ব্লাক দাদাকে শুভ জন্মদিনের শুভেচ্ছা ও কেক উপহার | |10% Beneficiary To @shy-fox | |

in hive-129948 •  3 years ago 

আসসালামু আলাইকুম।
আমি আলামিন ইসলাম আছি আপনাদের সাথে। আমার ইউজার নেমঃ@alamin-islam। আমি বাঙালি, বাংলাদেশের একজন নাগরিক।আশা করি আমার বাংলা ব্লগ কমিউনিটি এর সকল সদস্যবৃন্দ আল্লাহর অশেষ রহমতে ভাল আছেন। আমি ও আলহামদুলিল্লাহ ভালো আছি।

আজ আমাদের সবার জন্য খুবই আনন্দের একটি দিন। আজ আমাদের সবার প্রিয় ছোট দাদা অর্থাৎ @blacks দাদার শুভ জন্মদিন। ছোট দাদার শুভ জন্মদিন উপলক্ষে আমি ছোট দাদা কে উপহার দেওয়ার জন্য রঙিন কাগজ দিয়ে নিজে হাতে একটি কেক তৈরি করেছি। আমাদের বড় দাদা যেমন আমাদের মাথার উপর বটবৃক্ষের মতো ছায়া দিয়ে রয়েছেন ঠিক একইভাবে আমাদের ছোট দাদা ও আমাদের মাথার উপর বটবৃক্ষের ছায়া দিয়ে আছেন। আসলে মানুষটা আড়াল থেকে সব সময়ই আমাদের প্রতিটি ক্ষেত্রে সাপোর্ট করে আসছেন। আমাদের সবার প্রাণ প্রিয় আমার বাংলা ব্লগ কমিউনিটি এবং বিউটি অফ ক্রিয়েটিভিটি এর দুই কর্ণধার বড় দাদা এবং ছোট দাদা আমাদের পাশে আছেন বলেই আজ আমরা সবাই এত সুরক্ষিত ভাবে এক পরিবারের মতো জীবন যাপন করতে পারছি। আমাদের ছোট দাদা খুবই ভালো মনের একজন মানুষ। আমাদের ছোট দাদাকে আমরা সবাই খুব ভালোবাসি। দোয়া করি ,আমাদের ছোট দাদা যেন পরিবারের সবার সঙ্গে সারা জীবন সুখে শান্তিতে বসবাস করতে পারেন এবং আমাদের ছোট দাদার দীর্ঘায়ু কামনা করি। তিনি যেন সুস্থ থাকেন ভালো থাকেন এবং আমাদের পাশে যেন এভাবেই বটবৃক্ষের ছায়া হয়ে থাকে।

IMG_20220412_220037.jpg

দাদার জন্য রঙিন কাগজ দিয়ে জন্মদিনের কেক তৈরি:-

উপকরণ সমূহ:

১. রঙিন কাগজ
২. সিজার
৩. আঠা

ধাপ-০১

IMG20220412154608.jpg

প্রথমে গোল করে একটি মোটা কাগজ কেটে নিয়েছি।

ধাপ-০২

IMG20220412154722.jpg

এরপর একটি রঙিন কাগজ এভাবে মাপমতো কেটে নিয়েছি।

ধাপ-০৩

IMG_20220412_190250.jpg

এরপর গোল করে কাটা শক্ত মোটা কাগজটি কে রঙিন কাগজের সাথে এভাবে মুড়িয়ে নিয়েছি।

ধাপ-০৪

IMG20220412160803.jpg

এরপর একটি গ্লিটার পেপার গোল করে কেটে নিয়েছি।

ধাপ-০৫

IMG20220412160739.jpg

এরপর কেক ডিজাইন করার জন্য হলুদ রঙের একটি কাগজ এভাবে কেটে নিয়েছি।

ধাপ- ০৬

IMG_20220412_161902.jpg

এরপর এগুলো দিয়ে কেকটি সাজিয়ে নিয়েছি।

ধাপ-০৭

IMG20220412162150.jpg

এরপর কেকটি আরো ভালোভাবে ডিজাইন করার জন্য একটি রঙিন কাগজ এভাবে কেটে নিয়েছি।

ধাপ- ০৮

IMG_20220412_170628.jpg

এরপর কেটে নেওয়া কাগজটি কেকের চারিপাশে আঠা দিয়ে লাগিয়ে নিয়েছি।

ধাপ-০৯

IMG20220412170321.jpg

এরপর কেকের উপরের ফুল বানানোর জন্য একটি রঙিন কাগজ গোল করে কেটে নিয়েছি।

ধাপ-১০

IMG20220412171257.jpg

এরপর রঙ্গিন কাগজটি কে এভাবে কেটে নিয়েছি।

ধাপ-১১

IMG20220412171508.jpg

এরপর কাগজটি হাতে মুড়িয়ে গোলাপ ফুল তৈরি করে নিয়েছি।

ধাপ-১২

IMG20220412170551.jpg

এভাবে অনেকগুলো গোলাপ ফুল তৈরি করে নিয়েছি।

ধাপ-১৩

IMG20220412165228.jpg

এরপর কেকের মোমবাতি বানানোর জন্য একটি কাগজ কেটে নিয়েছি।

ধাপ-১৪

IMG20220412165513.jpg

এরপর কাগজটি এভাবে মুড়িয়ে নিয়েছি।

ধাপ-১৫

IMG_20220412_190348.jpg

এরপর চিকন করে একটি রঙিন কাগজ কেটে নিয়েছি।

ধাপ- ১৬

IMG20220412165953.jpg

এরপর কাগজটি এভাবে মুড়িয়ে কাগজের মোম তৈরি করে নিয়েছি।

ধাপ-১৭

IMG_20220412_220130.jpg

এরপর গোলাপ ফুল এবং মোম কেকের উপর ডিজাইন করে লাগিয়ে দিয়েছি। এভাবে আমি ব্ল্যাক দাদার জন্য জন্মদিনের কেক তৈরি করে নিয়েছি।

ফলাফল

IMG_20220412_220009.jpg

IMG20220412174829.jpg

IMG_20220412_220101.jpg

IMG_20220412_220037.jpg

Devicerealme 8
Camera64 mp
Photo byAl-Amin

IMG_20220406_130949.jpg

আমি@Al-Amin ইসলাম , আমি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, আমার ইচ্ছা আমি দেশ ও দশের জন্য ভবিষ্যতে কিছু করতে চাই, আমার গর্ব হয় নিজেকে বাঙালি বলে পরিচয় দিতে। আমি গর্বিত বাংলাদেশে জন্মগ্রহণ করে। বাংলাদেশ ছয় ঋতুর দেশ, বাংলাদেশ নদীমাতৃক দেশ, বাংলাদেশের মানুষ মাছে ভাতে বাঙালি, প্রকৃতির রূপ, রস ,গন্ধ সবকিছুই আমার অহংকার।

প্রয়োজনে পাশে আছি আমার সাথে যোগাযোগ করুন:-

ফেসবুক || টুইটার || ইউটিউব || ডিস্কোড

ধন্যবাদ সবাইকে।


Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

অসাধারণ প্রতিভা আপনার ভাইয়া। আমিতো প্রথম ভেবেছি নাম এটি সত্যি কারের একটি কেক। পরে দেখলাম জে না আপনি ব্লাক দাদার জন্মদিন উপলক্ষে তার জন্য একটি গিফট বানিয়েছেন। অনেক সুন্দর ছিল একটি। ব্ল্যাক দাদার এর জন্মদিনে তার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা। শুভ জন্মদিন দাদা।

আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনার মূল্যায়নের মাধ্যমে আমাকে অনেক উৎসাহ ও অনুপ্রেরণা জুগিয়েছেন, শুভেচ্ছা ও শুভকামনা রইল আপু আপনার জন্য।

প্রথমে প্রিয় ছোট দাদাকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই।

আপনি খুব সুন্দর করে অত্যন্ত দক্ষতার সাথে জন্মদিনের কেক তৈরি করেছেন এবং জন্মদিনের অন্যান্য আয়োজন সম্পন্ন করেছেন দেখে খুবই মুগ্ধ হয়েছি এত অসাধারন পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

ছোট দাদার জন্য তৈরিকৃত রঙিন কাগজ দিয়ে জন্মদিনের কেক তৈরি আপনার কাছে ভালো লেগেছে জেনে আমি খুবই খুশি হলাম। আমার আয়োজিত ছোট্ট একটি জন্মদিনের আয়োজন আপনাকে মুগ্ধ করেছে জেনে আমি খুবই আনন্দিত। আপনার সুন্দরতম মন্তব্যের জন্য ধন্যবাদ আপনাকে।

image.png


আমাদের সকলের প্রিয় ছোট দাদার জন্মদিন উপলক্ষে আপনি বেশ সুন্দর আয়োজন করেছেন। রঙিন কাগজ দিয়ে বানানো জন্মদিনের কেক টা অনেক সুন্দর ছিল। দাদার বেশ পছন্দ হবে। ক্রাফটি সম্পন্ন করার পদ্ধতি সুন্দরভাবে দেখানোর জন্য অনেক অনেক ধন্যবাদ এবং শুভকামনা রইল আপনার জন্য।


image.png

রঙিন কাগজ দিয়ে বানানো জন্মদিনের কেক টি আপনার কাছে ভালো লেগেছে জেনে আমি খুবই খুশি হলাম। দাদার জন্য খুবই সামান্য একটি উপহার তৈরি করতে পেরেছি তাতে আমি খুবই আনন্দিত। আপনার কাছে এই কাজটি ভালো লেগেছে তাই আপনাকে অসংখ্য ধন্যবাদ।

ছোট দাদার জন্মদিন উপলক্ষে রঙ্গিন কাগজ দিয়ে খুব সুন্দর একটি কেক বানিয়ে উপহার । অনেক ভালো ছিল আপনার উপহার। ধন্যবাদ ও ভালোবাসা আপনার জন্য

ছোট দাদার জন্য বানানো উপহার টি আপনার কাছে ভালো লেগেছে জেনে আমি খুবই খুশি হলাম। আপনাদের সুন্দরতম মন্তব্যের মাঝেই খুঁজে পাবো আমার কাজের সার্থকতা। ধন্যবাদ ভাই আপনাকে।

দাদা জন্মদিনের কেক উপহার লা জবাব 👌 হয়েছে।
এতো সুন্দর দেখাচ্ছে কি বলবো।
আমি তো প্রথম আরজিনাল ভেবেছিলাম।
সবমিলিয়ে অসাধারণ ছিল।

রঙিন কাগজের বানানো কেক টি আপনার কাছে অরিজিনাল লেগেছে জেনে আমার কাজটি সার্থক হয়েছে। কেক টি আপনার কাছে ভালো লেগেছে জেনে আমি খুবই খুশি হলাম। আপনার সুন্দরতম মন্তব্যের জন্য ধন্যবাদ আপনাকে।

প্রথমেই দাদাকে শুভ জন্মদিনের শুভেচ্ছা। আপনি খুবই সুন্দর করে কাগজ দিয়ে কেক তৈরি করেছেন। ধন্যবাদ আপনাকে।

দাদার জন্য রঙিন কাগজ দিয়ে তৈরিকৃত জন্মদিনের কেক টি আপনার কাছে ভালো লেগেছে জেনে আমি খুবই খুশি হলাম ভাইয়া। আপনার সুন্দরতম মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

দাদার জন্য তৈরি করা উপহার কেক আমার কাছে এক কথায় দারুণ লেগেছে। এতো সহজে এতো সুন্দর কেক তৈরি করা যায় জানতাম না। আপনার দেখানো ধাপগুলো খুব ভালো ছিলোম একদম সহজ। ধন্যবাদ ভাই।

দাদার জন্য তৈরি করা উপহার কেক আপনার কাছে দারুন লেগেছে জেনে আমি খুবই খুশি হলাম। আপনাদের ভালোলাগার মাঝেই খুঁজে পাবো আমার কাজের সার্থকতা।

দাদার জন্য কেক উপহার তৈরি করাটা আমার কাছে খুবই ভালো লেগেছে। খুবই অসাধারণ ভাবে আপনি কেক টি তৈরি করেছেন। দাদা দেখলে অবশ্যই খুশি হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি কেক দাদাকে উপহার দেওয়া জন্য। আপনার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা।

দাদার জন্য উপহার দেওয়া কেক টি আপনার কাছে ভালো লেগেছে জেনে আমি খুবই খুশি হলাম আপু। আপনাদের ভালোলাগার মাঝে খুঁজে পাবো আমার কাজের সার্থকতা। আপনার সুন্দরতম মন্তব্যের জন্য ধন্যবাদ আপনাকে।

ভাইয়া আপনি আজকে চমৎকার ভাবে ব্লাক দাদাকে শুভ জন্মদিনের শুভেচ্ছা ও কেক উপহার দিয়েছেন দেখে তো ভিশন ভালো লাগলো। আপনার জন্য শুভ কামনা রইলো ভালো থাকুন।

আপনার কাছে ভাল লেগেছে জেনে অনেক অনেক খুশি ও আনন্দিত হলাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ শুভেচ্ছা ও শুভকামনা রইল ভাই আপনার জন্য।

প্রথমেই আপনাকে ধন্যবাদ জানাই দাদার জন্য শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন। সেই সাথে রঙিন কাগজ ব্যবহার করে অনেক সুন্দর একটি কেক তৈরি করে আমাদের সকলের মাঝে শেয়ার করেছেন দেখে খুবই ভালো লাগলো। রঙিন কাগজের এই কেক দেখতে সত্যিই খুবই সুন্দর দেখাচ্ছে যেটা দেখে আমি মুগ্ধ হয়েছি। ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে শেয়ার করার জন্য

আমার কাজের মাধ্যমে আপনাকে মুগ্ধ করতে পেরে আমি অনেক অনেক খুশি ও আনন্দিত, আপনার সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ শুভেচ্ছা ও শুভকামনা রইল ভাই আপনার জন্য।

প্রিয় ব্লাক দাদার জন্মদিনে আপনি খুবই সুন্দর কেক বানিয়েছেন। যা দেখে আমি অভিভূত হয়েছি। মুগ্ধতা ছড়িয়ে গেছে নিশ্চয়ই দাদার ও হৃদয়ে। ধন্যবাদ আপনাকে।♥♥

আপু বরাবরের মতই আপনার সুন্দর ও গঠনমূলক মন্তব্যের মাধ্যমে আমাকে উৎসাহ অনুপ্রেরণা জুগিয়েছেন, আপনাকে অভিভূত করতে পেরে আমি নিজেকে ধন্য মনে করলাম, অসংখ্য ধন্যবাদ আপু আপনাকে শুভেচ্ছা ও শুভকামনা রইল আপনার জন্য।

আপনার মাধ্যমে দাদাকে শুভ জন্মদিনের শুভেচ্ছা জানাই। আপনার উপস্থাপনা আমার কাছে খুব ভালো লেগেছে। ধাপে ধাপে খুব সুন্দর ভাবে আপনি আইডি তৈরি করেছেন। আপনার জন্য শুভকামনা রইল।

আমার আইডিয়া আপনার ভালো লেগেছে জেনে অনেক অনেক খুশি হলাম, সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ, শুভেচ্ছা ও শুভকামনা রইল আপনার জন্য।

আপনাকে দেখে মনে হচ্ছে খুব সুন্দর ভাবে দাদার জন্মদিন পালন করেছে। দাদার জন্মদিন উপলক্ষে খুব সুন্দর পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন, যা দেখে খুবই ভালো লাগলো। আপনাকে অসংখ্য ধন্যবাদ।

আপনার সুন্দর ও উৎসাহ ও অনুপ্রেরণা মূলক মন্তব্য পেয়ে আমি অনেক অনেক খুশি ও আনন্দিত, আপনার উৎসাহ মূলক মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ শুভেচ্ছা ও শুভকামনা রইল আপনার জন্য।

দাদাকে প্রথমে জন্মদিনের শুভেচ্ছা জানাই।ভাই আপনি খুব সুন্দর করে দাদার শুভ জন্মদিন আয়োজন করছেন। খুব সুন্দর করে উপস্থাপনা করছেন। অনেক শুভেচ্ছা রইল।

দাদার জন্মদিনে আমার শুভেচ্ছা বার্তা আয়োজন আপনার কাছে ভাল লেগেছে জেনে আমি অনেক আনন্দিত, আপনার সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ শুভেচ্ছা ও শুভকামনা রইল ভাই আপনার জন্য।

প্রথমেই ব্লাক্স দাদা কে জন্মদিনের শুভেচ্ছা । আপনি রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর একটি কেক বানিয়েছেন দাদার জন্মদিন উপলক্ষে । ধন্যবাদ ভাইয়া আপনাকে আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য ।

আপনার সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ শুভেচ্ছা ও শুভকামনা রইল ভাই আপনার জন্য।

প্রিয় ছোট দাদার জন্মদিন উপলক্ষে আপনি খুব চমৎকার একটি কেক ও মোমবাতির অরিগামি বানিয়েছেন। দাদার জন্মদিন এ আপনার এ আয়োজন আমার কাছে খুবই ভালো লেগেছে। আশা করছি দাদার ও ভালো লেগেছে। আপনার জন্য শুভ কামনা রইলো।

দাদার জন্মদিনে আমার শুভেচ্ছা বার্তা আয়োজন আপনার ভালো লেগেছে জেনে আমি অনেক অনেক খুশি ও আনন্দিত, আপনার সুন্দর ও গঠনমূলক মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ শুভেচ্ছা ও শুভকামনা রইল আপনার জন্য।