শেয়ার করো, আমার বাংলা ব্লগ কমিউনিটিতে কাজ করার তোমার অনুভূতি।

in hive-129948 •  3 years ago  (edited)
বর্ষপূর্তি উপলক্ষে বিশেষ প্রতিযোগিতা

20220603_123813_0000.png


প্রিয় আমার বাংলা ব্লগ বাসি। শেয়ার করো, আমার বাংলা ব্লগ কমিউনিটিতে কাজ করার তোমার অনুভূতি। এই প্রতিপাদ্য আমার বাংলা ব্লগের বর্ষপূর্তি অনুষ্ঠান কে সামনে রেখে আজকের এই কনটেস্ট এর আয়োজন করা হয়েছে। দেখতে দেখতে অনেক চড়াই-উৎরাই পেরিয়ে আমার বাংলা ব্লগ একবছর পূর্ণ করে এলাম। সময় হিসেবে ৩৬৫ দিন অতিক্রম হতে যাচ্ছে এই আমার বাংলা ব্লগ যাত্রায়। এই দীর্ঘ সময়ে যারা আমাদের সাথে যারা যুক্ত ছিলেন তাদের সবাইকে জানাচ্ছি অবিরাম ভালোবাসা।

আজকের এই দিনে আমি শ্রদ্ধা ও ভালোবাসায় গভীরভাবে স্মরণ করছি আমাদের সকলের অতি প্রিয় শ্রদ্ধা ভাজন @rme দাদাকে, সম্মানিত প্রতিষ্ঠাতা ফাউন্ডার আমার বাংলা ব্লগ। যিনি বাংলা ভাষাকে নিয়ে গেছে অসম্প্রদায়িক আন্দোলনের জায়গায়। আমার বাংলা ব্লগ জন্ম লগ্ন থেকেই একটি অসাম্প্রদায়িক ধর্মনিরপেক্ষ কমিউনিটি। বাংলা ভাষার চর্চা প্রতিষ্ঠায় বাংলা ভাষাকে আন্দোলনের হাতিয়ার হিসেবে দেখতে চাই আমরা। আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করেছি যে, খুব অল্প সময়ের ভিতর আমার বাংলা ব্লগ, স্টিমিট প্লাটফর্মে উচ্চশিখরে আহরণ করেছে। আমরা চাই বাঙালি জাতীয়তা ধারায় শুদ্ধ সাহিত্য সংস্কৃতি চর্চা বিশ্বের দরবারে মাথা উঁচু করে প্রতিষ্ঠা করতে।

এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হলে আপনাকে, আমার বাংলা ব্লগ কমিউনিটি সম্পর্কে আপনার ব্যক্তিগত মতামত কি সেটা প্রকাশ করতে হবে। আপনি কার মাধ্যমে এই কমিউনিটিতে এসেছেন সেটি প্রকাশ করতে হবে, কতদিন ধরে এখানে কাজ করছেন এবং কাজ করে আপনার কেমন লাগছে। এই বিষয়গুলো উল্লেখ করতে হবে।

siam,.png

নির্দেশিকাঃ


  • পোষ্টটি অবশ্যই আমার বাংলা ব্লগ এর মাধ্যমে করতে হবে।
  • আপনার অনুভূতি কমপক্ষে ২৫০ শব্দ থাকতে হবে।
  • Plagiarism নিষিদ্ধ তাই Plagiarism পাওয়া গেলে অংশগ্রহণ বাতিল করা হবে।
  • আপনার অনুূভূতিগুলো শুধুমাত্র আমার বাংলা ব্লগ সংক্রান্ত হতে হবে।
  • কারো লেখা কপি করা যাবে না।
  • অবশ্যই নিজের তৈরি পোস্টার ব্যবহার করতে হবে।
  • অংশগ্রহনের সময় সীমা ১১ জুন, ২০২২ দুপুর ১২টা পর্যন্ত (বাংলাদেশী সময়)। নির্দিষ্ট সময়ের পর অংশগ্রহণ বিবেচনায় নেয়া হবে না।
  • আপনার প্রথম পাঁচটি ট্যাগ এর মধ্যে অবশ্যই #abb-contest এবং #anniversary-contest এই দুটি ট্যাগ ব্যবহার করতে হবে।
  • ১০% এর বেশী বানান ভুলের কারনে অংশগ্রহণ বাতিল হতে পারে সুতরাং এই ক্ষেত্রে সতর্ক থাকতে হবে।
  • আপনাকে অবশ্যই আমার বাংলা ব্লগ কমিউনিটি Subscribe করতে হবে এবং পোস্টটি Re-steem করতে হবে।
  • আপনার অংশগ্রহণের পোস্টের লিংকটি এই পোস্টের নিচে কমেন্ট করার মাধ্যমে আংশগ্রহণ নিশ্চিত করতে হবে।

siam,.png

পুরস্কারঃ


  • প্রথম স্থান অধিকারী - ৩০ স্টিম
  • দ্বিতীয় স্থান অধিকারী - ২৫ স্টিম
  • তৃতীয় স্থান অধিকারী - ২০ স্টিম
  • চতুর্থ স্থান অধিকারী - ১৫ স্টিম
  • পঞ্চম স্থান অধিকারী -১৫ স্টিম
  • ষষ্ঠ স্থান অধিকারী - ১৫ স্টিম
  • সপ্তম স্থান অধিকারী -১৫ স্টিম
  • অষ্টম স্থান অধিকারী - ১৫ স্টিম
  • নবম স্থান অধিকারী - ১৫ স্টিম
  • দশম স্থান অধিকারী - ১৫ স্টিম
  • এগারোতম স্থান অধিকারী - ১৫ স্টিম

siam,.png

এই প্রতিযোগিতার বিচারক মন্ডলীর দায়িত্বে থাকবেনঃ


IDDesignationRole
@rmeFounderInfrastructure development & all programming works
@blacksExecutive AdminAll administrative works
@kingporosCommunity ModeratorAll moderation works within community & discord, Abb-school-LVL 2
@rupokCommunity ModeratorAll moderation works within community & discord, Abb-school-LVL 1
@alsarzilsiamCommunity ModeratorAll moderation works within community & discord, Abb-school-LVL 3
@tangeraCommunity ModeratorAll moderation works within community & discord, Supervision of "Support deprived users"
@nusuranurCommunity ModeratorAll moderation works within community & discord, Abb-school-LVL 4
@ayrinbdCommunity ModeratorAll moderation works within community & discord, Newbie Guide
@swagata21Community ModeratorAll moderation works within community & discord, Newbie Guide

প্রতিযোগিতার স্পন্সর আমার বাংলা ব্লগের মডারেটরবৃন্দ।

প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করা হবে, বর্ষপূর্তি বিশেষ Hangout অনুষ্ঠানে।

qjrE4yyfw5pEPvDbJDzhdNXM7mjt1tbr2kM3X28F6SraZfRiVYwbSKEHa7jxYTfNGAKWeYKdYcUHURtq5gU2pPT43ZjtY8dK2rWmBZNCcDdL16HmkzCULVYi.png



Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png


Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

১৬তম অংশগ্রহনকারী।

  ·  3 years ago (edited)

আমার বাংলা ব্লগের এক বছর পূর্তিতে আমাদের প্রিয় @rme দাদার প্রতি অনেক অনেক শ্রদ্ধা ও ভালোবাসা। কারণ দাদা শুধু বাংলা ভাষাকে ভালোবেসে এবং বাংলা ভাষাভাষী আমাদের কথা চিন্তা করেই এত বড় একটা প্ল্যাটফর্ম হওয়া দিয়েছেন যেখানে আমরা মন খুলে আমাদের অভিমত ব্যক্ত করতে পারছি। আমরা এই কমিউনিটিতে আমাদের প্রিয় বাংলা ভাষায় আমাদের সৃজনশীলতার বিকাশ ঘটাতে পারছি সেটা হয়তো অন্য ভাষায় হলে আমাদের পক্ষে এতটা সহজ হতো না। আমার বাংলা ব্লগ পরিবারের সকল সদস্যকে বর্ষপূর্তির শুভেচ্ছা।

Alhamdulillah ♥️

কোন প্রতিযোগিতা থাকলে সেটায় অংশগ্রহণ করার প্রতি আলাদা একটা অনুভূতি কাজ করে নিজের মনের মধ্যে। ইনশাল্লাহ ধারাবাহিকভাবে এই প্রতিযোগিতায় ও অংশগ্রহণ করব ।

প্রথমেই ধন্যবাদ গুরু ফ্যান্টম কে।ভালোবাসা নিবেন বস🖤।

আসলে এই অনুভূতি ভাষা কিংবা কথায় প্রকাশ করা অনেকটাই টাফ ব্যাপার।এটা কেবল অন্তরের অনুভূতি।তবুও চেষ্টা করবো যতটা গুছিয়ে লিখতে পারি।🖤🙏

সত্যিই ভীষণ ভালো লাগলো আমার বাংলা ব্লগ কমিউনিটি দেখতে দেখতে এক বছর পূর্ণ হলো। অসংখ্য ধন্যবাদ দাদাকে আমাদের জন্য এত কিছু করার জন্য। অবশ্যই অংশগ্রহণ করবো ইনশাআল্লাহ 🤲। সবার জন্য শুভ কামনা রইলো 🥀

খুবই সুন্দর একটা প্রতিযোগিতা। অংশগ্রহণ করার চেষ্টা করবো।নিজের অনুভূতিগুলো শেয়ার করবো।ধন্যবাদ

আসলে আমার বাংলা ব্লগ একটি চমৎকার পরিবার যেখানে সবাই সবার খেয়াল রাখেন।
আসলে একটি বছর ভীষণ চড়াই উৎরাই পেরিয়ে এসেছি কিন্তু একটি বারের জন্য একা মনে হয়নি। তাই আশাকরি সবাই সবার চমৎকার উপস্থাপনার মাধ্যমে অনুভূতি প্রকাশ করবেন।
শুভ কামনা রইল সবার জন্য 🥀

আহ দেখতে দেখতে একবছর হয়ে গেল। আমরা একসাথে কতটা পথ এগিয়ে গেলাম। দারুণ একটা প্রতিযোগিতা দিয়েছেন ভাই। আমি অবশ‍্যই অংশগ্রহণ করব। আমার বাংলা ব্লগ নিয়ে সবার অনূভুতি জানতে পারব।।

ভাইয়া,দারুন একটি প্রতিযোগিতার আয়োজন করেছেন। এই প্রতিযোগিতার মাধ্যমে আমরা জানতে পারব আমার বাংলা ব্লগে এসে কাজ করার অভিজ্ঞতা এবং আমার বাংলা ব্লগ সম্বন্ধে ভালোলাগা গুলো। দাদা, কে মন থেকে ভালোবাসা জানাই কারণ বাংলা ব্লগকে যদি বাংলা ভাষায় হিসাবে তৈরি করা না হতো তাহলে হয়তো আমাদের বাঙ্গালীদের মনের ভাব বাংলা ভাষায় প্রকাশ করা যেতনা।ধন্যবাদ ভাইয়া,এত সুন্দর একটি প্রতিযোগিতার আয়োজন করার জন্য 💐💐

প্রথমে জানাচ্ছি বর্ষপূর্তি উপলক্ষে আমার প্রাণঢালা শুভেচ্ছা।অনেক সুন্দর একটি প্রতিযোগিতার আয়োজন করেছেন। নিজের মনের ভাব প্রকাশ করে একটি প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবো তা স্বপ্নেও ভাবিনি। নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব গুছিয়ে লেখার।

দেখতে দেখতে আমার বাংলা ব্লগের একটি বছর পূর্ণ হল।আপনি খুবই সুন্দর একটি প্রতিযোগিতায় আয়োজন করেছেন, আমি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবো।

আপনি যথার্থই বলেছেন আর্মি দাদার অক্লান্ত প্রচেষ্টায় আমার বাংলা ব্লগ তথা বাংলা ভাষাকে তিনি একটি অসাম্প্রদায়িক রূপরেখা দিয়েছেন। এর মাধ্যমে বাংলা ভাষার শুদ্ধ চর্চা হচ্ছে ।তারই ফল আমরা দেখতে পাচ্ছি স্টিমিট প্লাটফর্মে আমার বাংলা ব্লগ এর রেংকিং দেখে ।ধন্যবাদ আপনাকে।

আমার বাংলা ব্লগের সবাইকে বর্ষপূর্তির শুভেচ্ছা। ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই দাদাকে, যিনি অবারিত দ্বার উন্মোচন করেছেন সবার জন্য। সমৃদ্ধ হোক আমার বাংলা ব্লগ। একরকম অনুভূতি প্রকাশ করার সুযোগ সবাইকে আন্তরিক করবে নিশ্চিত।

ওয়াও!! অসাধারণ একটি কন্টেস্ট। তবে আমার বাংলা ব্লগের প্রতি যে আবেগ জড়িয়ে আছে সেটা হয়তো ভাষায় প্রকাশ করার মতো না। প্রাণকেন্দ্র যেন আমার বাংলা ব্লগ। শুরু থেকেই আমরা বাংলা ব্লগের সাথে আছি আশা করি অদূর ভবিষ্যৎ এ থাকতে পারবো ইনশাআল্লাহ ❤️

আমার বাংলা ব্লগ কমিউনিটির এক বছর পূর্তি উপলক্ষে শ্রদ্ধেয় সম্মানিত ফাউন্ডার @ rme দাদা, এডমিন, মডারেটর এবং সকল ইউজারদের অন্তর অন্তর থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। যাদের অক্লান্ত পরিশ্রমে কমিউনিটি আজ সফলভাবে এই পর্যন্ত আসতে পেরেছে সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। সকলেই নিজের আবেগ অনুভূতি এবং ভালোবাসাকে লেখার মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করবে এই প্রতিযোগিতার মাধ্যমে।

আমার বাংলা ব্লগের বর্ষপূর্তি উপলক্ষে এত চমৎকার একটি কনটেস্টের আয়োজন করার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি তোমাকে।সবার অনুভূতি শুনতে বেশ ভালই লাগবে।প্রিয় দাদার প্রতি আবারও শ্রদ্ধা সম্মান জানাচ্ছি বাংলা ভাষায় ব্লগিং করার জন্য এত চমৎকার একটি প্ল্যাটফর্ম আমাদের সামনে এনে দিয়েছেন বলে। আমার বাংলা ব্লগ এর উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি ♥♥

আমার কাছে কিন্তু বেশ ভালই লাগতেছে। মনে হচ্ছে এই কনটেস্ট এর মাধ্যমে অনেকের অনেক ধরনের অনুভূতি জানতে পারবো। আসলে 365 দিন কিন্তু কম নয়। এই সবগুলো দিনকে ঘিরে অনেক কিছুই ঘটেছে। এমনকি সবার জীবনের সাথে ও অনেক ঘটনায় জড়িয়ে গেছে। নিশ্চয়ই সবাই তাদের অনুভূতি গুলো সুন্দর ভাবে তুলে ধরবে। এখানে আমরা বাংলাভাষায় গর্বের সাথে কথা বলতে পারি। সবার জন্য শুভকামনা রইল।

ঠিক বলেছেন, দাদার জন্যই আমরা বাংলা ভাষায় ব্লগিং করতে পারছি। দেখতে দেখতে ১ বছর পূর্ন হয়ে গেল, এই ১ বছরের সবার আগেব অনুভুতি সম্পর্কে আমরা জানতে পারবো।

এতদিন পর এমন একটি বিষয়ে প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে যা আসলে বলে শেষ করা যাবে না। আমার মনে হয় আমার মত প্রত্যেকেরই অসংখ্য আবেগ এবং অনুভূতি জড়িয়ে আছে এই কমিউনিটির সঙ্গে। আশাকরি প্রতিযোগিতার মাধ্যমে সবার অনুভূতি গুলো জানতে পারবো ধন্যবাদ।

ঠিক বলেছেন আপনি আসলে সবারই আবেগ-অনুভূতি সবকিছুই রয়েছে এই কমিউনিটি সম্পর্কে। সেই আবেগ অনুভূতি গুলো আমরা জানতে চাই তাইতো এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে...

এমন একটি কনটেস্ট দেখে রীতিমতো ভালো লাগল ।কারণ সবথেকে প্রিয় এই কমিউনিটিতে কাজ করার অনুভূতি গুলো শেয়ার করার সময় চলে এলো ।আর এটি কনটেস্ট হিসেবে এলেও নিজের অনুভূতি গুলোকে কখনো প্রতিযোগিতায় প্রকাশ না করে ভালো লাগা গুলো শেয়ার করার ইচ্ছা রইল ।ইনশাআল্লাহ চেষ্টা করব অংশগ্রহণ করার। তবে এই প্রতিযোগিতার আয়োজন করার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই।

আমার বাংলা ব্লগ কমিউনিটির এক বছর বর্ষপূর্তি অনুষ্ঠান হবে। সবার এই কমিউনিটি সম্পর্কে অনেক ধরনের অভিজ্ঞতা রয়েছে, সেসব কিছু আমরা জানতে চাই তাই এই প্রতিযোগিতার আয়োজন করা।

আমার বাংলা ব্লক কমিউনিটির অগ্রযাত্রা এক বছর পূর্ণ হতে আর মাত্র 7 দিন বাকি। যেটা খুবই আনন্দ এবং খুশির খবর। এত অল্প সময়ের মধ্যে আমার বাংলা ব্লগ কমিউনিটি সফলতার শীর্ষে অবস্থান করছে। যেটা আমাদের জন্য অনেক বড় পাওয়া আর আমার বাংলা ব্লগ কমিউনিটির প্রতিষ্ঠাতা আমাদের প্রিয় দাদা যাকে সব সময় ভালবাসি মন থেকে। অবশ্যই আমার সেরা অনুভূতি শেয়ার করব।

ঠিক বলেছেন আপনি এসব কিছুর পিছনে আমাদের দাদা অবদান রয়েছে। আশা করি আপনার অনুভুতি গুলো আমাদের মাঝে শেয়ার করে নিবেন, ধন্যবাদ।

১ম অংশগ্রহনকারী।

আশাকরি সবাই নিজ নিজ অভিজ্ঞতা শেয়ার করবে এবং আমরা জানতে পারবো ইউজারদের অনুভূতি । শুভেচ্ছা রইল সকলের জন্য ।

এখানে অনেক ইউজার রয়েছে যারা আগে থেকেই কাজ করছে আবার অনেক নতুন ইউজার রয়েছে। সবার অনুভূতি গুলো জানতে পারবো, সত্যিই আমরা অনেক এক্সাইটেড।

দেখতে দেখতে একটি বছরের দ্বার প্রান্তে, প্রথমে আমার অন্তরের অন্তস্তল থেকে অসংখ্য ধন্যবাদ @rme দাদাকে যার অক্লান্ত পরিশ্রমের ফসল "আমার বাংলা ব্লগ " এর আজকের অবস্থান। প্রতিযোগিতা মানে মনের মধ্যে এক ধরনের আলাদা অনুভূতি যা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়।ইনশাআল্লাহ, এত সুন্দর একটি প্রতিযোগিতায় অংশ গ্রহনের মাধ্যমে নিজেকে ধন্য মনে করবো।

ঠিক বলেছেন আপনি, আমাদের এই সবকিছুর পিছনে আমাদের দাদার অবদান রয়েছে, দাদার কারণেই আমার বাংলা ব্লগ আজ এত উঁচুতে পৌঁছাতে পেরেছে।

এটা সত্যি দারুন একটি প্রতিযোগিতা হবে ভাইয়া। অনেকদিন থেকেই ভাবছি আমার বাংলা ব্লগ কমিউনিটি তে কাজ করার আমার অনুভূতি নিয়ে একটি পোস্ট করব। যেহুতু এরকম একটি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে সেহেতু আমি অবশ্যই এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করব খুব শীঘ্রই। আপনাকে ধন্যবাদ এত সুন্দর একটি প্রতিযোগিতার আয়োজন করার জন্য।

আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, আপনিও এরকম একটি পোস্ট করবেন বলে ভাবছেন এই বিষয়টা শুনে অনেক আনন্দিত হলাম, ধন্যবাদ।

দেখতে দেখতে আমাদের প্রিয় কমিউনিটি"আমার বাংলা ব্লগ"এক বছর পূর্ণ হতে চলেছে।এটি আমাদের জন্য গর্বের ও আনন্দের বিষয়।এখানে কাজ করতে পেরে আমি নিজেকে সৌভাগ্যবতী মনে করি।সুন্দর প্রতিযোগিতার আয়োজনের জন্য সকল মডারেটর দাদা ও দিদিদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি।

আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু, আপনিও সেই শুরু থেকেই আমাদের সাথে কাজ করে যাচ্ছেন। ভালোবাসা ছাড়া এতদিন কাজ করা সম্ভব হত না বলে আমি মনে করি।

ঠিক বলেছেন ভাইয়া, এভাবেই ভালোবাসা দিয়ে বাকি পথটি ও যেন এগিয়ে যেতে পারি আপনাদের সঙ্গে ।এই কামনায় করি ভাইয়া।ভালোবাসা কমিউনিটির জন্য ও কমিউনিটিতে যুক্ত সকল মানুষের জন্য।💝💝

আমার অংশ গ্রহন - https://steemit.com/hive-129948/@razuahmed/or-or-abb

a.png

২য় অংশগ্রহনকারী।

আমার অংশগ্রহণ
https://steemit.com/hive-129948/@hiramoni/5siege

৩য় অংশগ্রহনকারী।

আমার অংশগ্রহণ https://steemit.com/hive-129948/@rituamin/or-or-or-or

৪র্থ অংশগ্রহনকারী।

৫ম অংশগ্রহনকারী।

১৪ তম অংশগ্রহনকারী।

৬ষ্ঠ অংশগ্রহনকারী।

আমার বাংলা ব্লগ এ কাজ করতে এসে অসংখ্য অনুভূতি , চড়াই উতরাই পেয়েছি। এই প্রতিযোগিতাটির আয়োজন করার জন্য কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ জানাই। মিউজিক ভীষণ ভাবে অসুস্থ, জানিনা অংশগ্রহণ করতে পারব কিনা, তবে চেষ্টা করব।

৭ম অংশগ্রহনকারী।

৮ম অংশগ্রহনকারী।

আমাকে তালিকাভুক্ত করায় কৃতজ্ঞতা জানাচ্ছি।

৯ম অংশগ্রহনকারী।

১০ম অংশগ্রহনকারী।

১১ম অংশগ্রহনকারী।

১২তম অংশগ্রহনকারী।

১৩তম অংশগ্রহনকারী।

১৫তম অংশগ্রহনকারী।

এই দীর্ঘ সময়ে যারা আমাদের সাথে যারা যুক্ত ছিলেন তাদের সবাইকে জানাচ্ছি অবিরাম ভালোবাসা।

দেখতে দেখতে আমরা প্রায় এক বছর পার করতে চললাম। আমার বাংলা ব্লগ পরিবার এতটাই শক্তিশালী যে আমরা সকলে মিলে অনেক সুন্দর সময় কাটিয়েছি এই দিনগুলোতে। সত্যি ভাইয়া আপনি অনেক সুন্দর একটি প্রতিযোগিতার আয়োজন করেছেন। আমি অবশ্যই এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবো। আশা করছি এই প্রতিযোগিতার মাধ্যমে সকলেই তাদের অনুভূতি আমাদের মাঝে উপস্থাপন করবে। আমার বাংলা ব্লগ কমিউনিটির জন্য শুভকামনা ও ভালোবাসা রইলো।💝

Nice ♥️

  • আমার অংশগ্রহণ 👇

IMG_20220606_235550.jpg

https://steemit.com/hive-129948/@rayhan111/919mu-shy-fox

১৭ তম অংশগ্রহনকারী।

আমার অংশগ্রহণ ❤❤️
https://steemit.com/hive-129948/@litonali/2hehan

১৮ তম অংশগ্রহনকারী।

আমার অংশগ্রহণ
https://steemit.com/hive-129948/@tania69/3heea2-shy-fox

১৯ তম অংশগ্রহনকারী।

২০ তম অংশগ্রহনকারী।

২১ তম অংশগ্রহনকারী।

২২ তম অংশগ্রহনকারী।

  ·  3 years ago (edited)

২৩ তম অংশগ্রহনকারী।

আমার এন্ট্রি: https://steemit.com/hive-129948/@emon42/4hay4z

২৪ তম অংশগ্রহনকারী।

২৫ তম অংশগ্রহনকারী।

আমার অংশগ্রহণ
https://steemit.com/hive-129948/@sikakon/or

PicsArt_06-08-12.27.15.jpg

২৬ তম অংশগ্রহনকারী।

প্রতিযোগিতায় অংশ গ্রহণ:
https://steemit.com/hive-129948/@rita135/10-beneficiary-to-shy-fox

২৭ তম অংশগ্রহনকারী।

আমার অংশগ্রহণ

https://steemit.com/hive-129948/@ferdous3486/8nqt1-10

২৮ তম অংশগ্রহনকারী।

https://steemit.com/hive-129948/@rahimakhatun/23jl17

আমার বাংলা ব্লগ কমিউনিটিতে কাজ করার আমার অনুভূতি।

২৯ তম অংশগ্রহনকারী।

আমার অংশগ্রহণ

https://steemit.com/hive-129948/@tasonya/5eussr-shy-fox

৩০তম অংশগ্রহনকারী।

৩১ তম অংশগ্রহনকারী।

৩২ তম অংশগ্রহনকারী।

ধন্যবাদ ভাই।

আমার অংশগ্রহণ
https://steemit.com/hive-129948/@kawsar/fzosu

৩৩ তম অংশগ্রহনকারী।

৩৪ তম অংশগ্রহনকারী।

৩৫ তম অংশগ্রহনকারী।

আমার অংশগ্রহণ

https://steemit.com/hive-129948/@ah-agim/4qgws5-shy-fox

৩৬ তম অংশগ্রহনকারী।

আমার অংশগ্রহণ ভাই 🙏

https://steemit.com/hive-129948/@roy.sajib/5hkqg

৩৭ তম অংশগ্রহনকারী।

৩৮ তম অংশগ্রহনকারী।

আমার অংশ গ্রহন
https://steemit.com/hive-129948/@selinasathi1/5novp9

received_1197026957723283.webp

৩৯ তম অংশগ্রহনকারী।

৪০তম অংশগ্রহনকারী।

অনেক সুন্দর একটি প্রতিযোগিতার আয়োজন করেছেন আপনি। আমি আপ্রাণ চেষ্টা করব এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে।

৪১ তম অংশগ্রহনকারী।

৪২ তম অংশগ্রহনকারী।

৪৩ তম অংশগ্রহনকারী।

আমার অংশগ্রহণ পোষ্টের লিংক:-
https://steemit.com/hive-129948/@bidyut01/4jg9py-or-or

৪৪ তম অংশগ্রহনকারী

৪৫ তম অংশগ্রহনকারী

৪৬ তম অংশগ্রহনকারী

"আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে আমার কাজ করার অনুভূতি ।

https://steemit.com/hive-129948/@hsiddiqui79/4kcket

৪৭ তম অংশগ্রহনকারী

৪৮তম অংশগ্রহনকারী

৪৯তম অংশগ্রহনকারী

৫০তম অংশগ্রহনকারী

৫১তম অংশগ্রহনকারী

৫২তম অংশগ্রহনকারী

  ·  3 years ago (edited)

আমার অংশ গ্রহণ।
https://steemit.com/submit.html?category=hive-129948

৫৩তম অংশগ্রহনকারী

আমার অংশগ্রহন

https://steemit.com/hive-129948/@rabiul365/10

৫৪তম অংশগ্রহনকারী