২২ জৈষ্ঠ্য , ১৪২৯ খ্রিষ্টাব্দ
০৫ জুন,২০২২সাল
ভালোবাসা সুন্দর তবে অবশ্যই স্বার্থহীন হতে হবে।
হ্যালো
সত্যিকার অর্থে ভালোবাসার সুন্দর সেখানে যদি কোনো স্বার্থ না থাকে তবেই তো ভালোবাসার সুন্দর। কিন্তু কিছু কিছু ভালোবাসা মানুষকে নিঃস্বার্থ ভাবে ভালবাসি গেলেও তারা সব সময় বেটার অপশন খুঁজতে থাকে। আমার মনে হয় এরা কখনোই সুখী হতে পারে না কেননা এদের মধ্যে সন্তুষ্টি বা শুকরিয়া নামক শব্দটাই হয়তোবা নেই। ভালোবাসা প্রকৃত অর্থে সুন্দর কিন্তু আসলে এমন ধরনের মানুষ ভালোবাসা পাবার যোগ্য বলে আমার মনে হয় না। সত্যিকার অর্থে তারাই ভালোবাসা পাবার যোগ্য যার ভালো একটি মন আছে এবং যে নিঃস্বার্থভাবে মানুষকে ভালবাসতে পারে। ভালবাসতে পারে একজন মানুষ হিসেবে অপর একজন মানুষকে আর এই ভালোবাসা যেন না হয় সে মানুষের অবস্থানের দিক বিবেচনা করে।
বিষাক্ত ললনা আলমগীর কবির
তুমি আর্তনাদ করে ওঠ,
এবং বল যে কেন ছেড়েছিলাম তোমায়?
কেন যে ধরলাম এমন এক হাত?
যা আমাকে না দিচ্ছে প্রশান্তি,
না দিচ্ছে ক্লান্তি!
বলিনা কো কথা তার সনে,
ব্লক করিয়াছি, দিব না আর খুলে!
তাই তো হাসি মাঝে মাঝে অবাক হয়ে!
তুমি কি সেই চঞ্চলতা?
মন বলে মোর ফিস ফিস করে।
তাই মাথা মোর কখনো কখনো বলে,
তুমি তো লোভী,
তখন মন মোর যায় রেগে তার পক্ষে।
তিন বার পরে মন মোর বলে,
তুমি তো সত্যিই লোভী!
তুমি হয় তো কার সুন্দর চেহার
বা সুন্দর ভবিষ্যৎ!
নয় তো পজিশন!
কিন্তু তুমি লোভী বলে মোর মন।
নির্বাক মনের কথা মেকি বলে জানি,
তাই যত ভালোবাসা সব নিজের জন্য রাখি।
Join the Discord Server for more Details
জীবন পাতার শেষ হওয়া একটা পাতার সংরক্ষণঃ
কবিতাটি পড়ে ভাই ভালোই লেগেছে, প্রতিটা লাইন খুব চমৎকার ছন্দ মিলিয়ে কবিতাটি লিখেছেন, এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি ঠিকই বলেছেন নিঃস্বার্থভাবে একজন আরেকজনের মন আদান প্রদান করাই হচ্ছে প্রকৃত ভালোবাসা এই ভালোবাসার সুন্দর এবং এই ভালবাসার মধ্যেই প্রকৃত শান্তি খুঁজে পাওয়া যায়। আর যারা এই ভালবাসার মাঝে নিজের পজিশন খুঁজতে যায় তারা কখনো সুখী হয় না, সত্যি কথা ভাই। ভালো থাকবেন এভাবে ভালো ভালো কবিতা উপহার দিবেন এই শুভকামনা রইল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাই অনেক ভালো কবিতা লিখেন আপনি দেখি। অসাধারণ একটি কবিতা শেয়ার করেছেন ভাই। হরেকৃষ্ণ করেছি ভাই মনের ভেতর থেকে কবিতা লেখার জন্য। লিখতে পারি নাই।দেখে বোঝা যাচ্ছে খুব গভীরভাবে কবিতাটি লিখেছেন আপনি। পড়ে অনেক ভালো লাগলো ভাই। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জীবনে সব জায়গাতেই স্বার্থ আছে ভাই।তবে মানিয়ে নিতে হয়,একে অপরের মনভাবটা বুঝতে পারলে হয়ত ভালবাসা গুলো টিকে যেত।এটা একান্ত আমার মতামত।
যাইহোক কবিতা টি ভালো ছিল আমার দৃষ্টিকোণ থেকে।খুব সুন্দর লিখেছেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার কবিতা লিখার ধরণ অনেক সুন্দর৷ আপনার কবিতা আমার আগে থেকেই অনেক ভালো লাগে। আসজা করি সামনে আরো সুন্দর সুন্দর কবিতা আমাদের উপহার দিবেন। আপন্স্র জন্য অনেক অনেক শুভকামনা রইলো ভাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হ্যা আপনি ঠিকই বলেছেন ভাইয়া, যেখানে স্বার্থপরতা আছে সেখানে ভালোবাসা থাকতে পারে না। আর যেখানে স্বার্থপরতা বলতে কোন কিছু নেই সেখানে ভালোবাসা অনেক মধুর হয়। তবে আপনি কবিতার খুব দারুণ লেখেন। আপনার কবিতা পড়ে খুবই ভালো লাগলো আর কবিতার ছন্দ গুলো দারুন হয়েছে। আমাদেরকে এত সুন্দর একটা কবিতা উপহার দেওয়ার জন্য এবং আপনার মনের ভাবগুলো শেয়ার করার জন্য, শুভেচ্ছা রইল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনি একদম ঠিক বলেছেন যেখানে কোনো স্বার্থ ছাড়া ভালোবাসা হয় সেই ভালবাসায় আসলে সব থেকে বেশি সুন্দর হয়। আপনি খুব সুন্দর করে একটি কবিতা আমাদের মাঝে উপস্থাপন করেছেন। খুব ভালো লাগছে আপনার কবিতাটি। শুভকামনা রইল আপনার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার লেখা বিষাক্ত ললনা কবিতাটি পড়ে সত্যিই মুগ্ধ হয়েছি। অনেক অন্তর্নিহিত গল্প লুকিয়ে আছে কবিতার মধ্যে যেটা কবিতা ভাষায় প্রকাশ করে দিয়েছে। এত সুন্দর কবিতা লিখে শেয়ার করার জন্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
যথার্থ বলেছেন ভাইয়া। ভালোবাসা খুবই সুন্দর একটি অনুভূতি যেখানে কোন লোভ ও স্বার্থ থাকেনা। যেখানে স্বার্থ লোভ রয়েছে সেটা অবশ্যই ভালোবাসা নয়।আপনি খুবই সুন্দর একটি কবিতা লিখেছেন। আপনার কবিতাটি পড়ে বেশ ভালই লেগেছে। শুভকামনা রইল আপনার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit