দাদা বৌদির বিবাহ বার্ষিকী উপলক্ষে একটি কাগজের কার্ড তৈরি।

in hive-129948 •  2 years ago 
আসসালামু আলাইকুম।

সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বন্ধুরা আমি আপনাদের মাঝে একটি নতুন পোস্ট নিয়ে উপস্থিত হয়েছি। আশা করি আপনাদের সকলের ভালো লাগবে আজকে আমি রঙ্গিন কাগজ দিয়ে দাদা বৌদির বিবাহ বার্ষিকী উপলক্ষে একটি কার্ড তৈরি করেছি। আজকের দাদা বৌদির ৫ম তম বিবাহ বার্ষিকী। তাদের দুজন দুজনকে বেশ ভালোবাসে। যেমন দাদা কিছুদিন আগেই বৌদিকে বিবাহ বার্ষিকী উপলক্ষে তার পছন্দের জায়গায় ঘুরিয়ে নিয়ে এসেছে। তাদের দুজনকে একসাথে বেশ ভালো মানায়, আমার কাছে তো মনে হয় যেন টুনা টুনির ছোট্ট সংসার, এবং সেই সংসারে আলো করে এসেছে টুনটুনি।তাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল। আশা করছি তারা আগামী দিনগুলো যেন খুব ভালোভাবে, সুন্দরভাবে কাটে। তাদের দুজনের জন্য অনেক অনেক ভালোবাসা রইলো। এবং জীবনের শেষ সময় টুকু যেন দুজন দুজনের পাশে থাকে।এই কামনাই করি।

তাহলে শুরু করা যাক

GridArt_20221204_213421464.jpg

GridArt_20221204_213130745.jpg

এটি বানাতে আমার যা যা প্রয়োজনঃ
  • রঙ্গিনকাগজ।
  • কেচি।
  • আঠা।
  • জেলপেন।
  • পুঁতি

GridArt_20221204_204621849.jpg

প্রথম ধাপ:
  • প্রথমে আমি গোলাপি কাগজের মাঝখানে একটি ভাঁজ দিয়ে দেব।

GridArt_20221204_204703501.jpg

দ্বিতীয় ধাপ:
  • এরপর গোলাপি কাগজের মাঝখানে আমি সাদা এক পেজ কাগজ আঠা দিয়ে লাগিয়ে নেব।

GridArt_20221204_210259930.jpg

তৃতীয় ধাপ:
  • এরপর আমি গোলাপি কাগজের উপরের পিঠে, পেন্সিল দিয়ে একটি বৃত্ত একে কেচি দিয়ে কেটে নেব।

GridArt_20221204_210330146.jpg

চতুর্থ ধাপ:
  • এরপর আমি ছোট্ট এক টুকরো সাদা কাগজের মাঝখানে একটি ভাঁজ দিয়ে দেব।

GridArt_20221204_210400072.jpg

পঞ্চম ধাপ:
  • এরপর মাঝখানে আরেকটি ভাজ দিয়ে কোনাকুনি ভাবে আরো একটি ভাঁজ দিয়ে দেবো।

GridArt_20221204_210414478.jpg

ষষ্ঠ ধাপ:
  • এরপর পেন্সিল দিয়ে একটি ফুল এঁকে কেচি দিয়ে কেটে নেব।

GridArt_20221204_210434376.jpg

সপ্তম ধাপ:
  • এরপর আমি ফুলটির ভাঁজ খুলে একটি পাঁপড়ি বরাবর কেচি দিয়ে কেটে,অন্য একটি পাপড়ির উপর আঠা দিয়ে জোড়া লাগিয়ে দিব।

GridArt_20221204_210511706.jpg

অষ্টম ধাপ:
  • এরপর সবুজ কাগজটির উপর ছোট্ট একটি পাতা পেন্সিল দিয়ে এঁকে নিয়ে, কেচি দিয়ে কেটে নেব।

GridArt_20221204_210527453.jpg

নবম ধাপ:
  • এরপর সে বৃত্তের চারপাশে আমি আঠা দিয়ে ফুলগুলো লাগিয়ে নেব। এবং ফুলগুলোর ভিতরে লাল পুঁতি লাগিয়ে নেব।

GridArt_20221204_210607693.jpg

দশম ধাপ:
  • এরপর আরো একটি ছোট সাদা কাগজ আমি সে বৃত্তের নিচে আঠা দিয়ে লাগিয়ে নেব।

GridArt_20221204_210703655.jpg

একাদশ ধাপ:
  • এরপর আমি সেই সাদা কাগজের উপরে সিরিয়ালের লাল ,সাদা, লাল পুঁতিলাগিয়ে নেব।

GridArt_20221204_212352566.jpg

দ্বাদশ ধাপ:
  • এরপর আমি বৃত্তের পাশে ফুলগুলোর সাথে পাতাগুলো লাগিয়ে নেব।

GridArt_20221204_210644627.jpg

সর্বশেষ ধাপ:
  • এরপর আমি বৃত্তের মাঝখানে লিখে দিব হ্যাপি অ্যানিভার্সারি দাদা বৌদি।

GridArt_20221204_212733616.jpg

GridArt_20221204_213516590.jpg

GridArt_20221204_213421464.jpg

ধন্যবাদ আপনাদের সবাইকে আমার পোষ্ট টি দেখার জন্য।
Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

দাদা বৌদির বিবাহ বার্ষিকী উপলক্ষে রঙিন কাগজ দিয়ে দারুন একটা কার্ড তৈরি করে আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করলেন আপু। রঙিন কাগজ দিয়ে এই কার্ড তৈরি পদ্ধতিতে আমার কাছে দারুন লেগেছে।

@tipu curate

;) Holisss...

--
This is a manual curation from the @tipU Curation Project.

সত্যি একে অন্যের হাত ধরে অনেক দূর এগিয়ে যাবে দাদা এবং বৌদি। তাদের পঞ্চম তম বিবাহ বার্ষিকীতে অনেক অনেক শুভেচ্ছা জানাই। সত্যি বলেছেন তাদের টুনা টুনির ছোট্ট সংসার এবং সেই সংসার কে আলোকিত করে এসেছে টুনটুনি। সত্যি আপনি খুবই সুন্দর ভাবে তাদেরকে উপহার দেওয়ার জন্য খুবই সুন্দর একটি শুভেচ্ছা কার্ড তৈরি করেছেন। এটির মাধ্যমে যেন অন্যরকম একটা ভালোবাসার কাহিনী ফুটে উঠেছে। খুবই ভালো ছিল।

ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি মন্তব্যের মাধ্যমে দাদা ও বৌদির বিবাহ বার্ষিক ঈদের শুভেচ্ছা জানানোর জন্য আর আমার শুভেচ্ছা কার্ডের প্রশংসা করার জন্য।

চমৎকার হয়েছে কার্ডটি,কালারের কম্বিনেশন বেশ ভালো ছিল আর তাই দৃষ্টিনন্দন লাগছিলো।
দাদা-বৌদি সবসময় এভাবে থাকুক,আরো হাজারটা পাচ বছর তাদের জীবনে আসুক।

শুভ কামনা রইলো আপনার জন্য।

ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর একটি মন্তব্যের মাধ্যমে আমার শুভেচ্ছা কার্ডের প্রশংসা করার জন্য ও দাদা ও বৌদিকে শুভেচ্ছা জানানোর জন্য, আপনার জন্যও রইল শুভকামনা।

বাহ! খুব সুন্দর হয়েছে তো আপনার কার্ডটি। দাদা ও বৌদির বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা। আজীবন যেন এভাবেই একসাথে পার করে দিতে পারে এমনটাই কামনা করছি!

চেষ্টা করেছে ভাইয়া সুন্দর একটি শুভেচ্ছা কার্ড তৈরি করে দাদা ও বৌদিকে শুভেচ্ছা জানানোর জন্য আপনাদের সুন্দর মন্তব্য দেখে খুবই ভালো লাগছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি মন্তব্য করার জন্য।

দাদা ও বৌদির বিবাহ বার্ষিকী উপলক্ষে দারুন একটি কার্ড তৈরি করেছেন আপু। আপনার তৈরি করা কার্ড দেখলে দাদা ও বৌদির নিশ্চয়ই অনেক ভালো লাগবে। খুব সুন্দরভাবে পুঁথির ব্যবহার করেছেন। সব মিলিয়ে আমার কাছে খুবই ভালো লেগেছে। অনেক দক্ষতার সাথে এটি তৈরি করেছেন বুঝতেই পারছি। অনেক অনেক শুভকামনা রইল আপু।

আপু তাই যেন হয় আমার শুভেচ্ছাটা দেখে দাদা ও বৌদি যেন অনেক খুশি হয়, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর একটি মন্তব্যের মাধ্যমে আমার তৈরি করার শুভেচ্ছা কাদের প্রশংসা করার জন্য, আপনার জন্যও রইল শুভকামনা।

খুবই ভালো লাগলো দেখে যে আজ আপনি রঙিন কাগজ ব্যবহার করে দাদা বৌদির বিবাহ বার্ষিকী উপলক্ষে একটি কার্ড প্রস্তুত করেছেন ‌। আপনার তৈরিকৃত কার্ডটি অনেক সুন্দর হয়েছে। আমি আশাবাদী যে দাদা বৌদিও আপনার কার্ডটি পছন্দ করবেন।

দাদা ও বৌদির জন্য আমার পক্ষ হতে বিবাহ বার্ষিকীর অনেক অনেক অভিনন্দন। দাদা ও বৌদির বিবাহ বার্ষিকী উপলক্ষে আপনি যে কার্ডটি বানিয়েছেন দেখতে খুবই সুন্দর লাগছে। কার্ডের মাধ্যমে দাদা ও বৌদির প্রতি আপনার যে ভালোবাসা তা ফুটে উঠেছে। আমার কাছে কার্ডটি অনেক ভালো লেগেছে। এত সুন্দর একটি কার্ড বানিয়ে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।

চেষ্টা করেছি ভাইয়া দাদাও বৌদির বিবাহ বার্ষীয় উপলক্ষে সুন্দর একটি কার্ড তৈরি করে শুভেচ্ছা জানানোর জন্য আপনার কাছে ভালো লেগেছে শুনে খুবই ভালো লাগছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি মন্তব্য করার জন্য।

দাদা বৌদির জন্য অনেক সুন্দর একটি কার্ড তৈরি করেছেন আপু যা দেখতে অসাধারণ হয়েছে। আপনার হাতের কাজ সত্যিই অনেক প্রশংসনীয়। দাদা বৌদির জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।❤️❤️

দাদা বৌদির জন্য অসাধারণ একটি কার্ড তৈরি করেছেন। এটা দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। সাদা এবং গোলাপি হাওয়ায় দেখতে বেশি ভালো লাগছে। আর ফুলের মাঝখানে লাল পুতি দেওয়ায় আরো বেশি সুন্দর লাগছে। আপনি অনেক ধৈর্য সহকারে কাজটি সম্পন্ন করেছেন। এত সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

দাদা ও বৌদির বিবাহবার্ষিকী উপলক্ষে আপনি খুব সুন্দর একটি কার্ড বানিয়েছেন। আপনার এই কার্ড আমার কাছে অনেক ভালো লেগেছে। ধাপগুলো খুব ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ আপু সুন্দর একটি কার্ড আমাদের সাথে শেয়ার করার জন্য।

আপু দাদার বিবাহ বার্ষিকীতে আপনি সুন্দর একটি কার্ড করেছেন।সত্যি অনেক ভাল লাগলো। দাদা আর তার পরিবার অনেক বেশি সুখে আর শান্তিতে থাকুক এই কামনাই করি। আপনার জন্য অনেক অভিনন্দন আপু।

বাহ্ আপু দাদা বৌদির বিবাহ বার্ষিকীতে খুবই চমৎকার একটি কার্ড তৈরি করেছেন আপু।কার্ড এর কালার টা জাস্ট অসাধারণ লাগছে এককথায়।অনেক শুভেচ্ছা দাদা বৌদির জন্য রইল।এই উপহার টি দাদা বৌদি দেখলে অনেক খুশি হবেন।ধন্যবাদ আপু কার্ডটি শেয়ার করার জন্য।

দাদা বৌদির বিবাহ বার্ষিকী উপলক্ষে, সুন্দর একটি কাগজের কার্ড তৈরি করেছেন আপু। আপনার দক্ষতা দেখে মুগ্ধ হয়ে গেলাম। খুবই চমৎকারভাবে আপনি কার্ডটি তৈরি করেছেন এবং প্রতিটি ধাপ খুব সুন্দর করে, আমাদের মাঝে উপস্থাপন করেছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে।

দাদা বৌদির বিবাহ বার্ষিকী উপলক্ষে খুব সুন্দর একটা কার্ড বানিয়েছেন। বিশেষ করে গোল অংশটার পাশ দিয়ে যে ফুলগুলো লাগিয়েছেন এবং পুঁথিগুলো যে লাগিয়েছেন সেগুলো আরো আকর্ষণীয় করে তুলেছে কার্ডটিকে। ধন্যবাদ এত সুন্দর একটা কার্ডের আইডিয়া শেয়ার করার জন্য।