স্মৃতির পাতায় হাজারো গল্প জমা হয়ে থাকে আমাদের সবার মনে। তাই এই গল্পগুলো মনে করতে পেরে অনেক ভালো লাগে। আবার কখনো কখনো অনেক ভয়ানক কিছু গল্প রয়েছে। আবার কখনো কখনো হাসি এবং মজার কিছু স্মৃতি যেন জড়িয়ে রয়েছে আমাদের জীবনে। তাই আজকে আপনাদের মাঝে মজাদার একটি স্মৃতির পাতা থেকে গল্প শেয়ার করতে আসলাম। আসলে শীতকাল আসলে এই গল্পটির কথা আমার খুবই মনে পড়ে যায়। কারণ শীতকালে এই স্মৃতির পাতায় একটি মজার ঘটনা আমাদের জীবনে ঘটেছিল, আমি তখন ক্লাস নাইনে পড়াশোনা করি। তো বন্ধুদের সাথে আনন্দ মজার সাথে দিনগুলো পার করতাম। একদিন কথা বলতে বলতেই আমাদের বন্ধুদের মধ্যে একটা বাজি ধরা হয়ে গেল, যে শীতের রাতে পুকুরে গিয়ে গোসল করতে হবে। যদি গোসল করতে পারে তাহলে তাকে টাকা দেওয়া হবে। এই স্মৃতিময় গল্পটি আজ আপনাদের সাথে শেয়ার করতে এসেছি।
তো শীতকালে আমাদের গ্রামে মাদ্রাসার মাহফিলের আয়োজন করা হয়েছিলো, আর মাহফিলের আয়োজনকে কেন্দ্র করে গ্রামে ছোট মেলার একটি আয়োজন করা হয়েছিলো। তাই আমি আমার কিছু বন্ধুদের দাওয়াত করেছিলাম। বন্ধুরা আমাদের বাড়িতে বেড়াতে এসেছিল, তাই বন্ধুদের সাথে নিয়ে সেই মেলাতে গিয়েছিলাম। মেলাতে গরম গরম জেলাপি বিক্রি করছিলো। তাই আমরা গুড়ের জিলাপি কিনে নিয়ে মেলার অন্য সাইটে বসে খাচ্ছিলাম। চারদিকে প্রচন্ড কুয়াশা ছিল,আর এই কুয়াশার মধ্যে গ্রামে অনেক বেশি শীত পড়ে, যার কারণে অনেক খারাপ লাগতেছিল। তো আমার বন্ধু শান্ত গল্প করতে করতে বলল এই শীতের রাতে গোসল দিলে মানুষ মরে যাবে। তখন আমার বন্ধু সোহান ঘাড় তেরামি করে বলল গোসল দিলে কিছুই হবে না।
আসলে আমার বন্ধু সোহান সব সময়ই উজানি টাইপের কথা বলতো। সকলের কথায় একমত হতো না, বলল যে গোসল দিলে কিছুই হবে না। আমিও এখন গোসল দিতে পারব, যখন এই কথা বলল তখনই আমরা দুই বন্ধু মিলে বললাম ঠিক আছে। এখন গোসল দিয়ে বোঝা যাবে তুই কত বড় বীর হইছোস। তখন সোহান বলল যে এমনি এমনি তো গোসল দেবো না, যদি তোরা আমাকে টাকা দেয় তাহলে গোসল দেবো। তখন বললাম যে কত টাকা নিবি, তখন বললে যে যদি ২০০ টাকা দিস। আমি আজকেই এই পুকুরে গোসল করব। আসলে সোহান ভেবেছিল আমাদের কাছে টাকা নেই। আমরা রাজি হবো না, কিন্তু সোহানের তেরামি ঠিক করার জন্য, আমরা দুই বন্ধু মিলে বললাম ঠিক আছে তোকে দুইশ টাকা দিব। তাও ওর এই তেরামি আমি ঠিক করব, তখন আমরা রাজি হয়ে গেলাম।
সোহান তখন দেখল, আমরা দুই বন্ধু মিলে রাজি হয়েছি ওকে টাকা দেওয়ার জন্য, তখন ও বলল যে গোসল দেওয়া কোন ব্যাপার না কিন্তু আমার তো এখন জামা কাপড় নেই। আমি এখন কিভাবে গোসল দেবো, পরে কোন এক সময় এসে দেবো। আজকে চল যাই তখন আমার বন্ধু শান্ত বললো কাপড়ের ব্যবস্তা আমি করবো। ওর নাম ছিল শান্ত, শান্ত বলল যে তোর তেড়ামি এবং তোর চাপাবাজ অনেক শুনেছি, যদি আজকে এই কথা ঠিকভাবে না পালন করস তাহলে তুই যে চাপাবাজ এটা সবার কাছে ছড়িয়ে দেবো। আর কোনদিন বড় গলায় কথাই বলতে পারবি না। সোহান তখন বাধ্য হয়ে গোসল করার জন্য তৈরি হলো। কারন আজকে গোসল না দিলে সোহানের কোন দাম থাকবে না। তাই নিজের দাম রাখার জন্য এবং ঘাড় ত্যাড়ামি আরো সঠিকভাবে করার জন্য ও যেন গোসল দেওয়ার জন্য রাজি হয়ে গেল।
এমনিতেই গ্রামের বাড়িতে প্রচন্ড শীত পড়ে, তারপরে গ্রামের পুকুরের পানি যেন আরো বেশি ঠান্ডা হয়ে থাকে। একদম বরফের মত অবস্থা। আর এই পানিতে গোসল করা কম কথা নয়। এমনিতে শীতের কাপড় পরেই টেকা যাচ্ছিল না ও গোসল করবে। এটা ভাবতেই যেন কেমন লাগতেছিল। কিন্তু সোহানের তেড়ামির কারণে শান্ত যেন ওকে বাজি থেকে আর ফেরাতে পারল না। তাই বাধ্য হয়ে পুকুরের পানিকে নামতে রাজি হলো।তাই সোহান জামা কাপড় খুলল একটা স্যান্ডেল গেঞ্জি আর হাফ প্যান্ট পড়ে পানিতে নামা শুরু করে দিল। তো বন্ধুরা পরবর্তীতে কি হয়েছিল, সেই অংশটুকু আপনাদের সাথে আগামী পর্বে শেয়ার করব।🖤✨।
![Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png](https://steemitimages.com/640x0/https://cdn.steemitimages.com/DQmTqW5PS3n6oyDnnDB82Y9RoNBsKfEVaLRM9qEVbcbBaXT/Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png)
ধন্যবাদ সকলকে✨💖
![45GhBmKYa8LQ7FKvbgfn8zqd6W2YEX34pMmaoxBszxVcFZw7HFjCLMfDJx3zXx3jXPRfJr7otFtoRfKMmN9rJzpemZGKH1sKHrmfJREqyC...9xLrN7kkzEr3nKpRPcTj6NSZrBzYGbr93rAK2CAinZaxUP2fFhka9ZrPQeMBYoU2r2avcVEfb5m3uJAqvfZ4UMDVMeWvTdncVc9TonRvS2kneML5dvyoyUQZKC.png](https://steemitimages.com/640x0/https://cdn.steemitimages.com/DQmTAFfjq13gJzqrVnJAM7fDaoQJAQwVH4WepAU2BzPwqK6/45GhBmKYa8LQ7FKvbgfn8zqd6W2YEX34pMmaoxBszxVcFZw7HFjCLMfDJx3zXx3jXPRfJr7otFtoRfKMmN9rJzpemZGKH1sKHrmfJREqyC...9xLrN7kkzEr3nKpRPcTj6NSZrBzYGbr93rAK2CAinZaxUP2fFhka9ZrPQeMBYoU2r2avcVEfb5m3uJAqvfZ4UMDVMeWvTdncVc9TonRvS2kneML5dvyoyUQZKC.png)
ফোনের বিবরণ
ক্যামেরা | স্যামসাং গ্যালাক্সি |
ধরণ | রাইটিং ✨ |
মডেল | এম-৩১ |
ক্যাপচার | @alif111 |
অবস্থান | সিরাজগঞ্জ -রাজশাহী- বাংলাদেশ। |
![banner-abbVD-1.png](https://steemitimages.com/640x0/https://cdn.steemitimages.com/DQmdneEsosooEaR5g9u1PV9S5gDZBfEBgm7xCVc9h29MbJd/banner-abbVD-1.png)
আমার পরিচয়
আমার নাম মোঃআলিফ আহমেদ।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবাসি। আমি সিরাজগঞ্জ সরকারি কলেজের একজন ছাত্র। আমি ছোট বেলা থেকেই আর্ট করতে পছন্দ করি।তাই অংকন করতে আমার খুব ভালো লাগে।তাই আমি সময় পেলেই বিভিন্ন চিত্র অংকন করি।বিভিন্ন জায়গায় ভ্রমন করতে ও ফটোগ্রাফি করতে আমার খুবি ভালো লাগে।🌼💖🌼
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক সুন্দর একটি গল্প শেয়ার করেছেন আপনি। অনেক জায়গায় শোনা যায় এমন কথা। অনেকের শীতে রাতে পুকুরে গোসল করে আবার সাঁতার কাটে। এই সমস্ত ঘটনাগুলো আমি দেখেছি স্বচক্ষে। বিশেষ করে গ্রামে এগুলো একটু বেশি হয়ে থাকে। চমৎকার গল্প শেয়ার করতে দেখে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
https://twitter.com/AhmedAlif135308/status/1884604710445085119?t=UM91i6QMms3g4CgqpChqOg&s=19
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলে শীতের রাতে গোসল দেওয়া খুবই কঠিন। আপনার বন্ধু বাজি ধরে গোসল করেছিল। দেখা যাক আগামী পর্বে কি হয়।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit