"আমার বাংলা ব্লগ" পরিচয় পর্ব 2023

in hive-129948 •  2 years ago 

আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন। আমি এই Steemit site এ একদম নতুন এক জন মানুষ। আমি এখানে সকলের সাথে পরিচয় হওয়ার জন্য এসেছি, চলুন শুরু করা যাক........

IMG_20230321_144521.jpg

আমার নাম মো: আল-আমিন আজাদ, আমার ইউজার আইডি alamin44, আমার বয়স ২৬ বছর। আমার বাসা শেরপুর জেলা নকলা থানায় অবস্থিত। আমার বাবা একজন কৃষক, আমার মা গৃহিণী, আমরা চার ভাই-বোন, আমার তিন বোন আর ভাইয়ে মাজে আমি একা। পরিবারের সবাইকে নিয়ে আল্লাহর রহমতে ভালই আছি। আমার লেখা পড়া ডিগ্রী কমপ্লিট। আমি লেখা পড়ার পাশাপাশি অনলাইন কাজের সাথে জড়িত, তার পাশাপাশি আমার বাবার বেশ কিছু জমি রয়েছে আর সেই জমিতে বাবার সাথে ফসল ফলায়।এবং আমাদের ৩টা পুকুর রয়েছে সে গুলোতে মাছ চাষ করা হয়। এ ভাবেই কেটে যাচ্ছে আমার সুন্দর দিন গুলো। সব সময় চেষ্টা করি ভালো কিছু করার, দোয়া চাই এই Steemit বাংলা ব্লগের মাধ্যমে ভালো কিছু করতে পারি।

38503214_2223519624600873_4464869579390189568_n.jpg
আমি ট্রাভেল করতে পছন্দ করি। আরো পছন্দ করি বাইক চালাতে এবং বিভিন্ন জায়গা ভ্রমণ করতে। এই বাইক দিয়ে বিভিন্ন সময় অনেক দূরের পথ পাড়ি দিয়েছি। এই তো কিছু দিন হলো গুরতে গিয়েছিলাম, সেই জায়গা গুলো, ময়মনসিংহ থেকে কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী, চট্টগ্রাম সেই সময় গুলো ছিলো অসাধারণ, কখনো ভুলার মতো না।

40161388_2248462778773224_2146306620802465792_n.jpg

186564263_3042092902743537_333544315788951885_n.jpg
আমি নতুন করে এই অনলাইন প্লাটফর্ম Steemit এর সাথে পরিচয় হই। সেখানে "আমার বাংলা ব্লগ" দেখতে পাই, এবং সেটি সাবসক্রাইব করে আমার বাংলা ব্লগের মেম্বার হই। দোয়া চাই এই ব্লগে সততার সঙ্গে কাজ করাতে পারি। এবং আমি যেন আমার লক্ষে পৌঁছাতে পারি তার জন্য সবাই আমাকে সাপোর্ট করবেন। আর কেন ভুল হলে ধরিয়ে দিবেন।

104747708_2765526043733559_8694342124072364463_n.jpg
189957989_3042092682743559_3789596564126902240_n.jpg

187723648_3042092829410211_6588441627460967863_n.jpg
আর কিছু লিখছি না, আমার পরিচয় পর্বটি এখানেই শেষ করছি, দেখা হবে পরের পোস্টে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।

ধন্যবাদ
সবাইকে

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  
Loading...

আপনার পোস্ট সঠিক হয়নি, ভেরিফিকেশন পোস্ট করতে হলে এই নিয়ম ফলো করুন।
আমার বাংলা ব্লগে পোস্ট করতে হলে, সর্বপ্রথম একটি পরিচিতিমূলক পোস্ট লিখতে হবে।
আর অবশ্যই পোস্ট বাংলাতে হতে হবে।
পোস্টে অবশ্যই #abb-intro ট্যাগ ব্যাবহার করতে হবে। একটি পরিস্কার কাগজে আমার বাংলা ব্লগ, আপনার স্টিমিট আইডি এবং তারিখ লিখে সেই কাগজসহ আপনার ছবি তুলতে হবে। এই ছবির সাথে আরও নূন্যতম তিন চারটি ছবি এবং ২৫০ শব্দের একটি পরিচিতি মূলক পোস্ট লিখতে হবে। আপনার সম্পর্কে আরও তথ্য লিখতে হবে যেমন আপনার শিক্ষাগত যোগ্যতা, পরিবার, জাতীয়তা, এলাকা সম্পর্কে সব তথ্য উল্লেখ করতে হবে। আপনাকে সঠিকভাবে ভেরিফিকেশন পোস্ট করতে হলে এই সকল নিয়ম মেনে আবার পোস্ট করতে হবে। আপনার পোস্টে রেফারার সম্পর্কে লিখতে হবে অথবা এই কমিউনিটির ব্যাপারে কোন 'মাধ্যম' থেকে জানতে পেরেছেন তা উল্লেখ করতে হবে অবশ্যই।

আরও কিছু জানতে
জয়েন করুন আমাদের discord server এ
Discord link : ঃhttps://discord.gg/5aYe6e6nMW

নিচের লিংক টি ক্লিক করে দেখে নিতে পারেনঃ আমার বাংলা ব্লগ এর সর্বশেষ আপডেট নিয়মাবলী
👉 [লিংক] ঃ https://steemit.com/hive-129948/@rme/last-updated-rules-of-amar-bangla-blog-community-29-sep-21