আমার বাংলা ব্লগ শুধুমাত্র একটা কমিউনিটি নয় বরং বাংলা ভাষায় সেরা কিছু প্রকাশের অন্যতম জনপ্রিয় মাধ্যম। আমার বাংলা ব্লগ কমিউনিটি প্রতিষ্ঠা করার পর হতে অদ্যবদি সকল ক্ষেত্রে সেরা অবদান নিশ্চিত করার চেষ্টা করে যাচ্ছে সদস্যদের নিয়ে। সত্যি বলতে কমিউনিটি শুধুমাত্র কমিউনিটি হিসেবে বিবেচনা করলে লাভের বিষয়টি হয়তো নিশ্চিত হয় কিন্তু এর বাহিরের বিষয়গুলো বিবেচনা করলে, সদস্যদের সাথে সংযোগ, সম্পর্ক, দক্ষতা এবং সফলতা সবগুলোই নিশ্চিত করা সম্ভব হয়। আর এই বিষয়গুলোকে সামনে রেখেই আমার বাংলা ব্লগ এগিয়ে যাচ্ছে তার কাংখিত লক্ষ্যে।
ভিন্ন ভিন্ন উদ্যোগ, কোয়ালিটি কিংবা সৃজনশীলতার সেরা কিছু উপস্থাপন এবং কাংখিত সাপোর্টের ক্ষেত্রে আমার বাংলা ব্লগ সব সময় নিজের ব্যতিক্রম অবস্থান ধরে রেখেছে। এরই ধারাবাহিকতায় এই সপ্তাহ হতে শুরু হচ্ছে এক্স (সাবেক টুইটার) অব দ্যা উইক। প্রমোশনের ক্ষেত্রে সর্বোচ্চ গুরুত্ব দেয়া এবং সেই সাথে সাথে ইউজারদের আরো বেশী অনুপ্রাণীত করা, আর সেটার কাংখিত ফলাফল আমাদের এই প্রচেষ্টা। প্রতি সপ্তাহের বৃহস্পতিবার প্রকাশ করার চেষ্টা করা হবে ধারাবাহিকভাবে। প্রতি বুধবার কমিউনিটির সকল ইউজারের টুইটারের রিপোর্ট হতে কাংখিত ইউজারদের বাছাই করা হবে এবং পয়েন্টস তালিকায় শীর্ষে থাকা ইউজারকে এক্স (টুইটার) অব দ্যা উইক ঘোষণা করা হবে।
যিনি এক্স (টুইটার) অব দ্যা উইক হওয়ার সৌভাগ্য অর্জন করবেন তাকে কমিউনিটির পক্ষ হতে বিশেষ সাপোর্ট দেয়া হবে। আমরা আশা করবো শুধুমাত্র সাপোর্ট নিশ্চিত করার জন্য নয় রবং এই প্লাটফর্মকে ভালোবেসে এবং কাংখিত প্রচারের উদ্দেশ্য নিয়ে সবাই যথাযথ নিয়ম অনুসরণ করে এক্স (টুইটারে) এ্যাকটিভ থাকার চেষ্টা করবেন। চলুন দেখে নেই এই সপ্তাহে সার্বিক ফলাফল।
এই সপ্তাহে মোট টুইট হয়েছে - 167 টি।
এ্যাকটিভ ছিলেন - 33 জন ইউজার।
কাংখিত পর্যায়ে ছিলেন - 13 জন ইউজার।
পয়েন্টস তালিকাঃ
SL | User ID | Total Tweets | Total Points |
---|---|---|---|
01 | @oisheee | 08 | 186+227+237+263+277+268+281=1739 |
02 | @narocky71 | 07 | 11+31+42+28+31+12+24=179 |
03 | @asadul-islam | 07 | 18+39+19+20+27+27+26=176 |
04 | @nevlu123 | 08 | 41+6+19+30+33+33+51=213 |
05 | @tuhin002 | 07 | 10+13+12+44+12+17+46=154 |
06 | @samhunnahar | 11 | 22+21+18+16+17+19+11=124 |
07 | @mohinahmed | 07 | 28+43+52+36+33+53+27=272 |
08 | @tasonya | 09 | 10+16+24+22+18+60+15=165 |
09 | @jamal7 | 09 | 31+17+32+24+37+28+25= 194 |
10 | @bijoy1 | 07 | 8+29+23+16+17+47+35=175 |
11 | @selina75 | 08 | 13+10+12+21+17+19+23=115 |
12 | @limon88 | 07 | 15+30+29+30+37+43+54=238 |
13 | @fasoniya | 07 | 36+98+168+204+195+185+183=1069 |
এই সপ্তাহের বিজয়ীঃ
এক্স (টুইটার) অব দ্যা উইক হলেন- @oisheee
ধন্যবাদ সবাইকে।
Support @Bangla.Witness by Casting your witness vote
Support @Bangla.Witness by Casting your witness vote
VOTE @bangla.witness as witness

OR
আমার বাংলা ব্লগ এক্স (টুইটার) অব দ্যা উইক নির্বাচনের প্রক্রিয়া টি আমার কাছে খুবই ভালো লেগেছে। এই সপ্তাহে নির্বাচিত ঐশী আপুকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি আশা করি সকলেই টুইটারে কাঙ্খিত কাজ করে ব্লগার অব দ্যা উইক হওয়ার জন্য চেষ্টা করবে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
প্রথমেই শুভেচ্ছা জানাচ্ছি যারা কাঙ্খিত পর্যায়ে ছিলেন তাদেরকে। ঐশী আপুর প্রাপ্ত স্কোর একেবারে আকাশছোঁয়া। ঐশী আপুকে অভিনন্দন জানাচ্ছি টুইটার অফ দ্যা উইক নির্বাচিত হওয়ার জন্য। আমাদের সবার প্রিয় স্টিমিট প্লাটফর্ম বিশ্বব্যাপী ছড়িয়ে যাচ্ছে, এটা দেখে সত্যিই খুব ভালো লাগছে। আমাদের সবার উচিত টুইটারের এক্টিভিটি বজায় রাখা। যাইহোক এই রিপোর্টটি আমাদের মাঝে তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বাহ টুইটারে তো দেখছি সবার এক্টিভিটিস অনেক ভালো। তবে এক সময় আমরা বেশ ভালো একটিভ ছিলাম টুইটারে সেটা আসলেই ভুল বলতেছি না। কিন্তু এখন দেখি তো সবাই আরও আমাদের থেকে অনেক বেশি একটিভ হয়ে গেছে। দেখে অনেক বেশি খুশি হয়েছি। যাক যে যেভাবে পারেন ভালো কাজ করতে পারলে অনেক বেশি ভালো লাগে। এই সপ্তাহে ঐশী আপুকে টুইটার ব্লগার নির্বাচন করার জন্য অনেক বেশি ভালো লেগেছে। মাশাল্লাহ দেখে অনেক বেশি ভালো লেগেছে আপুর একটিভিটিস।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এবারে এক্স (টুইটার) অব দ্যা উইক @oisheee আপু হয়েছে জেনে ভীষণ খুশি হলাম।আপুকে জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। সবাই নিজের এক্টিভিটি বজায় রাখার জন্য চেষ্টা করছে। আসলে এই ধরনের উদ্যোগ গ্রহণ করার জন্য শ্রদ্ধেয় দাদাকে অনেক অনেক ধন্যবাদ জানাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এই উদ্যোগটি খুবই ভালো লেগেছে আমার কাছে কেননা আমরা সহজেই এই প্লাটফর্মকে অধিক মানুষের কাছে পরিচিত করতে পারছি। এই প্লাটফর্ম মানুষের কাছে যত পরিচিত হবে আমাদের জন্য ততটাই বেশি ভালো হবে। এই সপ্তাহে যিনি বিজয়ী হয়েছেন তাকে জানাই অভিনন্দন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এই সপ্তাহে এক্স (টুইটার) অব দ্যা উইক ঐশী আপু হয়েছে দেখে ভালো লেগেছে। ঐশী আপুকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি এর জন্য। এই উদ্যোগ টা সত্যি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আশা করছি প্রত্যেকের নামই দেখতে পাবো একে একে এক্স (টুইটার) অব দ্যা উইকে। এই তালিকাটা সুন্দর করে সবার মাঝে তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এবারে এক্স (টুইটার) অব দ্যা উইক @oisheee আপু হয়েছে জেনে ভীষণ খুশি হলাম। আপু প্রতিনিয়ত অনেক সুন্দর সুন্দর পোস্ট করে থাকেন। দাদার চমৎকার একটি উদ্যোগ। আশাকরি আমরা একে একে সবাই হবো ইনশাআল্লাহ। সবার জন্য শুভ কামনা রইল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমার বাংলা ব্লগ কমিউনিটির সেরা উদ্যোগ গুলোর মধ্যে এটি একটি ৷ এই উদ্যোগের মাধ্যমে স্টিমিট প্ল্যাটফর্ম আরো জনপ্রিয় হয়ে ওঠার সুযোগ রয়েছে ৷ এ সপ্তাহে ঐশী আপু টুইটার অফ দ্যা উইক হয়েছে দেখে অনক ভালো লাগলো ৷ আপুকে অভিনন্দন এবং আপু জন্য অনেক অনেক শুভকামনা রইল ৷ অসংখ্য ধন্যবাদ আমার বাংলা ব্লগ কমিউনিটিকে ৷
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এই সপ্তাহের টুইটার অফ দা উইকে ঐশী আপুর নাম দেখতে পেয়েছি। ঐশী আপুর নামটা দেখে ভালোই লেগেছে কিন্তু। ওনার পয়েন্ট সবথেকে বেশি ছিল। আর এগুলো বিবেচনা করেই উনাকে টুইটার অফ দা উইক হিসেবে নির্বাচিত করা হয়েছে। ওনার একটিভিটিস দেখে সত্যি খুবই ভালো লাগলো। উনাকে জানাই আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
গত সপ্তাহে টুইটার অব দ্য উইকে ঐশী আপুর নামটা দেখতে পেরে বেশ ভালো লাগলো। আসলে ওসি আপুর পয়েন্ট দেখতেছি সবার থেকে অনেক বেশি ছিল। আসলে সব কাজের মাধ্যমেই আমাদেরকে ভালোভাবে একটিভ থাকতে হয়। তাছাড়া যে কোন কাজের মধ্যে এক্সটিভিটি বজায় রাখবো ততই সবার উপরে থাকতে পারবো। তাছাড়া ঐশী আপু খুব ভালো কাজ করেছে দেখে। তাছাড়া আপনাকেও অনেক ধন্যবাদ এত সুন্দর ভাবে রিপোর্ট টি আমাদের মাঝে প্রকাশ করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
best of luck.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমার বাংলা ব্লগ সব সময় সাধারণ ইউজারদের চিন্তা করে থাকে।তাই তারা বিভিন্ন সময় বিভিন্ন সুযোগ সুবিধা আমাদের মাঝে বিলিয়ে দেয়। আমার বাংলা ব্লগ কমিউনিটির টুইটার অফ দা উইক'আমাদের সকল মেম্বারের জন্য একটি অনেক বড় সুযোগ।আর এই সুযোগ এ অংশগ্ৰহণ করতে হলে আমাদের কে টুইটারের মধ্যে এক্টিভ থাকতে হবে।আর এই সপ্তাহে তার ঐসি আপু তার এক্টিভিটিজ এর মাধ্যমে টুইটার অফ দা উইক' হয়েছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
খুব চমৎকার একটি উদ্যোগ। এই উদ্যোগের মাধ্যমে প্রতি সপ্তাহে একটি করে আমার বাংলা ব্লগ এক্স (টুইটার) অব দ্যা উইক আমরা দেখতে পাই।ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit