সবাইকে কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজকে আমি আপনাদের সবার মাঝে আরো নতুন একটি পোস্ট নিয়ে হাজির হলাম। আজকে আমার পোষ্টের আলোচ্য বিষয় হচ্ছে অলৌকিক ভূতের গল্প। আশা করছি আপনাদের সবার কাছে ভালো লাগবে।
এরপর কিছুক্ষণ বাইরে থেকে সে বাড়ির দিকে গেল। বাড়ির দিকে যাওয়ার পরে দেখে তাদের বাড়ি সেই পুরনো একটা লোক ছিল সে রয়েছে বাড়িতে আর কেউ নেই। লোকটি তাদের থাকা খাওয়ার ব্যবস্থা করল এবং রাতে ঘুমানোর আগে তাদের কাছে গেল বলল আমি অসুস্থ মানুষ দেখছো আমার বয়স হয়েছে। রাতের বেলা ঘুম আসে না সেজন্য ঘুমের ওষুধ খেয়ে ঘুমায়। আর ঘুমের ওষুধ খেয়ে ঘুমালে সারারাত আর কিছু বলতে পারি না কি হচ্ছে সেজন্য তোমরা রাতে যতই কিছু হোক বের হবে না ঘর থেকে।
এরপর তারা ঘুমিয়ে পড়ল মাঝরাতে উঠে দেখে তার পাশে তার বান্ধবী নেই। এরপর সে ওই দারোয়ান লোকটির কথা না শুনে রাতের বেলা রুম থেকে বেরিয়ে যায়। রুম থেকে বেরিয়ে এসে তার বান্ধবীকে খুঁজতে খুঁজতে ছাদে চলে যায়। ছাদে গিয়ে দেখে একটা বড় চেহারার লোক দাঁড়িয়ে আছে। সে লোকটির কাছে যেতেই লোকটি তার দিকে তাকিয়ে থাকে। তাকে গলা টিপে ধরে মারতে থাকে আর সেই লোকটির শরীরের মধ্যে এতটাই শক্তি ছিল যে সে নিজেকে কিছুতে বাঁচাতে পারছিল না।
এরপর সে অজ্ঞান হয়ে পড়ে তাকে রুমে নিয়ে আসা হয়। সবাই খোঁজাখুঁজি করে থাকে রুমে নিয়ে আসার পর জ্ঞান আসার পর সে খুবই ভয়ে এবং আতঙ্কে ছিল। এরপর জানতে পারি সেখানে একটা ভূত ছিল যেটা মানুষের ক্ষতি করার চেষ্টা করে। ভূত চায় না এই বাড়িতে কোন মানুষ আসুক। সেজন্য কেউ আসলে সেই রকম করে। শুনে তারা দুজন খুবই ভয় পেয়ে যায় আর বলছিল আজকে রাত্রে কোনরকমে পার করি ।কালকে সকালেই আমরা এখান থেকে বেরিয়ে যাব আমরা চলে যাব।
রাতে দারোয়ান লোকটা তাদেরকে বলে তোমার ছোটবেলায় তোমার যে বড় ভাই মারা যায় তা কেউ এই ভূত মেরেছিল। যখন সেসব শুনতে পায় তখন সে খুবই ভেঙে পড়ে এবং খুবই কষ্ট পেয়েছিল তা আর সাথে ভয় ও পাচ্ছিল। এরপর সকাল বেলা তারা সেখান থেকে বেরিয়ে যায়। গাড়িতে করে দুজনে মিলে সকালে চলে যায় আর বলছিল এই বাড়িতে কখনোই আসবেনা। কিন্তু যাওয়ার সময় সে তার বড় ভাইয়ের কথা কিছুতেই ভুলতে পারছিল না। এরপর তারা শহরে যাওয়ায় আর কখনোই গ্রামের এই বাড়িতে ফিরে আসেনি।
শ্রেণী | জেনারেল |
---|---|
ফটোগ্রাফার | @ahp93 |
ডিভাইস | Poco X3-Pro |
লোকেশন | বাংলাদেশ |
আমার পরিচয়
আমার নাম এমরান হোসেন পাটোয়ারী। আমার স্টিমিট অ্যাকাউন্ট @ahp93। আমি ডিসেম্বর 2022 থেকে Steemit ব্যবহার করছি। আমি ভ্রমণ এবং ফটোগ্রাফি পছন্দ করি। আমি কাজের ব্যস্ততার মাঝে যখনই সময় পাই ভ্রমণ করি। আমি তথ্য প্রযুক্তিতে খুব আগ্রহী। আমি প্রযুক্তি সম্পর্কে আরও জানতে চাই এবং আমি প্রযুক্তি সম্পর্কে শেখাতে চাই।
অলৌকিক ভূতের গল্পের প্রথম পর্ব টা মনে হয় আমার পড়া হয়নি তবুও শেষ পর্ব পড়ে ভালো লেগেছে। অনেক সুন্দর করে আপনি এই ভূতের গল্পটা লিখেছেন। ওই ভূতের হাত থেকে সে বেঁচে গিয়েছিল এটা জেনে তবুও ভালো লেগেছে। আসলে ভাইয়ের মৃত্যুর কথা মনে করে খারাপ লাগারই কথা। আর এটা কখনোই ভোলার না। তারা আর গ্রামে ফিরে আসেনি তাহলে শহরে একেবারে চলে গিয়েছিল। এরকম গল্প গুলো পরবর্তীতেও দেখার অপেক্ষায় থাকলাম।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এমনিতে আমি ভূতের গল্প পড়তে, শুনতে এবং দেখতে পছন্দ করি। তবে মাঝে মাঝে আবার অনেক বেশি ভয় করে। আপনার এই ভূতের গল্পটার প্রথম পর্ব যদিও আমার পড়া হয়নি, তবে শেষের পর্বটা বেশ ভালোই উপভোগ করে পড়েছি। বান্ধবীকে পাশে না পেয়ে যদিও সে খুঁজতে খুঁজতে ছাদের উপরে গিয়েছিল, কিন্তু তার সাথে খুবই ভয়ানক একটা ঘটনা ঘটেছিল। ভাগ্য ভালো যে সে বেঁচে গিয়েছিল, না হলে তার পরিণতি ও অন্যদের মত হত। আর এই গ্রামের ফিরে না আসাতেই তাদের জন্য ভালো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভূতের গল্প পড়তে এবং শুনতে আমার সবসময়ই খুব ভালো লাগে। ছোটবেলায় দাদা দাদীর মুখে প্রায় প্রতিদিনই ভূতের গল্প শুনতাম। একটা সময় নিয়মিত ভূত এফএম শুনতাম। যাইহোক ভূতের গল্পটি পড়ে সত্যিই খুব ভালো লাগলো ভাই। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit