ফেলে দেওয়া পুরনো বোতলকে নতুনত্ব রূপ দেওয়া (পেইন্টিং)।

in hive-129948 •  2 years ago 
আসসালামু আলাইকুম।

সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বন্ধুরা আমি আপনাদের মাঝে একটি নতুন পোস্ট নিয়ে উপস্থিত হয়েছি। আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। বন্ধুরা আজকে আমি আপনাদের মাঝে বোতলের একটি পেইন্টিং নিয়ে হাজির হয়েছি। বোতলটি আমার মেয়ের ওষুধের বোতল ছিল। ওষুধ শেষ হওয়ার পর আমি এটা কে ফেলে দিয়েছিলাম,পুরনো ঝুড়িতে। হঠাৎ হাতের কাছে পেয়েই পেইন্টিং এর কথাটি মাথায় আসলো। তাই চেষ্টা করলাম নিজের মনের মত করে একটি ডিজাইন করার। এর আগেও আমি একটি বোতলের পেইন্টে আপনাদের মাঝে শেয়ার করেছিলাম।আমার ভালই লেগেছে।যারা আর্ট প্রেমী তাদের কাছে ভালো লাগবে।আর্ট করতে আমি ভীষন ভালো বাসি।আমি এই পেইন্টিং এর প্রত্যেকটা ধাপ আপনাদের মাঝে ভালোভাবে তুলে ধরব।

তাহলে শুরু করা যাক

GridArt_20221203_164336239.jpg

GridArt_20221203_165523838.jpg

আর্ট টি করার জন্য আমার যা যা প্রয়োজনঃ
  • বোতল
  • রং
  • তুলি

GridArt_20221203_173040029.jpg

প্রথম ধাপ:
  • প্রথমে আমি বোতলের উপরে একটু কমলা রং করা শুরু করব।

GridArt_20221203_164419787.jpg

দ্বিতীয় ধাপ:
  • এইভাবে পুরো বোতলে কমলা রং করে নেব।

GridArt_20221203_165032089.jpg

তৃতীয় ধাপ:
  • এরপর এই রঙগুলো শুকালে উপরে দিয়ে দেব সাদা রঙ।

GridArt_20221203_165053957.jpg

চতুর্থ ধাপ:
  • এরপর আমি কয়েকটি পাতা দিয়ে ,পাতাতে সবুজ রং লাগিয়ে ,বোতলের গায়ে লাগিয়ে দিব।

GridArt_20221203_165227329.jpg

পঞ্চম ধাপ:
  • এরপর পাতাগুলোর আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে কতগুলো লাল রঙের ছোট ছোট ফুলে এঁকে নেব।

GridArt_20221203_165255516.jpg

সর্বশেষ ধাপ:
  • এরপর সম্পূর্ণ কাজ শেষ হলে শুকিয়ে এলে, আমি কয়েকটি ফটোগ্রাফি করে নিলাম।।

GridArt_20221203_165523838.jpg

GridArt_20221203_164336239.jpg

বোতলটি রোদে সম্পূর্ণ শুকানোর আগে অকালে মৃত্যুবরণ করেছিল। গাছে দিয়েছিলাম শুকাতে,কিন্তু উপর থেকে নিচে পড়ে তার এক্সিডেন্ট মৃত্যুবরণ ঘটে। তারে অকাল মৃত্যুতে আমি কিছুক্ষণ শোকাহত ছিলাম 🥺। কারণ আমি চেয়েছিলাম সুন্দর করে আরো কয়েকটি ফটোগ্রাফি করার। কিন্তু তার আগে সে আমাকে ছেড়ে চলে গিয়েছিল 😥। তাও দোয়া করি সে ভাঙ্গাচুর অবস্থাতেও ময়লার স্তুপে ভালো থাকুক।

ধন্যবাদ আপনাদের সবাইকে আমার পোষ্ট টি দেখার জন্য।
Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপনার এই আইডিয়াটি আমার কাছে খুবই ভালো লাগলো আপু। ফেলে দেয়া বোতলকে আপনি নতুন রুপ দিলেন। আসলে আমরা যদি এই ধরনের জিনিসগুলো এভাবে রিসাইকেল পদ্ধতিতে ব্যবহার করি তাহলে অনেক কাজে আসবে।

চেষ্টা করেছি ভাইয়া চমৎকার একটি আইডিয়া আপনার সাথে শেয়ার করার জন্য আপনার ভালো লেগেছে শুনে খুবই ভালো লাগলো, আশা করছি আপনারা বাসায় এভাবে চেষ্টা করবেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি মন্তব্য করার জন্য।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.


This post was selected for Curación Manual (Manual Curation)

@tipu curate

Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.

Manually curated by @jasonmunapasee

r2cornell_curation_banner.png

ফেলে দেওয়া পুরনো বোতলকে নতুনত্ব রূপ দেওয়ার পেইন্টিং দেখে মুগ্ধ হয়ে গেলাম। ডাই প্রজেক্ট গুলো সত্যি অসাধারণ লাগে। প্রতিনিয়ত ইউনিক ইউনিক আইডিয়া গুলো দেখে মুগ্ধ হয়ে যাই। গিছে শুকানোর জন্য দিয়েছিলেন বোতলটি পরে ভেঙে গিয়েছে। আপনার সুন্দর কথা গুলো পড়ে ভীষণ ভালো লাগলো। চমৎকার উপস্থাপনা করেছেন। ধন্যবাদ আপনাকে আপু।

ভাইয়া চেষ্টা করেছি সুন্দর একটি আইডি আপনাদের সাথে শেয়ার করার জন্য আমার এই আইডিয়ার মধ্য দিয়ে আপনাকে মুগ্ধ করতে পেরে খুবই ভালো লাগছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি মন্তব্য করার জন্য।

আপনার মেয়ের বোতলের প্রেইন্টিং চমৎকার হয়েছে। আসলে আমরা অনেক সময় পছন্দের জিনিস গুলো ফেলে দিই, শুধু পুরাতন হওয়ার জন্য। কিন্তু আপনার মতো পুরাতন জিনিস গুলো যদি এভাবে প্রেইন্টিং করার হয় তাহলে আর ফেলতে হবে না। আপনি প্রতিটি ধাপ অনেক সুন্দর করে দেখিয়েছেন।ধন্যবাদ আপনাকে।

যে আপু আমরা চাইলেই পারি পুরাতন জিনিসকে ফেলে না দিয়ে তাকে নতুনত্ব রূপ দিয়ে ঘরে সাজিয়ে রাখতে, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর একটি মন্তব্যের মাধ্যমে আমার আইডিয়ার প্রশংসা করার জন্য।

ফেলে দেওয়া পুরনো বোতলের উপর চমৎকার আর্ট করেছেন আপনি। দেখতে খুবই সুন্দর লাগছে। আপনার আইডিয়াটা দারুন ছিল লাল এবং সবুজ কালারের পাতা ও ফুলগুলো বেশ সুন্দরভাবে ফুটে উঠেছে। আর্টের প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে আমাদের মাঝে শেয়ার করেছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

চেষ্টা করেছি সুন্দর একটি আইডি আপনাদের সাথে শেয়ার করার জন্য আপনার কাছে সুন্দর লেগেছে শুনে খুবই ভালো লাগলো, আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর একটি মন্তব্য করার জন্য।

ফেলে দেওয়া জিনিসের এমন নতুনত্ব দেখে বেশ ভালো লাগলো ৷ আপনি অনেক সুন্দর ভাবে বোতলটি পেইন্টিং করে নতুনত্ব দিয়েছেন ৷ অনেক সুন্দর হয়েছে কাজটি ৷ আসলে আপনি যে আর্ট করতে অনেক পছন্দ করেন তা আপনার এই কাজ দেখেই বোঝা যাচ্ছে ৷ ধন্যবাদ আপনাকে সুন্দর কিছু আমাদের মাঝে শেয়ার করার জন্য ৷

চেষ্টা করেছি ভাইয়া ফেলে ফেলে দেওয়া জিনিস গুলোকে নতুন করে সাজিয়ে তুলবে আর আপনার সাথে শেয়ার করতে আপনার ভালো লেগেছে শুনে খুবই ভালো লাগলো, আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর একটি মন্তব্য করার জন্য।

আপনার বোতলের এক্সিডেন্টের🤕কথা শুনে খুব কষ্ট পেলাম।তবে আপনার করা বোতলের গায়ে পেইন্টিংটি খুবই সুন্দর লাগছে।আসলে এই রিসাইকেল প্রক্রিয়াটি খুবই ভালো। আমিও বাসায় এরকম বোতলের গায়ে পেইন্টিং করার চেষ্টা করবো।আপনার জন্য অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।

ভাইয়া আমার খারাপ লেগেছে যখন কাজ শেষ করেছি এরপরে ভেঙে গেল তবে হতাশ হওয়ার কিছু নাই আরেকটা বোতল রং করে ফেলব, আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি মন্তব্য করার জন্য।

আপনার মেয়ের ওষুধের বোতলের মধ্যে আপনি খুব সুন্দর পেইন্টিং করেছেন। সবুজ পাতাগুলো একটু বেশি সুন্দর লেগেছে। ভালো একটা আইডিয়া পেলাম এভাবে বোতল পেইন্টিং করে ঘরে সাজিয়ে রাখা সম্ভব। খুব ভালো লাগলো আপু আপনার এই পেইন্টিংটি দেখে।

আর আপনার বোতলের অকাল মৃত্যুতে আমরা শোকাহত। 😜😜 যাইহোক ফটোগ্রাফি কিন্তু খারাপ হয়নি আপু।

যে আপু পুরনো বোতল এভাবে পেইন্টিং করে বাসায় সাজিয়ে রাখবেন দেখবেন অনেক সুন্দর লাগবে, অকাল মৃত্যুতে শোকাহত হওয়ার কিছু নেই আমার কাছে আরো কত আছে সেগুলো পেন্টিং করে রাখব, আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর একটি মন্তব্য করার জন্য।

আমরা বাসার পুরাতন জিনিস এভাবে বিভিন্ন আইডিয়া কাজে লাগিয়ে নতুন করে ব্যবহার উপযোগি করে তুলতে পারি। কিন্তু জেনে খারাপ লাগিলো যে তার আগে তার অকাল মৃত্যু হয়েছে। কিন্তু সুন্দর হয়েছিল ডিজাইনটি। অনেক অনেক শুভ কামনা আপনার জন্য।

জি আপু আমরা যদি এই আইডিয়া কাজে লাগাই এতে করে পরিবেশ রক্ষা পাবে আমাদের ঘরের সুন্দর করে সাজিয়ে রাখা হবে, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর একটি মন্তব্য করার জন্য, আপনার জন্যও রইল শুভকামনা।

আসলে দক্ষতা থাকলে অনেক কিছু করা সম্ভব। আপনি খুব সুন্দর করে ফেলে দেওয়া পুরনো বোতলের মধ্যে সুন্দর পেইন্টিং করেছেন। দেখে খুব ভালো লাগলো। এ ধরনের পেইন্টিং করতে অনেক সময় এবং ধৈর্যের প্রয়োজন হয়। আপনার পেইন্টিং খুবই অসাধারণ হয়েছে । এত সুন্দর পোস্ট শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই।

ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি মন্তব্যের মাধ্যমে আমার পেইন্টিং ও আমার দক্ষতার প্রশংসা করার জন্য, দোয়া করবেন ভাইয়া সামনে যেন আরো সুন্দর সুন্দর পেইন্টিং আপনাদের সামনে উপস্থাপন করতে পারি।

বাহ আপু ফেলে দেয়া বোতল কে আপনি সুন্দর একটি রূপ দিয়েছেন। আপনার মেয়ের ঔষধের বোতলের মধ্যে আপনি খুব সুন্দর একটি পেইন্টিং তৈরি করেছেন। অনেক সুন্দর একটি ইউনিক আইডিয়া। এত সুন্দর একটি পেন্টিং আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

চেষ্টা করেছি ভাইয়া সুন্দর একটি আইডিয়ার মাধ্যমে পেন্টিং তৈরি করে শেয়ার করার জন্য আপনাদের সুন্দর সুন্দর মন্তব্য দেখে খুবই ভালো লাগছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি মন্তব্য করার জন্য।

আপু প্রথম অংশটা পড়ে যে কমেন্ট করবো ভেবেছিলাম পড়তে পড়তে শেষের দিকে এসে হৃদয়টা ভেঙ্গে চুরমার হয়ে গেল। চিন্তা করতেছি বোতলটার অকাল মৃত্যুতে আগামী সাত দিন সারা বাংলাদেশে শোক পালন করার জন্য সংসদে প্রস্তাব পাশ করবো। 😥😥😥

ভাইয়া আপনার মন্তব্য করে অনেকক্ষণ হাসলাম মনটা ভালো হয়ে গেল, আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি মন্তব্য করার জন্য।

আপনি একটি ফেলনা জিনিসকে নবরুপ দান করেছেন দেখে খুবই ভালো লাগলো আপু। আপনি ফেলে দেয়া একটি বোতলকে রং তুলি ব্যবহার করে সুন্দর একটি রুপ দান করেছেন। বোতলটির অকাল মৃত্যুতে আমরা সকলেই শোকাহত।

চেষ্টা করেছি ভাইয়া ফেলে দেওয়া বোতলের মধ্যে একটি পেইন্টিং করে সুন্দর একটি আইডিইয়া আপনার সাথে শেয়ার করার জন্য আপনার ভালো লেগেছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি মন্তব্য করার জন্য।

ফেলে রাখা বোতল আপনি খুব সুন্দরভাবে কালার করে আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। অনেক ভাল লাগলো। ফেলে রাখা জিনিস ও হাতের ছোঁয়ায় সুন্দর হয়ে উঠে, সত্যিই ভাল লাগলো। ধন্যবাদ আপু।

আপু আমার আইডিয়া আপনার ভালো লেগেছে শুনে খুবই ভালো লাগলো, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর একটি মন্তব্য করার জন্য, দোয়া করবেন আপু সামনে যেন আরো নতুন নতুন আইডি আপনার সাথে শেয়ার করতে পারি।

Diy-তে খুব সুন্দর বোতল রং করেছেন। আমিও আগামীকাল এটাই পোস্ট করব।আজ বসে বসে বানালাম। এখন দেখলাম আপনিও বেশ সুন্দর বোতলের রং করেছেন।এই জিনিসটা দেখতে যতটা সহজ মনে হচ্ছে,অতটা সহজ নয়। আমি আজ বানাতে গিয়ে টের পেয়েছি। প্রত্যেকটা ধাপ খুব সুন্দর ভাবে তুলে ধরার জন্য ধন্যবাদ।

আপু জেনে খুশি হলাম আপনিও এ ধরনের আইডিয়া আমাদের সাথে শেয়ার করেন, আশা করছি আপনার পেইন্টিং টি অনেক সুন্দর হবে, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর একটি মন্তব্য করার জন্য।