আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই ভাল আছেন এবং সুস্থ আছেন। আমিও ভাল আছি। আমি এখন এবিবি স্কুলের লেভেল টু এর শিক্ষার্থী। এবিবি স্কুলে লেভেল টু এর ক্লাস গুলো খুব ভালোভাবেই বোঝানো হয়েছে এবং অনেক কিছুই শিখতে পেরেছি। লেভেল টু এর লিখিত পরীক্ষা দিলাম এবং সব প্রশ্নের উত্তর দিলাম
১.Posting key এর কাজ কি ?
আমি Posting key সোশাল এক্টিভিটির জন্য ব্যবহার করতে পারব। যেমন-
১.পোস্ট ও কমেন্ট করতে পারব।
২.পোস্ট ও কমেন্ট এডিট করতে পারব।
৩.আপভোট ও ডাউনভোট দিতে পারব।
৪.কোন পোস্ট রিস্টিম করতে পারব।
৫.কাউকে ফলো ও আনফলো করতে পারব।
৬.কোন অনাকাঙ্ক্ষিত একাউন্ট মিউট করতে পারব।
২.Active key এর কাজ কি ?
Active key দিয়ে আমি আমার আর্থিক লেনদেন এর কাজগুলো করতে পারব। যেমন:-
১.ট্রান্সফার করার জন্য ব্যবহার করতে পারব।
২.পাওয়ার আপ ও পাওয়ার ডাউন দেওয়ার জন্য ব্যবহার করতে পারব।
৩.SBD Steem কনভার্সন করতে পারব।
৪.উইটনেস ভোট দিতে পারব।
৫.কোন এক্সচেঞ্জে ক্রয় বিক্রয় অর্ডার দেওয়ার জন্য ব্যবহার করতে পারব।
৬.প্রোফাইলের কিছু তথ্য পরিবর্তন করতে পারব।
৭.নতুন ব্যবহারকারী তৈরি করতে পারব ।
৩.Owner key এর কাজ কি ?
নিজের একাউন্টের মালিকানা দাবি করার জন্য Owner key ব্যবহার করতে পারব।যেমন:-
১.উনার, এক্টিভ ও পোস্টিং রিকভার করার জন্য ব্যবহার করতে পারবো।
২.একাউন্ট রিকভার করতে পারবো।
৩.ভোটিং অধিকার প্রত্যাখ্যান করতে পারবো।
৪.Memo key এর কাজ কি ?
আমি যদি কোন প্রাইভেট মেসেজ পাঠাতে বা দেখতে চাই তখন Memo key এর দরকার হবে।যেমন:-
১.এনক্রিপ্ট করে মেসেজ পাঠাতে পারব ।
২.কোন এনক্রিপ্ট করা মেসেজ দেখতে পারব।
৫.Master password এর কাজ কি ?
Master password আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। Master password সকল কী কে নিয়ন্ত্রণ করে। সবগুলো কী মূলত তৈরি হয়েছে Master password এর ভিত্তিতে। Master password দিয়ে সবগুলো কি এর কার্যক্রম করা যাবে। আমাদের অ্যাকাউন্ট রিকভার করার জন্য Master password এর প্রয়োজন। Master password কখনো কাউকে দেওয়া যাবে না।
৬.Master password নিরাপদে সংরক্ষণ করার জন্য আপনার প্ল্যান কি?
আমি নিজের জি মেইলের গুগল ড্রাইভে আপলোড করে রেখেছি এবং আমার জি মেইল একাউন্টের টু স্টেপ ভেরিফিকেশন চালু করা আছে। আমি প্রিন্ট করে আমার ঘরে সুরক্ষিত ভাবে রেখেছি। আমার কম্পিউটারের হার্ডডিক্সে এনক্রিপ্ট করে সংরক্ষণ করেছি।
৭.পাওয়ার আপ কেন জরুরী?
পাওয়ার আপ মানে হচ্ছে স্টিমকে স্টিম পাওয়ারে রূপান্তর করা। স্টিমিটে দীর্ঘমেয়াদি কাজ করার জন্য পাওয়ার আপ খুব গুরুত্বপূর্ণ। পাওয়ার আপের মাধ্যমে নিজের একাউন্টের ক্ষমতা বৃদ্ধি করা যায়। নিজের একাউন্টের পাওয়ার বৃদ্ধির মাধ্যমে বিভিন্ন কোয়ালিটি পোস্টে ভোট দেয়া যায় এবং ভোটের মাধ্যমে রিওয়ার্ড পাওয়া যায়।পরিশেষে বলা যায় স্টিমিট প্ল্যাটফর্মে দীর্ঘমেয়াদি কাজ করার জন্য এবং রেওয়ার্ড পাওয়ার জন্য পাওয়ার আপ অনেক বেশি জরুরী।
৮.পাওয়ার আপ করার প্রসেস সম্পর্কে আপনি কি জানেন?
পাওয়ার আপ করার জন্য সর্বপ্রথম স্টিমিট ওয়ালেটে গিয়ে লগইন করতে হবে। তারপর স্টিম ব্যালেন্সের পাশে ছোট্ট চিহ্নতে ক্লিক করলে একটি ড্রপডাউন মেনু আসবে ওই মেনু থেকে পাওয়ার আপ অপশনে ক্লিক করতে হবে। পরবর্তীতে যে বক্সটি আসবে সেটির মধ্যে কত পাওয়ার আপ করব তার পরিমাণ লিখে ওকে বাটনে ক্লিক করব। এরপরে যে বক্সটি আসবে তার মধ্যে আবার ওকে বাটনে ক্লিক করব এবং সর্বশেষ যে ইন্টারপেস আসবে। তার মধ্যে একটিভ কে দিয়ে ওকে বাটনে ক্লিক করলে সাথে সাথে পাওয়ার আপ হয়ে যাবে।
৯.সেভিংস এ থাকা STEEM অথবা SBD উইথড্র দেওয়ার কতদিন পর ট্রান্সফারেবল ব্যালেন্সে যোগ হয় ?
৩ দিন।
১০.মেমো ফিল্ড এর কাজ কি?
আমরা নিজের একাউন্ট থেকে যদি অন্য কারো অ্যাকাউন্টে STEEM/SBD ট্রান্সফার করি তখন কি কারনে পাঠাচ্ছি মেমো ফিল্ডে তা উল্লেখ করতে হয়। আর যদি মেমো ফিল্ডে কোন কিছু লিখা না হয় তখন ধরে নেয়া হবে দুটো একাউন্ট আমার নিজের। এক্সচেঞ্জে যখন আমরা steem ট্রান্সফার করি তখন এক্সচেঞ্জ এর নিজস্ব একটি মেমো থাকে ওই মেমোটি আমাদের মেমো ফিল্ডে দিতে হয়। অনেক বেশি গুরুত্বপূর্ণ একটি বিষয়।
১১.ডেলিগেশন ক্যানসেল করার কতদিন পর উক্ত এস.পি নিজের অ্যাকাউন্টে ফেরত আসে?
৫ দিন।
১২ধরুন, আপনি প্রজেক্ট @Heroism এ ২০০ এস.পি ডেলিগেশন করেছেন। কিছুদিন পর আরো একশত এসপি ডেলিগেশন করতে চান। এখন ডেলিগেশনের পরিমাণ লেখার সময় আপনাকে কত এস.পি লিখতে হবে?
৩০০ এস.পি লিখতে হবে।
আমার পরিচয়
আমার নাম এমরান হোসেন পাটোয়ারী। আমার স্টিমিট অ্যাকাউন্ট @ahp93। আমি ডিসেম্বর 2022 থেকে Steemit ব্যবহার করছি। আমি ভ্রমণ এবং ফটোগ্রাফি পছন্দ করি। আমি কাজের ব্যস্ততার মাঝে যখনই সময় পাই ভ্রমণ করি। আমি তথ্য প্রযুক্তিতে খুব আগ্রহী। আমি প্রযুক্তি সম্পর্কে আরও জানতে চাই এবং আমি প্রযুক্তি সম্পর্কে শেখাতে চাই।
Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
https://twitter.com/AHP14338073/status/1659026398219239426?t=S6DC6pjSbSsBt3TkVpGb6A&s=19
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit