শুভরাত্রি।
আশা করি আপনারা সকলেই অনেক ভালো আছেন। সেই সাথে আমিও অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব আমার কিছু ভুল সম্পর্কে।
বরাবর,
পরিচালক @rme
আমার বাংলা ব্লগ কমিটি
বাংলাদেশ,ভারত
জনাব,
সবিনয় নিবেদন এই যে,আমি আমার বাংলা ব্লগ কমিউনিটিতে কাজ করার জন্য একজন আগ্রহী প্রার্থী।ইতিপূর্বে আমার কিছু ভুলের কারণে আমার বাংলা ব্লগ কমিউনিটিতে কাজ করতে বাধাপ্রাপ্ত।আমার বাংলা ব্লগ কমিউনিটি তে যে সমস্ত নিয়মকানুন গুলো আছে, তার মধ্যে আমি যে ভুলগুলো করেছি সেগুলো বিদ্যামান।আমি আমার ভুলগুলো বুঝতে পেরেছি। এই নিয়ম-নীতিগুলো লংঘন করার কারণে আমি আজকে আমার বাংলা ব্লগ কমিটিতে কাজ করার জন্য বাধাপ্রাপ্ত। অবশ্যই আমি আমার ভুলগুলো শুধরে নিব।আমি আর কখনোই এমন ভুল করবোনা।কারন আমার বাংলা ব্লগ কমিউনিটিতে যে নিয়মকানুনগুলো আছে তার মধ্যে আমি যেগুলো করেছি সেগুলো নিতান্তই সীমালংঘন করার কাজ। তাই আমি আর কখনোই p2p লেনদেন করব না আইডি ডাউন করবো না। আমি দীর্ঘদিন ধরে কাজ করতে চাই। আমি এই কমিউনিটিতে সৎ মনমানসিকতা নিয়ে সবার সঙ্গে মিল রেখে চলতে চাই। সকল নিয়ম কানুন মেনে চলতে চায়।
অতএব, সবিনয়ে নিবেদন আমার উক্ত ভুল গুলো মওকুফ করতে আপনার একান্ত মর্জি হয়।
আমি যে ভুল গুলো করেছি ঃ
আমি আমার ছোট ভাই আব্দুস সামাদ। তার সঙ্গে p2p লেনদেন করেছি। আমি লেনদেনের বিষয়টি খুব একটা জানতাম না তাই তার কাছে আমি কিছু লেনদেন করেছিলাম নিতান্তই আমার ভুল। আমি আর কখনো এমন ভুল করবোনা।আমি আমার ভুল স্বীকার করছি এবং আমার বাংলা ব্লগ কমিউনিটির নিয়ম লঙ্ঘন করেছে তাই আমি অনুতপ্ত।এখন থেকে আমি কোন লেনদেন করলে কমিউনিটির নিয়ম অনুযায়ী লেনদেনগুলো করব ইনশাল্লাহ।আমি আমার এই ভুলের জন্য বিনয়েরসহিত ক্ষমা প্রার্থী।
আমি আমার পারিবারিক দুর্ভাগ্যবশত কিছু কারণে আমি আমার আইডিটা পাওয়ার ডাউন করেছিলাম। কিছু স্টিম বিক্রি করে টাকা গুলো একটি কাজে লাগিয়ে ছিলাম বাধ্য হয়ে।তবে এই ভুলগুলো আমি আর দ্বিতীয়বার করবো না।আমি একটি কথা শুনে খুবই খুশি হয়েছি যে আমার বাংলা ব্লগ কমিউনিটি থেকে একজন মেম্বার যদি কখনো আর্থিক সমস্যায় জড়িত হয়।তবে তাকে বিশেষভাবে সাহায্য সহযোগিতা করার মাধ্যম রয়েছে। তবে আমি যে ভুলগুলো করেছি অবশ্যই আপনারা আপনাদের সুদর্শন ক্ষমা দৃষ্টিতে দেখবেন।দয়া করে আমাকে কাজ করার সুযোগ করে দিবেন।
আমার ভুলের জন্য ক্ষমা প্রার্থীঃ
মানুষ মাএই ভুল করেন।আমিও ভুল করে ফেলেছি।
আমি মনে করি আমি যে ভুলগুলো করেছি তা ক্ষমার অযোগ্য তারপরেও আমি প্রথমেই ক্ষমা চাচ্ছি,
@amarbanglablog এর সকল Admin এবং Moderator ভাইদের নিকট।পরিচালক @rme দাদা Admin এবং সকল moderator দের কাছে ভুল স্বীকার করে আমি আমার ক্ষমা চাচ্ছি।
আমার অঙ্গীকারঃ
আমি আমার বাংলা ব্লগ কমিউনিটির সকল শিষ্টাচারদের নিকট অঙ্গীকার করছি যে আমি যদি কোন ভুল করি এবং কোন কমিউনিটিতে যায় কোন রকম নিয়ম কারণ সীমা লংঘন করে লেনদেন করি কিংবা কোনো কারণে যদি এ কমিউনিটির নিয়ম ভঙ্গ করি। তাহলে যে শাস্তি তিনারা আমাকে দেবেন। আমি সেই শাস্তি মাথা পেতে নিব।
##(বিঃদ্রঃ)দয়া করে আপনারা আমাকে কাজ করার সুযোগটা করে দিবেন।আমি সকলের নিকট ক্ষমা প্রার্থী।
এই কমিউনিটিতে যার মাধ্যমে যোগদান করতে যাচ্ছি সে হচ্ছে আমার ছোট ভাই @mdsamad সে আমার সম্পর্কে সব কিছুই জানেন।
রেফারার,
আমার কৃতজ্ঞতা প্রকাশঃ
@rme
@black
@hafizullah
@rex-sumon
@shuvo35
@moh.arif
@siam
@rupok
@nirmalya
@winkleswinkles ভাইদের কাছে ও
@nusuranur বোনদের কাছে
@brishti
@ahosan01, ভবিষ্যতে এই ধরনের কাজ আর যেনো না হয়। এরপর কিন্তু আর কোনো আবেদন মানা হবে না।আজই আপনি Appeal চ্যানেল এ ভুল মওকুফের জন্য এডমিন শুভ ভাইয়ার সাথে যোগাযোগ করুন। উনাকে মেনশন করুন এবং কথা বলুন। ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ আপনাকে আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit