০১ জৈষ্ঠ্য, ১৪২৯ খ্রিষ্টাব্দ
১৫ মে,২০২২সাল
ভালোবাসা দিয়ে অর্জিত ক্ষমতা পৃথিবীর সব জায়গায় সমপরিমাণ পাওয়া যায়।
হ্যালো
নিজের অর্জিত ক্ষমতা সেটা স্থান কাল ভেদে পরিবর্তনশীল।
মানুষের জীবন কত বৈচিত্র্যময় মানুষ কখনো রাজা কখনো পড়া শুধু পরিবর্তনটা জায়গার। মানুষ এক এক জায়গায় এক এক রকম আসলে জীবন যেখানে যেমন। মানুষের জীবন এবং মানুষের ক্ষমতা টা ঠিক পানির মতন। পানিকে যেমন বোতলে রাখলে বোতলের আকার ধারণ করে ঠিক তেমনি আবার একটি পাত্রে রাখলে ঠিক ওই পাত্রের আকার ধারন করে। মানুষের ক্ষমতাটাও ঠিক তেমনি আপনি আপনার জায়গা থেকে শুধু একটু সরে দাড়ান তাহলেই বুঝতে পারবেন আপনার ক্ষমতা হয় বেড়ে গেছে নতুবা আপনার ক্ষমতা অনেকটাই কমিয়ে গেছে। মানুষের ক্ষমতাটা প্রকৃতিগতভাবে এভাবেই যেন চলতে থাকে তবে আর একটা কথা সত্য যে আপনি যদি মানুষের মধ্যে ভালোবাসা বিলাতে পারেন তাহলে আপনি পৃথিবীর যেকোন প্রান্তে যান না কেন আপনার জীবনের চলার গতি বিন্দুমাত্র পরিবর্তন হবে না বলে আমি আশা করছি।
ভালোবাসা দিয়ে যেই শক্তিটা পাওয়া যায় তা হয়তো বা পৃথিবীর বিক্রি করে যে মূল্য পাওয়া যাবে ঠিক সমমূল্যের ক্রয় করার ক্ষমতাও এতটা কাজে আসবে না। ভালোবাসার আসলে এতটাই পাওয়ার এতটাই ক্ষমতা যে ভালোবেসে বিশ্ব জয় করাটা অনেক সহজ কাজ। ভালোবাসা এমন একটা জিনিস ভালোবাসা দিয়ে যেটা অর্জন করা হয় তা কখনোই নষ্ট হয় না। যদিও বা নষ্ট হয় তাহলে আপনি বুঝে নিবেন সেখানে কোনো ভালোবাসা ছিল না সেখানে ছিলে শুধুই স্বার্থপরতা। ওই যে বললাম জীবন যেখানে যেমন ভালোবাসার ক্ষেত্রে বিষয়টা ঠিক এক রকমই যার দৃষ্টিভঙ্গিতে মন আপনাকে সে ঠিক তার মতো করেই দেখবে। আপনি তাকে ততটাই ভালোবাসেন না কেন সে আপনাকে দোষী বানিয়ে আপনার কাছ থেকে চলে যাবে এটাই স্বাভাবিক।
আমি আবারও বলি আসলে স্থান কাল ভেদে মানুষের ক্ষমতার পরিবর্তন ঘটে কিন্তু ভালোবাসা দিয়ে যে শক্তি অর্জিত হয় তা কখনোই পরিবর্তন হয়না আপনি এখন পৃথিবীর যেকোন প্রান্তে যান না কেন। আমি যদি গ্রাম এবং শহরের তুলনা করে থাকে তাহলে এই থেকেই আকাশ-পাতাল তফাৎ বোঝা যাবে। প্রথমে আমি গ্রামের কথাই বলি ওই যে একটা কথা আছে না এলাকার রাজা আর ভিনদেশী প্রজা। আমি এমন কিছু মানুষ দেখেছি আমার এই ছোট্ট জীবনে ছোটবেলা থেকেই তো আমি গ্রামে বড় হয়েছে তাই গ্রামের কথাটা খুব ভালোভাবে আমি বলতে পারছি। দেখা যায় গ্রামের অনেক মানুষ গ্রামের সাধারণ মানুষের উপর জুলুম করে থাকে।
আবার সেই মানুষগুলোই যখন শহরে আসে তখন দিস গুটিয়ে চলাফেরা করে। মনে হয় তারা যেন এক বড় অসহায় মানুষ তাদের থেকে সাধারণ মানুষ এই দুনিয়াতে আর কেউ নেই। এর দ্বারা প্রমাণিত হয় যে স্থান কাল ভেদে ক্ষমতার দাপট তাও পরিবর্তন হয়। কিন্তু আপনি যদি মানুষকে ভালোবাসে না সেটা হোক শহর কিংবা গ্রাম যে জায়গাতে যান না কেন আপনি আপনি ঠিক সেইসময় পরিমাণে সম্মানটুকু পাবেন যদি আপনি মানুষকে সঠিকভাবে ভালবাসতে পারেন।
তো বন্ধুরা অনেক কথাই তো হলো যদি কোন কথায় ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সকলেই ভালো থাকবেন এবং অন্যদেরকে ভালো রাখার চেষ্টা করবেন। পরিশেষে সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ।
Join the Discord Server for more Details
জীবন পাতার শেষ হওয়া একটা পাতার সংরক্ষণঃ
অসাধারন একটি পোস্ট লিখেছেন। আপনার পোস্টটি পড়ে ভীষণ ভালো লেগেছে। আপনি ঠিকই বলেছেন বাস্তবতা যখন যেখানে যেমন। তবেই ক্ষমতার পরিবর্তন শীল, একটু নড়েচড়ে বসলেন বুঝা যায় ক্ষমতা কতটুকু আছে। তবে আপনি অনেক সুন্দর করে গুছিয়ে লিখেছেন গ্রামের এবং শহরের মানুষের মধ্যে পার্থক্যটা দেখিয়েছেন। হ্যাঁ আপনি ঠিকই বলেছেন যেখানে ভালবাসার শক্তি দিয়ে সবকিছু জয় করা যায়। কিন্তু সেখানে অর্থ কিংবা শক্তি দিয়ে তা জয় করা যায় না। আপনি অসাধারণ লিখেছেন তবে আপনার ক্ষমতার গল্পটি পড়ে একটা কথা মনে পড়ে গেল।
অনেকটাই বাস্তব স্থান কাল ভেদে মানুষের ক্ষমতার পরিবর্তন আমাদের সাথে এত সুন্দর একটি গল্প শেয়ার করার জন্য, আপনার প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনি এত সুন্দর একটি মন্তব্য করেছেন সত্যিই অনেক শিক্ষানীয় এই মন্তব্যটি। আপনাকে এত সুন্দর একটি মন্তব্য করার জন্য অনেক অনেক ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভারী ভারী কথায় জ্ঞানগর্ভ মূলক একটি পোস্ট আমাদের মাঝে উপহার দিলেন। যার মধ্যে বুঝার অনেক অনেক কিছু রয়েছে। ভালো ছিল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দোয়া রাখবেন সামনের দিনে যেন ভালো কিছু করতে পারি ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit