জীবনে আমরা অনেক সময় ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলি। ধরুন, কোনো বড় সিদ্ধান্ত নেবার আগে আমরা ভালোভাবে চিন্তা করি না বা সঠিক তথ্য সংগ্রহ করি না। এরপর সেই ভুল সিদ্ধান্তের কারণে নানা সমস্যা শুরু হয়। যেমন, চাকরি পরিবর্তন, সম্পর্কের ভুল নির্বাচন বা অর্থনৈতিক ঝুঁকি নেওয়া—এসব সিদ্ধান্তে আমরা বিপদে পড়ে যাই। এর ফলস্বরূপ, সমস্যা বাড়তে থাকে এবং সেই ভুল সিদ্ধান্তের পরিণতি আমাদের দুঃখ এবং অশান্তির কারণ হয়ে দাঁড়ায়। তাই, ভুল পথে চলার ফলে যে কষ্ট এবং সমস্যা হয়, তা আমরা কষ্টকর অভিজ্ঞতার মাধ্যমে বুঝতে পারি।
"আজকের এই মন্মথামোহিনী লেখা খুবই ভালো 😊! সঠিকতার গৌণপথে চলার ফলটি আমরা সবাই নিজের অভিজ্ঞতায় এড়েছি, কিন্তু উদ্ধারের শিখন-আলোটি পরিচারক হওয়ায়, বিভীষ্ঠা ছাড়ি নেই! 😊
তোমাদের সকলের জন্য একটি ধন্যবাদ, এই প্রশংসনীয় রেখাগুলিতে আমরা নিজেরা অভিজ্ঞতার ফলকে উদঘাটিতে পাই! 👍
নাও, @xpilar.witness-এর সহায়তার জন্য ভোট করি: https://steemitwallet.com/~witnesses! 🙏"
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit