আসসালামু আলাইকুম
আজ ৭ তে এপ্রিল ২০২২, রোজ-বৃহস্পতিবার।
এই গরমে সবাইকে ঠান্ডা সরবতের ভালোবাসা। ভালোবাসার এই সরবত বানানোর জন্য আমার কাছে লেবু, পানি,চিনি আছে,,কিন্তু একচিমটি লবণ নেই,,এই একচিমটি লবনের ভালোবাসা আমার দরকার, যেটা আপনাদের ভালবাসার মধ্যে রয়েছে।তাই প্লিস গিভ মি। যা আমাকে পরিপূর্ণ করবে।
পরিপূর্ণতা
একটা মানুষের অনেক সম্পদ, অর্থ থাকে,সাধারণ ভাবে দেখতে গেলে তার সব আছে,,,কিন্তু তাকে গিয়ে জিজ্ঞাসা করুন দেখবেন তার সব থাকার পরেও এমন কিছু একটা নেই,,যেটার অভাব তাকে সব থাকা শর্তেও অপূর্ণতায় রেখেছে। আবার আপনার কাছে কিছুই নেই,, কিন্তু যতটুকু আছে তা হয়তো আপনার কাছে সামান্য কিন্তু ওই টুকু যদি অন্যের সাথে বিনিময় করেন তবে আপনার এই সামান্য অন্য আরেক জনের জন্য পরিপূর্ণতা হতে পারে।যেমন একটা ১তালা উচ্চু ইটের দেয়াল বানালেন কিন্তু তার মাঝ খানে একটা ইট দিলেন না।হে এটাকে দেয়াল বলা গেলেও,এই একটি ইটের কারণে এই দেয়ালটি অসম্পূর্ণ রয়ে যাবে।তাই তাকে আমরা পরিপূর্ণ বলতে পারবো না।
মনে করুন আপনার বাড়ির পাশে একজন বেকার যুবক আছে,সে সুস্থ সবল,কাজ করার ক্ষমতা এবং কাজ করা ইচ্ছা দুটোই আছে।এবার ধরুন আপনি ব্যবসায়ী, আপনি ব্যবসা করেন,আপনার ব্যবসায় কাজের লোকেরো কোনো প্রয়োজন নাই। তাই তাকে আপনি কাজে নিয়োজিত করবেন সে ক্ষমতা আপনার নাই,,কিন্তু আপনার দোকানের আশেপাশে যেই ব্যবসায়ী আছে তাদের কাজের লোক প্রয়োজন,, এখন যদি আপনি ওই ছেলেটাকে সেই কাজেটি পেতে সাহায্য করেন তাহলে সেই ছেলেটি একটি কর্মস্থান হবে,,এই যে আপনার তাকে কাজ দেওয়ার ক্ষমতা নাই কিন্তু আপনার এইযে ইক্টু সহানুভূতি যেটা ওই ছেলেটার জীবনে পরিপূর্ণতা এনে দিয়েছে।এখানে শুধু ছেলেটিকে একা নয় বরং যে ব্যবসায়ীর কাজের লোকের প্রয়োজন ছিলো,,অথ্যাৎ,ব্যবসায়ীর অর্থ -সম্পদ সব থাকার পরেও একজন কাজের লোকের জন্য যে অপূর্ণতা ছিলো তাও পরিপূর্ণ হয়ে গেলো।
এরকম হাজারো ঘটনা ঘটছে আমাদের সমাজে,আমরা যদি আমাদের যা আছে,যতটুকু আছে,তা দিয়েই অন্য একজন অপূর্ণ ব্যক্তির অপূর্ণতা দূর করি তাহলে এই সমাজ টা একদিন পরিপূর্ণতা পাবে।
অথ্যাৎ আপনার কাছে ১ টাকা আছে,,যা আপনার কাছে সামান্য বা মূল্যহীন,, কিন্তু একজন ব্যক্তির ১০০ টাকা দরকার কিন্তু তার কাছে ৯৯ টাকা আছে, একবার চিন্তা করে দেখুন যার কাছে ৯৯ টাকা আছে তাকে যদি আপনার ওই ১ টাকা টা দিয়ে দেন তাহলে তার সেই ১০০ টাকা পূরনে যে অপূর্ণতা রয়েছে তা পরিপূর্ণ হয়ে যাবে।
আপনার এক্টিভিটিস নেই বললেই চলে। গত সাত দিনে আপনি মাত্র দুইটি কমেন্ট করেছেন যা কোনভাবেই গ্রহণযোগ্যতা পায় না। আপনি একটিভ না হলে আমার পক্ষে আপনার কোন পোস্ট নমিনেশনের দেওয়া সম্ভব হবে না, ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ইনশাআল্লাহ এখন থেকে এক্টিভেট থাকবো
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বাংলা কমিউনিটিতে ইংরেজিতে লেখা নিষেধ। আপনি মনে হয় নিয়ম সম্পর্কে জানেন না। আপনি টিকিট কেটে আমাকে মেনশন করবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনি কথাগুলো অনেক সুন্দর লিখেছেন। আসলে পরিপূর্ণতা আমার কাছে মনে হয় সম্পূর্ণ নির্ভর করে আপনার মন মানসিকতার ওপর। আপনি কেমন আছেন আপনার চাহিদার উপর আপনার পরিপূর্ণতা নির্ভর করে। অনেকেই আছে তার কাছে এক টাকা আছে সেটা নিয়েই সন্তুষ্ট আবার কেউ আছে তার কাছে 10 টাকা আছে তা নিয়ে সে অসন্তুষ্টিতে ভোগে। আসলে আমাদের শুকরিয়া আদায়ের অভ্যাসটা দিন দিন কমে যাচ্ছে এবং আমাদের চাহিদা বেড়ে যাচ্ছে জন্য আমরা অসুখী হয়ে পড়ছি। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট লেখার দরকার।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ,, আপনি এতো সুন্দর একটি কমেন্ট করার জন্য
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit