চট্টগ্রাম ডিসি পার্কে কাটানো কিছু মুহূর্ত/ দ্বিতীয় পর্ব পর্ব ‌।

in hive-129948 •  18 hours ago 

বিসমিল্লাহি রহমানের রাহিম
আসসালামু আলাইকুম

শ্রদ্ধেয় প্রিয় ভাই ও বোনেরা,
আপনারা সবাই কেমন আছেন? সৃষ্টিকর্তার কৃপায় আশা করি ভালো আছেন। আমিও সৃষ্টিকর্তার রহমতে ভালো আছি।

প্রিয়, আমার বাংলা ব্লগ কমিটির সদস্যরা
আপনাদের মাঝে আবার এসে হাজির হলাম। আজ আমি আপনাদের, চট্টগ্রাম ডিসি পার্কে কাটানো কিছু মুহূর্ত সম্পর্কে বলতে চাই। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে পুরো পোস্টটি দেখবেন আশা করি।

আসুন শুরু করি

1000053470.jpg

IMG20240218125627.jpg

IMG20240218130138.jpg

গতকাল আমি আপনাদের মাঝে চট্টগ্রাম ডিসি পার্কে কাটানো কিছু মুহূর্তের প্রথম পর্ব ‌ উপস্থাপন করেছি। আজ দ্বিতীয় পর্ব উপস্থাপন করতে যাচ্ছি। পার্কের প্রবেশ পথ বেশ সুন্দর করে সাজানো হয়েছে। বিভিন্ন ধরনের গাছ এবং সারিবদ্ধ খেজুর গাছে নানা ভাবে আলোক সজ্জার মাধ্যমে বেশ সৌন্দর্য বর্ধন করা হয়েছে। দীর্ঘ প্রবেশ পথ পাড়ি দিয়ে আমরা পার্কের মূল ভিতরে অবস্থান করি। পার্কে যেহেতু একই সময় তিন ধরনের ইভেন্ট চলছে। তাই প্রথমে আমরা ফুল উৎসবে যোগ দিলাম। ঐ সময় পার্কে ফুল প্রদর্শনী চলছে। প্রায় ১৫০ প্রজাতির ফুল প্রদর্শন করা হয়েছে। জানা অজানা বৈচিত্রময় নানা ধরনের ফুল দেখতে পেলাম। বিশেষ করে অনেক ধরনের বিদেশি ফুল দেখতে পেলাম না যা আগে কখনো দেখি নি।

IMG20240218131730 (1).jpg

IMG20240218131722.jpg

অনেক বড় এরিয়াল জুড়ে ফুল গুলো বিভিন্ন ভাবে প্রদর্শন করা হয়েছে। নানা রকমের ফুল গুলো দেখে খুব ভালো লাগলো। নানা ধরনের ফুলের মধ্যে আমাদের দেশীয় কিছু ফুল দেখতে পেলাম। বিশেষ করে পলাশ এবং পেটুনিয়া ফুল দেখে খুব ভালো লাগলো। আমরা সবাই মিলে ঘুরে ঘুরে ফুল গুলো সৌন্দর্য উপভোগ করছি। ফুল দর্শনার্থীদের কোন শেষ নেই। অনেক দূর দুর্দান্ত থেকে অনেক দর্শনার্থী পার্কে ফুল উৎসবে এসেছে । কারণ আগে কখনো এতো ধরনের ফুল প্রদর্শন করা হয় নি এক সাথে। ফুলের টবের মধ্যে বিভিন্ন ধরনের ফুল ঝুলিয়ে প্রদর্শন করা হয়েছে। যার কারণে ফুল গুলো দেখতে খুবই সুন্দর লাগছে।

IMG20240218130818.jpg

IMG20240218130535.jpg

কিছু কিছু ফুলের ফটোগ্রাফি করে নিলাম আমি। বিভিন্ন ধরনের পাতা বাহার দেখতে পেলাম। নানা রকমের পাতাবাহার দেখে খুব ভালো লাগলো। পাতাবাহার সৌন্দর্য সত্যি খুব দারুণ। আমরা যখন গিয়েছি তখন দর্শনার্থীদ বেশ কম ছিলো। বেলা বাড়ার সাথে সাথে অনেক দর্শনার্থীদ আসলো। আমি আগে কখনো এতো রকমের ফুল দেখে নি ‌। বৈচিত্র্যময় ফুল গুলো দেখে খুব ভালো লাগলো। প্রায় ১৫০ প্রজাতির ফুল দেখে কোনটা রেখে কোনটার ফটোগ্রাফি করবো তা ভেবে পাচ্ছি না । পরবর্তীতে আমি ধীরে ধীরে কিছু ফটোগ্রাফি করে নিলাম। ফুলের নান্দনিক সৌন্দর্য দেখে বেশ মুগ্ধ হলাম।

IMG20240218130400.jpg

IMG20240218130303.jpg

ফুল প্রদর্শনের পাশে বই মেলের আয়োজন করা হয়েছে। বই মেলার মধ্যে কবিতা আবৃত্তি এবং গল্প বলার জন্য বেশ বড় সুন্দর মঞ্চ তৈরি করা হয়েছে। শ্রোতাদের জন্য প্রায় ৮০ টি আসন রাখা হয়েছে। আমরা ফুল প্রদর্শনী ঘুরে ঘুরে দেখার পর বই মেলাতে গেলাম। কবিতা এবং গল্প বলা হয় বিকেল বেলা। দর্শনার্থীদরা বসে বিভিন্ন ধরনের কবিতা আবৃত্তি শুনে এবং গল্প শুনে থাকে। আমরা যখন গিয়েছি তখন দুপুর বেলা তাই আমাদের কবিতা আবৃত্তি এবং গল্প শোনা হয় নি। কবিতা এবং গল্প আবৃত্তি করার জন্য বেশ সুন্দর ভাবে বড় মঞ্চ তৈরি করা হয়েছে। যা দেখতে খুবই সুন্দর লাগছে আমরা সেখানে কিছুক্ষণ অবস্থান করি ।

IMG20240218125452.jpg

IMG20240218130248.jpg


পোস্টটির কোথায় ভুল ত্রুটি হলে সুন্দর ক্ষমা দৃষ্টিতে দেখবেন।

এতক্ষণ আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার পোস্টটি শেষ পর্যন্ত দেখার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই। আপনাদের উৎসাহ এবং অনুপ্রেরণা পেলে আমি অন্য কোন বিষয় উপস্থাপন করবো, ইনশাআল্লাহ।

অন্য সময়ে আবার অন্য কোন বিষয় নিয়ে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। সুস্থ থাকবেন, নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নিবেন । এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।

সবাইকে শুভ রাত্রি
আপনারা সবাই ভালো থাকবেন।
আপনাদের সকলকে আমার পক্ষ থেকে ভালোবাসা 💜💙 এবং অভিনন্দন রইলো।

আমার পরিচিতি

G0mIPwfurEJVlbirXIKFAUZVIuK.jpg

আমি আওলাদ হোসেন আজিম ।আর আমার ইউজার নাম @ah-agim আমি একজন বাংলাদেশী। মাতৃভাষা বাংলায় বলে পেরে আমি খুব গর্বিত। আমার মনে ভাষা বাংলায় প্রকাশ করতে খুব ভালো লাগে। আমি আমার বাংলা ব্লগ কমিউনিটিকে ভালোবাসি। আমার বাংলা ব্লগ কমিউনিটির সন্মানিত ফাউন্ডার, এডমিন, মডারেটর সহ সকল সদস্যদের প্রতি আমার অফুরন্ত ভালোবাসা বিরাজমান। আমি বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে ভালোবাসি। সৃষ্টিকর্তার দেওয়া প্রাকৃতিক সৌন্দর্য দেখতে আমার কাছে খুব বেশি ভালো লাগে। তাছাড়া আমি বিভিন্ন ধরনের কাগজের ( কারুকাজ ) এবং বিভিন্ন রকমের রান্না ( রেসিপি ) করতে পছন্দ করে থাকি। আমি ফটোগ্রাফি করে থাকি। ফটোগ্রাফি করতে আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগে। বিশেষ করে সৃষ্টিকর্তার দেওয়ায় প্রাকৃতিক সৌন্দর্যের দৃশ্য সমূহ ফটোগ্রাফি করতে আমার কাছে ভালো লাগে।


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

puss_mini_banner4.png

Banner PUSS.png

♥️ আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ 🖤

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

@tipu curate

;) Holisss...

--
This is a manual curation from the @tipU Curation Project.

Loading...

1000053477.jpg

1000053478.jpg

1000053479.jpg

আপনার পার্কের কাটানো মূহুর্ত দেখে অনেক ভালো লাগলো। আপনার প্রতিটি ফুল গুলো অসাধারণ ছিল। আপনার ফটোগ্রাফি গুলো দেখে অনেক ভালো লাগলো। নিশ্চয় বেশ ভালো একটা সময় কাটিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর কাটানো মূহুর্ত আমাদের মাঝে শেয়ার করার জন্য।

অবশেষে চট্টগ্রাম ডিসি পার্কে ঘোরার দ্বিতীয় পর্ব পেয়ে গেলাম আমরা। প্রথম পর্বটির ন্যায় পর্বটিও খুবই সাবলীল ভাষায় বর্ণনা করেছেন। যেখানে একই সাথে তিনটি ইভেন্ট চলমান। এটা জেনে খুশি হলাম যে সেখানে 150 প্রজাতির ফুল দেখার সুযোগ হয়েছিল আপনাদের। বেশ ভালো লাগলো। যাইহোক বিকেল পর্যন্ত অপেক্ষা করলে হয়তোবা আপনারাও কবিতা আবৃতি এবং গল্প শুনতে পারতেন। ধন্যবাদ ডি সি পার্ক এর দ্বিতীয় পর্বটি শেয়ার করার জন্য, অপেক্ষায় রইলাম পরবর্তী পর্বের।

অসাধারণ কিছু ফটোগ্রাফি করেছেন। প্রত্যেকটা ফটোগ্রাফি থেকে অনেক ভালো লাগলো। এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য ধন্যবাদ।

ডিসি পার্কে কাটানো সুন্দর মুহূর্তের দ্বিতীয় পর্ব আজকে শেয়ার করেছেন দেখে ভালো লাগলো। ডিসি পার্কের সৌন্দর্যকে আপনি অনেক সুন্দর করে ক্যামেরাবন্দি করেছেন। সত্যি অনেক ভালো সময় কেটেছিল ডিসি পার্কে। আপনি দেখছি ভালো সময় অতিবাহিত করলেন। চারদিকে শুধু ফুল থাকার কারণে বেশি ভালো লেগেছে।