ভাল বন্ধু নির্বাচনের জন্য লক্ষনীয় বিষয়

in hive-129948 •  5 months ago 

বিসমিল্লাহির রহমানির রহিম

আস্সালামু আলাইকুম,
আমার বাংলা ব্লগের প্রাণ প্রিয় বন্ধুরা, সম্মানিত এ্যাডমিন ও মডারেটরবৃন্দ, কেমন আছেন আপনারা? আশাকরি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে আমি আমার পোষ্টের মাধ্যমে কিছু ভাল বন্ধু নির্বাচন করব কিভাবে এ বিষয়ের উপর বিস্তারিত আলোচনা করিব। আশা করি আপনারা সবাই এটি উপভোগ করবেন এবং কিছু নতুন তথ্য জানতে পারবেন। ভুলত্রুটি হলে দয়া করে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ!

বন্ধু এমন একটি জিনিস যেটা প্রতিটি মানুষের থেকেই থাকে। মানুষকে বেঁচে থাকতে হলে যেমন ভাঁত কাপড়ের প্রয়োজন হয় তেমনি কিছু বন্ধুরও প্রয়োজন হয়। মানুষ কখনও একা থাকতে পারে না। একা থাকতে গেলেই সে অসুস্থ্য হয়ে যাবে। তাই আমাদের প্রত্যেকেরই কিছু বন্ধুর সাথে সম্পর্ক রাখতে হবে তাদের সাথে জীবনের সব কিছু শেয়ার করতে হবে। বন্ধু এমন জিনিস যার সাথে জীবনের সব কিছু শেয়ার করা যাই। যে গুলি নিজের পিতামাতার সাথে শেয়ার করা যাই না সে গুলিও বন্ধুর সাথে শেয়ার করা যাই। তাই আমাদের সকলেরই কিছু ভাল বন্ধু নির্বাচন করিতে হইবে। যেত তার সাথে জীবনের সব কিছু শেয়ার করা যাই।

best-friends-2616075_1920 (1).jpg

Image Source

বন্ধু নির্বাচন করার সময় তার সম্পর্কে আগে ভাল করে জেনে নিতে হবে। সে গরীব হলেও সমস্যা নেই তব সৎ হতে হবে। কারন যদি সে অসৎ হয় তাহলে আপনার সাথে সে সব সময় টাকার জন্য সময় দিবে। আপনার টাকা শেষ হয়ে গেলে তাকেও আর খুজে পাওয়া যাবে না। বন্ধু নির্বাচন করার সময় তার সাথে কিছু টাকার লেনদেন করে নিতে হবে এবং দেখতে হবে যে সে টাকার লেনদেন ঠিক রাখছে কিনা। যদি সে সময়মত টাকা ফেরত দেয় বুঝবেন সে আপনার ভাল বন্ধু হতে পারে। আর যদি টাকা ফেরত দিতে টালবাহানা করে তাহলে বুঝবেন সে আপনার সাথে শুধুমাত্র টাকার জন্যই সময় দিচ্ছে। তাই এমন বন্ধুর চেয়ে একা থাকা অনেক ভাল।

বন্ধু নির্বাচন করার সময় তার সাথে আপনার কিছু ব্যক্তিগত বিষয় শেয়ার করুন। সেটা বাইরে প্রকাশ করলে আপনার ক্ষতি হতে পারে এমন বিষয়। যদি দেখেন আপনার বন্ধুটি আপনার ক্ষতির কারন বুঝতে পেরে বিষয়টি কারো সাথে শেয়ার করছেনা বা গোপন রাখছে তাহলে বুঝবেন এটা আপনার সঠিক বন্ধু হওয়ার উপযোগী। কিন্তু এমন অনেক বন্ধু আছে যে কিনা শুধুমাত্র আনন্দ করার জন্য আপনার গোপনীয় বিষয় নিয়ে অন্যের সাথে আলোচনা করছে আর অনেক মজা পাচ্ছে। এমন বন্ধুর থাকার চেয়ে একা থাকা অনেক ভাল।

people-5365324_1920.jpg

Image Source

সব সময় সম বয়সী বন্ধু নির্বাচন করবেন তাহলে আপনি তার সাথে সব কিছু সহজে শেয়ার করিতে পারিবেন। বন্ধু যদি বয়সের ছোট হয় তাহলে তার সাথে সব কিছু শেয়ার করিতে গেলে মনে সাই দিতে চাই না। আর যদি বড় হয় তাহলেও তার সাথে সব কিছু শেয়ার করিতে মন চাই না। তাই সব সময় নিজের সম বয়সীকে বন্ধু বানানোর জন্য চেষ্টা করিবেন। তবে তার মধ্যে উপরের গুনগুলি অবশ্যয় থাকতে হবে। যার দ্বারা আপনার ক্ষতি হবে এমন কারো সাথে কখনও সম্পর্ক করা যাবে না। এর চেয়ে একা থাকবেন কিন্তু ক্ষতিকর মানুষের সাতে ১ মিনিট ও সময় দেওয়া যাবে না।

এমন বন্ধুর সাথে সম্পর্ক করবেন যে আপনার কথামত চলে। আপনি ১০টি কথা বললে অনন্ত ৮টি কথা সে শুনবে বা সব কথাই সে শুনে চলবে এমন বন্ধু নির্বাচন করিতে হইবে। তাহলে তার সাথে মিশে আপনি অনেক মজা পাবেন। যে আপনার কথার কোন মূল্যায়ন করে না এমন বন্ধুর পাশেও যাওয়া যাবে না। তাই বন্ধু নির্বাচনের জন্য এটি খেয়াল রাখতে হবে। পক্ষান্তরে যে বন্ধু আপনার জন্য নিজের স্বার্থকে বিসর্জন দিতে রাজি থাকে এমন বন্ধু নির্বাচন করবেন তাহলে নিশ্চিন্তে তার সাথে মিশতে পারবেন।

twins-2670823_1920.jpg

Image Source

সবার জীবনে এমন একজন জন্ধু অবশ্যয় থাকে যে তার জন্য নিজের সবকিছু দিতেও রাজি থাকে। তাই আমাদের অবশ্যয় উচিৎ তারসাথে ও আমাদের এমন আচরন করা যেন সেও আমার কাছ থেকে একই ধরনের আচারন পেয়ে থাকে। তবে বন্ধুত্বের সম্পর্ক আরও বেশি দৃঢ় হয়ে উঠবে।

আজকের পোষ্টে আমি ভাল বন্ধু নির্বাচন এর জন্য কিছু বিষয় তুলে ধরার চেষ্টা করেছি। আরও অনেক বিষয় আছে যেগুলি তুলে ধরা হয়নী তবে এই বৈশিষ্টগুলি একজনের মধ্যে থাকলে আপনি তার সাথে মিশতে পারেন। তবে খারাপ বন্ধুর সাথে কখনও বেশি সময় দিবেন না। তাতে আপনারই ক্ষতি হবে।

আশা করি আজকের পোস্টটি আপনাদের সবার ভালো লেগেছে। আপনার মতামত জানাতে কমেন্ট করতে ভুলবেন না। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সামনে আরো নতুন ও আকর্ষণীয় পোস্ট নিয়ে হাজির হবো। ততদিন পর্যন্ত সাথেই থাকুন।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

Upvoted! Thank you for supporting witness @jswit.

একজন ভালো বন্ধু নির্বাচনের ক্ষেত্রে প্রতিটি বিষয় খেয়াল করা উচিত। একজন ভালো বন্ধু থাকা আমাদের জীবনে অনেক প্রয়োজনীয়। তবে অনেক সময় আমরা ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলি আর শেষ পর্যায়ে এসে তাদের দ্বারাই ক্ষতিগ্রস্ত হই। অসাধারণ লিখেছেন ভাইয়া। আপনার লেখাগুলো পড়ে ভালো লাগলো।

আমার লেখা পোষ্টটি মনযোগদিয়ে পড়ার জন্য এবং একটি সুন্দর কমেন্ট করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। বন্ধু নির্বাচন করার জন্য অবশ্যয় আমাদের এ বিষয়গুলি খেয়াল রাখা উচিৎ।