আমার বাংলা ব্লগ প্রতিযোগিতা-৬৭| টক ঝাল মিষ্টি মুলার আচার রেসিপি / পাঁচমিশালি সবজি শুঁটকি রেসিপি ।

in hive-129948 •  15 days ago 

1000058543.jpg

1000058547.jpg

বিসমিল্লাহি রহমানের রাহিম
আসসালামু আলাইকুম

শ্রদ্ধেয় প্রিয় ভাই ও বোনেরা,
আপনারা সবাই কেমন আছেন? সৃষ্টিকর্তার কৃপায় আশা করি ভালো আছেন। আমিও সৃষ্টিকর্তার রহমতে ভালো আছি।

প্রিয়, আমার বাংলা ব্লগ কমিটির সদস্যরা
আপনাদের মাঝে আবার এসে হাজির হলাম। আজ আমি আপনাদের মাঝে খুবই মজাদার এবং সুস্বাদু পাঁচমিশালি সবজি শুঁটকি রেসিপি এবং মুলার আচার রেসিপি সম্পর্কে বলতে চাই। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে পুরো পোস্টটি দেখবেন আশা করি।

IMG20241230190727.jpg

আমার বাংলা ব্লগ কমিউনিটি প্রতি মাসে দুটি প্রতিযোগিতার আয়োজন করে থাকে। তার ধারাবাহিকতায় এবারে শেয়ার করো তোমার প্রিয় শীতকালীন সবজির রেসিপি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এতো সুন্দর সময় উপযোগী প্রতিযোগিতার আয়োজন করার জন্য শ্রদ্ধেয় দাদাসহ সকলকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। এবারের প্রতিযোগিতা দেখে খুব ভালো লাগলো। শীতকালে প্রচুর পরিমাণে নানা রকম শাকসবজি উৎপাদন হয়ে থাকে। আমাদের মা বোনেরা বৈচিত্রময় শাকসবজি রান্না করা থাকে। শীতকালীন বিভিন্ন রকম সবজি রান্না করলে খেতে খুবই ভালো লাগে।

IMG20241230190707.jpg

এবারের প্রতিযোগিতা দেখে কি তৈরি করবো ভাবছি? পরে চিন্তা করছি দুইটি রেসিপি তৈরি করবো। প্রথমটি হলো পাঁচমিশালি সবজি শুঁটকি রেসিপি। পাঁচমিশালি সবজি শুঁটকি রেসিপি আমাদের গ্রাম বাংলার মা বোনদের নিকট বেশ জনপ্রিয় একটি রেসিপি। সকল রকমের সবজি দিয়ে এই পাঁচমিশালি সবজি রেসিপি তৈরি করা হয়ে থাকে। সবজির সাথে শুঁটকি দিলে খেতে বেশ মজাদার এবং সুস্বাদু হয়ে থাকে। সকল রকম সবজি দিয়ে পাঁচমিশালি সবজি তৈরি করলে খেতে বেশ মজাদার এবং সুস্বাদু হয়ে থাকে। আরেকটি রেসিপি হলো টক ঝাল মিষ্টি মুলার আচার রেসিপি । সবজি সাধারণত রান্না করা হয়ে থাকে। তবে আমি ইউনিক কিছু তৈরি করার চিন্তা করেছি। তার থেকে মুলার আচার রেসিপি তৈরি করেছি।

IMG20241230191616.jpg

মুলা সাধারণত রান্না করলে অনেকে খেতে চায় না । তবে মুলার আচার রেসিপি সবাই বেশ পছন্দ করে। বিশেষ করে এই রেসিপিটি আমাদের শ্রদ্ধেয় @hafizullah ভাইয়া খুব পছন্দ করবে। নিশ্চয়ই ভাইয়া টক ঝাল মিষ্টি মুলার আচার রেসিপি দেখলে বেশ খুশি হবে। আমি যখন বাসায় মুলার আচার রেসিপি তৈরি করবো বলছি, তখন পরিবারের সবাই বলছে, মুলার আচার স্বাদ হবে না। যখন তৈরি করলাম সত্যি সবাই বললো অনেক সুস্বাদু এবং মজাদার হয়েছে। পরিবারের সবাই বেশ মজা করে খেয়ে নিয়েছে। আমার জন্য মাত্র সামান্য আচার রেখেছে। টক ঝাল মিষ্টি মুলার আচার খাওয়া মজাটাই অন্যরকম।

IMG20241230191629.jpg

IMG20241230190749.jpg

IMG_20250101_110821.jpg

এবারে প্রথম আমি এই ধরনের আচার তৈরি করেছি। সত্যিই আমার কাছে টক ঝাল মিষ্টি মুলার আচার রেসিপি খেতে অনেক ভালো লেগেছে। আমি রেসিপি গুলো কিভাবে তৈরি করেছি? এবং কি কি উপকরণ প্রয়োজন হয়েছে তা নিম্নে ধারাবাহিকভাবে উপস্থাপন করলাম।

IMG20241230190734.jpg

IMG20241230190800.jpg

টক ঝাল মিষ্টি মুলার আচার রেসিপি

প্রয়োজনীয় উপকরণ সমূহ :-

IMG20241230174518.jpg

IMG_20250101_085215.jpg

নামপরিমাণ
মুলাবড় একটা
জলপাই৩০০ গ্ৰাম
পাঁচ ফোড়ন মসলাএক প্যাকেট
রসুন বাটাপরিমান মত
আদা বাটাপরিমান মত
চিনিএক কাপ
লবণপরিমান মত
হলুদ গুঁড়াআধা চামচ
শুকনো মরিচ গুঁড়াপরিমান মত
জিরা গুঁড়াপরিমান মত
তেজপাতা, এলাচিপরিমান মত
দারুচিনি, লবঙ্গপরিমান মত
ভিনেগারপরিমান মত
সরিষার তেল১০০ গ্রাম ইত্যাদি ‌।

↘️ প্রস্তুত প্রণালীঃ ↙️

↘️ধাপ :- ১↙️

  • আমি প্রয়োজনীয় উপকরণ যোগাড় করি। আচার তৈরি প্রক্রিয়ার কাজ আরম্ভ করছি।

1000058517.jpg

  • প্রথমে আমি মুলা কেটে টুকরো টুকরো করে নিলাম। তারপর আচারের মসলা যাতে মুলার ভিতর ঢুকে এই জন্য কাঁটা চামচ দিয়ে মুলার টুকরো গুলো ছিদ্র করে নিলাম। মুলার মধ্যে আচারের মসলা ঢুকলে খেতে বেশ মজাদার এবং সুস্বাদু হবে।

↘️ধাপ :- ২↙️

IMG20241230180732.jpg

  • এই ধাপে আমি জলপাই কেটে কেটে দিলাম। যাতে আচারের মসলা জলপাই এর মধ্যে প্রবেশ করে।

↘️ধাপ :- ৩↙️

1000058519.jpg

  • এই ধাপে আমি শুকনো মরিচ গুঁড়া করে নিলাম।

↘️ধাপ :- ৪↙️

1000058522.jpg

  • এই পর্যায়ে আমি পাঁচ ফোড়ন গরম করে পিষে নিলাম।

↘️ধাপ :- ৫↙️

1000058523.jpg

  • এই ধাপে আমি একটি তেলের কড়াই চুলার উপরে বসায়। পাতিলের মধ্যে পরিমাণ মতো তেল ঢেলে দিলাম। তারপর রসুন কুচি দিয়ে দিলাম।

↘️ধাপ :- ৬↙️

1000058525.jpg

  • আমি পাতিলের মধ্যে জলপাই ঢেলে দিলাম।

↘️ধাপ :- ৭↙️

1000058533.jpg

  • এই ধাপে আমি পরিমাণ মতো লবণ এবং হলুদ দিলাম। তারপর জলপাই নাড়িয়ে নিচ্ছি।

↘️ধাপ :- ৮↙️

1735702309165.jpg

  • আমি পরিমাণমতো চিনি, তেজপাতা, এলাচি দারুচিনি, লবঙ্গ, আদা বাটা, দিলাম। মসলা দেওয়া পর জলপাই বেশ কিছুক্ষণ ভাজি করে নিলাম।

↘️ধাপ :- ৯↙️

1000058529.jpg

  • এখন আমি জলপাই এর মধ্যে মুলা ঢেলে দিলাম। তারপর কিছুক্ষণ নাড়িয়ে নিচ্ছি।

↘️ধাপ :- ১০↙️

1000058530.jpg

  • এখন আমি জলপাই এবং মুলার মধ্যে পাঁচ ফোড়ন মসলা,শুকনো মরিচ গুঁড়া এবং ভিনেগার দিলাম। মুলা তেলের মধ্যে বাজি হচ্ছে। মুলার মধ্যে আচারে সকল মসলা ধীরে ধীরে ঢুকছে আমি কিছুক্ষণ পর পর নাড়িয়ে নিচ্ছি।

↘️ সর্বশেষ ধাপ :- ↙️

IMG20241230183556.jpg

IMG20241230184245.jpg

পরিশেষে আমি আচারের মধ্যে ঘ্রাণ হওয়ার জন্য ধনিয়া পাতা কুচি ছিটিয়ে দিলাম। তারপর কিছুক্ষণ নাড়িয়ে নিলাম।

আমার কাঙ্খিত টক ঝাল মিষ্টি মুলার আচার রেসিপি রেসিপি তৈরি করা শেষ হয়েছে। এই ভাবে আমি এই মুলার আচার রেসিপি টি সম্পূর্ণ করি। যা এখন আপনাদের কাছে দৃশ্যমান। আমি রেসিপির কিছু আলোকচিত্র করে নিলাম।

IMG20241230190749.jpg

IMG20241230190727.jpg

IMG20241230190707.jpg

IMG20241230190717.jpg

IMG20241230190734.jpg

IMG20241230190800.jpg

পাঁচমিশালি সবজি শুঁটকি রেসিপি

IMG20241230191616.jpg

IMG20241230191638.jpg

প্রয়োজনীয় উপকরণ সমূহ :-

IMG_20241231_210823.jpg

IMG_20241231_211130.jpg

IMG_20241231_210943.jpg

নামপরিমাণ
ফুলকপিপরিমান মতো
পাতা কপিপরিমান মতো
শিমপরিমান মতো
মুলাপরিমান মতো
লাউপরিমান মতো
টমেটোপরিমান মতো
বেগুনপরিমান মতো
শুটকিপরিমান মতো
ছোট চিংড়িপরিমাণ মতো
পেঁয়াজ কুচিদুইটি
রসুন বাটাপরিমান মত
কাঁচা মরিচ কুচিপরিমান মত
ধনিয়া পাতাপরিমান মতো
হলুদ গুঁড়াআধা চামচ
মরিচ গুঁড়াপরিমান মত
মসলার গুঁড়াপরিমান মত
আদা বাটাপরিমান মত
লবনপরিমান মতো
সোয়াবিন তেল১০০ গ্রাম ইত্যাদি ‌।

↘️ প্রস্তুত প্রণালীঃ ↙️

↘️ধাপ :- ১↙️

  • আমি প্রয়োজনীয় উপকরণ যোগাড় করি। রান্নার প্রক্রিয়ার কাজ আরম্ভ করছি।

1000058472.jpg

1000058475.jpg

  • আমি সকল সবজি কেটে পরিষ্কার করে ধুয়ে নিলাম। শুটকি এবং চিংড়ি মাছ কেটে ধুয়ে নিলাম। তারপর মসলা জাতীয় সকল উপকরণ জোগাড় করে নিলাম।

↘️ধাপ :- ২↙️

1000058474.jpg

  • এই ধাপে আমি একটি পাতিল চুলার উপরে বসায়। পাতিলের মধ্যে পরিমাণ মতো তেল ঢেলে দিলাম। তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম।

↘️ধাপ :- ৩↙️

1000058476.jpg

  • পেঁয়াজ কুচি লাল বর্ণ হয়ে গেলে ছোট চিংড়ি মাছ এবং শুটকি ঢেলে দিলাম। তারপর কিছুক্ষণ নাড়িয়ে নিলাম।

↘️ধাপ :- ৪↙️

1735660366763.jpg

  • শুটকির মধ্যে পরিমাণ মতো কাঁচামরিচ কুচি এবং হলুদের গুঁড়া দিয়ে কষিয়ে নিলাম।

↘️ধাপ :- ৫↙️

1000058478.jpg

  • এই ধাপে পরিমাণ মতো মসলার গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়ে কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিলাম।

↘️ধাপ :- ৬↙️

1000058479.jpg

  • এখন আমি সকল সবজি পাতিলের মধ্যে দিয়ে দিলাম।

↘️ধাপ :- ৭↙️

1735660994749.jpg

*এখন আমি সবজি ভালো করে কষিয়ে নিলাম।

↘️ধাপ :- ৮↙️

1735662315748.jpg

  • এই পর্যায়ে আমি সবজির মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম।

↘️ধাপ :- ৯↙️

IMG_20241231_222858.jpg

  • কিছুক্ষণ পর পর ঢাকনা উঠিয়ে নাড়িয়ে নিচ্ছি। তরকারি রান্না হচ্ছে।

↘️ সর্বশেষ ধাপ :- ↙️

IMG20241230143118.jpg

  • পরিশেষে সবজি রান্না হয়ে গেছে ঝোল পরিমাণ মতো রয়েছে।

আমার কাঙ্খিত সবজি রেসিপি তৈরি করা শেষ হয়েছে। এই ভাবে আমি পাঁচমিশালি সবজি শুঁটকি এই রেসিপি টি সম্পূর্ণ করি। যা এখন আপনাদের কাছে দৃশ্যমান। আমি রেসিপির কিছু আলোকচিত্র করে নিলাম।

IMG20241230191534.jpg

IMG20241230191616.jpg

IMG20241230191551.jpg

IMG20241230191507.jpg

IMG20241230191638.jpg

IMG20241230191629.jpg

পোস্টটির কোথায় ভুল ত্রুটি হলে সুন্দর ক্ষমা দৃষ্টিতে দেখবেন।

পোস্ট বিবরণ :-

শ্রেণীরেসিপি
ক্যামেরাrealme C55
পোস্ট তৈরি@ah-agim
লোকেশনফেনী, বাংলাদেশ

এতক্ষণ আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার পোস্টটি শেষ পর্যন্ত দেখার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই। আপনাদের উৎসাহ এবং অনুপ্রেরণা পেলে আমি আরো বিভিন্ন ধরনের রেসিপি আপনাদের মাঝে উপস্থাপন করবো, ইনশাআল্লাহ।

অন্য সময়ে আবার অন্য কোন বিষয় নিয়ে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। সুস্থ থাকবেন, নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নিবেন । এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।

সবাইকে শুভ রাত্রি
আপনারা সবাই ভালো থাকবেন।
আপনাদের সকলকে আমার পক্ষ থেকে ভালোবাসা💜💙 এবং অভিনন্দন রইলো ।

আমার পরিচিতি

G0mIPwfurEJVlbirXIKFAUZVIuK.jpg

আমি আওলাদ হোসেন আজিম ।আর আমার ইউজার নাম @ah-agim আমি একজন বাংলাদেশী। মাতৃভাষা বাংলায় বলে পেরে আমি খুব গর্বিত। আমার মনে ভাষা বাংলায় প্রকাশ করতে খুব ভালো লাগে। আমি আমার বাংলা ব্লগ কমিউনিটিকে ভালোবাসি। আমার বাংলা ব্লগ কমিউনিটির সন্মানিত ফাউন্ডার, এডমিন, মডারেটর সহ সকল সদস্যদের প্রতি আমার অফুরন্ত ভালোবাসা বিরাজমান। আমি বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে ভালোবাসি। সৃষ্টিকর্তার দেওয়া প্রাকৃতিক সৌন্দর্য দেখতে আমার কাছে খুব বেশি ভালো লাগে। তাছাড়া আমি বিভিন্ন ধরনের কাগজের ( কারুকাজ ) এবং বিভিন্ন রকমের রান্না ( রেসিপি ) করতে পছন্দ করে থাকি। আমি ফটোগ্রাফি করে থাকি। ফটোগ্রাফি করতে আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগে। বিশেষ করে সৃষ্টিকর্তার দেওয়ায় প্রাকৃতিক সৌন্দর্যের দৃশ্য সমূহ ফটোগ্রাফি করতে আমার কাছে ভালো লাগে।


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

puss_mini_banner4.png

Banner PUSS.png

♥️ আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ 🖤

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপনি তো মুলার আচার বানাই ফেললেন আশা করি খেতে বেশ মজার হয়েছিল। আর পাঁচমিশালী সবজি দিয়ে শুটকি মাছ রান্না করলে খেতে খুব ভালো লাগে। অনেক লোভনীয় রেসিপি তৈরি করে প্রতিযোগিতায় অংশগ্রহণ করলেন। আপনার জন্য রইল অনেক অনেক শুভকামনা।

জি আপু, মুলার আচার খেতে বেশ ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে সুন্দর মতামত শেয়ার করার জন্য।

প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য প্রথমে আপনাকে জানাই আমার পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। ভাই আপনি আজকে আমাদের মাঝে খুবই সুন্দর ভাবে টক ঝাল মিষ্টি মুলার আচার রেসিপি তৈরি করে শেয়ার করেছেন। আসলে শীতকালীন সবজি মুলা খেতে বেশ পছন্দ করি আমি। এত সুন্দর ভাবে রেসিপি তৈরীর পদ্ধতি আমাদের মাঝে প্রত্যেকটি স্টেপ বাই স্টেপ শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

রেসিপি পোস্ট দেখে সুন্দর মতামত শেয়ার করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ ভাই।

জলপাই আর মুলো দিয়ে আচারটা সবথেকে বেশি ভালো লাগলো। পরে যেটা শুটকি দিয়ে মিক্স ভেজে রান্না করেছেন সেটা তো মোটামুটি সবাই করে। কিন্তু মুলোর আচার বিষয়টাই আমার কাছে নতুনত্ব মনে হল। প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আপনাকে অনেক অভিনন্দন জানাই এবং ফলাফলের জন্য আন্তরিক শুভকামনা রইল।

আপনার জন্যও অনেক অনেক ধন্যবাদ রইলো আপু। আপনার মন্তব্য দেখে বেশ ভালো লাগলো।

প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। মুলার আচার রেসিপি আগে তো কখনো খাওয়া হয়নি। আগে কখনো জানতামই না মুলা দিয়ে আচার তৈরি হয়। জলপাই এবং মুলা দিয়ে দারুন আচার রেসিপি তৈরি করেছেন আমার কাছে ব্যাপারটা খুবই ইউনিক লাগলো। শুটকি মাছের পাঁচমিশালী সবজি ও বেশ হয়েছে। লোভনীয় সব রেসিপি শেয়ার করে নিয়েছেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল ভাইয়া।

রেসিপি পোস্ট দেখে বেশ সুন্দর মতামত শেয়ার করেছেন আপনি। ধন্যবাদ আপনাকে এতো সুন্দর মন্তব্য শেয়ার করার জন্য।

আমার বাংলা ব্লগ কমিউনিটি আমাদের কথা মাথায় রেখেই এমন সুন্দর প্রতিযোগিতার আয়োজন করে থাকে। আর আপনি সেই প্রতিযোগিতার জন্য দারুন একটি অসাধন রেসিপ তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর এই রেসিপির জন্য।

আপনাকেও ধন্যবাদ এতো সুন্দর অনুভূতি শেয়ার করার জন্য।

আপনি তো একটি পোস্টে দুটি রেসিপি দেখিয়ে দিয়েছেন। দুটি রেসিপি ভীষণ সুন্দর হয়েছে। প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন দেখে ভালো লাগছে। আগাম শুভেচ্ছা রইল।

মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ আপনাকে ভাই।

ডেইলি টাস্ক প্রুফ:

IMG_20250101_145556.jpg

IMG_20250101_145623.jpg

IMG_20250101_145614.jpg

IMG_20250101_145604.jpg

IMG_20250101_145633.jpg

বাহ! মুলোর দারুণ আচার তৈরী করেছেন তো, দেখেই লোভ লেগে গেলো। অনেক ধন্যবাদ

ভাইয়া আপনার মন্তব্য দেখে বেশ খুশি হলাম। সত্যি মুলার আচার বেশ লোভনীয় ছিলো। ধন্যবাদ আপনাকে ভাইয়া মতামত শেয়ার করে উৎসাহ প্রদান করার জন্য।

আজকে আপনার চমৎকার একটি রেসিপি দেখতে পেলাম। আপনার রেসিপিটি দেখে লোভনীয় লাগছে খেতে ও মনে হয় অনেক সুস্বাদু হয়েছিল।এক কথায় বলতে গেলে অসাধারণ একটি রেসিপি পোষ্ট শেয়ার করেছেন আজকে। ধন্যবাদ

জি ভাই, রেসিপি গুলো বেশ লোভনীয় হয়েছে। ধন্যবাদ আপনাকে ভাই।

প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন দেখে বেশ ভালো লাগলো ভাইয়া। ইউনিক দুটি রেসিপি এর মাধ্যমে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন। মূলার আচার দেখে সত্যি অবাক হয়ে গেলাম। মুলা দিয়েও আচার তৈরি করা যায় এ কথা কখনো চিন্তা করিনি। শুটকি দিয়ে খুব সুন্দর ভাবে সবজি রান্না করেছেন। দুটো রেসিপি খুব লোভনীয় লাগছে দেখতে। ধন্যবাদ আপনাকে।

আপনার মন্তব্য পড়ে খুব ভালো লাগলো আপু, এতো চমৎকার অনুভূতি শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

আপনি তো দেখছি ইউনিক রেসিপির মাধ্যমে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন। মুলা’র আচার কখনো খাওয়া হয়নি আমার। তবে দেখতে সত্যিই বেশ লোভনীয় লাগছে। সাথে জলপাই দিয়েছেন দেখছি। বেশ ভালো লাগলো রেসিপিটা দেখতে। যাইহোক আপনার জন্য শুভকামনা রইলো ভাই।

আপনার জন্যও শুভকামনা রইলো ধন্যবাদ আপনাকে ভাই।

ভাইয়া আপনাকে অনেক ধন্যবাদ প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। আপনি আজ চমৎকার দুটো রেসিপি নিয়ে হাজির হয়েছেন।আশাকরি রেসিপি দুটো মজা করে খেয়েছেন।রেসিপি দুটো খুব সুন্দর ভাবে শেয়ার করে নিলেন এজন্য অনেক ধন্যবাদ জানাই আপনাকে।

জি আপু, রেসিপি গুলো খেতে খুব ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে এতো সুন্দর অনুভূতি শেয়ার করার জন্য।

প্রতিযোগিতা অংশগ্রহণ করে আপনি দারুন দারুন দুটো রেসিপি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার রেসিপিগুলো দেখে বেশ ভালো লেগেছে বিশেষ করে মুলার আচারের রেসিপিটা অনেক লোভনীয় লাগছে। খেতেও নিশ্চয়ই সুস্বাদু হয়েছিল। ধন্যবাদ আপনাকে মজার দুটো রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

রেসিপি গুলো দেখে আপনার বেশ ভালো লেগেছে জেনে খুব খুশি হলাম। ধন্যবাদ আপনাকে আপু।

প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য প্রথমে আপনাকে জানাই অভিনন্দন। আপনি আমাদের মাঝে টক ঝাল মিষ্টি মুলার লোভনীয় আচার রেসিপিটি শেয়ার করেছেন দেখেই লোভ লেগে গেল।আসলে শীতকালের সবজিগুলো অতুলনীয় স্বাদ। আপনার রেসিপিটির কালার অসাধারণ ছিল। ধন্যবাদ পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

আপনাকে আপু, অনেক অনেক অভিনন্দন জানাই এতো সুন্দর অনুভূতি শেয়ার করার জন্য। ধন্যবাদ আপনাকে আপু।

জলপাই দিয়ে মুলার আচার রেসিপি দারুন হয়েছে ভাইয়া। একেবারে নতুন ধরনের একটি রেসিপি দেখতে পেলাম। আর সবজি দিয়ে শুটকি মাছ রান্না করলে খেতে সত্যি অনেক ভালো লাগে। আপনার রেসিপি গুলো অনেক ভালো লেগেছে।

জি আপু, জলপাই দিয়ে মুলার আচার রেসিপি বেশ দারুন হয়েছে। ধন্যবাদ আপনাকে আপু।

বেশ ভালো পরিশ্রম করেছেন দেখছি।দুটো রেসিপি তাও আবার ভিন্ন ভিন্ন স্বাদে এটা দেখেই তো লোভ লাগছে।আর প্রতিযোগিতা মানেই হলো ভিন্ন কিছু যেটা আপনার পোস্টের মাধ্যমে দেখলাম।একটা অবস্থানে ছিলেন শুনে আরও ভালো লেগেছিলো।

জি আপু, চেষ্টা করেছি ইউনিক রেসিপি তৈরি করার জন্য। ধন্যবাদ আপনাকে আপু।