টার্গেট ডিসেম্বর সিজন ৪ পাওয়ার বৃদ্ধি ১০ Steem

in hive-129948 •  3 days ago 

শ্রদ্ধেয় প্রিয় ভাই ও বোনেরা,
আপনারা সবাই কেমন আছেন ? সৃষ্টিকর্তার কৃপায় আশা করি ভালো আছেন । আমিও সৃষ্টিকর্তার রহমতে ভালো আছি । আমার বাংলা ব্লগ কমিটির সদস্যরা আপনাদের মাঝে আবারও এসে হাজির হলাম। আজ আমি আপনাদের আমার পাওয়ার আপ বৃদ্ধি করা সম্পর্কে বলতে চাই। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে পুরো পোস্টটি দেখবেন। আমি প্রথমে আন্তরিক ধন্যবাদ জানাই প্রিয় rex-sumon ভাইকে পাওয়ার আপ করার জন্য উৎসাহ প্রদান করতে এত সুন্দর উদ্যোগ গ্রহণ করেছে। এই উদ্যোগ গ্রহণের মাধ্যমে আমরা অনেক উৎসাহ এবং উদ্দীপনা নিয়ে পাওয়ার আপ করে যাচ্ছি।

আজ আমি ১০ স্টিম পাওয়ার আপ করছি। পাওয়ার আপ মানে নিজের সক্ষমতা বৃদ্ধি করা বা, কাজ করার শক্তি বৃদ্ধি করা। এই প্লাটফর্মে দীর্ঘমেয়াদে কাজ করতে হলে পাওয়ার আপ এর গুরুত্ব অপরিসীম। যার পাওয়ার যতো বেশি তার ক্ষমতা ততো বেশি। আমি আস্তে আস্তে পাওয়ার আপ করতে করতে টার্গেট ডিসেম্বর সিজন ৪ লক্ষ্যমাত্রা অর্জন করতে সম্ভব হবে। তাই আমি প্রতি সপ্তাহে পাওয়ার আপ করার চেষ্টা করি। আপনারা সবাই দোয়া করবেন আমি যাতে কাঙ্খিত লক্ষ্য মাত্রা ১৫,০০০ এসপি করতে পারি।

আমি যেভাবে পাওয়ার আপ করছি।

IMG_20241201_023956.jpg

↘️ধাপ :- ১↙️

  • পাওয়ার আপ করার জন্য প্রথমে আমি আমার ওয়ালেট গেলাম । একটি স্ক্রিনশট নিয়েছি। আজ আমি ১০ স্টিম পাওয়ার আপ করতেছি।

IMG_20241201_023455.jpg

↘️ধাপ :- ২↙️

IMG_20241201_023616.jpg

  • পাওয়ার আপয়ে ক্লিক করলাম। এখানে আমি ১০ স্টিম পাওয়ার আপ করেছি।

↘️ধাপ :- ৩↙️

1000053874.jpg

তারপর অ্যাক্টিভ "কী" দিয়ে পাওয়ার এর কার্যক্রম শেষ করেছি। এবং সব শেষের wallet এর একটি স্ক্রীনশট নিয়েছি। আমি প্রথম থেকে শেষ পর্যন্ত ধাপে ধাপে পাওয়ার আপ করলাম।

পূর্বে আমার পাওয়ার ছিল ১০,৪৩৭ STEEM ।আরো এখন ১০ স্টিম পাওয়ার বৃদ্ধি করার পর মোট ১০,৪৪৭ পাওয়ার আপ হয়েছে STEEM।

পোস্টটির কোথায় ভুল ত্রুটি হলে সুন্দর ক্ষমা দৃষ্টিতে দেখবেন।

আমার পরিচিতি

G0mIPwfurEJVlbirXIKFAUZVIuK.jpg

আমি আওলাদ হোসেন আজিম ।আর আমার ইউজার নাম @ah-agim আমি একজন বাংলাদেশী। মাতৃভাষা বাংলায় বলে - আমি খুব গর্বিত। আমার মনে ভাষা বাংলা এর প্রকাশ করতে খুব ভালো লাগে। আমি আমার বাংলা ব্লগ কমিউনিটিকে ভালোবাসি। আমার বাংলা ব্লগ কমিউনিটির সন্মানীত এডমিন মডারেটর সহ সকল সদস্যদের প্রতি আমার অফুরন্ত ভালোবাসা বিরাজমান। আমি বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে ভালোবাসি। সৃষ্টিকর্তার দেওয়া প্রাকৃতিক সৌন্দর্য দেখতে আমার কাছে খুব বেশি ভালো লাগে। তাছাড়া আমি বিভিন্ন ধরনের কাগজের ( কারুকাজ ) এবং বিভিন্ন রকমের রান্না ( রেসিপি ) করতে পছন্দ করি। আমি ফটোগ্রাফি করে থাকি। ফটোগ্রাফি করতে আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগে।বিশেষ করে সৃষ্টিকর্তার দেওয়ায় প্রাকৃতিক সৌন্দর্যের দৃশ্য সমূহ ফটোগ্রাফি করতে আমার কাছে ভালো লাগে।


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

puss_mini_banner4.png

Banner PUSS.png

আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ 🖤

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপনি ১৫ হাজার স্টিম পাওয়ার আপ টার্গেট পূরণ করার জন্য আজকে দশ স্টিম পাওয়ার আপ করেছেন। এই প্লাটফর্মে যত বেশি পাওয়ার আপ করা যায় তত বেশি আমাদের জন্য সুবিধা হয়। কারণ পাওয়ার আপ এর মাধ্যমে আমরা আমাদের লক্ষ্য পূরণ করতে পারি। আশা করি ধারাবাহিকভাবে পাওয়ার আপ করে কাঙ্ক্ষিত লক্ষ পূরণ করবেন এটাই কামনা করি।

পাওয়ার বৃদ্ধি করার পোস্ট দেখে সুন্দর অনুভূতি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

Upvoted! Thank you for supporting witness @jswit.

IMG_20241201_114035.jpg

IMG_20241201_114051.jpg

IMG_20241201_114101.jpg

টার্গেট ডিসেম্বর সিজন ৪ সামনে রেখে দশ স্টিম পাওয়ার বৃদ্ধি করে নিজের সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে এগিয়ে যাচ্ছেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল ভাইয়া এগিয়ে যান।

আপনার জন্যও শুভকামনা রইলো ধন্যবাদ আপনাকে ভাই।

নিজের টার্গেটকে সামনে রেখে আপনি এগিয়ে যাচ্ছেন। আজ আপনি ১০স্টিম পাওয়ার আপ করে অনেকটা এগিয়ে গেলেন। এইভাবেই ছোট ছোট এমাউন্ট পাওয়ার আপ করার মাধ্যমে আপনার লক্ষ্যে পৌঁছে যাবেন। আপনার জন্য শুভকামনা রইল।

অনেক অনেক ধন্যবাদ আপু সুন্দর অনুভূতি শেয়ার করার জন্য।

You've got a free upvote from witness fuli.
Peace & Love!

নিজের আইডিকে শক্তিশালী করে তোলার এক অন্যতম মাধ্যম পাওয়ার আপ।এই পাওয়ার আপ করে একান্তভাবে নিজেকে এগিয়ে যাওয়া সম্ভব।আশা করছি সব সময় এভাবেই নিজেকে এগিয়ে নিয়ে যাবেন। অনেক অনেক শুভকামনা রইল। 💓

আপনার মন্তব্য দেখে খুব ভালো লাগলো ভাইয়া । আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাই। এতো সুন্দর ভাবে উৎসাহিত করার জন্য।

পাওয়ার আপ আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আরো বেশি গুরুত্বপূর্ণ পাওয়ার আপের ধারাবাহিকতা ধরে রাখা। আজকে আপনি ১০ স্টিম পাওয়ার আপ করার মাধ্যমে আপনার পাওয়ার অপের ধারাবাহিকতা ধরে রাখলেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল ভাইয়া।

পাওয়ার আপ মানেই নিজের সক্ষমতা বৃদ্ধি।আপনি আপনার পাওয়ার আপের ধারাবাহিকতা বজায় রেখেছেন দেখে ভালো লাগলো।এভাবে ধীরে ধীরে আপনি আপনার লক্ষ্যে পৌঁছে যাবেন আশা করি, ধন্যবাদ আপনাকে।

টার্গেট ডিসেম্বর সিজন ফোর উপলক্ষে আজকে ১০ স্টিম পাওয়ার আপ করছেন। স্টিমিট প্লাটফর্মে পাওয়ার আপ করা মানে নিজের আইডির সক্ষমতা বৃদ্ধি করা। আমাদের সবার উচিত কিছু কিছু করে পাওয়ার আপ করার।ধন্যবাদ ভাই পোস্ট টি শেয়ার করার জন্য।

এই প্লাটফর্মে যখন আমরা পাওয়ার আপ করি তখন নিজের কাছে খুব ভালো লাগে। কারণ পাওয়ার আপ এর মাধ্যমে আমরা আমাদের অবস্থান শক্ত করতে পারি এই ফ্ল্যাট ফর্মে। আজকে আপনি ১০ স্টিম পাওয়ার আপ করেছেন আপনার লক্ষ্য পূরণ করার জন্য। আপনি যদি বড় বড় এমাউন্ট পাওয়ার আপ করেন তাহলে আপনার ১৫০০০ এসপি পাওয়ার আপ টার্গেট পূরণ করতে পারবেন।

আপনি ১০ স্টিম পাওয়ার আপ এর মাধ্যমে ১০,৪৪৭+ এসপি তে পৌঁছে গেলেন ভাই। যত বেশি পাওয়ার আপ তত বেশি শক্তি অর্জন। আশা করি পাওয়ার আপ এর ধারাবাহিকতা বজায় রেখে, আপনার কাঙ্খিত লক্ষ্য অর্জন করতে সক্ষম হবেন। আপনার জন্য শুভকামনা রইলো ভাই।