প্রকৃতির শোভা

in hive-129948 •  2 years ago 

Screenshot_2023-04-08-16-35-11-68_40deb401b9ffe8e1df2f1cc5ba480b12.jpg

বৃষ্টির পানি স্নানের বান্ধব,
চাঁদের আলো রাতের মাঝে জ্বলব,
সূর্যের উদিত সময়ে পুরনো গান,
প্রকৃতির শোভা, মম মনে স্বপ্নে ঘন।

ভুবনের রঙিন পালক মধুর মধ্যে,
পাখির গানের সুর, হরিতকির ছায়া,
বনের গভীরতা হৃদয় ছুঁয়ে,
প্রকৃতির শোভা, মম চোখে প্রতিধ্বনিত হয়।

পাতার ছায়ায় বসবাস করে,
প্রকৃতির বুকে প্রেমের মধু হয়ে,
পুষ্পের মাধুর্য্যে মন হয় ভরে,
প্রকৃতির শোভা, মম চোখে প্রতিবেদন হয়।

পান্ডবের মেঘের আবৃত্তি শোনে,
নদীর ধারা বিহ্বল স্নানের ভান,
বাতাসের লহরে চাঁদের আলো পুন্টে
প্রকৃতির শোভা, মম চোখে চিত্রিত হয়।

book-863418_640.jpg

সময়ের চলচ্চিত্র প্রকৃতির ছায়ায়,
জীবনের মিষ্টি আনন্দে মন হয় মাঝারি,
প্রকৃতির শোভা, আমার

                                  ✡ ধন্যবাদ ✡
                                             
                                    পরিশিষ্ট 

আজকের টার্গেট : ২১০ ট্রন জমানো (Today's target : To collect 210 trx)
তারিখ : ০৮ এপ্রিল ২০২৩

টাস্ক ২২৪ : ২১০ ট্রন ডিপোজিট করা আমার একটি পার্সোনাল TRONLINK PRO WALLET এ যার নাম Farhan
আমার ট্রন ওয়ালেট : TBy32xE8ZuYZ24VsQQC2wFFk1SBrgSMuJX

এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তো যে কোনো এমাউন্ট এর টিপস আনন্দের সহিত গ্রহণীয়

                          Account QR Code

1680952985224.jpg

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আমার বাংলা ব্লগ শুধুমাত্র বাংলা ভাষাভাষীদের কমিউনিটি। ভারত ও বাংলাদেশ ব্যাতীত অন্য কোনো দেশের সদস্যদের আমার বাংলা ব্লগে গ্রহণ করা হয় না। আপনাকে আমাদের আরেকটি কমিউনিটি Beauty of Creativity তে পোস্ট করার অনুরোধ করছি যেখানে আপনি ইংরেজিতে পোস্ট করার সুযোগ পাবেন। ধন্যবাদ।