|| মাছ দিয়ে থানকুনি পাতার ভর্তার স্পেশাল রেসিপি। ||১০% পে-আউট প্রিয় লাজুক-খ্যাক এর জন্য।

in hive-129948 •  2 years ago 

আসসালামু আলাইকুম।

  • সবাই কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন।আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমার সকল খাদ্য প্রেমি বন্ধুরা আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আসলে খাবার দাবার খেতে কেই না পছন্দ করে !! নতুন নতুন রেসিপি খেতে সবাই পছন্দ করে ।তাই আমি যখন যেটা পারি সেটাই করি এবং তা আপনাদের মাঝে শেয়ার করি।তো বন্ধুরা আমার আজকের রেসিপিটা আশা করি আপনাদ ভালো লাগবে। রেসিপি টা হল মাছ দিয়ে থানকুনি পাতার ভর্তা স্পেশাল রেসিপি। ভর্তা তো আমার খুবই পছন্দ সেটা যেকোনো ভর্তি হোক। মাছের ভর্তা হোক, শুটকির ভর্তা হোক ,আলু ভর্তা হোক , পুদিনা পাতার ভর্তা হোক অথবা থানকুনি পাতার ভর্তা একটা হলেই হল।এটা আমার খুব পছন্দের একটি রেসিপি ।এবং আমাদের বাসার সবাই অনেক পছন্দ করে । আশা করি আপনাদের ও ভালো লাগবে।
তো বন্ধুরা যদি আমার কোন ভুল হয় আশাকরি সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং আমাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবে।

তাহলে শুরু করা যাক।

Screenshot_20220509-201804_GridArt.jpg

Screenshot_20220509-202110_GridArt.jpg

রেসিপিটি তৈরি করতে আমার যা যা প্রয়োজন:

  • থানকুনি পাতা
  • আলু
  • মাছ
  • পেঁয়াজ
  • শুকনো মরিচ
  • লবণ এবং সরিষার তেল

GridArt_20220509_163025037.jpg

প্রথম ধাপ:

  • প্রথমে আমি চলে একটি ফ্রাইপেন বসিয়ে দিব। ফ্রাইপ্যান গরম হলে তাতে তেল দিয়ে দেব।

20220419_150234.jpg

দ্বিতীয় ধাপ:

  • তেল গরম হলে আমি মাছের মধ্যে সামান্য পরিমাণের লবণ মেখে ফ্রাইপেনে দিয়ে দেব।

GridArt_20220509_163429353.jpg

তৃতীয় ধাপ:

  • এবং মাছগুলোকে ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব।

-|
20220419_161351.jpg

চতুর্থ ধাপ:

  • এরপর আমি আলু গুলোকে ভালোভাবে সিদ্ধ করে নিব

20220419_175417.jpg

পঞ্চম ধাপ:

  • এরপর আলুগুলো সিদ্ধ হলে খোসা ছাড়িয়ে আমি ভালো করে ভর্তা করে নেব।

GridArt_20220509_163527793.jpg

ষষ্ঠ ধাপ:

  • এরপর মাছের পিস গুলোকে কাটা থেকে আলাদা করে একটু ভর্তা করে নেব।

20220419_223314.jpg

সপ্তম ধাপ :

  • এরপর আমি থানকুনি পাতা এবং পেঁয়াজ কুচি একসাথে ভালো করে কতক্ষণ মেখে নেব।

GridArt_20220509_184619421.jpg

সর্বশেষ ধাপ :

  • এরপর দিয়ে দেবো আলু ভর্তা ,মাছ ,শুকনো মরিচ ,সরিষার তেল , লবণ। দিয়ে ভালোভাবে মেখে নেব।

GridArt_20220509_195708077.jpg

ব্যাস হয়ে গেল আমার আজকের মজাদার রেসিপি ।

Screenshot_20220509-201804_GridArt.jpg

ধন্যবাদ আপনাদের সবাইকে আমার পোস্ট টি দেখার জন্য। 😍😍

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

ওয়াও আপু থানকুনি পাতা কোথায় পেলেন আপনি। আপনি আমাদের গ্রামের থানকুনি পাতা সব চুরি করে নিয়ে গেছেন। 😆থানকুনি পাতা আমার খুবই পছন্দ। আমি থানকুনি পাতা দেখলে ভর্তা বানিয়ে খেতে খুবই ভালোবাসি। আর অন্য কোন তরকারি আমার লাগেনা। আপনার থানকুনি পাতার ভর্তা দেখে আমার ইচ্ছে করছে একটু খাই। গরম গরম ভাতের সাথে অনেক মজা হবে। অনেক সুন্দরভাবে বানিয়েছেন আপনাকে অনেক ধন্যবাদ আপু।

হাহাহা আপু সব নিয়ে আসছি আপনাদের গ্রাম থেকে এখন আমি শুধু ভর্তা করে খাব আর খাব, আর আপনারা শুধু চেয়ে চেয়ে দেখবে, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর একটি গঠনমূলক মন্তব্য করার জন্য।

আপু সবসময়ই মাছের ভর্তা রেসিপি খুব মজার শহিত খেয়ে থাকি। কারণ মাছ ভর্তা আমার খুবই প্রিয়। আর এই প্রিয় মাছ ভর্তার সাথে আপনি থানকুনি পাতা যোগ করে ভর্তা রেসিপি তৈরি করেছেন।আমি আগে কখনো মাছ দিয়ে থানকুনি পাতা ভর্তা খাইনি। তবে আপনার রেসিপিটি দেখতে খুবই লোভনীয় মনে হচ্ছে। খেতে অনেক সুস্বাদু হয়েছে নিশ্চয়। মজাদার মাছ দিয়ে থানকুনি পাতার ভর্তা রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ।

ভাইয়া এই রেসিপিটি খেয়ে দেখবেন আশা করি নিরাশ হবেন না অনেক টেস্টি একটি রেসিপি, আপনাকেও অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি গঠনমূলক মন্তব্য করার জন্য, দোয়া করেন ভাইয়া সবসময় যেন এমন লোভনীয় রেসিপি আপনাদের সামনে উপস্থাপন করতে পারি।

চমৎকার একটি রেসিপি আজকে আপনি আমাদের সাথে শেয়ার করেছেন, এরকমভাবে কখনো খাওয়া হয়নি। আপনার এই মাছ দিয়ে থানকুনি পাতার ভর্তা রেসিপি দেখে মনে হচ্ছে খেতে অনেক মজা হবে এবং আপনি সুন্দরভাবে রেসিপি আমাদের সাথে শেয়ার করেছেন। অনেক ভাল লেগেছে আপনার রেসিপি।

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি গঠনমূলক মন্তব্য করার জন্য, আশা করছি রেসিপিটি বাসায় তৈরি করে খাবেন, আর আমার জন্য দোয়া করবেন সামনে যেন আরো সুন্দর সুন্দর রেসিপি আপনাদের সাথে শেয়ার করতেপারি।

আমি আছি খাদ্য প্রেমী 🙋 হি হি হি

আপু এভাবে কখনো থানকুনি পাতা দিয়ে মাছ ভর্তা খাওয়া হয় নি। থানকুনি পাতা দিয়ে যে মাছ ভর্তা খাওয়া যায় এটা কখনো ভেবেও দেখিনি। বেশ উনিক একটি রেসিপি শেয়ার করেছেন। বেশ ভালো লাগলো আপনার রেসিপিটি। সময় পেলে অবশ্যই এই রেসিপিটি ট্রাই করে দেখবো। ধন্যবাদ।

যেহেতু ভাইয়া আপনি খাদ্য প্রেমী তাই অবশ্যই আপনাকে সাজেস্ট করবো অবশ্যই ভাইয়া এই ভর্তা রেসিপি তৈরি করে খাবেন আশা করে অনেক মজা পাবেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি মন্তব্য করে পাশে থাকার জন্য।

পেঁয়াজ মরিচ কেটে মাছ ভর্তা করে খেয়েছি কিন্তু থানকুনি পাতা মিক্সড করে কখনো ভর্তা করে খাওয়া হয়নি। দেখে তো মনে হচ্ছে আমিষ আর সবুজ সবজির কম্বিনেশনটা বেশ মজাদার হয়েছে।

জি ভাইয়া ঠিকই ধরেছেন এই রেসিপিটি সত্যিই অনেক মজা হয়েছে, আশা করছি এই রেসিপিটি বাসা তৈরি করে খাবেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি মন্তব্য করে পাশে থাকার জন্য।

অবশ্যই আপু 🥰
আপনাকেও স্বাগতম 💚

পুদিনা পাতা বা থানকুনি পাতার বর্তা এ ধরনের রেসিপি আমার অনেক পছন্দ। আমি প্রচুর খেয়েছি থানকুনি পাতার বর্তা। ভালোই লাগে। এগুলো সাধারণত গ্রামে বেশি পাওয়া যায়। ধন্যবাদ আপনাকে আপু সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য ও আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর একটি গঠনমূলক মন্তব্য করার জন্য, দোয়া করবেন আপু সামনে যেন আরো সুন্দর সুন্দর রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে পারি, আপনার জন্যও রইল শুভকামনা।

মাছ দিয়ে থানকুনি পাতার ভর্তার স্পেশাল রেসিপির ফাইনাল ফটোগ্রাফটি অনেক সুন্দর হয়েছে। খাবারের সময় ভর্তা আমার অনেক প্রিয়। আপনি চমৎকার একটি রেসিপি তৈরি করেছেন এবং আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ।

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি মন্তব্যের মাধ্যমে আমার রেসিপি ফটোগ্রাফির প্রশংসা করার জন্য, দোয়া কইরেন ভাইয়া সামনে যেন আরো চমৎকার চমৎকার রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে পারি।

আপনার ভর্তার রেসিপি টি খুবই চমৎকার হয়েছে। এ ধরনের ভর্তা এর আগে কখনো দেখিনি ।খাওয়াও হয়নি। দেখতে বেশ লোভনীয় হয়েছে। মাছ, থানকুনি পাতা দিয়ে খুবই চমৎকার একটি ভর্তার রেসিপি তুলে ধরেছেন ।ধন্যবাদ এত সুন্দর একটি মজার রেসিপি শেয়ার করার জন্য।

আপু তাহলে এই ভর্তা টি আপনার জন্য অবশ্যই বাসায় তৈরি করে খাবেন আশা করছি অনেক মজা পাবেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর একটি মন্তব্য করার জন্য।

এ ধরনের ভর্তা রেসিপি গুলো দেখলেই খেতে খুবই ভালো লাগে। আপনি খুব সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। দেখে মনে হচ্ছে খুবই সুস্বাদু হয়েছে। এত সুন্দর উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ।শুভকামনা ও ভালোবাসা রইলো আপনার জন্য।

চেষ্টা করছে ভাইয়া সুন্দর ভাবে রেসিপিটি তৈরি করে উপস্থাপন করার জন্য আমার উপস্থাপনা আপনার ভাল লেগেছে শুনে আমারও ভালো লাগছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি মন্তব্য করার জন্য, আপনার জন্যও রইল শুভকামনা।

এই থানকুনি পাতা আজো খেলাম না। আর এইদিকে আপনি মাছের সাথে ভর্তা বানিয়ে খেয়ে ফেললেন। এটার টেস্ট কেমন জানিনা আমি । যেহেতু ভর্তা করেছেন মনে হয় স্বাদের হয়েছে অনেক।

অবশ্যই চেষ্টা করেন ভাইয়া এই ভর্তা রেসিপি তৈরি করে খাওয়ার জন্য আশা করছি অনেক মজা পাবেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি মন্তব্য করার জন্য।

থানকুনি পাতা খেতে কেমন লাগে? আমি কখনো খাইনি। থানকুনি পাতার সাথে মাছ দিয়ে খুব সুন্দর একটি ভর্তা করেছেন আপনি।ভর্তা আমার কাছে খুবই পছন্দের সেটি যে কোন ভর্তা হোক না কেন। আপনার ভর্তাটি দেখে মনে হচ্ছে খুবই সুস্বাদু হয়েছে। দেখতেও অনেক লোভনীয় লাগছে।

থানকুনি পাতা ভর্তা করলে অনেক মজা লাগে আপু, বাসায় অবশ্যই এই রেসিপিটি তৈরী করে খাওয়ার চেষ্টা করবেন আশা করছি অন্যান্য ভর্তা রেসিপি মত অনেক মজা পাবেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর একটি মন্তব্য করার জন্য।

আপনি মাছ দিয়ে থানকুনি পাতার ভর্তার রেসিপিটা চমৎকার ভাবে তৈরি করেছেন। দেখে আমার খুবই ভালো লাগলো। আপনি খুবই সুন্দর করে এটা উপস্থাপন করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ এই ধরনের রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য।

আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি মন্তব্য করে আমাকে উৎসাহ দেওয়ার জন্য, দোয়া করবেন ভাইয়া সামনে যেন আরো সুন্দর সুন্দর রেসিপি আপনাদের সামনে উপস্থাপন করতে পারি।

থানকুনি পাতা এখন আর দেখাই হয় ভর্তা খাবো কিভাবে,থানকুনি পাতার ভর্তা অনেক উপকারী।আপনি খুবই ভালো একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করছেন।খুবই সহজ করে আমাদের মাঝে উপস্থাপন করছেন।ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য

খোঁজার চেষ্টা করলে অবশ্যই পাবেন ভাইয়া আর অবশ্যই চেষ্টা করবেন এই রেসিপিটি খাওয়ার জন্য আমি অনেক স্বাদ পেয়েছি আশা করছি আপনি অনেক স্বাদ পাবেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি মন্তব্য করার জন্য।

মাছ দিয়ে থানকুনি পাতার ভর্তা আগে কখনো খাইনি তবে আপনার রেসিপি দেখে মনে হচ্ছে অনেক সুস্বাদু একটি খাবার। আপনি আপনার তৈরি পদ্ধতি আমাদের মাঝে সুন্দরভাবে উপস্থাপন করেছেন। অসংখ্য ধন্যবাদ ইউনিক একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য

ভাইয়া যেহেতু আগে থানকুনি পাতার ভর্তা রেসিপি খাওয়া হয়নি আপনার তাহলে অবশ্যই চেষ্টা করবেন এভাবে ভর্তা তৈরি করে খাওয়ার জন্য আশাকরি অনেক স্বাদ পাবেন, আপনাকেও অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি মন্তব্য করার জন্য।

মাছ দিয়ে থানকুনি পাতার ভরতা রেসিপি আমি আজ প্রথম দেখলাম।এর আগে কখুনো দেখিনাই আমার কাছে ইউনিক মনে হল খুবই সুন্দর হয়েছে ধন্যবাদ শেয়ার করার জন্য।

ভাইয়া আমি দেখলাম অনেকেই এই রেসিপিটি আগে কখনো খাইনি তবে আমি আগে অনেক খেয়েছি, যেহেতু আপনি আগে কখনো খান নাই তাহলে অবশ্যই চেষ্টা করবেন এভাবে ভর্তা তৈরি করে খাওয়ার জন্য আশা করি অনেক স্বাদ পাবেন, আপনাকেও অনেক ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি মন্তব্য করার জন্য।

আমার কাছে এই থানকুনির পাতা একটু নতুন লাগছে আপু। মাছ ভর্তা আমার অনেক পছন্দের একটি রেসিপি। তবে আমি টাকি মাছের ভর্তা খেতে একটু বেশি পছন্দ করি। থানকুনি পাতা দিয়ে মাছ ভর্তা রেসিপি আমার কাছে ইউনিক লেগেছে আপু। আপনি অনেক সুন্দর ভাবে রেসিপিটি তৈরি করে আমাদের মাঝে তুলে ধরেছেন। আমি আপনার তৈরি রেসিপি বাসায় একদিন তৈরি করার চেষ্টা করব। ধন্যবাদ আপু এত সুন্দর রেসিপি তৈরি করার জন্য।

আপু অবশ্যই এই ভর্তা রেসিপি বাসায় তৈরি করে খাবেন আশা করি আপনার অনেক টেস্টি লাগবে, আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর একটি গঠনমূলক মন্তব্য করার জন্য, দোয়া করবেন আপু সব সময় যেন এমন সুন্দর সুন্দর রেসিপি আপনাদের সামনে উপস্থাপন করতে পারি।

আপু,থানকুনি পাতা একটি পুষ্টিগুণে ভরপুর উদ্ভিদ এই থানকুনি পাতা দিয়ে বিভিন্ন রকমের ভর্তা অথবা রেসিপি তৈরি করে খেয়েছি।তবে আপনার তৈরি করা এই রেসিপিটি আমার কাছে একদম ইউনিক লাগছে কারন থানকুনি পাতা দিয়ে কখনো আমি মাছ দিয়ে ভর্তা তৈরি করা হয়নি। আপু,থাকুনি পাতা এবং মাছের ভর্তা রেসিপি দেখে মনে হচ্ছে অনেক সুস্বাদু হয়েছে। ধন্যবাদ এত আপু, সুস্বাদু একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য 🥰🥰

আপু এই রেসিপিটি অবশ্যই বাসায় তৈরি করে খাবেন আশা করছি অনেক স্বাদ পাবেন, এটি অনেক সুস্বাদু একটি রেসিপি আমরা প্রায় সময় এভাবে ভর্তা তৈরি করে খাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর একটি মন্তব্য করার জন্য।

ওয়াও আপু আমার কাছে সম্পূর্ণ ইউনিক লেগেছে আপনার রেসিপি, এভাবে কখনও থানকুনি পাতার ভর্তা রেসিপি খাওয়া হয়নি আমার, অবশ্যই আপনার রেসিপি দেখে আমি বাসায় তৈরি করে খাওয়ার চেষ্টা করব, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু শুভেচ্ছা ও শুভকামনা রইল আপু আপনার জন্য।

ভাইয়া যেহেতু আপনার এভাবে ভর্তা তৈরি করে খাওয়া হয়নি তাহলে অবশ্যই চেষ্টা করবেন এভাবে থানকুনি পাতার ভর্তা তৈরি করে খাওয়ার জন্য আশা করছি অনেক টেস্ট পাবেন, আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি মন্তব্য করার জন্য, আপনার জন্যও রইল শুভকামনা।

তোমার দিয়ে থানকুনি পাতা এভাবে ভর্তা করে এর আগেও খাওয়া হয়েছে বেশ ভালই লাগে খেতে। তবে কম খাওয়া হয় বেশির ভাগই থানকুনি পাতা ও আলু দিয়ে ভর্তা করে খাওয়া হয়। যাই হোক সম্পূর্ণ নতুন একটি রেসিপি, দেখতে যেরকম অসাধারণ খেতেও নিশ্চয়ই অনেক সুস্বাদু হয়েছে। অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য।

ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি মন্তব্য করে আমার ভর্তা রেসিপি প্রশংসা করার জন্য, দোয়া করবেন ভাইয়া সামনে যেন আরো সুন্দর সুন্দর রেসিপি আপনাদের সামনে উপস্থাপন করতে পারি।

মাছ দিয়ে থানকুনি পাতার ভর্তা আমি আগে কখনো খাইনি আমার কাছে একদমি নতুন লেগেছে। আপনার এই পোস্টটি দেখে আমি নিজেই একদিন তৈরি করার চেষ্টা করব। আপনার জন্য শুভকামনা রইল।

ভাইয়া অবশ্যই এই ভর্তা রেসিপি তৈরি করার চেষ্টা করবেন আশাকরি অনেক টেস্ট পাবেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি মন্তব্য করে পাশে থাকার জন্য, আপনার জন্যও রইল শুভকামনা।

মাছের ভর্তা খেয়েছি তবে কখনো থানকুনি পাতা দিয়ে ভর্তা করে খাওয়া হয়নি ।থানকুনি পাতার ভর্তা করে খাওয়া যায় তাই তো জানতাম না থানকুনি পাতা খাওয়া যায় জানতাম। আপনি থানকুনি পাতার ভর্তা খুবই চমৎকার ভাবে করেছেন দেখে মনে হচ্ছে যে খুবই মজাদার হয়েছে। আপনার কাছ থেকে নতুন রেসিপি শিখতে পেরে ভালো লাগলো।

আপু তাহলে অবশ্যই থানকুনি পাতার ভর্তা রেসিপি তৈরি করে খাওয়ার চেষ্টা করবেন আশা করছি অনেক টেস্ট পাবেন, আপু আপনাদেরকে রেসিপি শিখাতে পেরে আমার অনেক ভালো লাগল, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর একটি মন্তব্য করার জন্য,

মাছ দিয়ে থানকুনি পাতার ভর্তা রেসিপি কখনো খাওয়া হয়নি। খুব সুন্দর করে স্পেশাল ভর্তা রেসিপি তৈরি করেছেন। যেটা দেখে খাওয়ার ইচ্ছে জাগলো একসময় এভাবে তৈরি করে খাওয়ার চেষ্টা করবো শেয়ার করার জন্য ধন্যবাদ।

ভাইয়া অবশ্যই এভাবে রেসিপিটি তৈরি করে খাওয়ার চেষ্টা করবেন আশা করছি অনেক রেস্ট কর, আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি গঠনমূলক মন্তব্য করার জন্য।

মাছ দিয়ে থানকুনি পাতা ভর্তা অনেক ইউনিক একটি রেসিপি।প্রতিটি ধাপে ছবিসহ বর্ণনা এত সুন্দর ভাবে করেছেন যা পড়ে অতি সহজেই মাছ দিয়ে থানকুনি পাতা ভর্তা করতে পারবো।এত সুন্দর একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি মন্তব্যের মাধ্যমে আমার ভর্তা রেসিপির প্রশংসা করার জন্য, দোয়া করবেন আপু সব সময় যেন ইউনিক ইউনিক রেসিপি আপনাদের মাঝে শেয়ার করতে পারি।

থানকুনি পাতা ভর্তা কখন ও খাওয়া হয়নি। দেখে মনে হচ্ছে খেতে বেশ মজা হবে। দেখে খেতে ইচ্ছে করছে আপু 😋। আপনার রেসিপি দেখে শিখে নিলাম বাসায় একদিন তৈরি করবো।

আপু আপনাকে থানকুনি পাতার রেসিপি শিখাতে পারে অনেক ভালো লাগলো, অবশ্যই আপু এবার তার বাসায় তৈরি করে খাওয়ার চেষ্টা করবেন আশা করছি অনেক টেস্ট করবেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর একটি মন্তব্য করার জন্য।

মাছ ভর্তা খুবই প্রিয় একটি খাবার। তবে সেটি যদি হয় থানকুনি পাতার সাথে সেটা আরো বেশী মজাদার লাগে।প্রতিটি ধাপ সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য অসংখ্য ধন্যবাদ শ্রদ্ধেয়।

আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি মন্তব্য করে পাশে থাকার জন্য, দোয়া করবেন ভাইয়া সামনে যেন আরো সুন্দর সুন্দর রেসিপি আপনাদের মাঝে উপস্থাপন করতে পারি।

থানকুনি পাতা খেতে আমি এমনিতে খুব ভালোবাসি। আমি জানি এই পাতার উপকারিতা। তবে পরিবারের মানুষ এটা মানতে চায় না। যার জন্য রান্নার ভিতর দেয়া হয় না। তবে খুব ভাল লেগেছে আপনার রেসিপি দেখে।

কি আর করবেন ভাইয়া পরিবার মানতে না চাইলে এখনতো আর কিছু করার নাই তবে চেষ্টা করবেন বোঝানোর জন্য, ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি মন্তব্য করার জন্য।

থানকুনি পাতা যে অত্যন্ত উপকারিতা তাতে কোন সন্দেহ নাই কিন্তু কিন্তু এর আগে আমি কোনদিন থানকুনি পাতা ভর্তা করে খেতে দেখিনি। আপনার কাছ থেকে আমি আজকে নতুন ধরনের একটা রেসিপি সম্পর্কে ধারণা লাভ করলাম। আশাকরি আপনার দেখানো ধাপগুলো অবলম্বন করে আমিও একদিন এই ধরনের থানকুনি পাতার ভর্তা তৈরি করে খাব।

,,

থানকুনির পাতা পুষ্টিগুণে ভরা আর মাছে থাকে আমিষ দুটো মিলিয়ে খুব সুন্দর একটি ভর্তা রেসিপি প্রস্তুত করেছেন খেতে খুব সুস্বাদু হবে এটা কোন সন্দেহ নেই আমার কাছে খুবই ভাল লেগেছে ধন্যবাদ আপু

মাজদিয়া কোন চমৎকারভাবে থানকুনির পাতা ভর্তা রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার এই স্পেশাল ভর্তা রেসিপি দেখে বোঝা যাচ্ছে অনেক বেশি সুস্বাদু ছিল। সেই সাথে লোভনীয় ।শুরু থেকে শেষ পর্যন্ত অনেক চমৎকার ভাবে আমাদের মাঝে রেসিপি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

থানকুনির পাতা খেতে আমার কাছে খুবই ভালো লাগে। যে ভাবেই রান্না করা হোক না কেন খেতে আমার খুবই সুন্দর লাগে। মাছ দিয়ে থানকুনি পাতার ভর্তা রেসিপি তৈরি দেখতে খুবই লোভনীয় লাগছে।। খেতে অনেক সুস্বাদু হবে আশা করি ।। শেয়ার করার জন্য ধন্যবাদ।।

,