"আমার বাংলা ব্লগ" তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে স্পেশ্যাল DIY কনটেস্ট - এবিবি স্কুল

in hive-129948 •  7 months ago 
DIY প্রোজেক্ট- এবিবি স্কুল

IMG_20240606_184826.jpg

IMG_20240606_184812.jpg

IMG_20240606_185227.jpg

আমার বাংলা ব্লগ, এটি শুধুমাত্র একটি কমিউনিটি নয় বরং একটি আবেগের জায়গা। এই আমার বাংলা ব্লগকে ঘিরে রয়েছে হাজারো পরিবার এবং সকল পরিবার একত্র হয়ে একটি পরিবারের গঠিত হয়েছে। এর জন্য সর্বপ্রথম আমাদের @rme দাদাকে অশেষ কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাতে চাই। আপনারা সবাই জানেন দাদা কয়েকদিন আগেই আমাদের এডমিন এবং মডারেটর প্যানেলের জন্য একটি প্রতিযোগিতার আয়োজন করেছিল। সেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আজকে আমার এই পোস্ট।

বর্তমানে আমার বাংলা ব্লগ কমিউনিটিতে যেসব ইউজার রয়েছে সবাই এবিবি স্কুল থেকে পাস আউট করে গেছেন। এবিবি স্কুল একটি ভার্চুয়াল স্কুল, যেখানে ভার্চুয়ালি ক্লাস নেওয়া হয় এবং ইউজারদের মোটামুটি সব কিছুই শেখানো হয় যদি। এই স্কুলটির বাস্তবে হতো তাহলে কেমন হতো? এই থিম থেকে কেন্দ্র করেই DIY PROJECT করার চেষ্টা করেছি। তবে চলুন কথা না বাড়িয়ে প্রযেক্টটি কিভাবে তৈরি করেছি সেসব বিষয়ে জেনে আসা যাক।

প্রয়োজনীয় উপকরন

IMG_20240605_222239.jpg


  • জল রং
  • কাটার
  • কার্ডবোর্ড
  • বিভিন্ন রঙের ক্লে
  • রঙিন কাগজ
  • আঠা
  • গ্লু গান
  • এন্টিকাটার
  • স্কেল
  • কাচি
  • কাঠি

siam 2.png

১ম ধাপ
প্রথমে একটি কার্ডবোর্ড নিয়ে নেই এবং ঘরের জন্য প্রয়োজনীয় মাপে কেটে নেই।

IMG_20240605_223111.jpg

IMG_20240605_230516_1.jpg

siam 2.png

দ্বিতীয় ধাপ
পরবর্তীতে গ্লু গান দিয়ে সেসব টুকরো গুলো একত্রে করে একটি ঘরের আকৃতি দিয়ে দেই।

IMG_20240606_121222.jpg

IMG_20240606_121944.jpg

siam 2.png

তৃতীয় ধাপ
ঘর তৈরি হয়ে গেলে এর চারপাশে বিভিন্ন কালারের ক্লে দিয়ে আবরণ দিয়ে দেই।

IMG_20240606_122730.jpg

IMG_20240606_131935.jpg

siam 2.png

চতুর্থ ধাপ
যেই বেসের উপরে এবিবি স্কুল তৈরি করব সেই বেসটি তৈরি করে চারপাশে কাঠি দিয়ে একটি ঘেরাও তৈরি করি।

IMG_20240606_135147.jpg

IMG_20240606_135533.jpg

siam 2.png

পঞ্চম ধাপ
বেসটি জলরঙ্গে সবুজ কালার করে দিয়েছি এবং বেস এর এক সাইডে একটি পুকুর তৈরি করার চেষ্টা করেছি।

IMG_20240606_154022.jpg

IMG_20240606_155028.jpg

siam 2.png

ষষ্ঠ ধাপ
পরবর্তীতে ক্লে দিয়ে কয়েকটি গাছ তৈরি করার চেষ্টা করেছি। স্কুলে যাওয়ার জন্য ক্লে দিয়ে একটি রাস্তা তৈরি করেছি।

IMG_20240606_155859.jpg

IMG_20240606_160637.jpg

IMG_20240606_162426.jpg

siam 2.png

সপ্তম ধাপ
পরবর্তীতে বাগানের মধ্যে টেবিল এবং চেয়ার সংযোগ করি এবং এবিবি স্কুলের সাইনবোর্ড লাগিয়ে দেই।

IMG_20240606_165231.jpg

IMG_20240606_165305.jpg

siam 2.png

ফাইনাল আউটপুট
পুরো প্রজেক্টটি হয়ে গেলে পরবর্তীতে ছোটখাটো কিছু কাজ করে এটাকে একদম ফাইনাল করে ফেলি।

IMG_20240606_184812.jpg

IMG_20240606_184733.jpg

IMG_20240606_200758.jpg

IMG_20240606_184826.jpg

IMG_20240606_184851.jpg

IMG_20240606_185020.jpg

IMG_20240606_185154.jpg

IMG_20240606_185228.jpg


আমার বাংলা ব্লগ এর এবিবি স্কুলের থিম করা প্রজেক্টটির আরো কিছু ছবি। আমার বাংলা ব্লগ এর তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে স্পেশাল DIY CONTEST. আশা করছি আপনাদের সবার অনেক ভালো লেগেছে, ধন্যবাদ।

siam 2.png


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png



Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png


photo_2021-06-30_13-14-56.jpg

photo_2021-06-28_11-13-39.jpg

আমি আল সারজিল ইসলাম সিয়াম। আমি বাঙালি হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। আমি বর্তমানে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের বিএসসি-র ছাত্র। আমি স্বতন্ত্র স্বাধীনতা সমর্থন করি। আমি বই পড়তে এবং কবিতা লিখতে পছন্দ করি। আমি নিজের মতামত প্রকাশ করার এবং অন্যের মতামত মূল্যায়ন করার চেষ্টা করি। আমি অনেক ভ্রমণ পছন্দ করি। আমি আমার অতিরিক্ত সময় ভ্রমণ করি এবং নতুন মানুষের সাথে পরিচিত হতে ভালোবাসি। নতুন মানুষের সংস্কৃতি এবং তাদের জীবন চলার যে ধরন সেটি পর্যবেক্ষণ করতে ভালোবাসি। আমি সব সময় নতুন কিছু জানার চেষ্টা করে যখনই কোনো কিছু নতুন কিছু দেখতে পাই সেটার উপরে আকর্ষণটি আমার বেশি থাকে।

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjddgXFQSs49C4STfzSVsuC3FFbePnB7C4GwVRpxUB36KEVxnuiA7vu67jQLLSEq12SJV1etMVkHVQBGVm1AfT2S916muAvY3e7MD1QYJxHDFjsxQDqXN3pTeN2wYBz7e62LRaU5P1fzAajXC55fSNAVZp1Z3Jsjpc4.gif



বিষয়: "আমার বাংলা ব্লগ" তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে স্পেশ্যাল DIY কনটেস্ট - এবিবি স্কুল

কমিউনিটি : আমার বাংলা ব্লগ

আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই এই কমিউনিটির সকল সদস্য কে, ধন্যবাদ.......

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

ভাইয়া আপনি প্রতিযোগিতার জন্য এত পরিশ্রম করে সুন্দর করে এবিবি স্কুল তৈরি করেছেন দেখে খুবই ভালো লেগেছে। আপনার দক্ষতা দেখে খুবই ভালো লাগলো ভাইয়া। এত সুন্দর করে আপনি পুরো পোস্ট সাজিয়ে তুলেছেন দেখে সত্যিই মুগ্ধ হয়েছি। অসাধারণ হয়েছে ভাইয়া।

তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে স্পেশ্যাল DIY কনটেস্ট আপনাকে অংশগ্রহণ করা দেখতে পেয়ে খুবই ভালো লাগছে। আর আপনি এত সুন্দর ভাবে ডাই পোস্টটি তৈরি করেছেন। সত্যি আমার বাংলা ব্লগ এর এবিবি স্কুল এর দৃশ্যটি আপনি এত সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন,স্কুলয়ের দৃশ্যটি যেন দেখেই ভালো লাগলো আমার।

চেস্টা করেছি ভাই, ধন্যবাদ।।

ভাইয়া আপনার ডাই প্রোজেক্ট দেখে আমার তো সেই লেভেলের কথা মনে পড়ে গেল। আপনি বেশ সুন্দর করে আমাদের সেই লেভেলের এ বি বি স্কুল কে তুলে ধরেছেন। আমার কাছে আপনার প্রোজেক্ট বেশ ভালো লেগেছে। শুভ কামনা রইল আপনার জন্য।

আপনাকে ও ধন্যবাদ,, আপু।।

তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে স্পেশ্যাল DIY কনটেস্টে আপনার তৈরী করা এবিবি স্কুলটা সত্যিই দারুন হয়েছে। স্কুলের গাছ ও বাহিরের টেবিল চেয়ার গুলো ভীষন সুন্দর লাগছে। স্কুলের পুকুরটা খুবই সুন্দর হয়েছে। ধন্যবাদ ভাইয়া।

চেস্টা করেছি ভাই, এই কিছুদিন অনেক ব্যাস্ত ছিলাম, প্রতিদিন একটু একটু করে করেছি। ধন্যবাদ।

ডাই কনটেস্ট এ অংশগ্রহণ করেছেন দেখে খুবই ভালো লাগলো। পুরো প্রজেক্টটা খুবই সুন্দর হয়েছে। এবিবি স্কুলের থিম দিয়ে তৈরি করেছেন। আইডিয়াটা সত্যিই দারুন ছিল। ফাইনাল আউটপুট গুলো বেশ ভালো লাগছিল দেখতে। শুভকামনা রইল ভাইয়া।

আপনাকে ও ধন্যবাদ আপু।।

তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে স্পেশ্যাল DIY কনটেস্ট দেখতে পেয়ে মুগ্ধ হলাম। সত্যি ভাই আপনি এত দক্ষতা এবং সুন্দরভাবে করেছেন আপনার আইডিয়াটা আমার দারুণ লেগেছে। এবিবি স্কুলে খুবি সুন্দর ভাবে আপনি উপস্থাপন করেছেন, তাই পোস্টটি দেখে খুবই ভালো লাগলো।

টেস্টা করেছি ভাই, ধন্যবাদ।

তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে চমৎকার একটি ডাই পোস্ট শেয়ার করেছেন ভাইয়া।এতো চমৎকার এবিবি স্কুল দেখে মুগ্ধ হয়ে গেলাম। আপনি অনেকটা সময় ও ধৈর্য ধরে কাজটি সম্পন্ন করেছেন এজন্য অনেক ধন্যবাদ ও অভিনন্দন জানাই আপনাকে।

সময় লেগেছে তবে কাজ টি করতে পেরেছি তাই মনে অনেক শান্তি ও পেয়েছি।

ওয়াও ওয়াও ওয়াও,জাস্ট অসাধারণ হয়েছে!!
সত্যি বলছি।একেবারে আমাদের স্বপ্নের স্কুলটা।

ধন্যবাদ আপু।।

তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে স্পেশ্যাল ডাই প্রজেক্ট তৈরি করে দেখিয়েছেন ভাই। এবিবি স্কুল এর পরিবেশ যেনো সবুজের সমারোহ। আপনার এবিবি স্কুলের থিমের আইডিয়া দেখে মুগ্ধ হয়ে গেলাম। সত্যি ভাই প্রশংসনীয় কাজ ছিলো। আপনার ডাই প্রজেক্ট অনেক দিন পরে দেখলাম। প্রতিযোগিতার জন্য শুভ কামনা রইলো।

হ্যা ভাই, সময় হয়ে উঠে না এখন।

এই কমিউনিটিতে ভেরিফাইড মেম্বার হতে হলে সবাইকে এই এবিবি স্কুলে পড়া লাগে। আর আপনি সেই এবিবি স্কুলের একটি ডাই বানিয়ে শেয়ার করেছেন। আপনার তৈরি করা স্কুলটি দেখতে বেশ সুন্দর লাগছে। ধন্যবাদ ভাই কনটেস্টে জয়েন করার মাধ্যমে এ সুন্দর একটি ডাই পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

সেটাই চেস্টা করেছি ভাই, ধন্যবাদ।

তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে আপনার অংশগ্রহণটি এক কথায় অসাধারণ। স্পেশ্যাল DIY কনটেস্টে অংশগ্রহণ করে নিজের ক্রিয়েটিভিটি দেখিয়ে বরাবরই অবাক করে দিলেন আমাদের। এবিবি স্কুলকে এমন ভাবে তুলে ধরেছেন যেটা সত্যি অবাক করা বিষয়। এক কথায় আপনার পুরো প্রজেক্ট ছিল অসাধারণ। এমন একটি ক্রিয়েটিভিটি আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

জি ভাই চেস্টা করেছি মাত্র, ধন্যবাদ আপনাকে।

সবুজে সবুজময় এ বি বি স্কুল দেখে চোখ ফেরাতে পাচ্ছিনা। এতো চমৎকার করে এবি বি স্কুল বানানোর থিমটা কিন্তু অসাধারণ ছিলো। আসলে তোমার প্রত্যেকটা আইডিয়া দেখে আমি সব সময় অভিভূত হই। অনেক অনেক দুয়া ও শুভকামনা তোমার জন্য 💕

তোমাকেও ধন্যবাদ আম্মু।

তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে স্পেশ্যাল DIY প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন আর অসাধারণ একটি পোস্ট তৈরি করেছেন দেখে খুবই ভালো লেগেছে ভাইয়া। আপনার দক্ষতা আমাকে মুগ্ধ করেছে। আপনার হাতের কাজ খুবই প্রশংসনীয়। অসাধারণ হয়েছে আপনার তৈরি করা প্রজেক্ট। আপনার জন্য শুভকামনা এবং ভালোবাসা রইলো ভাইয়া।

অনেক সুন্দর হয়েছে ভাই। বিশেষ করে চেয়ার টেবিল, আর গাছগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে।

ধন্যবাদ আপু, ক্লাস নেওয়ার পরে এই প্রাকৃতিক পরিবেশে আমরা মডারেটররা এই চেয়ার টেবিলে বসেই আড্ডা দেই। হিহিহি।

বাহ্! আপনার ডাই প্রজেক্টটি দেখে মুগ্ধ হয়ে গেলাম ভাই। আমাদের সবার প্রিয় এবিবি স্কুল দেখতে আসলেই খুব সুন্দর লাগছে। আপনার দক্ষতার প্রশংসা করতেই হয়। আপনি অত্যন্ত নিখুঁতভাবে সম্পূর্ণ ডাই প্রজেক্টটি তৈরি করেছেন। যাইহোক এতো সুন্দর ক্রিয়েটিভিটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনার জন্য শুভকামনা রইল ভাই।

কিছু একটা করার চেস্টা করেছি ভাই, ধন্যবাদ আপনাকে।

তৃতীয় বর্ষপূর্তী উপলক্ষে চমৎকার একটি ডাই পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার এবিবি স্কুলটি দেখে মুগ্ধ হয়ে গেলাম।
স্কুলের পাশে সবুজ গাছ টেবিল চেয়ার ও স্কুলের
সুন্দর্য দেখে চোখ ফেরাতে পারছি না। আপনার আইডিয়াটা কিন্তু বেশ দারুন ছিল ভাই। অনেক ধন্যবাদ ইউনিক একটি ডাই পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল ভাই।

ধন্যবাদ আপু।।।

আমি এই স্কুলের পার্মানেন্ট ছাএ হতে চাই। স্কুলটা বেশ দারুণ আমার পছন্দ হয়েছে। জলরং কার্ডবোর্ড ক্লে উপাদান গুলো দিয়ে ডাই প্রজেক্ট টা চমৎকার করেছেন ভাই। আপনি যেন এবিবি স্কুলকে বাস্তবে রুপ দিলেন। ডিসকোর্ড থেকে সরিয়ে এখন ক্লাস হবে শ্রেণিকক্ষে। সবমিলিয়ে দারুণ ছিল। ধন্যবাদ আমাদের সাথে পোস্ট টা শেয়ার কর নেওয়ার জন্য ভাই।

হাহাহা, তাই নাকি, তাহলে পার্মানেন্ট ছাত্রের ব্যবস্থা করেন।

  ·  7 months ago (edited)

প্রথমে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার বাংলা ব্লগের স্পেশাল ডাই কনটেস্টে অংশগ্রহণ করার জন্য। সবথেকে ভালো লেগেছে আপনারটাই প্রজেক্ট এর থিম। আমার বাংলা ব্লগের যদি একটা বাস্তব স্কুল হতো তাহলে তো সত্যিই দারুণ হতো। আমার কাছে মনে হয় এটা আপনার সাকসেসফুল একটা প্রজেক্ট। এই প্রতিযোগিতায় আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল ভাই।

বাস্তব এমন একটা স্কুল হলে কিন্তু ভালোই হত।

গোসল করার জন্য এবিবি স্কুলের পাশের পানির পুকুরটা খুঁজতেছি আমি। ডিস্কোর্ডে কোথাও পেলাম না। 🤣

হিহিহিহি, বানাতে হবে।

প্রোজেক্টটি অসাধারণ হয়েছে। একটি স্কুল হিসাবে যা যা থাকার সবকিছু প্রজেক্টটিতে বিদ্যমান। খেলার মাঠ, গাছ, জলের ব্যবস্থা। তাই সবটা মিলে অপূর্ব উপস্থাপনা। সাথে হাতের কাজের গুণ তো স্পষ্ট। চোখ ফেরানোর জো নেই৷ মনে হচ্ছে এখনি এই স্কুলে পড়তে যাই।

চলে আসেন তাহলে, এবিবি স্কুলে, দারুন মজা হবে। স্কুল শেষে গোসল ও করা যাবে।

থিমটা বেশ ভালো ছিলো ভাইয়া।আসলেই বাস্তবে এই স্কুল হলে এমন সুন্দর হতো।ভাইয়া আপনি ক্লে দিয়ে বেশ সুন্দর একটি ডাই প্রজেক্ট তৈরি করেছেন।কালার কম্বিনেশন টা ভালো হয়েছে। ধন্যবাদ

আপনাকেও ধন্যবাদ আপু ।।

আপনার কাজটাই সবচেয়ে বেশি পছন্দ হয়েছে আমার।

প্রথমেই আপনাকে অনেক অনেক অভিনন্দন ভাই, DIY কন্টেস্টে অংশগ্রহণ করার জন্য। আসলে ABB স্কুলের প্রতি আমাদের সকলেরই অনেকটাই ভালোবাসা রয়েছে, যেহেতু এখানে যুক্ত হওয়ার আগে আমরা ওইখানে পড়াশোনা করে এসেছি। তবে আপনি যত সুন্দর করে এই স্কুল তৈরি করেছেন, তাতে মনে হচ্ছে ওইখানে সরাসরি গিয়ে পড়াশোনা করে আসতে পারলে আরো বেশি কিছু জানতে পারতাম। হা হা হা...🤭 যাইহোক, আপনার তৈরি করা এবিবি স্কুলের কনসেপ্ট টা অসাধারণ ছিল ভাই, আর দেখতেও খুব সুন্দর লাগছে এটি।