মাছের বাজারের কিছু ফটোগ্রাফি

in hive-129948 •  10 days ago 

আসসালামুআলাইকুম/আদাব

হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশাকরি সকলেই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @alif111, বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।

আজকে আমি আপনাদের মাঝে সুন্দরময় কিছু ফটোগ্রাফি নিয়ে হাজির হলাম। আসলে আজকে আমি বিকেল বেলা মাছের বাজারে গিয়েছিলাম। আরও অনেকদিন পর মাছের বাজারে এসে অনেক বেশি ভালো লাগলো। তাই তো আমি বিভিন্ন রকমের মাছগুলো দেখতে ছিলাম। বাজারে এখন অনেক মাছ উঠেছে, আসলে সিরাজগঞ্জ যমুনা নদীর পারে এই বাজার হওয়াতে অনেক বেশি মাছ পাওয়া যায়। তাই আমি এই বাজারে বড় এবং ছোট বিভিন্ন রকমের মাছ দেখতে পেলাম। আর মাছগুলো দেখে আমার কিনার খুব ইচ্ছা হল। আসলে আমি নদীর ছোট মাছ কেনার জন্য এসেছিলাম। তাই মাছ কেনার মুহূর্তের কিছু ফটোগ্রাফি করে রেখেছি, সেই ফটোগ্রাফি গুলোই আপনাদের মাঝে শেয়ার করলাম।

ফটোগ্রাফি🖼️ -১👇

IMG_20250111_214140.jpg

IMG_20250111_214152.jpg

আসলে আমি বিকেলবেলা মাছের বাজারে এসেছিলাম, আর এই মাছের বাজারে এসে অনেক রকমের মাছ দেখতে পেলাম। তবে আমি রুই মাছ ও অনেক বড় বড় একটি মাছের দোকানে আসলাম। সেই মাছের দোকানে এসে দেখতে পেলাম মাছগুলো একদম তাজা ছিল। তাই এই মাছগুলো দেখতে পেয়ে ভালো লাগলো, আর ফটোগ্রাফি করতে লাগলাম।

অবস্থান

ফটোগ্রাফি🖼️ -২👇

IMG_20250111_214059.jpg

IMG-20250111-WA0028.jpg

এই মাছের বাজারে অনেক বড় বড় মাছের মধ্যে আমি দেখতে পেলাম নদীর চিতল মাছ। আর এই নদীর চিতল মাছ দেখতে পেয়ে অনেক ভালো লাগলো। অনেকদিন পর নদীর এত বড় বড় চিতল মাছ বাজারে উঠেছে। এই মাছ কেনার জন্য অনেকেই ভিড় জমেছে। তাই মাছগুলো দেখে আমিও ফটোগ্রাফি করতে লাগলাম।

অবস্থান

ফটোগ্রাফি🖼️ -৩👇

IMG_20250111_214030.jpg

IMG_20250111_214013.jpg

তারপরে মাছের বাজারে আমি সমুদ্রের কিছু মাছ দেখতে পেলাম। সমুদ্রের এই মাছগুলোর চাহিদা অনেক বেশি, কারণ সমুদ্রের মাছ একজনই নিয়ে এসেছে। তার কাছে সকলে ভিড় জমিয়ে এই মাছগুলো দেখছে। আসলে এই মাছগুলো খেতে কতটা মজা লাগবে সেটা আমার জানা নেই। তবে মাছগুলো দেখে আমার ভালো লাগলো, তাই ফটোগ্রাফি করলাম।

অবস্থান

ফটোগ্রাফি🖼️-৪👇

IMG_20250111_214221.jpg

IMG_20250111_214209.jpg

তারপরে আমি কিছু রুই মাছ দেখতে পেলাম, আর এই রুই মাছের সাথে কাতল মাছ ছিল। নদীর বড় বড় মাছ দেখতে পেলাম। আসলে এই মাছগুলো নদীর বলছে তবে আমার মনে হচ্ছে এই মাছগুলো তারা বড় কোন জলাশয়ে চাষাবাদ করেছিলো।তাই বড় বড় কাতল মাছ দেখতে পেয়ে কিনতে খুবই ইচ্ছা করলো, তবে দাম বেশি ছিল।

অবস্থান

ফটোগ্রাফি🖼️-৫👇

IMG_20250111_214312.jpg

IMG_20250111_214237.jpg

আমি নদীর পাবদা মাছ দেখতে পেলাম। আসলে নদীর ছোট মাছ কেনার জন্যই আমি এসেছিলাম। তাই পাবদা মাছ গুলো দেখে কিছু পাবদা মাছ কিনলাম। আর কিছু শিং মাছ কিনলাম আর এই শিং মাছ কিনতে পেরে ভালো লাগলো। সেই মুহূর্তের ফটোগ্রাফি করলাম।

অবস্থান

তো বিকাল বেলা মাছের বাজারে এসে বিভিন্ন রকমের এই ছোট বড় মাছ গুলো দেখতে পেয়ে অনেক ভালো লাগলো। তাই আমি নদীর কিছু মাছ কিনলাম। তবে নদীর ছোট মাছ কিনতে পেরে অনেক বেশি ভালো লেগেছে। আর এই ছোট মাছ কেনার জন্য এসেছিলাম। তো বন্ধুরা আজকে আপনাদের মাঝে নদীর মাছ কেনার ফটোগ্রাফি শেয়ার করতে পেরে অনেক ভালো লাগছে। আশা করছি আমার ফটোগ্রাফি দেখতে পেয়ে আপনাদেরও ভালো লাগবে।🖤✨।

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

ধন্যবাদ সকলকে✨💖

45GhBmKYa8LQ7FKvbgfn8zqd6W2YEX34pMmaoxBszxVcFZw7HFjCLMfDJx3zXx3jXPRfJr7otFtoRfKMmN9rJzpemZGKH1sKHrmfJREqyC...9xLrN7kkzEr3nKpRPcTj6NSZrBzYGbr93rAK2CAinZaxUP2fFhka9ZrPQeMBYoU2r2avcVEfb5m3uJAqvfZ4UMDVMeWvTdncVc9TonRvS2kneML5dvyoyUQZKC.png

ফোনের বিবরণ

ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
ধরণফটোগ্রাফি ✨
মডেলএম-৩১
ক্যাপচার@alif111
অবস্থানসিরাজগঞ্জ -রাজশাহী- বাংলাদেশ।

banner-abbVD-1.png

আমার পরিচয়

IMG-20240117-WA0007.jpg
আমার নাম মোঃআলিফ আহমেদ।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবাসি। আমি সিরাজগঞ্জ সরকারি কলেজের একজন ছাত্র। আমি ছোট বেলা থেকেই আর্ট করতে পছন্দ করি।তাই অংকন করতে আমার খুব ভালো লাগে।তাই আমি সময় পেলেই বিভিন্ন চিত্র অংকন করি।বিভিন্ন জায়গায় ভ্রমন করতে ও ফটোগ্রাফি করতে আমার খুবি ভালো লাগে।🌼💖🌼

সবার প্রতি শুভেচ্ছা রইল এবং আমার পোস্টটি সমর্থনকারী সকল বন্ধুদের বিশেষ ধন্যবাদ।🌹🌻

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আমিও মাঝে মাঝে আপুর সাথে বাজারে গেলে তাজা তাজা ছোট বড় মাছগুলো দেখলে আপনার মত ফটোগ্রাফি করি। বাজারে গেলে সুন্দর ও তাজা মাছ দেখলে ফটোগ্রাফি না করে থাকতে পারিনা। আমার কাছে অন্যান্য মাছ খেতে বেশি পছন্দ না করলেও চিংড়ি আর সামুদ্রিক মাছ খেতে বেশি ভালো লাগে।

image.png

GridArt_20250112_003739594.jpg

মাছের বাজার থেকে অনেক সুন্দর সুন্দর মাছের ফটোগ্রাফি ধারণ করেছেন আপনি। আপনার ধারণ করা এই সমস্ত মাছের ফটোগ্রাফি গুলো আমার কাছে খুবই ভালো লেগেছে ভাই। বেশ অনেক রকমের মাছ দেখতে পারলাম আপনার এই পোস্টে।

বিকেল বেলায় বাজারে গিয়ে অনেক রকমের মাছের ফটোগ্রাফি শেয়ার করেছেন যেখানে নদীর পাবদা মাছের ফটোগ্রাফিটা অনেক সুন্দর লেগেছে। এই পাবদা মাছের রেসিপির কথা মনে করেই ভালো লাগছে। চমৎকার ফটোগ্রাফি গুলো তুলে ধরার জন্য ধন্যবাদ।

আসলেই মাছের বাজারে গেলে ভিন্ন ধরনের অনেক মাছ পাওয়া যায়। আপনার সুবাদে অনেক বড় এবং দামি মাছ দেখার সুযোগ পেলাম। আপনি পাবদা মাছ কিনেছেন জানতে পেরে ভালো লাগলো কারণ পাবদা আমার প্রিয় মাছ। যাইহোক আপনার পোস্টটি পড়ে এবং ভিন্ন ধরনের মাছ দেখে আপনার অনুভূতি ব্যক্ত করেছেন সব মিলিয়ে ভালো লাগলো।

Upvoted! Thank you for supporting witness @jswit.

বিকেল বেলায় পুরো বাজার দেখছি মাছের ভরপুর। মাছগুলো দেখেই বেশ তাজা মনে হচ্ছে। অনেক মাছ আমি নিজেও চিনি না। তবে ফটোগ্রাফি গুলো দেখে খুবই ভালো লাগলো। অনেক ধন্যবাদ ভাইয়া তাজা কিছু মাছের ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

বাহ্ আপনি তো বেশ সুন্দর সুন্দর কিছু মাছের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করছেন। মাছ গুলো দেখে মনে হচ্ছে টাটকা মাছ।যাইহোক সব গুলো মাছের ফটোগ্রাফি অনেক সুন্দর হয়েছে। ধন্যবাদ আপনাকে পোস্ট টি শেয়ার করার জন্য।

নদীর পাশে বাজার হলে তো অনেক টাটকা মাছ পাওয়া যায়। আপনার আজকের মাছের ফটোগ্রাফি গুলো দেখে খুব ভালো লাগলো। অনেক ধরনের মাছ উঠেছে এই বাজারে। চেনা অচেনা অনেক মাছ দেখতে পেলাম। ধন্যবাদ শেয়ার করার জন্য।

মাছের বাজারে তোলা ফটোগ্রাফিগুলি দেখতে খুব ভালো লাগলো। বাঙালি মাছপ্রিয় জাতি। আর সেখানে এত রকমের মাছ দেখে ভালো তো লাগবেই। মাছ খেতে পেলে আমরা আর কিছু চাই না। তাই এত সুন্দর সুন্দর মাছের ছবি বাজার থেকে তুলে আমাদের সঙ্গে শেয়ার করেছেন দেখে ভালো লাগছে ভাই।।

সকালের দিকে মাছ বাজার জমজমাট থাকে বেশি। কিন্তু এ দেখছি রাতেও বেশ জমজমাট অবস্থা। দারুণ লাগল আপনার মাছ বাজারের ফটোগ্রাফি গুলো। সামদ্রিক বিভিন্ন ধরনের মাছও রয়েছে দেখছি। ধন্যবাদ আমাদের সাথে মাছ বাজারের ফটোগ্রাফি শেয়ার করে নেওয়ার জন্য।।

আজকে আপনি দেখতেছি মাছের চমৎকার চমৎকার ফটোগ্রাফি করেছেন। আসলে মাছের বাজারে গেলে অনেক ধরনের তাজা মাছ এবং বড় মাছ দেখা যায়। তবে আপনার ফটোগ্রাফি গুলো দেখে বেশ ভালো লাগলো। আর তাজা মাছ দেখলে এমনিতে কিনতে মন চায়। ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে সুন্দর করে শেয়ার করেছেন।