শহরের স্মার্ট ছেলের সাথে গ্রামের মেয়ের প্রেমকাহিনী।

in hive-129948 •  4 months ago  (edited)

বিসমিল্লাহির রহমানির রহিম

 আস্সালামু আলাইকুম,

আমার বাংলা ব্লগের প্রাণ প্রিয় বন্ধুরা, সম্মানিত এ্যাডমিন ও মডারেটরবৃন্দ, কেমন আছেন আপনারা? আশাকরি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আজকের পোষ্টের মাধ্যমে আমি শহরের একটি স্মার্ট ছেলে তার নিজ গ্রামের কয়েকটি মেয়ের সাথে ঘটিত প্রেমের কাহিনী নিয়ে আলোচনা করিব। আশা করি আপনারা সবাই এটি উপভোগ করবেন এবং কিছু নতুন তথ্য জানতে পারবেন। ভুলত্রুটি হলে দয়া করে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ!

শহরের একটি স্মার্ট ছেলে নাম তার আকাশ । তার জীবন ছিল শহরের ব্যাস্ততা আর ইন্টারনেটের সাথে যুক্ত। তবে একদিন পারিবারিক সমস্যার কারণে তাকে গ্রামে ফিরে যেতে হয়। এক শহরে ছেলের জন্য গ্রামের জীবন মানিয়ে নেওয়া কঠিন ছিল কিন্তু আকাশ চেষ্টা করল এবং গ্রামের সরলতা সবুজ মাঠ আর কৃষি জমির সাথে একসময় মানিয়ে নিল সে।

cloud-2436676_1920.jpg

Image Source

কলেজে ভর্তি হওয়ার পর আকাশের সাথে পরিচয় হলো তানিয়ার। গ্রামের মিষ্টি মেয়ে তানিয়া সরল আর হাসিখুশি ছিল। আকাশ তানিয়ার সাথে আলাপ শুর করল কিছুদিনের মধ্যেই তাদের বন্ধুত্ব হয়ে গেল। একসময় সেই বন্ধুত্ব প্রেমে রূপ নিল। আকাশ ভেবেছিল তানিয়া সেই মানুষ যার সাথে তার জীবনের সবকিছু ভাগ করে নিতে পারবে কিন্তু সময়ের সাথে সাথে আকাশের জীবনে নতুন কিছু ঘটতে শুরু করল।

তানিয়ার সাথে সম্পর্ক থাকার পরও আকাশ প্রায়ই মাঠে যেত তাদের জমিজমার কাজ দেখতে। একদিন বিকেলে সে মাঠে কাজ করতে গিয়ে হঠাৎ একটি মিষ্টি মেয়ের সাথে তার দেখা হল নাম ছিল তার পিয়া। পিয়ার চোখে ছিল এক অদ্ভুত আকর্ষণ। আকাশ তখন কিছুই বুঝল না কিন্তু তার মনের কোথাও যেন একটা পরিবর্তন আসতে শুরু করল।

dawn-3208158_1920.jpg

Image Source

প্রতিদিন বিকেলে আকাশ সেই একই জমিতে যেত শুধুমাত্র পিয়াকে দেখার জন্য। পিয়া একদিন মাঠে এসে আকাশের দিকে তাকিয়ে মুচকি হাসি দিল। সেই হাসিতে আকাশের মন পুরোপুরি গলে গেল। আর এভাবেই তাদের মধ্যে ধীরে ধীরে একটা সম্পর্ক গড়ে উঠল। আকাশ বুঝতে পারল পিয়াকে সে সত্যি ভালোবেসে ফেলেছে। আকাশ এখন দুই প্রেমের মধ্যে আটকে গেল। একদিকে তানিয়া তার প্রথম ভালোবাসা আর অন্যদিকে পিয়া তার হৃদয়ের নতুন আলো। একদিন পিয়া আকাশকে তার বান্ধবী তানিয়ার সাথে পরিচয় করাতে চায়। আকাশও রাজি হয়ে গেল কিন্তু আকাশ জানতনা এই তানিয়া আকাশের তানিয়া।

একদিন পিয়া তার বান্ধবী তানিয়াকে নিয়ে মাঠে এলো এবং আকাশ তানিয়াকে দেখে হতবাক হয়ে গেল। তানিয়াও আকাশকে দেখেই অবাক হয়ে গেল এবং বুঝল যে আকাশ তাদের দুজনের সাথে সম্পর্ক চালিয়ে যাচ্ছে। আকাশের ভেতরে তীব্র আতঙ্ক তৈরি হলো। সে কোনো কথা না বলে তাড়াতাড়ি সেখান থেকে পালিয়ে গেল। মনে হচ্ছিল যেন পৃথিবীটা তার পায়ের নিচ থেকে সরে যাচ্ছে। এরপর আকাশ আর পিয়ার সাথে দেখা করতে সাহস করল না। সে জানত পিয়া আর তানিয়া সবকিছু জেনে গেছে। পিয়া তানিয়ার মুখে সবকিছু শোনার পরে আকাশের সাথে সম্পর্ক ছিন্ন করল তানিয়াও তাকে ছেড়ে চলে গেল। আকাশের জীবন এক মুহূর্তে শূন্য হয়ে গেল। তার মনের মধ্যে এক অদ্ভুত কষ্ট জমতে থাকল। পিয়ার প্রতি ভালোবাসা আকাশকে তাড়িত করল কিন্তু পিয়া আর তাকে দেখতে চাইত না।

board-1820678_1920.jpg

Image Source

প্রতিদিন বিকেলে আকাশ মাঠের সেই জায়গায় বসে থাকত যেখানে পিয়ার সাথে তার প্রথম দেখা হয়েছিল। পিয়াও মাঝে মধ্যে আসত কিন্তু আকাশের দিকে তাকাতোই না। আকাশ তখন বুঝতে পারল পিয়াকে সে হারাতে চায় না। পিয়াকে ভালোবেসে সে সত্যিই জীবন কাটাতে চায়। একদিন আকাশ পিয়ার সামনে গিয়ে কাঁদতে শুর করল ক্ষমা চাইল তার ভুলের জন্য। পিয়া কিছুক্ষণ তাকিয়ে রইল তারপর বলল তুমি সত্যিই আমাকে ভালোবাসো? আকাশ কোনো উত্তর দিল না শুধু তার চোখ দিয়ে পানি ঝরতে লাগল। পিয়া ধীরে ধীরে আকাশকে ক্ষমা করে দিল। কিছু দিনের মধ্যেই তাদের সম্পর্ক আবার ঠিক হয়ে গেল কিন্তু সেই সম্পর্ক ছিল আগের থেকে অনেক গভীর অনেক বেশি সৎ। এরপর আকাশ ও পিয়া বিয়ে করল। আকাশের জীবনে পিয়া ছিল সেই মেয়ে যে তাকে শিখিয়েছে ভালোবাসার সত্যিকার মূল্য দিতে।

আশা করি আজকের পোস্টটি আপনাদের সবার ভালো লেগেছে। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সামনে আরো নতুন ও আকর্ষণীয় পোস্ট নিয়ে হাজির হবো। ততদিন পর্যন্ত সাথেই থাকুন।



Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Upvoted! Thank you for supporting witness @jswit.