বন্ধুরা সকলে কেমন আছেন ? আশা করি আপনারা সকলেই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।
আজকে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম "আমার বাংলা ব্লগ" প্রতিযোগিতা - ৫০ যেমন খুশি তেমন সাজো এর বিজয়ীদের পুরস্কার বিতরণী পোস্ট নিয়ে। কনটেস্টের বিষয় ছিলো, "যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতা টি শুরু হয়েছিল প্রায় দুই সপ্তাহ আগে। কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলতে যাচ্ছি যে আমরা আশানুরূপ তেমন প্রতিযোগী না পাওয়ায় আরও এক সপ্তাহ সময় বৃদ্ধি করেছিলাম। এছাড়াও এই বিষয়ে দাদাও সহমত পোষণ করেছিল বিধায় আমরা এক সপ্তাহ সময় বেশি বৃদ্ধি করেছিলাম। তবে এই প্রতিযোগিতায় অনেক নতুন নতুন ক্রিয়েটিভ বিষয়বস্তু আমরা দেখতে পেরেছি। আসলে এই বিষয়বস্তুর সাথে আমাদের অতীতের অনেক স্মৃতি রয়েছে। যেগুলো হয়তো আমরা ছোটবেলায় অনেকেই করতাম এবং সময়ের ব্যবধানে সেসব বিষয়গুলো আস্তে আস্তে করে স্মৃতির পাতা থেকে কেন জানি হারিয়ে যাচ্ছিল। তাই এবারের প্রতিযোগিতা টা সেই স্মৃতিচারন কে ঘিরেই আমরা আয়োজন করেছিলাম।
তবে এবার অনেকেই বিভিন্ন সাজে সেজেছিল এবং বিজয়ী নির্বাচনের ক্ষেত্রে আমাদের অনেকটাই সময় লেগেছিল। কারণ সবাই অনেক ভালোভাবেই অংশগ্রহণ করেছিল। যাইহোক বিজয়ীদের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা এবং শুভকামনা। আর যারা বিজয়ী হতে পারেননি, তারা মন খারাপ করবেন না। সামনে আরও অনেক অনেক কন্টেস্ট হাজির হতে যাচ্ছে আপনাদের জন্য। তাই হাল ধরে থাকুন অবশ্যই পরবর্তীতে কোন একদিন আপনার নামটিও বিজয়ীদের লিস্ট এ এ্যাড হবে।
আর ইতিমধ্যেই বিজয়ীদের স্টিমিট ওয়ালেট এ তাঁদের সম্মানী পৌঁছে দেওয়া হয়েছে। তো চলুন বিজয়ীদের লিস্টটা দেখে নেওয়া যাক।
Rank | User ID | Post Link | Prize |
---|---|---|---|
1st | @tasonya | Post Link | 35 Steem |
2nd | @ah-agim | Post Link | 25 Steem |
3rd | @bdwomen | Post Link | 20 Steem |
4th | @jamal7 | Post Link | 14 Steem |
5th | @narocky71 | Post Link | 12 Steem |
6th | @afrinkhanupoma | Post Link | 10 Steem |
7th | @tithyrani | Post Link | 9 Steem |
Special | @bijoy1 | Post Link | 7.5 Steem |
Special | @mohinahmed | Post Link | 7.5 Steem |
User ID | Post Link | Prize |
---|---|---|
@tasonya | Post Link | 25$ Upvote |
@ah-agim | Post Link | 25$ Upvote |
@bdwomen | Post Link | 25$ Upvote |
@nevlu123 | Post Link | 15 Steem |
@kibreay001 | Post Link | 15 Steem |
@monira999 | Post Link | 15 Steem |
@green015 | Post Link | 15 Steem |
@mahbubul.lemon | Post Link | 15 Steem |
@bristy1 | Post Link | 15 Steem |
@saymaakter | Post Link | 15 Steem |
যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতায় যারা বিজয়ী হয়েছেন তাদের জন্য অনেক অনেক অভিনন্দন রইল। আর এই প্রতিযোগিতায় আমি নিজেও অংশগ্রহণ করেছিলাম, যা আমার কাছে খুবই ভালো লেগেছিল। আর দাদার দেয়া পুরস্কার পেয়ে তার চেয়েও বেশি ভালো লেগেছিল। আমাদের প্রিয় বড় দাদা, সব সময় প্রতিযোগিতায় এমন পুরষ্কৃত করে উৎসাহ দেয়ার জন্য অন্তরের অন্তর স্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমি মনে করি এবারের প্রতিযোগিতা হচ্ছে আমার বাংলা ব্লগ কমিউনিটির সর্বশ্রেষ্ঠ প্রতিযোগিতা। সবাই চমৎকারভাবে অংশগ্রহণ করেছে। যারা বিজয়ী হয়েছে তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। বিজয়ীদেরকে পুরষ্কৃত করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এবারের প্রতিযোগিতা টা আসলেই বেশ ভিন্নমাত্রার ছিলো! প্রতিযোগীদের অংশগ্রহণ ও ছিলো দেখার মতো। অনলাইনেও যে যেমন খুশি তেমন সাজোর এমন পসরা সাজানো যায়, এটা শুধুমাত্র বোধ হয় আমার বাংলা ব্লগেই সম্ভব! সকল বিজয়ীদের আবারো জানাই অভিনন্দন। বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে দেখেও ভালো লাগলো। ধন্যবাদ আমাদের প্রতিষ্ঠাতা দাদাকে, এবং সকল এডমিন মডারেটর দের। আপনাদের আইডিয়ার কারণেই এমন অভিনব সব প্রতিভা আমরা দেখতে পাই বিভিন্ন প্রতিযোগিতার মাধ্যমে 😍
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এবারের প্রতিযোগিতা একদম ইউনিক আইডিয়া নিয়ে আয়োজন করা হয়েছিল। যারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল তাদের সবার জন্যই কিছু পুরস্কারের আয়োজন করা হয়েছিল। এই রিপোর্টের মাধ্যমে পুরস্কার গুলো তুলে ধরা হয়েছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পেরে অনেক ভালো লেগেছিল। একেবারে ভিন্ন ধরনের একটি প্রতিযোগিতা ছিল। যারা বিজয়ী হয়েছেন তাদের সকলকে অভিনন্দন জানাচ্ছি। আর দাদাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে পুরস্কৃত করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
প্রত্যেকবার তুলনাই এবারের প্রতিযোগিতা ছিল আমার কাছে আমার বাংলা ব্লগের সেরা একটি প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকলকে পুরস্কৃত করা হয়েছে দেখে সত্যি আমাকে কাছে বেশ ভালো লেগেছে। দাদার পক্ষ থেকে স্পেশাল পুরস্কার ছিল এই প্রতিযোগিতায়। ধন্যবাদ ভাই এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এই বার "যেমন খুশি তেমন সাজো" প্রতিযোগিতায় সবাই বেশ ভালো করেছিল। এর মধ্যে থেকে যারা বেস্ট সেজেছিল তারা নরমাল পুরস্কার তো পেয়েছে, সেই সাথে বড় দাদার পক্ষ থেকে স্পেশাল পুরস্কারও পেয়েছে । তারা আসলেই এই পুরস্কার এর যোগ্য ছিল, সেই জন্যই এত সুন্দর পুরস্কারগুলো পেয়েছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলেই এবারের এই প্রতিয়োগিতাটা দারুণ ছিলো ৷ প্রত্যেকেই বেশ ভালো করেছে ৷ দারুণ ভাবে উপভোগ করেছি আমরা সবাই এই প্রতিয়োগিত টা ৷ যারা বিজয়ী হয়েছে এবং পুরস্কার পেয়েছে , তাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন রইল ৷ তারা আসলেই এই পুরস্কারের যোগ্য ৷ অসংখ্য ধন্যবাদ দাদা আপনাকে এবং প্রিয় এই কমিউনিটিকে ৷ বিশেষ করে বড় দাদাকে অসংখ্য ধন্যবাদ জানাই ৷
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অভিনন্দন সকল বিজয়ীদের, বেশ দারুণ আয়োজন ছিলো এবারের প্রতিযোগিতাটি। শৈশবের সেই পুরনো স্মৃতির মাঝে ফিরে যাওয়ার সুযোগ পেয়েছি। সংখ্যায় কম হলেও দারুণ অংশগ্রহণ ছিলো সকলের।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এইবারের প্রতিযোগিতার বিষয়টি সম্পূর্ণ ইউনিক ছিল।কিন্তু যখন নিজে অংশ নিয়েও প্রতিযোগিতায় ফলাফল ঘোষণায় নিজের নামটি শুনতে পেলাম না তখন খুবই মন খারাপ হয়েছিল।মনে হয়েছিল-প্রতিযোগিতায় নিজে অংশ নেওয়াটা ঠিক হয়নি।ঠিক তখনই প্রিয় দাদার মুখে নিজের নামটি শুনে আনন্দের সঙ্গে সঙ্গে উৎসাহ বহুগুণ ফিরে পেলাম।এইজন্য দাদাকে জানাই অনেক ধন্যবাদ ও ভালোবাসা।এছাড়া সকল বিজয়ীদেরকে জানাই অভিনন্দন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলে প্রতিবারেই প্রতিযোগিতাগুলো দেখলে বেশ ভালো লাগে আমার কাছে। আর এবারের প্রতিযোগিতা তো অনেকটাই আলাদা ছিল। সবাই বেশ মজা করলাম। বিশেষ করে নিজের সাজ টা দেখে আমার মেয়েও ভয় পেয়ে গিয়েছে দেখে আরো ভালো লাগবে। প্রতিযোগিতায় অংশগ্রহণ করে যেমন ভালো লাগলো তেমনই বিজয় হয়ে আরো ভালো লাগলো। অনেকটাই স্পেশাল ছিল এবারের কনটেস্ট আমার কাছে। আর যারা যারা বিজয় হয়েছেন তাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এই প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করতে পেরে আমার নিজের কাছে সত্যি খুব ভালো লেগেছে। এইবারের প্রতিযোগিতা যেমন ইউনিক ছিল তেমনি সবার অনেক বেশি পছন্দ হয়েছে। প্রতিযোগিতার পুরস্কারের পাশাপাশি দাদার কাছ থেকে স্পেশাল পুরস্কার পেয়েও সত্যি খুব ভালো লাগলো। আর যারা যারা এই প্রতিযোগিতায় বিজয়ী হয়েছে তাদের সকলকেও জানাই অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আর শ্রদ্ধেয় বড় দাদা এবং এডমিন মডারেটর সবার প্রতি রইল অনেক অনেক ভালোবাসা, এরকম একটা প্রতিযোগিতার আয়োজন করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এবারের এই যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতা খুবই জমজমাট হয়েছিল। সকলেই অনেক সুন্দর সুন্দর সাজ নিয়ে আমাদের মাঝে হাজির হয়েছিলেন। এবারের এই প্রতিযোগিতার মাধ্যমে আমি অন্য ধরনের একটা অনুভূতি পেয়েছি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এবারের প্রতিযোগিতার বিষয়টি এত দারুন ছিল যে সবাইকে মুগ্ধ করেছে।সবার অংশগ্রহণ বেশ চমৎকার ছিল। ফলাফল ঘোষণার সময় যখন নিজের নামটি শুনতে পেলাম না তখন একটু মন খারাপ হয়েছিল যেহেতু আমার বাবুকে দিয়ে প্রথমবার একটি অংশগ্রহণ করিয়েছিলাম।কিন্তু যখন দাদার মুখে আমার নামটি শুনতে পেলাম তখন উৎসাহ আরো দ্বিগুণ বেড়ে গেল। অনেক ধন্যবাদ দাদা আমাদেরকে পুরস্কৃত করে উৎসাহ দেওয়ার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
"যেমন খুশি তেমন সাজো" প্রতিযোগিতাকে অত্যন্ত জমজমাট একটি প্রতিযোগিতায় পরিণত হয়েছিল। উক্ত প্রতিযোগিতায় অংশগ্রহণ করে পুরস্কার বিজয়ী হওয়া সকল বন্ধুদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি আশা করি আগামীতেও এরকম প্রতিযোগিতা আরো অনেক বেশি অনুষ্ঠিত হবে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ব্যক্তিগতভাবে আমার কাছে এই প্রতিযোগিতাটা খুবই ভালো লেগেছিল। সকলে এমনভাবে সেজেছিল যা দেখে আমি রীতিমতো অবাক হয়ে গিয়েছিলাম। কোন সময় আমি এমন সাজে সেজেছিলাম না তাই এবারের প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারেনি। এবারের প্রতিযোগিতায় যারা বিজয়ী হয়েছেন তাদের সকলকে জানাই অভিনন্দন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতা টা সত্যিই সবথেকে আলাদা ছিল। আর এই প্রতিযোগিতায় বিজয়ী হয়েছি দেখে সত্যি ভালো লাগলো। সবাই বেশ ভালো পুরস্কার পেয়েছে। প্রতিযোগিতায় যারা বিজয়ী হয়েছে তাদেরকে অভিনন্দন জানাই। নিজের কাছেও ভালো লাগতেছে বিজয়ী হতে পেরে। ধন্যবাদ এত সুন্দর একটা প্রতিযোগিতার আয়োজন করার জন্য এবং কি এভাবে সবাইকে পুরস্কৃত করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
একদমই ব্যতিক্রম একটি প্রতিযোগিতা ছিল।আর এই প্রতিযোগিতায় দাদার পক্ষ থেকে স্পেশাল এওয়ার্ড পেয়ে অনেক বেশি খুশি হলাম। ধন্যবাদ রিওয়ার্ড ডিস্ট্রিবিউশন রিপোর্টটি শেয়ার করার জন্য। ভালো থাকবেন সব সময়।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সবার অংশগ্রহণই বেশ দুর্দান্ত ছিল, কয়েকজন তো এত পরিমাণ কষ্ট করেছে এই প্রতিযোগিতা অংশগ্রহণ করার জন্য তাদের জন্য মন থেকে একটা সম্মান চলে আসলো, ইউনিক ইউনিক অনেক ক্রিয়েটিভ সাজ দেখলাম যেগুলো খুব ভালো লেগেছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit