০৮ চৈত্র, ১৪২৮ বঙ্গাব্দ
২২ ই মার্চ ,২০২২সাল
কবিতা আমাদের মনের কোনে লুকিয়ে থাকা অদৃশ্য কিছু শব্দের সমারোহ ঘটিয়ে কল্পনা ব্যক্ত করতে সাহায্য করে। লিখতে আমার বড্ড ভালো লাগে।
হ্যালো
স্টিমিট বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা অনেক ভাল আছেন। আমিও আপনাদের ভালবাসায় সিক্ত হয়ে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজ আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আমার লিখা একটি কবিতা নিয়ে। জানিনা আমার কবিতার সুর কতদূর পৌঁছাবে।
বলো তুমি এই হাসিটা কোথায় পেলে
এক হাসিতেই প্রাণটা আমার জুড়িয়ে দিলে।
তুমি করলে কি জাদু আমায়
ফেলছ তোমার ঐ হাসির মায়ায়
এখন আমি যখন যেথাই যাই
চোখ বুজলেই তোমার হাসিই দেখতে পাই।
এক হাসিতেই প্রাণ জুড়িয়ে দিলে
বল এত দিন তুমি কোথায় ছিলে?
তোমার ঐ হাসিতে আছে,
কি বলো-
সেই হাসি যে লাগে বড্ড ভালো।
মেঘের ধোঁয়ায় ডুবে থাকো,
সন্ধ্যা হলেই যেগে ওঠো,
নীল আকাশের অধর আলোই।
মোনালীসার অদৃশ্য হাঁসির আভাস,
জানিনু কেন দেখি তোমার অধরে।
শুকনো পাতার হাঁসি দিয়ে কম্পন জেগেছিল,
আমার হৃদয়ের বাতিঘরে।
হঠাৎ রাতে জেগে উঠে দেখি,
তুমি স্বপ্ন ছিল আমার চোখে।
মোনালিসা তোমার ঐ আখি দুটি খোলো
বলছি তোমায় আবার আমি
ওই হাসিতে আমার যেনো প্রাণ জুড়িয়ে গেলো।
তোমার এই মূল্যবান হাসি
কোথায় আমি রাখিব বলো,
আমি @alomgirkabir
জীবনের উদ্দেশ্যে হওয়া চাই অন্যের মাঝে বেচে থাকা এবং অন্যের মঙ্গল কামনা করা। তাহলেই মানব জীবন সফল। আমি মানবতার দেওয়াল ছুইতে পারিনি কিন্তু তার আদর্শ পড়েছি হৃদয় মাঝে লালন করতে। আমি জীবনের নিরাপত্তা খুজি না যদি তাই খুজতাম তাহলে মাতৃগর্ভেই থেকে যেতাম! তাই আমি মানবতা খুজি মানুষের মাঝে।
হঠাৎ দেখা
আলমগীর কবির
আলমগীর কবির
![]() |
---|
বলো তুমি এই হাসিটা কোথায় পেলে
এক হাসিতেই প্রাণটা আমার জুড়িয়ে দিলে।
তুমি করলে কি জাদু আমায়
ফেলছ তোমার ঐ হাসির মায়ায়
এখন আমি যখন যেথাই যাই
চোখ বুজলেই তোমার হাসিই দেখতে পাই।
এক হাসিতেই প্রাণ জুড়িয়ে দিলে
বল এত দিন তুমি কোথায় ছিলে?
তোমার ঐ হাসিতে আছে,
কি বলো-
সেই হাসি যে লাগে বড্ড ভালো।
মেঘের ধোঁয়ায় ডুবে থাকো,
সন্ধ্যা হলেই যেগে ওঠো,
নীল আকাশের অধর আলোই।
মোনালীসার অদৃশ্য হাঁসির আভাস,
জানিনু কেন দেখি তোমার অধরে।
শুকনো পাতার হাঁসি দিয়ে কম্পন জেগেছিল,
আমার হৃদয়ের বাতিঘরে।
হঠাৎ রাতে জেগে উঠে দেখি,
তুমি স্বপ্ন ছিল আমার চোখে।
মোনালিসা তোমার ঐ আখি দুটি খোলো
বলছি তোমায় আবার আমি
ওই হাসিতে আমার যেনো প্রাণ জুড়িয়ে গেলো।
তোমার এই মূল্যবান হাসি
কোথায় আমি রাখিব বলো,
সকল ব্যাথা ভোলায় আমায় তোমার ঐ হাসি
তাইতো তোমার ঐ হাসিটা বড়ই ভালোবাসি।
লাগে আমার সকল কিছু ওই হাসিতেই ভালো
মোনালিসার হাসিই আমার অন্ধকারের আলো।
Join the Discord Server for more Details
জীবন পাতার শেষ হওয়া একটা পাতার সংরক্ষণঃ
প্রিয় মানুষগুলোর সকল কিছুই অনেক ভালো লাগে। অসাধারণ একটি কবিতা লিখেছেন আপনি। কবিতার প্রতিটি লাইন প্রিয় মানুষকে ঘিরে। ধন্যবাদ আপনাকে ভাইয়া
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হ্যাঁ ভাই প্রিয় মানুষের হাসি আসলেই অনেক মিষ্টি মধুর লাগে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা মন্তব্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
চমচমৎকার একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করেছেন।
আপনার কবিতার মাধ্যমে আপনি আপনার মনের ভাব দারুণ ভাবে প্রকাশ করেছেন।
শুভ কামনা রইলো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ আপনার আগামীর জন্য শুভকামনা রইল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অসাধারণ একটা কবিতা আমাদের মাঝে উপহার দিয়েছেন ভাই। আপনার কবিতাটা আমার কাছে অনেক ভালো লেগেছে। কবিতাটি পড়ে বুঝলাম যে আপনি আপনার নিজের মনের ভাব প্রকাশ করেছেন। আমার কাছে অনেক ভাল লেগেছে আপনার কবিতাটি। এরকম সুন্দর একটি কবিতা আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। শুভকামনা রইল আপনার জন্য
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ ভাই এত সুন্দর একটি মন্তব্য করে আমাকে অনুপ্রাণিত করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক সুন্দর একটি কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করেছেন ভাই।আপনার কবিতার প্রতিটি লাইনের ছন্দ খুব সুন্দর ভাবে মিলিয়েছেন।কবিতাটি আমার কাছে অনেক ভালো লেগেছে।এত সুন্দর একটি কবিতা আমাদের সঙ্গে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ ভাই আপনার আগামীর জন্য অনেক অনেক শুভকামনা রইল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাই আপনি প্রতিনিয়ত আমাদের অসাধারণ কবিতার মাধ্যমে চমক দিয়ে যাচ্ছেন। আপনার কবিতার গঠন আমার অনেক ভালো লাগে। অন্যদের চেয়ে ভিন্ন ভাবে আপনে উপস্থাপন করেন। আপনার উপস্থাপনায় আমি মুগ্ধ। আপনার জন্য অনেক অনেক ভালোবাসা রইলো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ ভাই আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit