এই পৃথিবী কখনো বিশ্বাস ভংগ কারীদের জায়গা দেয়নি আর দিবেও না । কারন বিশ্বাস একবার হারিয়ে গেলে তা আর কখনো ফিরিয়ে আনা যায় না। সে চলে যায় না ফেরার দেশে । যেমন সময় আর নদীর স্রোতের মত । একবার হারিয়ে গেলে আর ফিরে পাওয়া যায় না । কিন্তু না আমি তার সাথে আর কিছু যোগ করতে চাই । আর তা হল ভালবাসা এবং বিশ্বাস । কথা গুলো খুব পুরনো তাই না ? হ্যা আমি আবার বলছি কারন নিশ্চয় আছে । তা না হলে আজাইরা চিল্লা-ফাল্লা কইরা কি লাভ বলুন তো মশাই । আর তা হল বিশ্বাস ভংগ করলে একবার তারপর আর করে না ।অনেক চেষ্টা করেও বিশ্বাস স্থাপন করাতে পারেন না। যদিও করে তারপরও আগের মত বিশ্বাস কি পাওয়া যায় মশাই ? না পাওয়া যায় না ।তখন সে আস্তে আস্তে করে দূর হতে দুরান্তরে চলে যায় এক সময় । সব কিছু চলে যায় হাতের বাহিরে ।তখন সব শুন্যতা আখরে ধরে আপনাকে ।সেই শুন্যতা কি আর পুরন হবার মত ? কখনো হয় আবার কখনো হয় না । কিভাবে হয় ভাবছেন তাই নয় কি ? আরে মশাই কিছু মেয়ে-ছেলে তখন নিজে ভাল থাকার জন্য আর কিছু নারির উষ্ণ বগলের করা পারফিউমের গন্ধে উম্মাদ হয়ে বেড়ায় না হয় খোঁজে বেড়ায় । তারা হয়তো ভাল থাকে । কিন্তু আমার আপনার মত মধ্যবিত্ত পরিবারের ছেলে-মেয়ে গুলো পারে না । কেননা তারা উচ্চ বিলাসিকতায় গা বাসাতে পারে না অথবা উষ্ণ বগলের কড়া পারফিউমের গন্ধ খুঁজে পায় না ।কি ভাবে পাবে ? কারন মধ্যবিত্ত পরিবারের মেয়ে-ছেলে গুলো যে পারফিম ব্যবহার করার সামর্থ থাকে না। তাহলে তারা পারফিউ এর গন্ধ চিনবে কিভাবে ? তারা চিনে লাক্স অথবা তিব্বত সাবানের গন্ধ ।কারন মধ্যবিত্ত পরিবারে মেয়ে-ছেলে গুলো এগুলো ব্যবহার করে অভস্ত্য । ধনিরা কড়া পারফিউমের গন্ধ পায় বিধায় তারা ভাল থাকে উষ্ণ নারী দেহের সংস্পর্শে । আর যারা এই শুন্যতায় ভাল থাকে না ,হয় তারা মহাকালের ট্রেনের বগি থেকে ছিটকে পরে যায় । না হয় নিজের জীবন কে করে তোলে এক জঞ্জাল স্বরূপ ।যেখানে থাকে বিদ্বেষ না হয় মাদকতা না হয় অনৈতিকতা । এভাবে হারিয়ে যায় সমাজের চলমান স্রোত ধারা থেকে । কিন্তু আসলে কি তারা ভাল থাকে কিংবা ভাল রাখে ? না ভাল থাকে না কিংবা ভাল রাখে না ।তার মানে কি ধারালো ? বিশ্বাস ভঙ্গের কারনে আজ তারা নিষ্ঠুরতার যাতা কলে পিষ্ট কিছু প্রানি । তার মানে এটা প্রমান হয় যে বিশ্বাস একবার হারিয়ে গেলে আর খুঁজে পাওয়া যায় না ? হ্যা জনাব তাই । কিন্তু তা জনাব সমাজ ,মহাকাল , আর নিষ্ঠুর এই পৃথিবীর কাছে আর এই সমাজের নিষ্ঠুর মানুষের কাছে । সমাজ , মহাকাল , ছাড়া জনাব আরেকটা কাল আছে, আছে আরেকটা অধ্যায় , আছে আরেকটা পরিবেশ, আছে আরেকটা আশ্রয় স্থল ? জানেন ? না জানেন না । আসলে জানেন কিন্যু কখনো চিন্তা করে দেখেন নি বরং চিন্তা করার সময় হয়নি আপনার । আর সেই পরিবেশ , সেই আশ্রয় , সেই মহাকালের নাম হল ' বাবা-মা '।
জীবনে বাবা মায়ের যত বিশ্বাস হারিয়ে ফেলেছেন ঠিক ততবার আপনাকে আবার বিশ্বাস করেছে । আপনার একটু ভালবাসার জন্য ।আপনার একটু পরিবর্তনের জন্য তারা আবার আপনাকে বিশ্বাস করেছে আপনাকে ।তারা হারিয়ে যেতে দেয় নি বিশ্বাসকে । তারা আপনার মত করে লালন পালন করে রেখেছে বিশ্বাসকে ।বিশ্বাস ভঙ্গের অপরাধে আপনাকে শাস্তি দেয় নি ।বরং আপনাকে সাহস জুগিয়েছে । আর মহাকাল আপনার বিশ্বাস ভঙ্গের জন্য করে দিয়েছে একা করে ।দিয়েছে শুন্য করে ।কিন্তু বাবা মা?তারা কি করেছে ? একটু ভাবেন।দেখবেন উত্তর আপনি পেয়ে যাবেন জনাব ।
তার মানে কি দাঁড়ালো বিশ্বাস ভাঙ্গলে বিশ্বাস হারিয়ে যায় না ।কিন্তু তা বাবা মার কাছে ।আপনার প্রেমিক-প্রেমিকার কাছে না কিংবা মহাকাল কিংবা সমাজের কাছে না । কারন পৃথিবী পরাজিত সৈনিকদের মনে রাখে না ।ছুঁড়ে দেয় মহাকালের যাতা কলে ।
তাই বলব সেই বাবা মা কে কষ্ট না দিলে কি নয় ? আসুন বাবা মাকে ভালবাসি ।তারা একদিন হারিয়ে যাবে ।হারিয়ে যাবার আগে তাদের আদর গুলো কে সুখে পরিনত করে নেই ।এক বার বাবা-মা কে বলেন "আমি তোমাকে ভালবাসি"...প্রেমিকে-প্রেমিকে আজ না হয় বললেন । I Love You নয় বলবেন ভালবাসি ।মাম্মি,ডেডী,মম,ডেড নয় বলবেন আম্মা ,আব্বা না হয় মা বাবা ।কেননা ইংরেজ জাতি হল ধোঁকাবাজের জাতি ।তাদের কাজে থাকে ধোঁকার ছোঁয়া । আর আমার বাংলায় থাকে পরম মমতা মাখানো সত্য ।কেননা আমরা ভাষা যুদ্ধ করে পেয়েছি । তাই এটার মধ্যে আছে মমতা,ভালবাসা,আভেগ ।যা ইংরেজির মধ্যে নেই । ভাল থাকুক সকল বাবা মা । ভালবাসি তোমাদের । আর একটি বাবা-মার আশ্রয় স্থল হবেনা বৃদ্ধাশ্রম ।হবে আমাদের কোলে যেমন করে জন্মের পর ওরা আগলিয়ে রেখেছিল আমাদের। ঠিক তেমন করে ।ভালবাসি বাবা তোমাকে ।ভালবাসি মা তোমাকেও
Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
আমার বাংলা ব্লগ কমিউনিটিতে পোস্ট করতে হলে সর্বপ্রথম আপনাকে একটি পরিচিতিমূলক পোস্ট লিখতে হবে।
পরিচিতিমূলক পোস্ট লিখার নিয়মঃ
একটি পরিস্কার কাগজে আমার বাংলা ব্লগ, আপনার স্টিমিট আইডি এবং তারিখ লিখে সেই কাগজসহ ছবি তুলতে হবে। এই ছবির সাথে আরও নূন্যতম তিন চারটি ছবি এবং ২৫০ শব্দের একটি পরিচিতি মূলক পোস্ট লিখতে হবে। আপনার সম্পর্কে তথ্য লিখতে হবে যেমন আপনার শিক্ষাগত যোগ্যতা, পরিবার, জাতীয়তা, এলাকা সম্পর্কে সব তথ্য উল্লেখ করতে হবে। পোস্টে অবশ্যই #abb-intro ট্যাগ ব্যাবহার করতে হবে। আপনাকে 'আমার বাংলা ব্লগ' কমিউনিটি তে স্বাগতম। আপনার পোস্টে রেফারেল সম্পর্কে লিখতে হবে অথবা এই কমিউনিটির ব্যাপারে কোন 'মাধ্যম' থেকে জানতে পেরেছেন তা উল্লেখ করতে হবে অবশ্যই। আপনাকে সঠিকভাবে ভেরিফিকেশন পোস্ট করতে হলে এই সকল নিয়ম মেনে পোস্ট করতে হবে।
আশা করছি একটি পরিচিতিমূলক পোস্ট লিখে আমার বাংলা ব্লগ কমিউনিটি তে যাত্রা শুরু করবেন। ধন্যবাদ।
এই পোস্ট থেকে ভালোভাবে জানতে পারবেন কিভাবে পরিচিতিমূলক পোস্ট করতে হবেঃ
👉 https://steemit.com/hive-129948/@rme/4pwnok
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit