"আমার বাংলা ব্লগ" প্রতিযোগিতা - ১২ || আমার লেখা কবিতা : " ভালোবাসা " ১০% @shy-fox

in hive-129948 •  3 years ago  (edited)

বিসমিল্লাহি রহমানের রাহিম

আসসালামু আলাইকুম

শ্রদ্ধেয় প্রিয় ভাই ও বোনেরা,
আপনারা সবাই কেমন আছেন ? সৃষ্টিকর্তার কৃপায় আশা করি ভাল আছেন । আমিও সৃষ্টিকর্তার রহমতে ভালো আছি ।

প্রিয় , আমার বাংলা ব্লগ কমিটির সদস্যরা
আপনাদের মাঝে আবার এসে হাজির হলাম।

আমার বাংলা ব্লগ কমিউনিটি প্রতিনিয়ত আমাদের মাঝে নতুন নতুন প্রতিযোগিতার আয়োজন করে থাকে। এর ধারাবাহিকতায় ফেব্রুয়ারী মাসে ভালোবাসা দিবস উপলক্ষে প্রেমের কবিতা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। প্রতিযোগিতা মানে আমাদের কাছে অন্যরকম অনুভূতি।

এই সুন্দর প্রতিযোগিতা আয়োজন করায় শ্রদ্ধেয় দাদা @rme প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং তাকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি। তার সুস্বাস্থ্য কামনা করছি তার সাথে সাথে তাদের পরিবারের বিশেষ করে শ্রদ্ধেয় ছোট দাদা, প্রিয় বৌদি, স্নেহের টিনটিন বাবু সহ সকল সদস্যদের সুস্বাস্থ্য কামনা করছি। সৃষ্টিকর্তার কাছে তাদের জন্য প্রার্থনা করছি তারা যেন সব সময় সুখে-শান্তিতে সমৃদ্ধির সাথে জীবন অতিবাহিত করতে পারে।
আমার বাংলা ব্লগ পরিবারের সকল মডারেটরসহ সকলের সদস্যদের সুস্বাস্থ্য কামনা করছি। যার যার অবস্থান থেকে সবাই যেন ভালো থাকে সেই প্রত্যাশা করছি।

তাই আমি ভালোবাসার অনুভূতি কবিতার মাধ্যমে আপনাদের মাঝে প্রকাশ করছি । আসলে আমার অনুভূতি যতটুকু আপনাদের মাঝে বলা যায় আরকি । আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে পুরো পোস্টটি দেখবেন।

IMG_20220213_224326 (1).jpg

আসুন শুরু করি

↘️ ভালোবাসা ↙️

হে কৃষ্ণকলি তুমি কি জানো ভালোবাসা কি?
কৃষ্ণকলি অট্টহাসি দিয়ে বলেছে
না জানার কি আছে ? ভালোবাসা মানে ভালো লাগা।

তবে আপনি বলুন ----- । তো শুনো
ভালোবাসা হচ্ছে দুটি হৃদয়ের বন্ধন
যা কখনো বিচ্ছেদ করা সম্ভব নয়।

কার জন্য প্রতিটি মুহূর্ত মিস করা
তাকে কাছে পাওয়ার জন্য
হৃদয়ের যন্ত্রণা অনুভব করা।

তাকে এক এক পলক দেখার জন্য
মন মন আনচান করা
অস্থিরতার সীমারেখা হারিয়ে ফেলা।

হৃদয়ের সবটুকু মায়া, মমতা, ভালোলাগা
ভালোবাসা দিয়ে তাকে পাওয়ার জন্য
প্রচেষ্টা চালিয়ে যাওয়া

আসলে ভালোবাসা সৃষ্টিকর্তার এক
অদ্ভুত সৃষ্টি যা দেখা যায় না।
ভালোবাসার রঙ বা কোন গন্ধ নেই
শুধু হৃদয় দিয়ে অনুভূতি প্রকাশ করা যায়।

ভালোবাসা কখনো বয়স হয় না
ভালোবাসার কাছে বয়স তুচ্ছ ব্যাপার মাত্র।

হে কৃষ্ণকলি তুমি কি জানো?
ভালোবাসা কখনো পরিবর্তন হয় না।
পরিবর্তন হয় সময়, তার সাথে সাথে
পরি পার্শিক অবস্থান।

ভালোবাসা বিশ্বাসের উপর দাঁড়িয়ে থাকে
বিশ্বাস ভেঙ্গে গেলে ভালোবাসা বিলীন হয়ে পড়ে
তখন ভালোবাসা কুলুষিত হয়।

কৃষ্ণকলি ভালোবাসা শুধু ভালোলাগা নয়
তাকে যথাযথ শ্রদ্ধা সম্মান এবং বিশ্বাস করা।

আসলে এই কথাগুলোর মাঝে তুমি
ভালোবাসাকে খুঁজে পাবেনা।
যখন তুমি কাউকে ভালবাসবে
তখন তুমি বুঝবে
ভালোবাসা শব্দের প্রতিশব্দ কি কি?

ভালোবাসা চারটি অক্ষরের মধ্যে সীমাবদ্ধ নয়।
ভালোবাসা সীমা পরিসীমা নেই।
ভালবাসার গভীরতা জানা সম্ভব নয়।

যেই ভালোবেসেছে সেই জানে
ভালোবাসার গভীরতা কতটুকু

বাহ্যিকভাবে ভালোবাসা দেখা বা শুনা
সম্ভব নয় ভালোবাসা হচ্ছে দুটি মনের মিলন

হে কৃষ্ণকলি যখন তুমি কাউকে মন থেকে
ভালবাসবে তখন তুমি বুঝবে

ভালোবাসা শুধু তার বাহিক রূপে
ভালো গুণাবলীতে হারিয়ে যাওয়া নয়।
তার ভুলত্রুটিগুলো শুধরিয়ে
মেনে নেওয়া হচ্ছে ভালোবাসা।

ভালোবাসা খুবই রহস্যময়
ভালোবাসা কখনো সুন্দর রুপের কাছে
পরাজয় হয় নাই।

ভালোবাসার কাছে সুন্দর অসুন্দর
কালো বা সাদা এর কোনো অস্তিত্বই থাকে না

ভালোবাসার কাছে ব্যক্তির
শারীরিক গঠনের কোন গুরুত্ব পায় না।

হে কৃষ্ণকলি আমি পূর্ব থেকে পশ্চিম
উত্তর-দক্ষিণ সবদিকে আমি বারবার
মুখ ফিরে দেখেছি আমি সবখানে
ভালোবাসার সৌন্দর্য খুজে পেয়েছি।

আমি প্রেমিকের প্রতিটি
ডাইরির পৃষ্ঠার দেখেছি ডাইরিতে
ভালোবাসা কে আমি কত-শত রূপে দেখেছি।

তুমি বুঝে নিও দেখেছি মানে অনুভব করেছি

আমি ভালোবাসাকে কবির লেখা কবিতার
প্রতিটি ছন্দে দেখেছি ভালোবাসার বহিরপ্রকাশ

আমি লেখকের প্রতিটি গল্পে দেখেছি
ভালোবাসার মাঝে গল্প সমাপ্তি।
আমি উপন্যাসের প্রতিটি পাতায়
ভালোবাসা সৌন্দর্য দেখেছি।

আমি ইতিহাসের প্রতিটি দৃশ্যপট
ভালো করে বিশ্লেষণ করেছি
আমি দেখেছি ভালোবাসার হাজারো
উজ্জ্বল নক্ষত্র এখনো মিটমিট করে জ্বলছে।
আমি এখনো শাহজাহানের ভালোবাসার
তাজ মহলের মাঝে ভালোবাসার রং তুলি দেখতে পাই।

আমি এখনো হাওয়াতে শুনতে পায়
ইউসুফ জুলেখার ভালোবাসার ইতিকথা।

প্রেমিক যখন প্রেমিকাকে
লাল গোলাপ দিচ্ছে তখন আমি
লাল গোলাপের মাঝে প্রেমিকের হৃদয়ের
ভালোবাসার প্রতিচ্ছবি দেখেছি।

আমি ভালোবাসার আর্তনাদ শুনেছি
যেন মনে হচ্ছে প্রতিটি মুহূর্তে বজ্রপাত হচ্ছে।
আমি ভালবাসার কান্না দেখেছি
যেখানে অনবরত ভারী বৃষ্টিপাত হচ্ছে।

আমি ভালোবাসার সুখ দেখেছি
যেখানে পূবালী হাওয়া সাথে সাথে
সাদা মেঘের ভেলা যেতে দেখেছি
যেখানে মৌমাছিগুলো গুনগুন করে
গান গাচ্ছে আর মধু সংগ্রহের দৃশ্য দেখেছি

জোনাকিরা মিট মিট করে আলো দিচ্ছে
পাখিরা মুক্তভাবে উঠতেছে।

যেখানে আমি চাঁদনী রাতের জ্যোৎস্না আলোর
মনমুগ্ধকর সৌন্দর্য দেখেছি।
যেখানে ঝরনার পানি উপর থেকে নিচে বয়ে যেতেছে।
আমি ভালোবাসার মাঝে সৃষ্টি কর্তা
দেওয়া প্রাকৃতিক সৌন্দর্যের সমস্ত রূপ দেখেছি।

হে কৃষ্ণকলি ভালোবাসা এমনই হয়।

তুমি যখন হৃদয় দিয়ে কাউকে ভালবাসবে
তখন তোমার সামনে হাজার বাধা বিপত্তি আসবে
তুমি সব বাধা-বিপত্তি পেরিয়ে
ভালোবাসাকে জয় করতে হবে।

ভালোবাসার কারণে তোমাকে
টনেড ও ঘূর্ণিঝড়ের মাঝে
আটলান্টিক পাড়ি দিতে হবে।

জীবনকে হাতে নিয়ে যখন
এত শত কষ্ট করে আটলান্টিক
পাড়ি দিয়ে ভালোবাসার কাছে গিয়ে পৌঁছবে।

তখন তোমার কাছে মনে হবে মাত্র
কয়েক ঘন্টা সাঁতার কাটছো।

ভালোবাসার জন্য যখন তুমি মৃত্যুকে
সঙ্গে নিয়ে হাজার বিপত্তি মাঝে
এভারেস্টের উচ্চতায় গিয়ে পৌঁছে।

ভালোবাসাকে কাছে পাবে তখন
তোমার মনে হবে মাত্র কয়দিনের
আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা হেটে এসেছো।

ভালোবাসার প্রয়োজনে যখন তুমি
উত্তপ্ত মরুভূমিতে খালি পায়ে
সূর্যের তীব্র প্রখরতা মাঝে হাঁটবে।

পানির তৃষ্ণায় খুব তুমি খুবই
অস্থির হয়ে উঠবে
উত্তপ্ত বালুকণা তোমার শরীরে পড়বে
সাথে সাথে ক্ষত সৃষ্টি হবে।

এত হাজারো কষ্ট সহ্য করার পর
যখন তুমি ভালোবাসার ছোঁয়া পাবে
তখন তোমার মনে হবে চৈত্র মাসে
দুপুরের রোদের মাঝে কিছুক্ষণ হেঁটে এসেছো।

তুমি যখন ভালোবেসে কারো জন্য
মাসের পর বছর, বছরের পর যুগ
এভাবে অপেক্ষা করবে একটা সময়
ভালোবাসাকে যখন তুমি নিজ
নয়নে দেখতে পাবে।

তখন তোমার কাছে মনে হবে মাত্র
কয়েকদিন অপেক্ষা করেছো
কৃষ্ণকলি এটি ভালোবাসার প্রতিচ্ছবি।

তুমি যখন কাউকে ভালবেসে অপেক্ষা করবে
তখন তোমার কাছে সময় মূল্যহীন হয়ে পড়বে।

তুমি কি দেখনি কৃষ্ণকলি কেউ
ভালবেসে সুখী হতে পেরেছে।

কেউ বা ভালোবেসে দুঃখের সাগরে
অতল গর্ভে হারিয়ে গেছে।

ভালোবাসা মানে হচ্ছে কারো
হৃদয়ের মাঝে নিজের জন্য স্থান করে নেওয়া।
আর অন্যকে হৃদয়ের মাঝে স্থান করে দেওয়া।

ভালোবাসার জন্য কারো সাথে অভিনয় করো না
এতে ভালোবাসার প্রকৃত সৌন্দর্য নষ্ট হয়।

মন থেকে কাউকে ভালোবাসলে দেখবে
হাজার রং বেরংয়ের আলোকবর্তিকা।
তখন তুমি বাহিরের রঙ্গিন আলোকসজ্জার
কাছে হারিয়ে যাবে না
ভালোবাসা এমনই হয়।

পৃথিবীর অলিতে গলিতে যা কিছু দেখছো
সবকিছু ভালোবাসার জন্যই হয়েছে।

তুমি কি কখনো ভেবে দেখেছো
সৃষ্টিকর্তা ও তোমাকে ভালোবেসে সৃষ্টি করেছে।

পরিশেষে কৃষ্ণকলি তোমাকে বলছি
তুমি যাই করো সবকিছু হৃদয়ের
ভালোবাসা দিয়ে করবে।

কখনো অভিনয় ছোলনা করবে না।
যতদিন তুমি এই পৃথিবীতে বাঁচবে
ততদিন তুমি জীবনকে খুব সুন্দর ভাবে
উপভোগ করতে পারবে।
এটাই ভালোবাসার প্রকৃত চিত্র।

পোস্টটির কোথায় ভুল ত্রুটি হলে সুন্দর ক্ষমা দৃষ্টিতে দেখবেন।

পোস্ট বিবরণ :-

শ্রেণীকবিতা
ক্যামেরাRedmi note 7
পোস্ট তৈরি@ah-agim
লোকেশনফেনী, বাংলাদেশ

এতক্ষণ আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার পোস্টটি শেষ পর্যন্ত দেখার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই।

  • অন্য সময়ে আবার অন্য কোন বিষয় নিয়ে কথা হবে।সে পর্যন্ত সবাই ভাল থাকবেন। সুস্থ থাকবেন, নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নিবেন ।এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।

সবাইকে শুভ সকাল
আপনারা সবাই ভালো থাকবেন।
আপনাদের সকলকে আমার পক্ষ থেকে ভালোবাসা 💜💙 এবং অভিনন্দন রইলো ।

আমার পরিচিতি

G0mIPwfurEJVlbirXIKFAUZVIuK.jpg

আমি আওলাদ হোসেন আজিম ।আর আমার ইউজার নাম @ah-agim আমি একজন বাংলাদেশী। মাতৃভাষা বাংলায় বলে - আমি খুব গর্বিত। আমার মনে ভাষা বাংলা এর প্রকাশ করতে খুব ভালো লাগে। আমি আমার বাংলা ব্লগ কমিউনিটিকে ভালোবাসি। আমার বাংলা ব্লগ কমিউনিটির সন্মানীত এডমিন মডারেটর সহ সকল সদস্যদের প্রতি আমার অফুরন্ত ভালোবাসা বিরাজমান। আমি বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে ভালোবাসি। সৃষ্টিকর্তার দেওয়া প্রাকৃতিক সৌন্দর্য দেখতে আমার কাছে খুব বেশি ভালো লাগে। তাছাড়া আমি বিভিন্ন ধরনের কাগজের ( কারুকাজ ) এবং বিভিন্ন রকমের রান্না ( রেসিপি ) করতে পছন্দ করি। আমি ফটোগ্রাফি করে থাকি। ফটোগ্রাফি করতে আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগে।বিশেষ করে সৃষ্টিকর্তার দেওয়ায় প্রাকৃতিক সৌন্দর্যের দৃশ্য সমূহ ফটোগ্রাফি করতে আমার কাছে ভালো লাগে।

♥️ আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ 🖤

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপনার কবিতাটি পড়ে মনে হচ্ছে আপনি একজন পেশাদার কবি সত্যিই অসাধারণ লিখেছেন খুবই ভালো লেগেছে এবং আপনি চেষ্টা করেছেন আপনার নিজের মতো করে লিখার জন্য আর এত সুন্দর একটি কবিতা আমাদেরকে উপহার দেওয়ার জন্য এবং কবিতার কন্টেন এ অংশগ্রহণ করার জন্য আপনার প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা।

আমি ভালোবাসার আর্তনাদ শুনেছি
যেন মনে হচ্ছে প্রতিটি মুহূর্তে বজ্রপাত হচ্ছে।
আমি ভালবাসার কান্না দেখেছি
যেখানে অনবরত ভারী বৃষ্টিপাত হচ্ছে।

আপনার কবিতা থেকেই আমি এই লাইনগুলোর সয়েজ করে নিলাম এবং এত সুন্দর একটি কবিতা উপহার দেওয়ার জন্য আবারও জানাই প্রাণঢালা অভিনন্দন।

পোস্টটি দেখে এত সুন্দর ভাবে আপনার মনের অনুভূতি প্রকাশ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

আমি তোমার কবিতার প্রেমে পড়ে গেলাম। তুমি যেন তাড়াতাড়ি কৃষ্ণকলির সন্ধান পেয়ে যাও দোয়া করি। সত্যিকারে যেন তাকে বলতে পারো

ভালোবাসা কি?

এত সুন্দর ভাবে আপনার মতামত প্রদান করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

ভাইয়া,,আপনার কবিতাগুলো বেশ ভালো হয়।কবিতার মাঝে অসাধারণ অর্থ আছে। যদিও কবিতা সম্পর্কে আমি তেমন জানি না। তবুও মাঝে মাঝে কবিতা পড়তে ভালো লাগে। কিছু লাইন কপি করলাম -

মন থেকে কাউকে ভালোবাসলে দেখবে
হাজার রং বেরংয়ের আলোকবর্তিকা।
তখন তুমি বাহিরের রঙ্গিন আলোকসজ্জার
কাছে হারিয়ে যাবে না
ভালোবাসা এমনই হয়।

পোস্টটি সম্পর্কে আপনার মনের ভাব প্রকাশ করার জন্য অসংখ্য ধন্যবাদ।

ভালোবাসা খুবই রহস্যময়
ভালোবাসা কখনো সুন্দর রুপের কাছে
পরাজয় হয় নাই।

আপনার এই কথাটির সাথে আমি একদম একমত। ভালোবাসা হয় দুটি মন কে কেন্দ্র করে। রূপের সৌন্দর্যের গুণে কখনো ভালবাসা স্থায়ী হয় না। বলতে গেলে আপনার কবিতা পড়ে একদম প্রাণ জুড়িয়ে গেল।

সুন্দর কমেন্ট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

কবিতায় ভালোবাসার ষোল আনা ভাব প্রকাশ করেছেন আপনি। সুন্দর হয়েছে আপনার কবিতাটি। এবং অনেক বড় করে বিস্তারিত ভালোবাসা প্রকাশ করার জন্য অনেক ধন্যবাদ। ভাল থাকুন সুস্থ থাকুন এই কামনা করি।

আপনি এবং আপনার পরিবারের সকলের সুস্বাস্থ্য কামনা করছি । এত সুন্দর ভাবে আপনার মতামত প্রকাশ করে পাশে থেকে উৎসাহ দেওয়ার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি।

অনেক সুন্দর একটি কবিতা শেয়ার করেছেন আপনি ভাইয়া। আর কবিতাটি অনেক বড় এতে মনের ভাব গুলো বেশ ভালোভাবেই প্রকাশ পেয়েছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই এত সুন্দর একটি কবিতা আমাদেরকে উপহার দেওয়ার জন্য।

শুভকামনা রইল আপনার জন্য 🙂

এত সুন্দর ভাবে আপনার মতামত প্রকাশ করার জন্য অসংখ্য ধন্যবাদ।

আসলে ভালোবাসা সৃষ্টিকর্তার এক
অদ্ভুত সৃষ্টি যা দেখা যায় না।
ভালোবাসার রঙ বা কোন গন্ধ নেই
শুধু হৃদয় দিয়ে অনুভূতি প্রকাশ করা যায়।

বাহ আপনি আপনার কবিতার মাধ্যমে ভালোবাসার খুব সুন্দর একটি সংজ্ঞা দিয়েছেন। এবং আপনার পুরো কবিতাটি ছন্দে তাল মিলে অসাধারণ ছিল। শুভকামনা রইল আপনার জন্য।

এত সুন্দর আপনার মনের ভাব প্রকাশ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

প্রথমেই আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই সুন্দর একটি প্রতিযোগিতার মাধ্যমে আপনার সুন্দর কবিতাটি তুলে ধরার জন্য। আপনার লেখা কবিতাটি ভালোবাসা অনেক সুন্দর হয়েছে পড়ে খুব ভালো লাগলো ভালোবাসা সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম ধন্যবাদ আপনাকে শুভকামনা রইল আপনার জন্য ভাইয়া

পোস্টটি সম্পর্কে মতামত প্রদান করার জন্য অসংখ্য ধন্যবাদ।