পাথরের দেশ ভোলাগঞ্জ এ একদিন

in hive-129948 •  3 years ago 

আসসালামু-আলাইকুম....


images.jpeg

প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি আমাদের এই মাতৃভূমি। তাই তো কবির কন্ঠে ভেসে বেড়ায় "এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি", "সকল দেশের রানী সে যে আমার মাতৃভূমি"। এদেশ জুড়ে রয়েছে অসংখ্য সবুজের সমারোহ ও পর্যটন কেন্দ্র। ঠিক তেমনি প্রকৃতির মায়াজালে ভাসানো এক পর্যটন কেন্দ্র বিস্তৃত আমাদের সিলেট বিভাগের কোম্পানিগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ এ। যেটি সাধারণত "সাদা-পাথর" নামে পরিচিত। আর নিজেকে প্রকৃতির মাঝে খুঁজতে এই "সাদা-পাথর" এ গিয়েছিলাম আমরা কয়েকজন গত (১৫.০৯.২১) এ।


received_480305189916688.jpeg


প্রথমে আমরা ১০ জন রওনা দিলাম সকাল ৯ টার দিকে। তারপর গন্তব্যে পৌঁছাতে সময় লাগে ৩ ঘন্টা। ঔখানে পৌছানোর পর সাদা-পাথরের অপরূপ হাসি দেখে আমরা সবাই বি-মুগ্ধ। পাথরের সাথে ভারতের মেঘালয় ঘেষে আসা জলের কি অপরূপ বন্ধুত্ব। জলের সাথে পাথরের কি অসাধারণ খেলা দেখে সবার মন আনন্দে মেতে ওঠে। তারপর আমরা সবাই ঝাপ দিলাম জলের মধ্যে। আহ্ কি খুশি টাই না লাগছিলো বলে বোঝানো সম্ভব হবে না। এভাবে জল আর পাথরের সাথে খেলতে খেলতে আমরা সবাই ক্যামেরা-বন্দি হলাম। তারপর এভাবেই করেই দুপুর হলো এবং আমরা সবাই আমাদের দুপুরের খাবার শেষ করলাম।


_MG_0084.JPG


খাবারের পর আমরা সবাই নিজেদের ফটো তুলতে ব্যস্ত। আর এভাবেই করে আস্থে আস্থে আমরা স্মৃতিবিজড়িত সেই স্থানকে বিদায় দিয়ে নিজেদের নৌকায় ওঠি। কিন্তু এইদিকে সবার মন খারাপ কারন অপরূপ জায়গাটি ছেড়ে এখন আমাদেরকে আসতে হবে। তারপর নৌকায় আমরা ঘাটে চলে আসলাম। তারপর আমরা সবাই গাড়িতে ওঠলাম। কিন্তু ততক্ষণে সবার মুড একেবারেই খারাপ,কিন্তু কি করা যায়। বমরা তারপর কিছু জনপ্রিয় বাংলা গান শোনো শোনো সবাই আবার আনন্দে মেতে ওঠলাম। আর এভাবেই করে আমরা আমাদের বাসায় চলে আসলাম। আর এই ছিল আমাদের সাদ-পাথর বিজয়।


ধন্যবাদ সবাইকে

ডিভাইসস্যামসাং গ্যালাক্সি
লোকেশনবাংলাদেশ
টপিকগতকালকের আমার দিনলিপি
Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপনি কিছু মার্ক টাউনটা ভালো ভাবে ইউজ করবেন। লোকেশনটি দেবেন যে জায়গায় আপনি অবস্থান করছেন সেই জায়গার লোকেশন। লেখাগুলো একটু ছোট ছোট আকারের লিখবেন দেখতে অনেক সুন্দর লাগবে। আপনার পোস্টটি মুহূর্তটির সত্যিই অসাধারণ ছিল।

ধন্যবাদ💙🙏

  ·  3 years ago (edited)

খুব সুন্দর একটি জায়গা এটা।আপনি খুব আনন্দঘন সময় অতিবাহিত করেছেন।অনেক ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান সময়টি আমাদের মাঝে শেয়ার করার জন্য।শুভ কামনা রইলো আপনার জন্য।মার্ক ডাউন এর ব্যাবহার করুন পোস্ট সুন্দর হবে

ভালোবাসা💙

আপনার পোস্টি অনেক সুন্দর তবে আরো ভালো করে সাজানোর চেষ্টা করুন ধন্যবাদ।

❣️