আমার লেখা একটি কবিতা যার নাম " শহরের স্বপ্ন "
শহরের স্বপ্ন
মেঘের আঁচলে লুকিয়ে
আলোর সঙ্গে মিশে মিশে
পাখিরা গান গাইয়া
সবাই ভেবে চলে যাইয়া।
স্বপ্নের নগর সৃষ্টি করি
চিন্তা বসে রয়ে হারি
পথে পাথর গোড়ায় বাড়ি
আলোয় পায়ে গেলে চাঁদণি।
অজানা সড়কে মিলে যায়
স্বপ্নপুরীর অধিবাসীরা হে
কাজের লাল পাথরের রাস্তায়
আমরা গান গাই সাথে বাজায়।
কবিতাটি পড়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ