কবিতা "বুনো টিয়া" কাঁদো হৃদয় তুমি কাঁদো,steemCreated with Sketch.

in hive-129948 •  3 years ago 

image.png
কবিতা "বুনো টিয়া" কাঁদো হৃদয় তুমি কাঁদো،
বেদনার অশ্রুজলে সিক্ত করো ؛
ভুল যে করেছে তার জন্যই তুমি কাঁদো।

বুকে আমার হিমেল হাওয়া ،
শীতার্ত হৃদয় ، শীতঘুমে দিন করছে পার একে একে ؛
তাকে উষ্ণ করো।

বহুদিন আগে আমি একটি টিয়া পুষেছিলাম ،
আম
বন্দী করেছিলাম।

বহু যত্নে ، বহু ভালোবাসায় তাকে
আগলে রেখেছিলাম।
বুঝিনি কখন আমার বুকের পাঁজর ঠুকরে ঠুকরে ،
খ া ভেঙেছে আম পোষ

তারপরে ভালোবাসার অদৃশ্য বলয় ছেড়ে ،
উড়াল দিয়েছে সে নীল আকাশের বুকে।
ফেরাতে চেয়েছি তাকে।

ভ াসার সেই উদগ্র আহব উপেক্ষা করার
শক্তি আসেনি তার হৃদয়ে।
ডানা তার অবশেষে শিথিল হলো।

মুখ ফেরালো সে আমার খাঁচার পানে ،
আরো একবার সে বরণ করে নিলো ،
তার বন্দীদশা।

এবার আর তাকে আমি খাঁচায় বন্দী করিনি ،
শুধু প্রেম-সোহাগের সূক্ষ সুতায়
তাকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে নিয়েছি।

অবশেষে সে পোষ মেনেছে ،
বুনো টিয়া আজ আপন হয়েছে।
হার মেনেছে সে আম ালোব াসার কাছে
তার সমগ্র সত্ত্বা।

আর তাকে বাঁধবো না কোনোদিন ،
আটকে রাখবো না খাঁচায় ؛
অনন্ত ফাগুন সৃজন করে
রাখবো তাকে সেথায়।

♡ ♥ 💕❤

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপনার কবিতাটা অনেক চমৎকার ছিল ভাইয়া তবে আপনি যদি আমাদের এ কমিউনিটিতে কাজ করতে চান সেক্ষেত্রে আপনাকে প্রথমে পরিচয় মূলক পোস্ট করতে হবে এবং আমাদের কমিউনিটির সকল নিয়ম কানুন মেনে যদি আপনি কাজ করেন তাহলে আশা করি আপনি অনেক ভালো কিছু করবেন।

কবিতাটি ভালো ছিল ভাইয়া ? কবিতাটি আসলে কার লেখা ? সেটি কি দেখেছেন ?

দাদা, আমি যখন কমিউনিটিতে এঙ্গেজমেন্ট করা শুরু করেছিলাম তখন আপনার পোস্টটি আমার চোখে পড়েনি তাই আপনার পোস্টটি পড়ার সুযোগও হয়নি। তাই আমি বুঝতে পারেনি লোকটি আপনার কবিতাটি প্লাগারিজম করেছে। দাদা না বুঝে কোন ভুল করে থাকলে দয়া করে মাফ করবেন প্লিজ 🙏