নমস্কার সবাইকে,
আমার বাংলা ব্লগ এর সকল সদস্যদের জানাচ্ছি আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সকলেই ভালো আছেন। আমিও ভালো আছি ঈশ্বরের কৃপায়।
আজ আমি আমার প্রথমবার মেট্রোরেল ভ্রমণ নিয়ে লিখতে যাচ্ছি। বাংলাদেশে এই প্রথম মেট্রোরেল সার্ভিস চালু হলো কিছুদিন আগে কিন্তু সময় স্বল্পতার কারণে মেট্রোরেলে এখনো ওঠা হয়নি। প্রিয়া (আমার অর্ধাঙ্গিণী) এবং আমার সাপ্তাহিক ছুটি দুইজনের দুইদিন হওয়ায় আমরা কথাও ঘুরতে যেতে পারি না। ওর সাপ্তাহিক ছুটির দিন আমিও ছুটি নিয়ে নিলাম অফিস থেকে।
দিনটি ছিল শনিবার। হঠাৎ সকালেই ডাকাডাকি করছে এই ওঠো নাস্তা করে নাও। আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম। হঠাৎ দেখেন রাস্তার প্লেটটা আমার সামনে নিয়ে এসে বলছে তাড়াতাড়ি খেয়ে নাও। আমি তো নাস্তার প্লেট দেখে অবাক হয়ে গেলাম।
সকাল সকাল এত আদর আপ্যায়নের কারণ বুঝতে আমার আর বাকি রইল না। বুঝতেই পারলাম তাকে নিয়ে ঘুরতে যেতে হবে। অবশ্য আমিও ভাবছিলাম আজ মেট্রোরেলে উঠবো। ঠিক তখনি প্রিয়া বললো যে চলো আজ মেট্রোরেলে উঠি। আমিও মানা করলাম না বললাম তাড়াতাড়ি রেডি হয়ে নাও।
আমি রেডি হওয়ার আগেই দেখি উনি রেডি। ঘড়ির কাঁটার দিকে তাকিয়ে দেখি সকাল ১০.৩০ বেজে গেছে। বের হতে নিয়েই পিছনের ফ্লাট এ থাকা মুকুল ভাই এর ছেলে দরজা খোলার শব্দ পেয়ে ওদের দরজা খুলে আমাদের দেখে ওর আম্মুর সংগে আবদার যে আমাদের সংগে যাবে। অনেক বোঝানোর পর ও সে যাবেই। পরে ভাবি কে বললাম রেডি হন তাড়াতাড়ি চলেন যাই। উনি বলছে আমার একটু সময় লাগবে। আমিও বললাম ওকে রেডি হয়ে নেন তবে অবশ্যই ১১.৩০ এর মধ্যে।
কি আর করার অপেক্ষা করা ছাড়া। তাফিফ কে প্রিয়া রেডি করে দিল আর ওইদিক এ ভাবি রেডি হয়ে নিল। ঠিক ১১ঃ৪০ মিনিটে আপনার বাসা থেকে বের হলাম। নিচ থেকে ছোট হয়ে জাহিদকে সঙ্গে নিলাম। তাড়াতাড়ি করে দুইটা রিকশা ঠিক করে মিরপুর পল্লবী স্টেশনে চলে গেলাম। রিক্সা থেকে নেমে এক্সেলেটর দিয়ে দুই তলায় উঠলাম। ভিতরে ঢুকে দেখে এত সুন্দর করে গুছানো। এটা বাংলাদেশ ভাবতেই অবাক লাগছিলো।
আমাদের সবারই এটা প্রথমবার ছিল মেট্রোরেল ভ্রমণ। তাই প্রিয়াকে বললাম তুমি টিকেট কেটে আনো আমরা হেল্প করবো তোমাকে। লাইনে দাঁড়িয়ে পিয়া চারজনের জন্য চারটি টিকেট কেটে ফেললো। মিরপুর পল্লবী থেকে উত্তরা পর্যন্ত এক একটা টিকিটের মূল্য নিল ৩০ টাকা করে। টিকেট পেয়ে তো আমরা সবাই অনেক খুশি এইবার তাহলে আমরা স্বপ্নের মেট্রোরেলে উঠতে পারবো।
টিকেট কেটে নিয়ে আমরা লেভেল ২ থেকে লেভেল ৩ এ উঠতেই আমার সামনে হাজির যমুনা টেলিভিশন এর একজন রিপোর্টার। আমার কাছ থেকে ছোট একটা বিষয় জানতে চাওয়ার পর প্রিয়ার কাছ থেকেও জানতে চাইল আমাদের অনুভুতি এবং মেট্রোরেল এর সকল স্টেশন চালু হইলে কি কি সুবিধা হবে আমাদের সকলের।
এভাবে কোন টিভি চ্যানেলের রিপোর্টারের সামনে দাঁড়িয়ে এভাবে কথা বলবো কখনো ভাবতেও পারি নাই। ইন্টারভিউ শেষ করে আমরা সামনের দিকে আগালাম এবং পরবর্তী ট্রেনের জন্য অপেক্ষা করতে লাগলাম। এটুকু টাইম এর মধ্যে আমরা দাঁড়িয়ে কিছু ছবি উঠালাম।
ছবি উঠাতে উঠাতেই মেট্রোরেল চলে আসলো। হেটে সামনের দিকে গেলাম, কারণ মেট্রোতে উঠতে ভীর হবে না তাই ভেবে। মেট্রোরেলে উঠলাম একদম প্রথম বগিতে। ভালই লাগছে কারন আমরা যে বগিতে উঠেছি সেখানে ভীড় কম আর পিছনের বগিতে অনেক ভীড়। মনে মনে ভাবছিলাম যে ভালই করছি সামনের দিকে উঠে। কিছুক্ষন পর মেট্রোরেল এর ভিতরে অ্যানাউন্সমেন্ট হচ্ছিল যে মহিলা বগি থেকে আপনারা অন্য বগিতে যান। পরে খেয়াল করে দেখি আমিও মহিলা বগিতে উঠে গেছি🤪। পরে তাড়াতাড়ি করে অন্য বগিতে চলে গেলাম।
আমাদের প্রথম মেট্রোরেল ভ্রমণের ছোট একটা ভিডিও শেয়ার করলাম।
প্রথমবার মেট্রোরেলে ভ্রমণে নতুন এক অনুভুতির সূচনা হলো। অনেক আগ্রহ নিয়ে আমরা উত্তরা স্টেশনে নামলাম। নেমে আমরা আবার মিরপুর ব্যাক করার জন্য রাস্তা পাড় হয়ে অপর পাসে যেয়ে যখন আবার ২ তলায় উঠতে নিলাম তখন আমাদের বললো যে আজকের মতো মেট্রোরেল বন্ধ, শেষ মেট্রো ছেড়ে গেছে। সবার ই মনটা খারাপ হয়ে গেলো। পরে আমরা উত্তরা থেকে ঠিক মেট্রোরেল এর নিচ দিয়ে রিকশা নিয়ে মিরপুর চলে আসলাম।
ব্যাক করার সময় মেট্রোরেল পায়নি একটু মন খারাপ হয়েছিল তবে রিকশাতে এসে যে খারাপ লেগেছে তা না। আবহাওয়াটা ছিল হালকা শীত ও মৃদু বাতাসের। রিকশা চলছে আর গায়ে মৃদু বাতাস লাগছে এক অদ্ভুত অনুভূতি।
আশেপাশের পরিবেশ উপভোগ করতে করতে আমরা কখন যে মিরপুরে পৌঁছে গেলাম বুঝতেই পারিনি। পরে রিক্সা থেকে নেমে আমরা সবাই বাসায় চলে আসলাম।
প্রথমবার মেট্রোরেল ভ্রমণ এক অসাধারণ তৃপ্তি দিয়েছে আমাদেরকে। তারপর আবার রিক্সা ভ্রমন। সব মিলিয়ে এক সুন্দর সময় পার করেছি আমরা সবাই।
সঅবাই মেট্রোরেলে ভ্রমণ করবেন খুব সুন্দর লাগবে নতুন এক অনুভূতির সৃষ্টি হবে।
আজ এই পর্যন্তই থাক। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।
বিষয় | প্রথমবার মেট্রোরেল ভ্রমণ । |
---|---|
ফটো ক্রেডিট | @amitroy |
ডিভাইস | রেডমি নোট ৮প্রো |
লোকেশন | মিরপুর পল্লবী স্টেশন, ঢাকা |
ভাইয়া আপনার পরিবার নিয়ে মেট্রোরেল ভ্রমণের খুব সুন্দর মুহূর্ত শেয়ার করেছেন। মাঝে মাঝে একটু ঘুরাঘুরি করতে ভালো লাগে। সত্যি আমাদের বাংলাদেশ এতটা উন্নত হচ্ছে দেখলে অনেক ভালো লাগে। আমিও এখনে মেট্রোরেল ভ্রমণ করিনি। তবে মেট্রোরেলে ওঠার নিয়মকানুন আমার কাছে অনেক ভালো লাগে। মাঝে মাঝে আপনার ভিডিওর মাধ্যমে আমরাও কিছু সুন্দর মূহুর্ত উপভোগ করতে পেরেছি। ধন্যবাদ সুন্দর একটি ব্লগ আমাদের সাথে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ আপু আপনাকে। মাঝে মাঝে ঘোরাফেরা করার দরকার। এতে মন ভালো থাকে। সময় করে অবশ্যই মেট্রোরেলে ভ্রমণ করবেন ভালো লাগবে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
মাঝে মাঝে এমন ঘোরাফেরা করা দরকার। এতে বন্ডিং স্ট্রং হয়। আপনার সকালের নাস্তা তে তো আমার প্রিয় খাবার টি খেয়েছেন। টিভি তে আপনাদের দেখে ভাল লাগল অনেক। সব মিলিয়ে অসাধারণ কেটেছে আপনাদের সময়। ধন্যবাদ দাদা সুন্দর মুহুর্ত গুলো শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
তাই নাকি? কোনটা আপনার প্রিয় খাবার দাদাভাই? হুম ঘোরাফেরা করলে মন ভালো থাকে। ধন্যবাদ ভাই সুন্দর একটা মন্তব্য করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
লুচি আলুভাজি,ছোলার ডাল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
প্রথমবার হয়তো এমন হলো আপনার আগেই আপনার অর্ধাঙ্গিনি তৈরি হয়ে গিয়েছে হা হা। মেয়েরা যখন আপনাকে বেশি আদর আপ্যায়ন করবে বুঝে নিবেন তার কোনো আবদার আছে। ছুটির দিনে মেট্রোরেল ভ্রমণ ব্যাপারটা বেশ চমৎকার ছিল ভাই। তবে ফেরার সময় মেট্রো না পেলেও রিক্সাতে খুব খারাপ লাগেনি এটা শুনে বেশ ভালো লাগল। ভালো সময় কাটিয়েছেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হ্যা ভাই আমি দেখেই বুঝে গেছি ডাল মে কুছ কালা হে। রিক্সা তে খারাপ লাগে নি কারণ আবহাওয়াটা বেশ ভাল ছিল। ধন্যবাদ ভাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনি আপনার পরিবার নিয়ে মেট্রোরেল ভ্রমণ করতে পেরেছেন দেখে আমার খুবই ভালো লেগেছে। আমার ইচ্ছা রয়েছে জানিনা কবে মেট্রোরেল ভ্রমণ করতে পারব। তবে আপনাদের আজকের এই ভ্রমণ দেখে যেন আমার মধ্যে আরো অনুভূতির বৃদ্ধি পেল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ইচ্ছে করেন শুধু মেট্রোরেল এ উঠবেন, দেখবেন ইচ্ছে পুরণ হয়ে গেছে। শুনে খুব ভালো লাগলো যে, আমার ভ্রমণ দেখে আপনি আগ্রহী মেট্রোরেলে এ ভ্রমণ করার জন্য। ধন্যবাদ ভাই ভালো একটা মন্তব্য করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit