পুরুষ হয়ে জন্ম নিয়েছি সফলতা আনতে হবে।

in hive-129948 •  3 days ago 

বিসমিল্লাহি রহমানের রাহিম
আসসালামু আলাইকুম

শ্রদ্ধেয় প্রিয় ভাই ও বোনেরা,
আপনারা সবাই কেমন আছেন? সৃষ্টিকর্তার কৃপায় আশা করি ভালো আছেন। আমিও সৃষ্টিকর্তার রহমতে ভালো আছি।

প্রিয়, আমার বাংলা ব্লগ কমিটির সদস্যরা
আপনাদের মাঝে আবার এসে হাজির হলাম। আজ আমি আপনাদের, পুরুষ হয়ে জন্ম নিয়েছি সফলতা আনতে হবে এই বিষয় সম্পর্কে বলতে চাই। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে পুরো পোস্টটি দেখবেন আশা করি।

1000062448.jpg
source

আসুন শুরু করি

একজন ছেলে বা, মেয়ে যখন পরিবারে জন্মগ্রহণ করে তখন পরিবারের সবার নিকট ঐ ছেলে বা, মেয়ের গুরুত্ব সমান। ছেলে বা, মেয়েকে পরিবারের সবাই খুবই সমান আদর যত্ন ভালোবাসা, মায়া, মমতা দিয়ে লালন পালন করে। মানুষের মতোন মানুষ করে গড়ে তুলতে সবাই সহযোগিতা করে। পরিবারের ছেলে মেয়ে যে হোক না কেন সুন্দর ভাবে বেড়ে ওঠে। ছেলে বা, মেয়ে পরিবারের সবার আদর যত্ন ভালোবাসা সমান ভাবে পেয়ে থাকে। ছেলে বা, মেয়ের শৈশব এবং প্রাথমিক বিদ্যালয় জীবন খুব সুন্দর ভাবে কেটে যায়। যখনি মাধ্যমিক বিদ্যালয়ে ছেলে এবং মেয়ে উত্তীর্ণ হয় তখন থেকে পরিবারের সদস্যদের আচার-আচরণ দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ ধীরে ধীরে পরিবর্তন হয়ে থাকে।

মেয়েদের ক্ষেত্রে আচার-আচরণ দৃষ্টিভঙ্গি একরকম আর ছেলেদের ক্ষেত্রে অন্যরকম হয়ে থাকে। মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর কলেজ এবং বিশ্ববিদ্যালয় জীবনে মেয়ে এবং ছেলেদের ক্ষেত্রে পরিবার, আত্মীয়-স্বজন সমাজ সবাই ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গি প্রকাশ করে। পরিবার সমাজ আত্মীয়-স্বজন সবাই মনে করে ছেলে হয়ে জন্ম গ্রহণ করেছে মানে জীবনের সফলতা আনতে হবে। কোন ভাবে ব্যর্থ হওয়া যাবে না। ছেলেদের জীবন মানেই যেকোনো উপায়ে সফল হওয়া চাই। ছেলেদের জীবনে প্রতিটি পর্যায়ে সবাই সফল হতে দেখতে চাই। প্রকৃতির বাস্তবতা হচ্ছে জীবনের সফলতা কেউ চাইলে তা চলে আসে না।

পরিবেশ পরিস্থিতি বুঝে ধৈর্য ধারণ করে কঠিন পরিশ্রম করতে পারলে জীবন সফলতা আসে। শুধু কঠিন পরিশ্রমের উপর সফলতা নির্ভর করে না। সফলতা নির্ভর করে ভাগ্য এবং পরিশ্রম দুইটা উপর । পরিশ্রমের পাশাপাশি ভাগ্য যদি সহায়ক হয় তাহলে জীবন সফলতা আসে । ছেলেদের ক্ষেত্রে এই বিষয়টা কেউ বুঝতে চায় না । সবাই শুধু ছেলেদের সফলতা কামনা করে। আর কোনভাবে যদি ব্যর্থ হয় তাহলে ছেলেদের পরিবার সমাজ এবং আত্মীয়-স্বজন সব জায়গায় থেকে অবহেলা, অপমানের শিকার হয়। সবাই বেশ কটুকথা, অপমান এবং ট্রল করে থাকে।

একজন ছেলে মানুষ হিসেবে তার জীবন সফলতা এবং ব্যর্থতা থাকতে পারে। কিন্তু ছেলেদের জীবনের প্রতিটি পর্যায়ে সফল হতে না পারলে অবহেলা বঞ্চনার শিকার হয়। পরিবেশ এবং পরিস্থিতি যতো কঠিন হোক না কেন মন হয় যেন ছেলেদের জন্ম হয়েছে জীবনের প্রতিটি পর্যায়ে সফল হবার জন্য। আর যদি কোন ভাবে সফল হওয়া না যায় তাহলে পরিবার সমাজ এবং আত্মীয়-স্বজন সবাই তাকে মানুষ হিসেবেও গণ্য করতে রাজি হয় না। ছেলেদের জীবনে কোন ভাবে যদি ব্যর্থ হয়ে যায় তাহলে পরিবার আত্মীয় স্বজন সমাজ সবাই দূরে সরে যায়। মনে হয় যেন সেই মহাপাপ করে ফেলেছে। সফল না হওয়ার পেছনে সীমাবদ্ধতা কি কি ছিলো কেউ জানতে চায় না।

তাকে পাশে এসে সান্ত্বনা দেওয়ার মতো কোন লোক থাকে না। উল্টো সবাই মিলে কেন ব্যর্থ হয়েছে এই সমালোচনায় মগ্ন থাকে। তাকে দেখলে সব জায়গায় থেকে শুধু সমালোচনা করা হয়। এতে করে ছেলেরা মানসিক ভাবে ভেঙে পড়ে যায়। দিন দিন পরিবার আত্মীয় স্বজন সমাজ সবার থেকে দূরত্ব সৃষ্টি হয়। ছেলেদের জীবনে একাকীত্ব নেমে আসে। হাজার দুঃখ কষ্ট যন্ত্রণা সহ্য করার পরেও ছেলেটা শুধু হাসিমুখে সফলতার গল্পের জন্য অপেক্ষা করে। সে কখনো তার ব্যর্থতার গল্প কাউকে বলতে পারে না। তার পাশে যখন কেউ থাকে না তখন একাকীত্ব তার সঙ্গী হয়।

আর একাকীত্বের সাথে সে সবসময় একটা কথা বলে থাকে । পুরুষ হয়ে জন্ম নিয়েছি সফলতা আনতে হবে। পরিবেশ পরিস্থিতি যতো কঠিন হোক না কেন জীবনে যতো কষ্ট দুঃখ আসুক কোন কিছুই হবে না। পুরুষের জীবনের প্রতিটি পর্যায়ে সফলতা আনতে হবে। পুরুষের জীবন মানে সফলতা ব্যর্থ হলে যে সমালোচনার ঝড় বয়ে যাবে।


পোস্টটির কোথায় ভুল ত্রুটি হলে সুন্দর ক্ষমা দৃষ্টিতে দেখবেন।

এতক্ষণ আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার পোস্টটি শেষ পর্যন্ত দেখার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই। আপনাদের উৎসাহ এবং অনুপ্রেরণা পেলে আমি অন্য কোন বিষয় উপস্থাপন করবো, ইনশাআল্লাহ।

অন্য সময়ে আবার অন্য কোন বিষয় নিয়ে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। সুস্থ থাকবেন, নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নিবেন । এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।

সবাইকে শুভ রাত্রি
আপনারা সবাই ভালো থাকবেন।
আপনাদের সকলকে আমার পক্ষ থেকে ভালোবাসা 💜💙 এবং অভিনন্দন রইলো।

আমার পরিচিতি

G0mIPwfurEJVlbirXIKFAUZVIuK.jpg

আমি আওলাদ হোসেন আজিম ।আর আমার ইউজার নাম @ah-agim আমি একজন বাংলাদেশী। মাতৃভাষা বাংলায় বলে পেরে আমি খুব গর্বিত। আমার মনে ভাষা বাংলায় প্রকাশ করতে খুব ভালো লাগে। আমি আমার বাংলা ব্লগ কমিউনিটিকে ভালোবাসি। আমার বাংলা ব্লগ কমিউনিটির সন্মানিত ফাউন্ডার, এডমিন, মডারেটর সহ সকল সদস্যদের প্রতি আমার অফুরন্ত ভালোবাসা বিরাজমান। আমি বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে ভালোবাসি। সৃষ্টিকর্তার দেওয়া প্রাকৃতিক সৌন্দর্য দেখতে আমার কাছে খুব বেশি ভালো লাগে। তাছাড়া আমি বিভিন্ন ধরনের কাগজের ( কারুকাজ ) এবং বিভিন্ন রকমের রান্না ( রেসিপি ) করতে পছন্দ করে থাকি। আমি ফটোগ্রাফি করে থাকি। ফটোগ্রাফি করতে আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগে। বিশেষ করে সৃষ্টিকর্তার দেওয়ায় প্রাকৃতিক সৌন্দর্যের দৃশ্য সমূহ ফটোগ্রাফি করতে আমার কাছে ভালো লাগে।


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

puss_mini_banner4.png

Banner PUSS.png

♥️ আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ 🖤

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

1000062470.jpg

1000062471.jpg

1000062472.jpg

1000062469.jpg

পুরুষ হিসেবে জন্ম নেওয়া শুধু দায়িত্ব পালন করার বিষয় নয়, বরং নিজের স্বপ্ন পূরণ এবং পরিবারের জন্য কিছু ভালো করে দেখানোর তাগিদও নেওয়া। জীবনে বড় কিছু অর্জন করতে গেলে কঠোর পরিশ্রম এবং ধৈর্যের প্রয়োজন, আর সেই পথে এগিয়ে যেতে পারলেই সফলতা নিশ্চিত।সফলতা শুধু একটা গন্তব্য নয়, এটি একটি ধারাবাহিক যাত্রা যেখানে আপনি প্রতিদিন আরও ভালো হতে শিখবেন। ধন্যবাদ ভাইয়া আপনার পোস্ট টি পড়ে ভালো লাগলো।

জি আপু আপনি ঠিক বলেছেন, নিজের স্বপ্ন পূরণ এবং পরিবারের জন্য কিছু ভালো করায় পুরুষদের কাজ। ধন্যবাদ আপনাকে আপু।

জীবনে বাঁচতে হলে সফলতা আনা ভীষণ জরুরী।একটি পরিবারের প্রধান হচ্ছে পুরুষ। তাই পুরুষের সফল হওয়া,তার স্বপ্ন পূরনে নিজেকে সবকিছুর আগে এগিয়ে নিয়ে যেতে হয়।পুরুষ সফল হলে তার পরিবার ভালো থাকে।তবে সেই পুরুষের ব্যর্থতার সময়েও তাকে পাশে থেকে সান্ত্বনা দেয়ার দায়িত্ব পরিবারের সকলের।

এতো সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাই।

ছেলেদের জীবন মানেই যেন ইঁদুর দৌড়ে নাম লেখানো ভাই। আপনি একদম সঠিকভাবে সম্পূর্ণ বিষয়টি ব্যাখ্যা করেছেন। ছেলেরা যেন জন্মায়ই পয়সা ইনকাম করবার জন্য। আর পয়সা দিয়েই একটি ছেলের মান যশ নির্ধারণ করা হয়। আসলে কোন ছেলে যদি আয় উপায় না করতে পারে তবে সমাজে তার কোন অবস্থান নেই। আমাদের সমাজ এমন ভাবেই সবকিছুকে চিন্তা করে।

জি ভাই, টাকাপয়সা দিয়েই একটি ছেলের মান যশ নির্ধারণ করা হয় এইটাই সমাজের রীতি। ধন্যবাদ আপনাকে ভাই।

ছেলেদের জীবনে সফলতার চাপ এবং ব্যর্থতার পরিণতির প্রতি এই দৃষ্টিভঙ্গি অনেকটা অপ্রত্যাশিত কিন্তু বাস্তব। এটি আমাদের সচেতন করে যে, সামাজিক চাপ এবং একাকীত্বের মাঝে একজন মানুষের কষ্ট অনুভব করা উচিত। চমৎকার লিখেছেন ভাই।

দারুন অনুভূতি শেয়ার করেছেন ধন্যবাদ আপনাকে ভাই।

পুরুষের সফলতা টাকায়। যে পুরুষ যত টাকার মালিক সেই পুরুষ তত সফল। টাকা ছাড়া পুরুষ মানুষ ঠিক পুরুষ হয় না। এটা একেবারে নিদারুণ এক বাস্তবতা হা হা। ব‍্যাপার টা একটু খারাপ লাগলেও এটাই কিন্তু সত্যি ভাই। বেশ সুন্দর লিখেছেন আপনি ধন্যবাদ আপনাকে।।

মনের কথা বলেছেন ভাই, পুরুষের সফলতা টাকায়। ধন্যবাদ আপনাকে ভাই।