আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভাল আছেন। আমাদের জীবনে স্ট্রং মাইনডের হতে হবে। কেউ আপনাকে ভেঙে দিতে চাইবে কিন্তু আপনাকে ভেঙে গেলে চলবেনা। কেউ আপনাকে জীবন চলার পথে থামিয়ে দিতে চাইবে। কিন্তু আপনাকে থেমে গেলে চলবেনা। মানুষ আপনাকে নিয়ে হাসাহাসি করে, আপনাকে নিয়ে কটু কথা বলে, বলুক তাদের বলতে দিন । সময় আপনারও আসবে। নিজের উপর বিশ্বাস রাখুন।
অন্যরা আপনাকে নিয়ে কটু কথা বলবে। অন্যের কথার গায়ে নিয়ে পড়ে থাকলে জীবনে কিছুই হবে না। অনেকেই আপনাকে নিয়ে অনেক কথা বলবে কিন্তু আপনাকে এই ব্যাপারগুলো এড়িয়ে চলতে হবে জীবনে এগিয়ে যেতে হলে। শেষ পর্যন্ত লড়ে যেতে হবে। জীবনের পথে টিকে থাকা খুব কঠিন। সমাজ আশেপাশের মানুষজন সবাই চাইবে আপনাকে থামিয়ে দিতে। এমন কি কখনো কখনো আপনার আপন মানুষজনও চাইবে আপনাকে থামিয়ে দিতে। কিন্তু এই প্রতিকূলতা অতিক্রম করেই জীবনের সফলতা অর্জিত হয় ।
তাই আমাদের নিজেদের ভালোটা নিজেকেই বুঝতে হবে নিজের পথটা নিজেকেই খুঁজে নিতে হবে। আমাদের জীবনের জন্য কোনটা ভালো কোনটা মন্দ সেটা আমাদেরকেই বেছে নিতে হবে। অনেকেই বলবে আমি তোমার পাশে আছি কিন্তু শেষ পর্যন্ত কেউই আপনার পাশে থাকবে না। এই সমাজের ৯৯ শতাংশ মানুষ স্বার্থপর। তারা আপনার ভালোর সময় পাশে থাকবে, কিন্তু আপনার বিপদের সময় তারা পাশে থাকবে না। এটাই বাস্তব সত্য।
একটা কথাই বলবো নিজের ভালো মন্দ নিজেকেই খুঁজে নিয়ে চলতে হবে। নিজের উপর বিশ্বাস রেখে এই এই প্রতিকূলতাকে পিছনে ফেলে এগিয়ে যেতে হবে। জীবনের এই কঠিন পথকে সহজ করতে অবশ্যই আপনার কি স্ট্রং মাইন্ডের হতে হবে।
ধন্যবাদ