বাংলার প্রাকৃতিক সৌন্দর্যের কিছু প্রতীক

in hive-129948 •  2 years ago 

আসসালামু আলাইকুম

আপনারা সবাই কেমন আছেন?আশা করি আপনারা সবাই ভাল আছেন। অনেকদিন পর আবার এই ভালোলাগার ভালোবাসার জায়গাতে ফিরে আসা। এখানে ফিরে আসতে পেরে আমি সত্যিই অনেক অনেক আনন্দিত যা ভাষায় প্রকাশ করার মতো নয়। দীর্ঘ দুই বছর পর আমি এখানে ফিরে আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি। আশা করি আপনারা সবাই আমাকে আবার নতুন করে গ্রহণ করবেন। ভুল ত্রুটি ক্ষমা দৃষ্টিতে দেখে আবার নতুন করে আমাকে কাজ করার সুযোগ করে দিবেন।
অনেকদিন পর ফিরে আসার কারণে আগের মত চর্চা না থাকায় হয়তো প্রথম পোস্টটি অনেক ছোট হবে কিন্তু ধীরে ধীরে আবার ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ।

IMG_20220624_174359_1.jpg
যাইহোক পোষ্টের প্রসঙ্গে আসা যাক।
আজকে বিকালে আকাশটি অনেক মেঘলা ছিল। বৃষ্টি আসার সম্ভাবনা অনেক ছিল। বল কিছু গুড়ি গুড়ি বৃষ্টি দেখাও দিয়েছিল কিন্তু শেষ পর্যন্ত বৃষ্টি আসেনি। হয়তো বৃষ্টি আসলে এই পোস্টটির যে ছবিগুলো এখন আপনাদের সাথে শেয়ার করতেছি এগুলো হয়তো শেয়ার করা হতো না। কারণ বৃষ্টি আসলে আমার আর বাইরে যাওয়া হতো না যাই হোক বৃষ্টি না আসায় আমি ও আমার কিছু ছোট বড় ভাই ব্রাদার মিলে আছরের নামায আদায় করি। আমাদের এখানে আছরের নামাজ অনুষ্ঠিত হয় বিকাল 5:15 এ। নামাজ আদায়ের পরে আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিলাম আজকে নদীর পারে না গিয়ে ফুটবল খেলা দেখব। বিকেলবেলা অনেক ছোট পোলাপান আছে যারা মাঠে খেলাধুলা করে। আমরাও এক সময় অনেক খেলাধূলা করতাম কিন্তু এখন আর খেলাধুলা করা হয় না কিন্তু খেলাধুলা করতে অনেক ইচ্ছা করে লজ্জায় মাঠে নামতে পারি না।
IMG_20220624_174402.jpg
তবে খেলা দেখা অন্যরকম মজা আছে। যখন কোন পাশে গোল হয় তখন অন্যরকম এক আনন্দ পাওয়া যায়। ফুটবল খেলা দেখাও অন্যরকম এক মজা যেটি ভাষায় প্রকাশ করতে পারছি না। গতকাল খেলার ফলাফল শেষ পর্যন্ত দেখে আসতে পারিনি। আমি যখন চলে আসে তখন 1-০ ছিল।
ক্লাস যখন নাইনে পড়ে তখনই ফুটবলকে খুব ভালবাসতাম কিন্তু তেমন ভালো খেলোয়াড় ছিলাম না। তবে বন্ধুদের সাথে অনেক দূর খেলতে গেছি ফুটবল। ধরনের টুর্নামেন্ট খেলা খেলেছি স্কুলে সবসময় চ্যাম্পিয়ন দল হিসাবে আমরা ছিলাম। প্রতিবছরই কমবেশি ট্রফি পেতাম আমরা।
IMG_20220624_174407.jpg
যাইহোক প্রাকৃতিক সৌন্দর্যের এই আমাদের দেশ। সবুজ শ্যামলে ভরা মাঠ-ঘাট পালতোলা নৌকা এবং বিভিন্ন ধরনের পশুপাখি তে ভরপুর আমাদের এই দেশ। প্রাকৃতিক সৌন্দর্যের মনমুগ্ধকর এক দেশ। তার নাম বাংলাদেশ। আমার বাড়ি নদীর পাশে হওয়ায় আমি প্রায় সময়ই নদীর পাশে গিয়ে সময় কাটায়। সকালে ঘুম থেকে উঠে নদীর পাড়ে গিয়েছিলাম মোবাইলে কথা বলতে এমন সময় কিছু ছবি তোলা হয় যেগুলো এখন আপনাদের সাথে শেয়ার করতেছি।
IMG_20220624_064155 (1).jpg
এই নদীর নাম কুমার নদী এর চেয়ে অনেক প্রাচীন একটি নদী। এখানে আগে বিখ্যাত পুটি মাছ পাওয়া যেত। যা এখন বিলুপ্ত প্রায় সেই পুটির নাম ছিল নুনা পুটি। দাদি ও নানার মুখে অনেক শুনেছি নদীর মাছের গল্প। এখন নেই কিন্তু তাদের স্মৃতি কথাগুলো এখনো মনে পড়ে।
IMG_20220624_064123.jpg
বর্তমান নদীর পাশে একটি ইটের ভাটা তৈরি হয়েছে যেটি আমাদের পরিবেশকে দূষিত করছে। এই ভাটা শুধু আমাদের পরিবেশ দূষণ করছে তা নয় নতুন গাছপালা হওয়া বাধা প্রদান করছে। গাছপালা আগের মতো ফল দেয় না এই ভাটার দূষিত ধোঁয়ায় কারণে।
IMG_20220624_064155.jpg

IMG_20220624_064800.jpg

IMG_20220624_064807.jpg

Always Find Me On Social Places

TwitterFacebook
DiscrodInstagram
DtubeSteemit

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

দীর্ঘ দুই বছর পর ফিরে আসার জন্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। আশা করি আবার নতুন করে আপনার এই যাত্রা শুভ হবে। দারুন কিছু ফটোগ্রাফির জন্য ধন্যবাদ।

অনেক সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন। খুবই ভালো লাগলো। তবে

আমার বাংলা ব্লগে পোস্ট করতে হলে, সর্বপ্রথম একটি পরিচিতিমূলক পোস্ট লিখতে হবে।
আর অবশ্যই পোস্ট বাংলাতে হতে হবে।
পোস্টে অবশ্যই #abb-intro ট্যাগ ব্যাবহার করতে হবে। একটি পরিস্কার কাগজে আমার বাংলা ব্লগ, আপনার স্টিমিট আইডি এবং তারিখ লিখে সেই কাগজসহ আপনার ছবি তুলতে হবে। এই ছবির সাথে আরও নূন্যতম তিন চারটি ছবি এবং ২৫০ শব্দের একটি পরিচিতি মূলক পোস্ট লিখতে হবে। আপনার সম্পর্কে আরও তথ্য লিখতে হবে যেমন আপনার শিক্ষাগত যোগ্যতা, পরিবার, জাতীয়তা, এলাকা সম্পর্কে সব তথ্য উল্লেখ করতে হবে। আপনাকে সঠিকভাবে ভেরিফিকেশন পোস্ট করতে হলে এই সকল নিয়ম মেনে আবার পোস্ট করতে হবে। আপনার পোস্টে রেফারার সম্পর্কে লিখতে হবে অথবা এই কমিউনিটির ব্যাপারে কোন 'মাধ্যম' থেকে জানতে পেরেছেন তা উল্লেখ করতে হবে অবশ্যই।
👇
আরও কিছু জানতে জয়েন করুন আমাদের discord server এ
Discord link : লিংক ঃhttps://discord.gg/esbZH6GU

নিচের লিংক টি ক্লিক করে দেখে নিতে পারেনঃ আমার বাংলা ব্লগ এর সর্বশেষ আপডেট নিয়মাবলী
👉 [লিংক] ঃ https://steemit.com/hive-129948/@rme/last-updated-rules-of-amar-bangla-blog-community-29-sep-21

আমার বাংলা ব্লগে ফিরে আসার জন্য আপনাকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। নিচে আমাদের মডারেটর আইরিন আপু আপনাকে কিছু দিক নির্দেশনা দিয়েছেন। আশাকরি বিষয়গুলো আপনি বুঝতে পেরেছেন এবং সে অনুযায়ী আমার বাংলা ব্লগে আমাদের সাথে যুক্ত হবেন। অসাধারণ ছিল আপনার পোস্ট, আমাদের সাথে শেয়ার করার জন্য শুভেচ্ছা রইল।

প্রকৃতির রূপ সৌন্দর্য উপভোগ করতে আমি খুবই পছন্দ করি। প্রকৃতির ভালোবাসা প্রকৃতির টানে নিজেকে বিলিয়ে দিতে চাই। যাইহোক, অনেক দিন পর আবার এই প্লাটফর্মে আসছেন আপনার জন্য শুভকামনা রইল।

খুবই ভালো লাগলো আপনার ফটোগ্রাফি গুলো দেখে। খুব দারুণ ফটোগ্রাফি করতে পারেন আপনি। মুগ্ধ হয়ে গেলাম আপনার ফটোগ্রাফি দেখে।