নমস্কার,
বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। ঈশ্বরের কৃপায় আমি ভালোই আছি।
প্রকৃতির লীলা খেলা নিয়ে আজকের আয়োজন। আশা করছি সকলের ভালো লাগবে।
গতকাল এর কথা বলছি। সকাল থেকে আবহাওয়া টা বেশ উজ্জ্বল ছিলো। ঠিক বিকেল থেকে আকাশে মেঘ ☁ জমতে শুরু করলো। আস্তে আস্তে কখন যে মেঘ সূর্যকে গ্রাস করে নিয়েছে বুঝতেই পারলাম না।
ডেস্ক এ কাজ করতে করতে জানালা দিয়ে বাহিরে তাকিয়ে কিছুই দেখতে পাচ্ছি না আশে পাশে শুধু কালো অন্ধকার।
মেঘে পুরো আকাশ ছেয়ে চারপাশ অন্ধকার হয়ে আসছে। আবহাওয়া দেখেই মনে হচ্ছে কিছু একটা হবে আজ।
বলতে বলতেই ঝড় বৃষ্টি শুরু। বাতাসের তীব্রতা অনেক ছিলো। বৃষ্টির পানি বাতাসের তীব্রতার কাছে হার মেনে অন্য জায়গায় পড়ছে।
ঝড় বৃষ্টির কিছু স্থিরচিত্র
তখন আমরা সবাই ডেস্ক এ বসে ঝড় বৃষ্টি দেখছি। বেশ ভালই লাগছিলো। বাহিরের আবহাওয়া একদম ঠান্ডা। বাতাসের তীব্রতা অনেক ছিলো।
এর মাঝে হঠাৎ একটা ঝাকি অনুভব করলাম। কেউ বলছে ভূমিকম্প আবার কেউ বলছে ঝড়ের কারণে এমন ভাবে বিল্ডিং নড়ছে। বেশ ভয় পেয়ে যাই সবাই।
কিছুক্ষণ পর সবাই একটু স্থির হলাম। ঝাকি টাতে ভয় পাওয়া সাভাবিক, কারণ এক দিকে ঝড় বৃষ্টি তার উপর আবার ভূমিকম্প।
যাই হক কিছুক্ষণ পর নিচে নামলাম। বাসায় যাওয়ার উদ্দেশ্য। অনেক বৃষ্টি থাকার কারণে আমার অফিস এর গাড়িতেও উঠতে পারছি না। কিছুক্ষণ পর গাড়ি আমাদের অফিস এর আন্ডারগ্রাউন্ড এ ঢুকিয়ে তারপর ওখান থেকে আমরা গাড়িতে উঠে রওনা হলাম। পুরো রাস্তায় বৃষ্টি ছিলো।
সবচেয়ে মজার বিষয় হলো বাসার কাছাকাছি এসে দেখি হাটার কোন উপায় নাই। পুরো রাস্তা, ফুটপাত সব পানির নিচে। বাসায় যেতে হলে নৌকা ⛵ প্রয়োজন।
পরে গাড়ি থেকে নেমে নৌকা ⛵ না পেয়ে🤪 পানিতে নামতেই হলো। কোমর পর্যন্ত পানি পেরিয়ে বাসার সামনে উঠলাম।
বৃষ্টিতে আমার বাসার সামনের রাস্তার কিছু স্থিরচিত্র
আর এভাবেই সাত সাগর তেরো নদী পাড় হয়ে বাসায় আসলাম। বাসায় এসে বাথ সল্ট, সাবান, শ্যাম্পু, গরম জল সব দিয়ে হাত পা ধুয়ে তারপর স্নান করে নিলাম।
সবকিছু মিলিয়ে আজ অনেক ভালো সময় কাটলো। অনেকদিন পর এমন ঝুম বৃষ্টি দেখলাম।
আজ এই পর্যন্তই থাক। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।
বিষয় | প্রকৃতির লীলা খেলা |
---|---|
ফটো ক্রেডিট | @amitroy |
ডিভাইস | রেডমি নোট ৮ প্রো |
লোকেশন | ৬৯ মহাখালী, ঢাকা এবং মিরপুর -১২, ঢাকা। |