের আমার পোস্টটি ভালো লেগেছে। কেমন লেগেছে তা অবশ্যই মন্তব্য করে জানাবেন। আমার কোন ভুল ত্রুটি হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকার চেষ্টা করবেন।

আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা ❤️❤️

@aflatunn

ধন্যবাদ আপনাদের সবাইকে আমার পোস্ট টি দেখার জন্য 😊😊

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপনার একটি কলসির উপর আম পাতা ও নারকেলের মান্ডালা আর্টটি অসম্ভব সুন্দর হয়েছে ।আমার কাছে এটি খুবই ভালো লেগেছে। আপনার আর্টের দক্ষতা অনেক দিখেই বোঝা যাচ্ছে। প্রতিটি স্টেপ খুব সুন্দর করে বর্ণনা করেছেন। ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে শেয়ার করার জন্য।

আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

আপু আপনার এই কলসের উপর আম পাতা,নারিকেল দেখে একটা জিনিষ মনে পরেছে। ওই যে গায়ে হলুদের সময় দেয়। ঠিক ওইটা।
খুব সুন্দর হয়েছে আপনার মান্ডালা আর্টটি।
আর্ট মানেই নতুন আবিষ্কার।

জি আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

অনেক সুন্দর হয়েছে ম্যান্ডেলা আর্ট। একটি কলসির সৌন্দর্যতা আপনি অনেক সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। আপনার আর্ট ও উপস্থাপন গুলো চমৎকার ছিল। শুভকামনা রইল আপনার জন্য।

আপনার জন্য ও শুভকমনা রইল ভাইয়া ধন্যবাদ।

শুভেচ্ছা নিবেন। একটি কঠিন চিত্র অংকন করেছেন। প্রতিটি ধাপ খুবি সুন্দর ভাবে বুঝিয়েছন। আমি কিন্তু শিখে ফেলেছি। ভাল থাকবেন। শুভ কামনা রইল।

জি ভাইয়া আপনাকে ধন্যবাদ।

ওয়াও আপু দারুন হয়েছে আপনার আর্ট টি। কলসির উপর আম পাতা ও নারিকেল দারুন ফুটে উঠেছে। খুব সুন্দর ভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদেরকে বুঝিয়েছেন ।একটু চেষ্টা করলেই হয়ত আপনার টা দেখে দেখে আঁকা যাবে ।এগুলো আঁকা একটু কঠিন ও সময়সাপেক্ষ কিন্তু পরে দেখে একেবারে মনটা ভরে যায় ।অনেক শুভকামনা রইল আপনার জন্য।

ভাইয়া আপনার জন্য শুভকামনা রইলো। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।