হ্যালো আমার বাংলা ব্লগ পরিবার। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আল্লাহ তলার অশেষ রহমতে আমিও ভালো আছি, তবে শরীরটা খুববেশি একটা ভালো নেই। তারপর ও আশা করা যায় তারাতারি ঠিক হয়ে যাবো। এইতো কিছুদিন আগেই আমার বাংলা ব্লগ কমিউনিটির তৃতীয় বর্ষপূর্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে গেল। এই অনুষ্ঠানকে ঘিরে নানান ধরনের আয়োজন ছিল তার মধ্যে অন্যতম একটি কনটেস্টের আয়োজন ছিল, সেটা হল লোগো কনটেস্ট। যদিও ঈদের আগ মুহূর্ত ছিল এবং আমাদের তৃতীয় বর্ষপূর্তি অনুষ্ঠানও খুব সামনে ছিল। তাই খুব বেশি একটা সময় পাইনি এই লোগো তৈরি করার, তারপরও আমি যেই লোগোটি তৈরি করেছিলাম এর পিছনেও একটি গল্প রয়েছে। সেই গল্পটি আজ আপনাদের সাথে শেয়ার করে নেব।
লোগো কন্টেস্ট এর সময়সীমা দেওয়া হয়েছিল তিন সপ্তাহ কিন্তু প্রথম সপ্তাহ গুলোতে খুব বেশি একটা সময় পাইনি, তবে আমি মনস্থির করে রেখেছিলাম এই লোগো কন্টেস্টে অবশ্যই আমি অংশগ্রহণ করব। এছাড়াও এডমিন মডারেটরের জন্য আলাদা একটি কনটেস্ট চলছিল এবং সেই কনটেস্টে অংশগ্রহণ করার জন্য বেশ খানিকটা সময়েও আমার লেগেছে। তার মধ্যে আমার সেমিস্টার ফাইনাল পরীক্ষা চলছিল। সবমিলিয়ে অনেকটা ব্যস্ত সময় পার করেছিলাম। তারপরও অল্প অল্প করে প্রথমে আমি আমার মডারেটর এবং এডমিন প্যানেলের যে কনটেস্ট ছিল সেখানে অংশগ্রহণ করেছি এবং একটি চমৎকার প্রজেক্ট তৈরি করার চেষ্টা করেছিলাম।
লোগো কনটেস্টে অংশগ্রহণ করার জন্য হাতে মাত্র একদিন সময় ছিল। অর্থাৎ গতকাল রাত বারোটার দিকে হয়তো সময় শেষ হবে এমন অবস্থায় আমি লোগোটি তৈরি করতে বসেছিলাম। সেদিন আমার এবং আম্মুর কিছু ব্যক্তিগত কাজ ছিল ঢাকায়। সেই কাজগুলো সেরে এসেই বিকেল বেলা আনুমানিক চারটার দিকে আমি আমার টেবিলে বসি লোগো তৈরি করার জন্য। তবে যে লোগোটি তৈরি করেছি এই লোগোটি তৈরি করতে যে থিমের প্রয়োজন ছিল সেই বিষয়গুলো আমি অনেক আগে থেকেই চিন্তাভাবনা করে রেখেছিলাম। যখনই সময় পেতাম ফোনের মধ্যে ড্রাফট করে রাখার চেষ্টা করতাম। তাই বিকেল বেলা সবগুলো ড্রাফট এখানে বের করে আমার ও আম্মুর (@selinasathi1) কাছে যেটা সবথেকে বেশি ভালো লেগেছে সেটা উপস্থাপন করা চেষ্টা করেছি।
একটি মানসম্মত লোগো তৈরি করতে অনেকটা সময় প্রয়োজন হয় এবং অনেক কিছু চিন্তাভাবনা করেই সেই লোগোটি তৈরি করতে হয়। আসলে আমরা কোন প্লাটফর্মের জন্য লোগো তৈরি করছি এটা খুব বড় একটি বিষয় এবং সেই বিষয়টি কেন্দ্র করেই মূলত লোগো তৈরি করতে হয়। তাই আমি ব্যক্তিগতভাবে চার পাঁচটি লোগো তৈরি করেছিলাম এবং সেই লোগো গুলোর মধ্যে যেটা সবথেকে বেশি ভালো লাগছে শুধুমাত্র সেটাই উপস্থাপন করেছি। আমি বেশিরভাগ সময় আমি ল্যাপটপে কাজ করার চেষ্টা করি। যেটা কারেন্ট ছাড়াও বেশ কয়েক ঘন্টা ব্যাকআপ দেয়। যখন আমি লোগো তৈরি করতে বসেছিলাম তখন বিদ্যুৎ চলে গিয়েছিল এবং এতটা গরম লাগছিল যেটা বলার মত নয়। তখন অবশ্য ভাগ্যক্রমে আমার মা আমার বাসায় ছিল। তখন তিনি দেখছিলেন আমি কাজ করছিলাম এবং গা থেকে ঝরঝর করে ঘাম ঝরছিলো। তিনি বিছানা থেকে উঠে বই নিয়ে আমাকে বাতাস করতে লাগলেন।
আমি বারবার বলছিলাম যে বাতাস করার প্রয়োজন নেই কিন্তু তারপরও তিনি আমাকে একটু আরাম দেওয়ার জন্য তার সর্বোচ্চ চেষ্টা করেছেন। যখন দেখলেন বাতাস করে ও কাজে আসছে না তখন একটি গামছা ভিজিয়ে নিয়ে সেটা দিয়ে আমার শরীর মুছে দিলেন এবং আবার বাতাস করতে থাকলেন। এভাবে করেই লোগো তৈরি করার সময় তিনি আমার পাশে ছিলেন এবং আমাকে সর্বোচ্চ সাহায্য করার চেষ্টা করেছিলেন। আমি যখন লোগোগুলো তৈরি করছিলাম তখন আম্মুর কাছে মতামত গ্রহণ করছিলাম যে এটা কেমন লাগছে, এটা দিলে কেমন লাগবে, এই বিষয়গুলো আম্মুর কাছে সাজেশন নিয়েই পরবর্তীতে লোগোতে অ্যাড করা হয়েছিল।
সব মিলিয়ে বেশ কয়েকটি লোগো তৈরি করা হয়েছিল এবং আম্মুর পছন্দেই এই লোগোটিকে ফাইনাল করা হয়। পরে এই লোগোটিকে নিয়েই পোস্ট করেছিলাম, যা আপনারা হয়তো আগেই দেখে থাকবেন। তবে গতকাল দাদা এই লোগো কনটেস্ট এর পুরস্কার প্রদান করেছিল। যেটা আসলেই আমার জন্য অনেক বড় একটি পাওয়া ছিল। এই জন্য দাদাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তবে একটা কথা বলবো এই লোগোটি তৈরি করতে আমার অনেক পরিশ্রম হয়েছে। আমি বিশেষ করে সেই গরমের মধ্যে একটানা 2 ঘন্টা বসে লোগোগুলো তৈরি করাটা মুখের কথা ছিল না এবং তখন সময়ও অনেক কম ছিল হাতের মধ্যে। তাই বেশি কিছু চিন্তাভাবনা করতে পারিনি, যতটুকু মাথায় এসেছে ততটুকুর মধ্যেই আমি এই কাজটি সম্পন্ন করার চেষ্টা করেছিলাম।
আমি মধ্যবিত্ত ঘরের সন্তান। মধ্যবিত্ত ঘরে যখন এরকম আজ খুশি আসে তখন শুধুমাত্র খুশিটা আমার একার হয় না, বরঞ্চ আমাদের সম্পূর্ণ পরিবারের হয়। ঠিক আমার ক্ষেত্রেও তেমনটা হয়েছে। যখন দাদা বিজয়ী হিসেবে আমাকে ঘোষণা করেছিলেন, তখন শুধু আমি নয় আমার পরিবারের সকলেই অনেক আনন্দিত হয়েছিল। তাই দাদাকে @rme আবারো অনেক ধন্যবাদ জানাই।
VOTE @bangla.witness as witness
OR
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
আমি আল সারজিল ইসলাম সিয়াম। আমি বাঙালি হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। আমি বর্তমানে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের বিএসসি-র ছাত্র। আমি স্বতন্ত্র স্বাধীনতা সমর্থন করি। আমি বই পড়তে এবং কবিতা লিখতে পছন্দ করি। আমি নিজের মতামত প্রকাশ করার এবং অন্যের মতামত মূল্যায়ন করার চেষ্টা করি। আমি অনেক ভ্রমণ পছন্দ করি। আমি আমার অতিরিক্ত সময় ভ্রমণ করি এবং নতুন মানুষের সাথে পরিচিত হতে ভালোবাসি। নতুন মানুষের সংস্কৃতি এবং তাদের জীবন চলার যে ধরন সেটি পর্যবেক্ষণ করতে ভালোবাসি। আমি সব সময় নতুন কিছু জানার চেষ্টা করে যখনই কোনো কিছু নতুন কিছু দেখতে পাই সেটার উপরে আকর্ষণটি আমার বেশি থাকে।
বিষয়: লোগো তৈরির পিছনের গল্প
কমিউনিটি : আমার বাংলা ব্লগ
আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই এই কমিউনিটির সকল সদস্য কে, ধন্যবাদ.......
আসলেই কিছু কিছু সফলতার পেছনের গল্পগুলো, অনেকাংশে পিছনেই পড়ে থাকে। পেছনের গল্প গুলোকে আমরা সামনে সেভাবে তুলে ধরি না। কিংবা মনের অজান্তে ভুলেই যাই।
আজ তোমার লোগো তৈরির পিছনের গল্পটি পড়ে, চোখের কোন থেকে অশ্রু ঝরছিল জানি না কেন-?
তবে সন্তানদের সফলতায় মায়েদের আনন্দ উদ্দীপনা অন্যরকম আরেক গল্পের সৃষ্টি করে।
তা হয়তো সন্তানরা উপলব্ধি করতে পারে না।কিংবা অন্য সাধারণরাও নয়।
তোমার জীবনের প্রতিটি ক্ষেত্রে তুমি সফল হবে।অনেক বড় ভালো মানুষ হবে। প্রতিষ্ঠিত হয়ে মাথা উঁচু করে বেঁচে থাকবে এটাই আমার স্বপ্ন।
কোন এক সময় হাজারো মানুষের অনুপ্রেরণা কারী হিসেবে নিজেকে মেলে ধরবে। এটা আমার একান্ত বিশ্বাস। সামনের দিকে এগিয়ে যাও আপন শক্তিতে।
মায়ের দোয়া আছে মাথার উপর ভালোবাসা আছে অন্তরে। আর মমতার চাদর দিয়ে ঢেকে আছে তোমার সারা শরীর। কষ্ট এবং ব্যর্থতা ছাড়া সফলতার গল্প কখনোই তৈরি হয় না। এই কথাটি ছোটবেলা থেকে তোমাকে বহুবার বলেছি। আশা রাখছি সব সময় মনে রাখবে।
🤲
শ্রদ্ধেয় দাদার প্রতি আবারও অশেষ কৃতজ্ঞতা ধন্যবাদ এবং ভালোবাসা।💕
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
তুমি না থাকলে হয় তো এই লোগো তৈরি হত না, ধন্যবাদ আম্মু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বোকা কোথাকার। তুমি আপন মহিমায় প্রস্ফুটিত হোচ্ছ। আমরা হয়তো অনুপ্রেরণাকরি। আরো এগিয়ে যাও। অনেক অনেক শুভকামনা 💞
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলেই আপনি তখন সবমিলিয়ে ভীষণ ব্যস্ততার মধ্যে ছিলেন। তাই লোগো কনটেস্টে অংশগ্রহণ করাটা এতো সহজ ছিলো না আপনার জন্য। আমার স্পষ্ট মনে আছে, আপনি জেনারেল চ্যাটে আমাকে বলেছিলেন, লোগো কনটেস্টের পোস্ট মাত্র সাবমিট করলাম। আমি তখন একটা কাজে কাঁচপুর ছিলাম। যাইহোক আপনার মা আসলেই প্রচুর সাপোর্ট দিয়েছেন তখন। নয়তোবা লোগো কনটেস্টে অংশগ্রহণ করাটা আরও কঠিন হয়ে যেতো। যাইহোক আবারও অভিনন্দন জানাচ্ছি লোগো কনটেস্টে বিজয়ী হওয়ার জন্য। ভালো থাকবেন সবসময়।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হ্যা ভাই, ইচ্ছে ছিলো যে অংশগ্রহন করবো তাই চেস্টা করেছি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
প্রথমেই আন্তরিক অভিনন্দন জানাই তোমায় সিয়াম। তুমি তোমার মায়ের মুখ আলো করা সন্তান৷
একটা কথা আছে, কষ্ট করলে কেষ্ট মেলে। তোমার ডেডিকেশন আজকে পুরস্কৃত হল। এ তোমার একটা বড় প্রাপ্তি।
লোগোটি সত্যিই ভীষণ সুন্দর দেখতে হয়েছে। আমার বাংলা ব্লগের সাথে বোধহয় এমনই সুন্দর লোগো যায়। হাজার ব্যস্ততার মধ্যেও তুমি যে সময় করে কাজটা করে উঠতে পেরেছ এর মধ্যেই বোঝা যায় আমার বাংলা ব্লগের প্রতি তোমার ভালোবাসার গভীরতা।
জন্য অনেক শুভকামনা সিয়াম। অনেকদূর যেতে হবে অনেক পথ পেতে হবে। আর এমনই সুন্দর করে মায়ের মুখ সর্বত্র উজ্জ্বল করো। ঈশ্বরের কাছে প্রার্থনা করি তোমার মঙ্গল হোক।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অপনাকে ধন্যবাদ।।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit